Type Here to Get Search Results !

সম্রাট অশোক চতুর্থ পর্ব [Ashoka mcq 4]

সম্রাট অশোক চতুর্থ পর্ব

Set by- Manas Adhikary

 


মহামতি অশোক চতুর্থ পর্ব (৩০০+ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)।Samrat Ashoke 4th part.

 মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সম্রাট অশোক চতুর্থ পর্ব এর আগে আমি সম্রাট অশোক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে থাকছে অশোক সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


মহামতি অশোক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ  পর্ব  |Ashoka MCQ  4th part.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

 

১০১) অশােকের বিরুদ্ধে কলিঙ্গরাজের হয়ে আর কারা কলিঙ্গ যুদধে যােগদান করে?

-চোল পান্ড্যরা।

১০২) অশােকের রাজ্যাভিষেকের কতবছর পর কলিঙ্গ যুদ্ধ হয়?

- বছর

১০৩) কলিঙ্গ বর্তমানে কোথায় অবস্থিত?

- ওড়িশা।

১০৪) কলিঙ্গ যুদ্ধ হয় কোন নদীর তীরে?

- দয়া বা দায়া নদীর তীরে

১০৫) কলিঙ্গ যুদ্ধের সময় কলিঙ্গের রাজা কে ছিলেন?

- অনন্ত পদ্মনাভন (বিতর্কিত)

১০৬) কলিঙ্গ যুদ্ধ কোন মাঠে হয়?

- ধৌলি পাহাড় ময়দান

১০৭) কলিঙ্গ যুদ্ধে কত মানুষ নিহত হন?

- লক্ষ

১০৮) কলিঙ্গ যুদ্ধে কত মানুষ বন্দী হন?

- দেড় লক্ষ

১০৯) সম্রাট অশােক কলিঙ্গ যুদ্ধের জন্য কোথা থেকে সৈন্য আমদানী করেন?

- সিরিয়া

 ১১০) অশােকের প্রধান মন্ত্রী কে ছিলেন?

- রাধাগুপ্ত

১১১) অশােকের আমলে শ্রেষ্ঠ পশুর নাম কী?

- হাতি

১১২) অশােক পিতা বিন্দুসারের আমলে কোথাকার বিদ্রোহ দমন করেন?

- তক্ষশিলার

১১৩) অশােক কলিঙ্গ যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন?

- অনন্ত পদ্মনাভন

১১৪) কোন মৌর্য শাসক তাঁর দরবারে গ্রীক দার্শনিক চেয়েছিলেন?

- বিন্দুসার (বিন্দুসার চেয়েছিলেন কিন্তু পাননি)

 ১১৫) অশােক ছাড়া আর কোন মৌর্য শাসক দেবনাম প্রিয় প্রিয়দর্শী বা দেবতার প্রিয় উপাধি গ্রহন করেন?

- বিন্দুসার দশরথ।

১১৬) অশােক কোন কোন জীব হত্যার উপর নিষেধাজ্ঞা জারি করেন নি?

- মহিষ

১১৭) প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন?

- বিম্বিসার

১১৮) অশােকের এলাহবাদ পিলারে কোন চারজন ব্যক্তির উল্লেখ আছে?

- অশােক, সমুদ্রগুপ্ত, জাহাঙ্গীর, ফিরােজ শাহ তুঘলক

১১৯) ভারতেরকনস্ট্যানস্টাইন কাকে বলা হয়?

- অশােক

১২০) অশােক কলিঙ্গ যুদ্ধে কতজন মানুষকে হত্যা করেছিলেন?

- প্রায় এক লক্ষ

১২ ) কে নিজেকে সম্রাট বলে ঘােষনা করে ছিলেন?

- অশােক

১২২) অশােকের সময় রাজকীয় বার্তাবাহককে কী বলা হত?

- প্রতিবেদক

১২৩) অশােকের আমলে রাজুক বা জুত কাদের বলা হত?

- জেলা শাসকের সমকক্ষ।

১২৪) ব্যবহার সমতা দন্ড সমতা নীতি কে প্রবর্তন করেন?

- অশােক

১২৫) অশােকের জল্লাদের নাম কী?

- চন্দ্র গিরিক

১২৬) সম্রাট অশােকের অঙ্গরক্ষিনীর সংখ্যা কত ছিল?

- জন

১২৭) অশােকের সময় তােশালি মহাবিহারের অধ্যক্ষ কে ছিলেন?

- শীলপানি।

১২৮) অশােকের আমলে বাংলাদেশের নাম কী ছিল?

- গঙ্গারিডি বা গঙ্গারিডাই

১২৯) "Asshoka and the decline of the Mauryans"- গ্রন্থটির লেখক কে?

- রােমিলা থাপার।

১৩০) বৌদ্ধধর্মের আইনস্টাইন নামে কে পরিচিত?

- অশােক

১৩১) ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রানী সংরক্ষনের কথা জান যায়?

- অশােক

১৩২) অশােক নেপালে কোন শহর নির্মান করেন?

- ললিতা পাতুন

১৩৩) ভারতীয় স্থাপত্য ভাস্কর্য শিল্পে পাথরের ব্যবহার শুরু হয় কোন মৌর্য সম্রাটের আমলে?

- অশােক।

১৩৪) অশােকের রাজপ্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কে মন্তব্য করেন যে-‘প্রাসদটি কোন মানুষের তৈরী বরং এটি দানবের কীর্তি?

- ফা-হিয়েন।

১৩৫) অশােকের রাজপ্রাসাদ কিসের তৈরী?

- পাথরদিয়ে।

১৩৬) কে প্রায় ৮৪ হাজার স্তুপ বানিয়েছিলেন?

- অশােক

১৩৭) অশােক স্তম্ভ তৈরী করতে ব্যবহৃত লাল বালি পাথর কোথা থেকে আনা হয়েছিল?

- চুনার

১৩৮) অশােক নির্মিত বৃহত্তম স্তুপ কোনটি?

- সাঁচী

১৩৯) সাঁচী কোথায় অবস্থিত?

- মধ্যপ্রদেশের ভুপালে

১৪০) অশােকের সাঁচী স্তুপে কয়টি সিংহমূর্তি রয়েছে?

- টি

১৪১) সাঁচীর তােরনদ্বারে কোন পশুর ভাস্কর্য খােদাই ছিল?

- অশ্ব

১৪২) অশােক নির্মিত চৈত কোথায় কোথায় পাওয়া গেছে?

- সাঁচী, সারনাথ, বরাবর পাহাড়

১৪৩) অশােকের কোথাকার স্তম্ভশীর্ষে গরুর গাড়ির ভাস্কর্য খােদাই আছে?

- সারনাথ

১৪৪) অশােকচক্রের বামদিকে ডানদিকে কিসের মূর্তি আছে?

- বামদিকে ষাঁড় এবং ডানদিকে ঘােড়ার

১৪৫) অশােক স্তম্ভে কয়টি পশু আছে কি কি?

- ৪টি; হাতি, ঘােড়া, ষাঁড়, সিংহ

১৪৬) নাগাজুন গুহা কে নির্মান করেন?

- দশরথ (অশােকের পৌত্র)

১৪৭) দিল্লীর কোন সুলতান অশােক স্তম্ভটি আম্বালা থেকে দিল্লীতে স্থানান্তরিত করেন?

-ফিরােজ শাহ তুঘলক

১৪৮) ফিরােজ শাহ তুঘলক কোথা থেকে অশােক স্তম্ভ দিল্লীতে আনেন?

- খিজিরাবাদ

১৪৯) করনচোপরা গুহা কে নির্মান করেন?

- অশােক

১৫০)‘অশােক মৌর্যদের পতন- গ্রন্থটির লেখক কে?

- রােমিলা থাপার

 

সম্রাট অশোক প্রথম পর্ব >>>>

সম্রাট অশোক দ্বিতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক তৃতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক পঞ্চম পর্ব (MCQ)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad