Type Here to Get Search Results !

সম্রাট অশোক ষষ্ঠ পর্ব (Samrat Ashoka)

 সম্রাট অশোক ষষ্ঠ পর্ব

Set by - Manas Adhikary 



মহামতি অশোক ষষ্ঠ পর্ব (৩০০+ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)।Samrat Ashoke 6th part.

 মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সম্রাট অশোক ষষ্ঠ পর্ব এর আগে আমি সম্রাট অশোক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে থাকছে অশোক সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


মহামতি অশোক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর ষষ্ঠ পর্ব  |Ashoka MCQ  6th part.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

২০১) অশোক কোথায় জন্মগ্রহণ করেন?

- পাটলিপুত্র

২০২) সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মগুরুর নাম কি?

- উপগুপ্ত

২০৩) তিব্বতি কিংবদন্তি অনুসারে, অশোকের কোন পুত্রকে জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি অশোকের জীবদ্দশায় রাজা হবেন?

- কুস্তন

২০৪) পরবর্তীতে কোন মৌর্য শাসক অশোকের মত ধম্ম জয় করেছিলেন?

- শালিশুক

২০৫) বিভিন্ন উৎস থেকে অশোকের পত্নি সংখ্যা কত  জানা যায়?

- 5

২০৬) সম্রাট অশোকের সবচেয়ে প্রভাবশালী পত্নির নাম কি?

- কারুওয়াকি

২০৭) অশোকের কোন পত্নি  "শাক্য কুমারী" নামে পরিচিত ছিলেন?

- মহাদেবী

২০৮) অশোকের কন্যা চারুমতী দেবপাল নামে এক ক্ষত্রিয়কে বিবাহ করেছিলেন তিনি কোথাকার ব্যক্তি  ছিলেন?

- নেপাল

২০৯) অশোকের কোন রানী বোধিবৃক্ষের ক্ষতি করেছিলেন?

- তিষ্যরক্ষিতা

২১০) অশোকের পুত্র মহেন্দ্রকে বৌদ্ধধর্মে দীক্ষা দেন কে?

- মোগলিপুত্র

২১১) অশোকের কন্যা সংঘমিত্রাকে বৌদ্ধধর্মে দীক্ষা দেন কে?

- মোগলিপুত্র

২১২) অশোকের পুত্র কুনাল, যিনি "ধর্মবিবর্ধন" নামেও পরিচিত, তার  মা কে ছিলেন?

- পদ্মাবতী

২১৩) কোন আমলাদেরকে অশোক "যোগ্য ধাত্রী" বলে ডাকতেন?

- রজ্জুক

২১৪) কোন মৌর্য শাসক মৌর্য রাজবংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত নামে পরিচিত?

- সন্মতি বা সম্প্রতি

২১৫) মৌর্য সাম্রাজ্যে কোন শাসকের মন্ত্রী "সুবন্ধু" ছিলেন?

- বিন্দুসার

২১৬) অশোক প্রথম কোথায় বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন?

-  বৈরাঠ

২১৭) মহারাষ্ট্রে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কোন প্রচারককে প্রেরণ করেছিলেন?

- মহাধর্ম রক্ষিত

২১৮) অশোককে রাজা বানাতে কার বিশেষ সাহায্য ছিল?

- রাধা গুপ্ত

২১৯) জন্মের সময় কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অশোক  রাজা হবেন?

- পিংলাভ্যাটস

২২০) রাজ্যাভিষেকের কোন বছরে অশোক লুম্বিনীতে গিয়েছিলেন?

- 20 তম

২২১) রাজ্যাভিষেকের কততম বর্ষে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন?

-নবম 

২২২) অশোক রাজা হওয়ার পর কলিঙ্গ যুদ্ধ  কততম বর্ষে সংঘটিত হয়?

- 12তম

২২৩) অশোক তার রাজ্যাভিষেকের কততম বর্ষে ধম্মমহামাত্র নামে একজন কর্মকর্তা নিয়োগ করেন?

- ১৩ তম (মতান্তরে 14তম)

২২৪) অশোক তার রাজ্যাভিষেকের কোন বছরে নিগলিসাগর স্তম্ভের লেখ প্রকাশ করেন?

- 14তম

২২৫) অশোকের রাজ্যাভিষেকের কততম বর্ষে তৃতীয় বৌদ্ধ পরিষদের আয়োজন করা হয়েছিল?

- 17 তম

২২৬) বিহারের জেহানাবাদ জেলার মখদুমপুর এলাকায় নির্মিত সাতটি গুহা, যাহা সতগুরু নামেও পরিচিত, সেটি কে নির্মাণ করেন?

-অশোক

২২৭) কে বলেছেন যে "আমার পরে আমার ছেলেদের এবং আমার নাতিদের যুদ্ধ করা উচিত নয়"?

- অশোক

২২৮) দেবী, আমি একজন ক্ষত্রিয় এবংআমি কিভাবে পেঁয়াজ খেতে পারি’- এই উক্তিটি কোন শাসকের সাথে সম্পর্কিত ?

- অশোক

২২৯) কোন শাসককে অশোক সমুদ্রগুপ্তের মিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়েছে??

- হর্ষ বর্ধন

২৩০) কোথায় অশোক উপগুপ্ত বিহার নির্মাণ করেন?

- মথুরা

২৩১) আহোয়াং পর্বত থেকে অশোক কাকে ডেকে নিয়েছিলেন?

-মোগলিপুত্র তিষ্য

২৩২) অশোকের "বাঁচো এবং বাঁচতে দাও" ধারণাটি কোন ধর্ম দ্বারা প্রভাবিত?

- জৈন

২৩৩) রাধা গুপ্তের আদেশে অশোক নরকগুহা স্থাপন করেছিলেন প্রশ্ন হল কার নির্দেশে এই নরকগুহা বন্ধ করা হয়?

-বালপণ্ডিত

২৩৪) ভারতে অবস্থিত অশোকের স্তম্ভের শিলালিপিগুলি কোন লিপিতে লেখা আছে?

- ব্রাহ্মী  

২৩৫) সম্রাট অশোকের 14টি প্রধান শিলালেখ কতগুলি স্থান থেকে পাওয়া গেছে?

- 10

২৩৬) অশোকের নির্মিত স্তম্ভগুলিতে কোন ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল?

- লাল বেলেপাথর

২৩৭) অশোক তার তৃতীয় স্তম্ভলেখে 5টি অসিনভ (পাপ) উল্লেখ করেছেন তিনি কোন ধর্ম থেকে অসিনভের ধারণা নিয়েছিলেন?

- জৈন

২৩৮) অশোকের কোন শিলালিপিতে বলা হয়েছে যে - ধম্মবিজয় ইহলোক এবং পরলোক উভয়ের জন্যই শুভ?

- অভিলেখ সংখ্যা 13

২৩৯) কোন শিলালিপির দ্বারা অশোক মানুষকে ধর্মীয় জীবন যাপনে উদ্বুদ্ধ করেছিলেন?

- চতুর্দশ শিলালেখ

২৪০) অশোকের নিচের কোন শিলালিপি এই ঐতিহ্যকে নিশ্চিত করে যে গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন?

- রুমিনদেই স্তম্ভের শিলালিপি  

২৪১) কোথা থেকে বৌদ্ধধর্মের প্রতি অশোকের আগ্রহের প্রমান পাওয়া যায় না?

- ৬ষ্ঠ প্রধান স্তম্ভ শিলালেখ

২৪২) অশোকের প্রধান শিলালেখগুলির মধ্যে কোনটি সর্বোত্তম সুরক্ষিত অবস্থায় রয়েছে?

- গিরনার  

২৪৩) অশোকের কোন শিলালিপিতে যথাক্রমে "ধম্ম দান" এবং "ধম্ম বিজয়" উল্লেখ আছে

- 11 তম এবং 13 তম

২৪৪) একমাত্র কোন স্তম্ভে  অশোক নিজেকে মগধের সম্রাট হিসেবে বর্ণনা করেছেন?

- ভাব্রু স্তম্ভ

২৪৫) অশোকের একটি শিলালেখ উত্তরাঞ্চলে (উত্তরাখণ্ড) কোথায় অবস্থিত?

- কালসীতে

২৪৬) অশোকের অষ্টম প্রধান শিলালেখে  কোন বৌদ্ধ স্থান পরিদর্শনের উল্লেখ আছে?

- বোধগয়া

২৪৭) অশোকের শিলালিপিতে কোন বর্ণের উল্লেখ নেই?

- ক্ষত্রিয়

২৪৮) অশোকের শিলালিপিতে মধ্যপ্রদেশের কোন স্থানের নাম উল্লেখিত আছে?

- গুজরি

২৪৯)অশোকের কোন শিলালেখ "নতুন দিল্লি লেখ" নামেও পরিচিত?

- বাহাপুর মাইনর শিলালেখ

২৫০) যে শিলাটির উপরে অশোকের ব্রহ্মগিরি ছোট শিলা খোদাই করা আছে তা স্থানীয়ভাবে কি নামে পরিচিত?

- অক্ষরগুন্ড

 

সম্রাট অশোক প্রথম পর্ব >>>>

সম্রাট অশোক দ্বিতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক তৃতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক চতুর্থ পর্ব (MCQ)>>>> 

সম্রাট অশোক পঞ্চম পর্ব (MCQ)>>>>> 

সম্রাট অশোক সপ্তম পর্ব (MCQ)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad