সম্রাট অশোক পঞ্চম পর্ব
Set by - Manas Adhikary
মহামতি অশোক পঞ্চম পর্ব (৩০০+ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)।Samrat Ashoke 5th part.
মৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভ। অশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সম্রাট অশোক পঞ্চম পর্ব । এর আগে আমি সম্রাট অশোক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে থাকছে অশোক সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মহামতি অশোক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর পঞ্চম পর্ব |Ashoka MCQ 5th part.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১৫১) কোন গ্রন্থ থেকে জানা যায় অশােক পুত্র জলৌক কাশ্মীর এর রাজা হন?
-রাজতরঙ্গিনী
১৫২) অশােক প্রথম জীবনে শৈব ছিলেন কোন গ্রন্থ থেকে জানা যায়?
- রাজতরঙ্গিনী ১
৫৩) অশােক শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছিলেন?
- দেবনাম প্রিয় প্রিয়দর্শী।
১৫৪) কোন রচনায় পাওয়া যায় যে অশােক কাশ্মীরে শ্রীনগর নির্মান করেছিলেন?
-কলহনের রাজতরঙ্গিনী ।
১৫৫) কোন অভিলেখে অশােক ও চন্দ্রগুপ্ত মৌর্যের নাম পাওয়া যায়?
- জুনাগড়
১৫৬) কোন লিপিতে ‘অশােক নামটি পাওয়া গেছে?
- মাস্কি ও গুজ্জার লেখ।
১৫৭) জুনাগড় লিপিতে অশােককে কী নামে অভিহিত করা হয়েছে?
- অশােকা মৌর্য
১৫৮) কান্দাহার লেখ এ অশােককে কী নামে অভিহিত করা হয়েছে?
- প্রিয়দর্শী
১৫৯) বরাবর লেখ এ অশােককে কী নামে অভিহিত করা হয়েছে?
- প্রিয়দর্শী রাজা
১৬০) অশােক কোন লেখ এ সর্বপ্রথম ধম্ম কথাটি উল্লেখ করেন?
- মাস্কি।
১৬১) অশােক নামের উল্লেখ প্রথম কোন অনুশাসনে পাওয়া যায়?
- মাস্কি
১৬২) অশােককে কোন লেখ এ দেবনাং প্রিয়দর্শী নামে অভিহিত করা হয়েছে?
-মাস্কিলেখ
১৬৩) অশােককে কোন লেখ এ মগধের রাজা অভিহিত করা হয়েছে?
- মগধের রাজা
১৬৪) সর্বপ্রথম অশোক লেখ এর পাঠোদ্ধার কে করেন?
- জেমস প্রিন্সেপ (প্রথম খুঁজে পান পাদ্রী প্যান্থলার)।
১৬৫) অশােক ছিলেন মগধের রাজা। কোন লেখ থেকে ইহা জানা যায়?
- ভাব্র লেখ
১৬৬) শিলালিপিতে অশােক নিজেকে কী নামে অভিহিত করেরন?
- দেবনাম প্রিয় প্রিয়দর্শী।
১৬৭) অশােকের শিলালিপিতে অশােকের নামটি কতবার উল্লেখ আছে?
- ৫ বার
১৬৮) এখনাে পর্যন্ত অবিস্কৃত অশােকের শিলালিপির সংখ্যা কত?
- ১৫০ টি
১৬৯) অশােকের প্রধান শিলালিপি কয়টি?
- ১৪টি।
১৭০) কোন শাসকের পূর্বে খরােষ্ঠী লিপির কোন নিদর্শন পাওয়া যায় নি?
- অশােক।
১৭১) বরাবক পাহাড়ে অশােক মােট কতগুলি গুহায় লেখ উৎকীর্ন করেন?
- তিনটি
১৭২) অশােক বরাবক পাহাড়ের কয়টি গুহা অজীবক সন্ন্যাসীদের দান করেন?
- দুটি
১৭৩) বরাবক পাহাড়ের গায়ে কয়টি খােদিত গুহা আছে?
- চারটি।
১৭৪) নাগাজুনী পাহাড়ে কার উৎকীর্ন লেখ পাওয়া যায়?
- অশােকের পৌত্র দশরথ।
১৭৫) মােট কতগুলি অনুশাসনে সম্রাট অশােকের নাম ‘অশােক রূপে খােদিত আছে?
-৪টি অনুশাসনে
১৭৬) খরােষ্ঠী লিপির উৎপত্তি কী ভাবে হয়?
- অশােকের প্রাকৃত ও ব্রাহ্মীর সংমিশ্রনে
১৭৭) ভারতবর্ষের প্রথম লিখিত নমুনা কোনটি?
- অশােকের শিলালিপি।
১৭৮) অশােক সিংহাসনে বসার কতবছর পর ‘ধৰ্ম্ম অনুশাসনে লেখা হয়?
- ২৭ বছর
১৭৯) অশােকের তােপারা স্তম্ভ কোথায় অবস্থিত?
- দিল্লীতে
১৮০) অশােকের ‘শাহবাদগারহি অনুশাসন কোন ভাষায় লেখা?
- খরােষ্ঠী
১৮১) অশােক নির্মিত কোন স্তম্ভের উচ্চতা সবথেকে বেশী?
- বিহারের কোল হুয়ার (বাসারহ) উচ্চতা- ১৩৭৫ মিটার।
১৮২) অশােক নির্মিত এলাহবাদ মিনারের উচ্চতা কত?
- ১০৭ মিটার
১৮৩) লৌরিয়া নন্দন গড় স্তম্ভ কার আমলে নির্মিত হয়?
- অশােক
১৮৪) অশােকের সর্বশেষ স্তম্ভলিপির নাম কী?
- সারনাথ।
১৮৫) অশােকের অনুশাসনগুলি কোন ভাষায় লেখা?
- প্রাকৃত
১৮৬) খরােষ্ঠী লিপি প্রথম কোথায় আবিস্কৃত হয়?
- গান্ধার
১৮৭) প্রাচীন কোন লিপিকে পরবর্তীকালে ‘ভারতের যাবতীয় লিপির জননী বলা হয়?
- অশােকের ব্রাহ্মী লিপিকে
১৮৮) অশােকের স্তম্ভলেখ গুলি কোন লিপিতে লেখা?
- ব্রাহ্মী লিপি
১৮৯) ১৯১৫ সালে অশােকের মাস্কি লিপি কোথা থেকে উদ্ধার হয়?
- হায়দ্রাবাদ
১৯০) অশােকের কোন শিলালেখতে উল্লেখ আছে ‘সকল মানুষ আমার সন্তান?
জৌগড়া শিলালেখ (ধৌলী)।
১৯১) অশােকের কলিঙ্গ যুদ্ধের কথা কোন শিলালেখে উল্লেখ আছে?
- এয়ােদশ শিলালেখ এ
১৯২) ভারতবর্ষ কথাটি সর্বপ্রথম কোন শিলালেখ এ ব্যবহৃত হয়?
- হাতিগুম্ফা লিপি (কলিঙ্গরাজ খরবেল)
১৯৩) রাজতরঙ্গিনীতে অশােকের কোন পুত্রের নাম উল্লেখ আছে?
- জৌলুকা
১৯৪) অশােক খরােষ্ঠী লিপি পারস্য কোন লিপি থেকে গ্রহন করেন?
- অ্যারােমিয়া
১৯৫) বেশীরভাগ শিলালেখতে অশােক পালি ভাষা ব্যবহার করেন কেন?
- তৎকালীন বেশীরভাগ মানুষের বােধগম্য ভাষা ছিল পালি
১৯৬) সারনাথের একটি শিলালেখে কোন গুপ্ত সম্রাটের নামে পাশে ‘স্বামী শব্দটির
উল্লেখ পাওয়া গেছে?
- শ্রীগুপ্ত
১৯৭) প্রাচীন ভারতে কোন শাসক ‘অশােক চন্ড নামে পরিচিত ছিলেন?
- অজাতশত্র
১৯৮) দ্বিতীয় অশােক নামে কে পরিচিত?
- কনিষ্ক
১৯৯) কনিষ্ক কে দ্বিতীয় অশােক বলে কে অভিহিত করেন?
- ভিনসেন্ট স্মিথ
২০০) কোন হিন্দু রাজাকে বলা হয় অশােক ও সমুদ্রগুপ্তের চরিত্রের সমাহার?
- হর্ষবর্ধন
সম্রাট অশোক দ্বিতীয় পর্ব (MCQ)>>>>
সম্রাট অশোক তৃতীয় পর্ব (MCQ)>>>>
সম্রাট অশোক চতুর্থ পর্ব (MCQ)>>>>
সম্রাট অশোক ষষ্ঠ পর্ব (MCQ)>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Hereমৌর্য বংশ। অশোক| অশোকস্তম্ভ। অশােকের শিলালিপি। Ashoka| Ashoka MCQ| Ashoka Q And Answer| About Ashoka| ashok maurya| Ashoka Maurya| Chakravarti Ashok| Ashok Shilalekh| The Great Ashoka| Mother of Ashoka|