Type Here to Get Search Results !

সম্রাট অশোক সপ্তম পর্ব [ Samrata Ashoke]

 

 সম্রাট অশোক সপ্তম পর্ব

Set by - Manas Adhikary 



মহামতি অশোক সপ্তম পর্ব (৩০০+ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)।Samrat Ashoke 7th part.

 মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সম্রাট অশোক সপ্তম পর্ব এর আগে আমি সম্রাট অশোক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে থাকছে অশোক সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


মহামতি অশোক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সপ্তম পর্ব  |Ashoka MCQ  7th part.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

২৫১) অশোকের কোন শিলালেখেমানব চিকিৎসা এবং পশুচিকিৎসা’ সম্পর্কে উল্লেখ পাওয়া যায়?

- দ্বিতীয় শিলালেখ

২৫২) অশোকের কোন স্তম্ভশিলালিপিতে আজিবিকদের এর কথা উল্লেখ আছে?

- সপ্তম স্তম্ভলেখ

২৫৩)অশোকের কোন শিলালিপি থেকে জানা যায় যে অশোক মৃত্যুদণ্ড বাতিল করেননি?

- চতুর্থ স্তম্ভলেখ

২৫৪) অশোকের একমাত্র কোন শিলালিপিতে খরোষ্ঠী ব্রাহ্মী উভয় লিপি ব্যবহার একসাথে করা হয়েছে?

- এরগুডি অভিলেখ

২৫৫) 1915 সালে মিঃ বিডল কোন শিলালিপিতে অশোকের নাম অশোক হিসেবে পড়েছিলেন?

- মাস্কি

২৫৬) অশোকের দ্বিতীয় সপ্তম স্তম্ভলিপিতে "ধম্ম" সম্পর্কিত কয়টি গুণের উল্লেখ আছে?

- 8

২৫৭) অশোকের শিলালিপিগুলি থেকে দেখা যায় যে একটি অংশ ছাড়া সমগ্র রাজ্যে তাঁর আদেশ পালন করা হয়েছিল অশোকের রাজ্যের সেই অংশটি কোনটি?

- পূর্ব অংশ

২৫৮) সম্রাট অশোক প্রতিষ্ঠিত সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত?

- মধ্যপ্রদেশ

২৫৯) অশোকের শিলালিপিতে কোন স্থানের নামসম্বোধি’ বলে উল্লেখ করা হয়েছে?

- বোধগয়া

২৬০) কোথায় অশোক বৌদ্ধধর্মকে তাঁর ব্যক্তিগত বিশ্বাস হিসাবে গ্রহণ করেছিলেন বলে বর্ণনা করা হয়েছে?

- ভাব্রু বৈরাঠ শিলালেখে

২৬১) কোন শিলালিপিতে অশোক নিজেকে শাক্য মুনি বলেছেন?

- মাস্কি

২৬২) কোন স্তম্ভে সম্রাট অশোক নিজেকে মগধের রাজা ঘোষণা করেছেন?

- ভবরু স্তম্ভ

২৬৩) কোন শিলালেখকে অশোক, ধম্মের ছিটানো এবং সামান্য সংগ্রহ অংশ হিসাবে বলেছেন?

- তৃতীয় শিলালেখ

২৬৪)  কোন শিলালিপিতে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক উভয়ের উল্লেখ আছে?

- মহাক্ষত্রপ রুদ্রদামনের জুনাগড় শিলালিপি

২৬৫) অশোক তাঁর কোন শিলালিপিতে 'সবে মনিষে প্রজা মম' ঘোষণা করেছেন?

- প্রথম কলিঙ্গ শিলালেখ

২৬৬) অশোক শিলালিপির বেশি সংখ্যায় কোথা থেকে পাওয়া গিয়েছে?

- দক্ষিণ ভারত

২৬৭) সম্রাট অশোকের পুত্র দশরথের কয়টি গুহার শিলালিপি পাওয়া গেছে?

- 4

২৬৮) অশোকের একমাত্র কোন রাণী এবং পুত্রের কথা শিলালিপিতে উল্লিখিত আছে?

- কারুভাকি ও তিবর

২৬৯) বরাবরের গুহা যেটি অশোক আজিবিক সম্প্রদায়কে  দান করেছিলেন সেই বারাবর পাহাড়ে কয়টি গুহা আছে?

- 4

২৭০) কোন শাসকের মায়ের নাম ছিল জনপদকল্যাণী?

- অশোক

২৭১) অশোকের "শর--কুনা" আভিলেখের কথা সর্বপ্রথম কোন সালে East and West নামক পত্রিকায় প্রকাশিত হয়?

- 1958

২৭২) কোন শাসক অশোকের প্রস্তর স্তম্ভের নাম দেন স্বর্ণস্তম্ভ?

-   ফিরোজ শাহ  তুঘলক

২৭৩) অশোক বিহারের বারাবর এবং নাগার্জুন পাহাড়ে কাদের জন্য পাথর কেটে গুহা তৈরি করেছিলেন?

- আজীবিক

২৭৪) অশোকের কোন শিলালিপিতেসেতো’ শব্দটি হাতির জন্য ব্যবহৃত হয়েছে?

- ধৌলি

২৭৫) প্রথম কে অশোকের লিপির পাঠোদ্ধার করেন?

- জেমস প্রিন্সেপ

২৭৬) কার  মতে অশোকের ধম্ম ছিল বৌদ্ধধর্ম দ্বারা প্রভাবিত হিন্দুধর্ম?

- ম্যাকফেল

২৭৭) কার মতে অশোকের সময়ে বৌদ্ধ জনসংখ্যার সাক্ষরতার শতাংশ ব্রিটিশ ভারতের সাক্ষরতার শতাংশের চেয়ে বেশি ছিল?

- ভি এ স্মিথ

২৭৮) তারানাথের মতে, অশোক তার কতজন ভাইকে হত্যা করে শাসক হন?

- 6

২৭৯) জর্জ টার্নার কোন পুস্তকের উপর  ভিত্তি করে প্রিয়দর্শী’ শব্দ দ্বারা যে মৌর্য সম্রাট অশোককে  চিহ্নিত করা হয়েছে তা জানান?

- দীপবংশ

২৮০) কোন ঐতিহাসিকের  মতে  গান্ধার রাজা বীর সেন ছিলেন অশোকের পুত্র?

- তারা নাথ

২৮১) কোথা থেকে জানা যায় যে, ‘বলপন্ডিত উপগুপ্ত অশোককে বৌদ্ধধর্মে দীক্ষা দেননি?

- দীপবংশ

২৮২) কোন গ্রন্থ অনুসারে অশোক "ন্যুগ্রোধ" দ্বারা বৌদ্ধধর্মে দীক্ষিত হননি?

- দিব্যবদন

২৮৩) রাজতরঙ্গিনী গ্রন্থে অশোকের কোন পুত্রের উল্লেখ আছে?

- জলৌকা

২৮৪) কোন গ্রন্থ অনুসারে বিন্দুসারের রাজত্বকালে অশোক অবন্তী মহাজনপদ জয় করে মৌর্য সাম্রাজ্যের সাথে যুক্ত করেন?

- সামন্তপসাদিকা

২৮৫) মৎস্য পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি কে ছিলেন?

- অশোক

২৮৬) অশোকের  জীবনের শেষের দিকের বিস্তারিত বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়?

- দিব্যবদন

২৮৭) কোন গ্রন্থ অনুসারে অশোকের পুত্র মহেন্দ্র কন্যা সংঘমিত্র ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন?

- মহাবংশ

২৮৮) অশোকের প্রেরিত ধর্মপ্রচারকদের তালিকা কোন কোন  গ্রন্থে পাওয়া যায়?

- দীপবংশ, মহাবংশ, সামন্তপসাদিকা

২৮৯) কোন গ্রন্থে অশোকের ভ্রমণের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে?

- দিব্যবদন

২৯০) উপগুপ্ত যে অশোককে  ধর্মোপদেশ দিয়েছিলেন তা কোন গ্রন্থে বর্ণিত আছে?

- অশোকবদনমালা

২৯১) কলহনের রাজতরঙ্গিনীর ভিত্তিতে, আধুনিক সময়ে কোন পণ্ডিত মৌর্য সম্রাট অশোককে জৈন তীর্থঙ্কর মহাবীরের অনুসারী বলে মনে করেছিলেন?

- থোমাস 

 

সম্রাট অশোক প্রথম পর্ব >>>>

সম্রাট অশোক দ্বিতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক তৃতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক চতুর্থ পর্ব (MCQ)>>>> 

সম্রাট অশোক পঞ্চম পর্ব (MCQ)>>>> 

সম্রাট অশোক ষষ্ঠ পর্ব (MCQ)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad