Type Here to Get Search Results !

সম্রাট অশোক  তৃতীয় পর্ব [Ashoke MCQ]

সম্রাট অশোক তৃতীয় পর্ব

Set by- Manas Adhikary

 


মহামতি অশোক তৃতীয় পর্ব (২০০+ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)।Samrat Ashoke 3rd part.

 মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সম্রাট অশোক এর আগে আমি সম্রাট অশোক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে থাকছে অশোক সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


মহামতি অশোক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব  |Ashoka MCQ 3rd part.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here




 

৫১) অশােক ধামেক স্তুপ নির্মান করেন কেন?

- বুদ্ধদেব সর্বপ্রথম তার পাঁচজন শিষ্যকে ধর্মপােদেশ দান করেন সারনাথে, সেই স্মৃতিতে ধামেক স্তুপ নির্মিত হয়

৫২) রাম্পূর্বা স্তম্ভটি কে নির্মান করেন?

- অশােক

৫২) অশােক মােট কতগুলি অশােকস্তম্ভ নির্মান করেন?

- ১৯টি

৫৩) অশােকের অশােকস্তম্ভে যে পশুগুলি রয়েছে তাদের গুরুত্ব উল্লেখ কর

- সিংহমৌর্য সম্রাট অশােকের প্রভাব প্রতিপত্তি নির্দেশ করে হাতি- বুদ্ধদেবের জন্মের সময় মায়াদেবী একটি সাদা হাতির স্বপন দেখেছিলেন সেটার জন্য হাতিকে রাখা হয়েছে ষাঁড় - বুদ্ধদেবের রাশি ছিল বৃষরাশি ঘােড়া- বুদ্ধদেব ঘােড়ায় চেপে সংসারের মায়া ত্যাগ করেন

৫৪) কলিঙ্গ যুদ্ধের পরও অশােক আর্দশবাদী অহিংস শাসকে পরিনত হননি কার উক্তি?

- বনগার্ড লেভিন

৫৫) অশােক প্রথম জীবনে কোথাকার গর্ভনর ছিলেন?

- উজজয়িনী (পরে তক্ষশিলা)

৫৬) অশােক নতুনভাবে কোন কর্মচারী নিয়ােগ করেননি?

- অধ্যক্ষ

৫৭) অশােক দক্ষিনের কোন কোন রাজ্যে দূত পাঠিয়েছিলেন?

- সত্যপুত্র, চোল, পান্ড্য

৫৮) অশােক কোন অঞ্চলে কর ছাড় দেন?

- লুম্বিনী গ্রামে

৫৯) অশােক লুম্বিনী গ্রামে যে করটি তুলে দেন তার নাম কী?

- বলি

৬০) অশােক লুম্বিনীগ্রামের কর ছাড় দেন কেন?

- লুম্বিনী ছিল গৌতম বুদ্ধের জন্মস্থান গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধাবশত কর ছাড় দেন

৬১) অশােক রাজ্যাভিষেকের কতবছর পর লুম্বিনীতে গিয়ে গৌতম বুদ্ধের পূজা দিয়ে আসেন?

- ২০ বছর

৬২) অশােক কার সমকালীন ছিলেন?

- ম্যাগাস সাইরাস

৬৩) ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রানী সংরক্ষনের কথা জানা যায়?

-সম্রাট অশােক

৬৪) অশােক পৃথিবীর মহান দার্শনিক নৃপতিদের মধ্যে অন্যতম -উক্তিটি কার?

- পল ম্যালন অরল

৬৫) বিন্দুসারের মৃত্যুর সময় অশােক কোন প্রদেশের শাসক ছিলেন?

- উজ্জয়িনী (তখন তক্ষশিলার শাসক ছিলেন সুশিম)

৬৬) বছরের কোন বিশেষ দিনে অশােক বন্দি মুক্তি করতেন?

- প্রত্যেক বছর অশােক তাঁর রাজ্যভিষেকের দিনটিতে বন্দী মুক্তির ব্যবস্থা করেন ৬৭) অশােক কত সালে কলিঙ্গ আক্রমন করে?

- ২৬১ খ্রী?

৬৮) অশােক তাঁর ৯৯ জন ভাইকে হত্যা করলেও একজনকে হত্যা করেন নি তিনি কে?

- তিস্য

৬৯) সিন্ধু, গঙ্গা যমুনা উপত্যকা অঞ্চলকে কে প্রথম রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেন?

- সম্রাট অশােক

৭০) অশােক কবে খােটান পরিদর্শন করেন?

- ২৩৬ খ্রীঃপূঃ

৭১) অশােক তাঁর প্রাদেশিকদের কত বছর অন্তর সাম্রাজ্য পরিভ্রমন করতে বলেছিলেন?

- বছর অন্তর

৭২) অশােক প্রথম কোন দেশটি জয় করেছিলেন?

- খােশ

) অশােক জীবনে কতগুলি যুদ্ধ করেছিলেন?

- একটি (কলিঙ্গ যুদ্ধ)

৭৪) কোন শাসকের রাজত্বকাল থেকে ভারতবর্ষে প্রথমঅব্দ দিয়ে হিসাব পরিচিতি লাভ করে?

- অশােক

৭৫) কোন মৌর্য সম্রাট সর্বপ্রথম রাস্তার ধারে মাইল ফলক বসান?

- সম্রাট অশােক (মতান্তরে- চন্দ্রগুপ্ত মৌর্য)

৭৬) অশােক কম্বেদ্বীপকে ভিক্ষুদের দান করে পুনরায় কিনে নিয়ে আবার বিক্রি করেন কার?

- তিনবার

৭৭) অশােকের সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল?

- ৫টি (মতান্তরে ৬টি)

৭৮) সম্রাট অশােকের আমলে প্রদেশগুলি তাদের রাজধানীগুলি উল্লেখ কর

) প্রাচ্য - পাটলিপুত্র

) উত্তরাপথ - তক্ষশিলা

) অবন্তী - উজ্জয়িনী

) দক্ষিনাপথ - সুবর্নগিরি

) কলিঙ্গ - তােষালি

৭৯) মধ্যপ্রদেশে অশােকের আমলে যে জলসেচ ব্যবস্থা প্রচলিত ছিল, সেটি কে আবিস্কার করেন?

- দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকর

৮০) অশােকের আমলে নিম্ন স্তরের মানুষকে কি বলা হত?

- ভৃতক বা দাস (এরা শুদ্র পর্যায়ভুক্ত ছিল)

৮১) অশােকের পুত্র কুনাল কতবছর রাজত্ব করেন?

- আটবছর

৮২) অশােক ভারতবর্ষের বাইরে কোন দেশে মানুষ পশু হাসপাতাল স্থাপন করেন?

-গ্রীক দেশে

৮৩) অশােকের আমলে শ্রীলঙ্কার নাম কী ছিল?

- তাম্বপামনি

৮৪) অশােক কলিঙ্গ জয় করে কলিঙ্গের শাসক রূপে কাকে নিযুক্ত করেন?

- সমপা

৮৫) অশােক উত্তরপ্রদেশে কাকে শাসনকর্তারূপে নিযুক্ত করেন?

- কোশাম্বী

৮৬) অশােক কাকে কর্নাটকের শাসকরূপে নিযুক্ত করেন?

- ইসিলা

৮৭) সৌরাষ্ট্রের শাসনকর্তারূপে অশােক একজন গ্রিক ব্যক্তিকে নিযুক্ত করেন তাঁর নাম কী?

- তুষাসফা

৮৮) অশােকের পর সিংহাসনে কে বসেন?

- জলৌকা

৮৯) জলৌকা সিংহাসনে বসার আগে কোথাকার শাসক ছিলেন?

- কাশ্মীর

৯০) অশােকের আমলে বা মৌর্য সাম্রাজ্যের সময়কালে ভারতীয় স্বাধীন রাজ্যগুলি কোন গুলি?

- চোল, পান্ড্য, সত্যপুত্র এবং কেরলপুত্র |

৯১) কোন কোন স্তুপ থেকে প্রমান পাওয়া যায় যে বাংলা অশােকের অন্তর্ভুক্ত ছিল?

-আম্রলিপ্ত, কর্নসুবর্ন, সমতট

৯২) নেপাল যে অশােকের সাম্রাজ্য ভুক্ত ছিল তা কোন ঐতিহাসিকের বিবরনী থেকে জানা যায়?

- তারানাথ

৯৩) ভারতের কোন অংশ অশােকের সাম্রাজ্যভুক্ত ছিল না?

- আসাম

৯৪) কাশ্মীর যে অশােকের সাম্রাজ্য ভুক্ত ছিল তা কোন ঐতিহাসিকের বিবরনী থেকে জানা যায়?

- হিয়েন সাঙ এর বিবরনী (এছাড়াও কলহনের রাজতরঙ্গিনী)

৯৫) অশােকের গুপ্ত বাহিনীর নাম কী?

- পুষালিনী

৯৬) কোন মৌর্য সম্রাটকুঞ্জবন তৃনাচ্ছাদিত বীথি তৈরি করেন প্রজাদের বিশ্রাম আনন্দের জন্য?

- অশােক

৯৭) একমাত্র কোন মৌর্য সম্রাটের নাম পুরানে উল্লেখ আছে?

- অশােক

৯৮) অশােক কোন গাছ (ফলের বাগান) তৈরীতে উৎসাহ দেন?

- আম, বাগান, নারকেল

৯৯) অশােক স্তম্ভ কোন ঘটনার স্মৃতি স্তম্ভ?

- কলিঙ্গ যুদ্ধ

১০০) কোন কোন নদীর মধ্যবর্তী স্থান ছিল কলিঙ্গ?

- মহানদী গােদাবরী

 

সম্রাট অশোক প্রথম পর্ব >>>>

সম্রাট অশোক দ্বিতীয় পর্ব (MCQ)>>>>

সম্রাট অশোক চতুর্থ পর্ব (MCQ)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad