Type Here to Get Search Results !

সম্রাট অশোক দ্বিতীয় পর্ব [Ashoka MCQ]

 

সম্রাট অশোক দ্বিতীয় পর্ব

Set by- Manas Adhikary


 

মহামতি অশোক দ্বিতীয়  পর্ব (২০০+ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)।Samrat Ashoke 2nd part.

 মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সম্রাট অশোক আজ এই পর্বে থাকছে অশোক সম্পর্কিত  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


মহামতি অশোক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর |Ashoka MCQ.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

) অশােক কথার অর্থ কী?

- দুঃখ মােচনকারী

) সমাট অশােক কোন নক্ষত্রে জন্মগ্রহন করেন?

- তিষ্য নক্ষত্রে (তাই এই নক্ষত্রে সম্রাট অশােক পশুহত্যা নিষিদ্ধ করেন)

) অশােক কোন রাশিতে জন্মগ্রহন করেন?

- বৃষরাশিতে (গৌতমবুদ্ধ বৃষরাশিতে জন্মগ্রহন করেন)

) অশােকের পিতার নাম কী?

- বিন্দুসার

) অশােকের মাতার নাম কী?

- শুভদ্ৰাঙ্গি

) অশােকের মাতা শুভদ্ৰাঙ্গীর আরেক নাম কী?

- ধর্মা

) সম্রাট অশােকের পত্নীদের নাম কর?

- অসন্ধিমিত্রা, দেবী, কারুকী, পদ্মাবতী, তিষ্যরক্ষা

) অশােকের কন্যাদের নাম কী?

- সংঘমিত্রা চারুমতী

 ) অশােকের পুত্রদের নাম কর।

- মহেন্দ্র, কুনাল, তিবর

১০) অশােক কন্যা চারুমতি কাকে বিবাহ করেন?

- নেপালের ক্ষত্রিয় দেবপালকে

১১) অশােকের কোন কোন সন্তান কখনই সিংহাসনে বসেন নি?

- মহেন্দ্র তিবর

১২) অশােকের মৃত্যুর আগে অশােকের কোন সন্তান মারা যান?

- তিবর

১৩) অশােকের কোন সন্তান সন্ন্যাস গ্রহন করেন?

- মহেন্দ্র

১৪) অশােকের ঘােড়ার নাম কী?

- পবন।

১৫) আয়পুত্র কথার অর্থ কী?

- প্রভুর সন্তান।

১৬) অশােকের আয়পুত্রের নাম কী?

- রাজকুমার শাম্ব।

১৭) অশােকের জেষ্ঠ্য ভ্রাতার নাম কী?

- সুমন (সুসীম, ইনি অশােকের প্রধানবিরােধী ছিলেন)

১৮) অশােকের উত্তরসুরি নাম কী?

- দশরথ

১৯) রাজর্ষি কাকে বলা হয়?

- সম্রাট অশােক

২০) অশােক কোন ধর্ম গ্রহন করেন?

- বৌদ্ধ (প্রথম জীবনে শৈব ছিলেন)

২১) বিন্দুসারের মৃত্যুর কতবছর পর অশােকের অভিষেক হয়?

- চার বছর

২২) কোন সংস্কৃত গ্রন্থ থেক অশােক সম্বন্ধে জানা যায়?

- দিব্যবদান

২৩) কার রাজত্বকালে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল?

- অশােক

২৪) মহাবংশ অনুসারে অশােক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন?

- উপগুপ্ত

২৫) অশােকের ধর্মগুরুর নাম কী?

- উপগুপ্ত (মহাযান মতে); মৌদগলিপুত্র তিস্য (হীনযান মতে)

২৬) অশােক ভৃগু উপগুপ্তের থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। এটা কলিঙ্গ যুদ্ধের আগে না পরে?

- কলিঙ্গ যুদ্ধের পর

২৭) অশােক কোন বৌদ্ধ শাখার অনুরাগী ছিলেন?

- হীনযান

২৮) অশােক পুত্র কুনালকে কোথায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠান?

- মধ্য এশিয়া

২৯) অশােক বৌদ্ধধর্ম প্রচারের জন্য মহীশুরে কাকে পাঠান?

- মহাদেব

৩০) অশােক উত্তর কানাডায় ধম্ম প্রচারের জন্য কাকে পাঠান?

- রক্ষিত ( প্রসঙ্গত, কাশ্মীর গান্ধার- মধ্যন্তিক; হিমালয় পার্বত্য অঞ্চল নেপাল- মজ্জিম; সীমান্তবর্তী রাজ্যগুলিতে- ধর্মরক্ষিত; গ্রিক রাজ্যগুলিতে - মহারক্ষিত; মহারাষ্ট্রে - মহাধর্মরক্ষিত মহীশুরে- মহাদেব; ব্রহ্মদেশ তার দক্ষিন পূর্বে- শােন; উত্তরে সিংহলে - মহেন্দ্র সংঘমিত্রা

৩১) অশােক ধম্ম প্রচারের জন্য গ্রিক রাজ্যগুলিতে কোন দূত প্রেরন করেন?

-মহারক্ষিত

৩২) অশােক ধম্ম প্রচারের জন্য বানভাসিতে কাকে পাঠিয়েছিলেন?

- রক্ষিত

৩৩) অশােক প্রচারিত ধম্মকেসংস্কারিত বৌদ্ধ ধর্ম ' বলে কে অভিহিত করেছেন?

-বেনীমাধব বড়ুয়া

৩৪) অশােক কাদের বরাবর পাহাড়ের লােমাশা ঋষিগুহা দান করেছিলেন?

- আজীবিক

৩৫) সম্রাট অশােক মধ্য এশিয়ার যে অঞ্চলে পরিভ্রমনে যান তার নাম কী?

- খােটান

৩৬) অশােক ধর্ম যাত্রার জন্য মােট কত রাত বাড়ির বাইরে কাটিয়েছিলেন?

- ২৫৬ টি

৩৭) বােধিবৃক্ষের যাতে কেউ ক্ষতি না করতে পারে তার জন্য বােধিবৃক্ষের চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে দেন কে?

- সম্রাট অশােক

৩৮) সম্রাট অশােক ২৬ বছরের রাজত্বকালে মােট কতবার বন্দী আসামীদের মুক্তি দেন?

- ২৫ বার

৩৯) প্রাচীন ভারতের কোন শাসকআমােদ-প্রমােদ, মেলা নিষিদ্ধ করেন?

- সম্রাট অশােক

৪০) কোন শাসক সর্বপ্রথম প্রানী হত্যার বিরুদ্ধে প্রচার করেন?

- সম্রাট অশােক

৪১) বৌদ্ধধর্মের সাথে অশােকের সম্পর্ক আছে একথা কোন অনুশাসন থেকে জানা যায়?

- বৈরাট

৪২) ভেরিঘােষ (যুদ্ধ দাদামা) এর পরিবর্তে ধর্মঘােষের কথা অশােক কত নম্বর শিলালেখ বলেছেন?

- ৪র্থ ত্রায়ােদশ শিলালেখে

৪৪) অশােক কোন পর্বতে চন্ডাশােক থেকে ধর্মাশােকে পরিনত হন?

- ধৌলি

৪৫) বাঁচো এবং বাঁচতে দাও- উক্তিটি কার?

- অশােক

৪৬) লুম্বিনী যে গৌতম বুদ্ধের জন্মস্থল তা কোথা থেকে জানা যায়?

- অশােকের শিলালিপি থেকে।

৪৭) অশােকের অহিংস নীতির মূল্যবান উদাহরন কী?

- ভেরীঘােষ বন্ধ করে ধর্মঘােষ চালু করা।

৪৮) অশােক কোন শিলালিপিতে বিহার যাত্রার পরিবর্ত, ধর্মযাত্রার কথা বলেন?

- অষ্টম শিলালিপিতে।

৪৯) অশােকের সাঁচী স্তুপ কোন রানীর স্মৃতি বহন করে চলেছে?

- দেবী রানী।

৫০) সাঁচী স্তুপ ছাড়াও সারনাথে অবস্থিত অশােকের আরেকটি স্তুপের নাম কর?

- ধামেক স্তুপ

 

সম্রাট অশোক প্রথম পর্ব >>>>

সম্রাট অশোক তৃতীয় পর্ব (MCQ)>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

  মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভঅশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad