Type Here to Get Search Results !

মৌর্য সাম্রাজ্যের সামাজিক,প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা [Maurya Empire]

 মৌর্য সাম্রাজ্যের সামাজিক,প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা

Set By- Manas Adhikary 



মৌর্য সাম্রাজ্যের সামাজিক,প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।Social, Administrative and Economic system of the Maurya empire.

 মৌর্য বংশ। মৌর্য সাম্রাজ্যের মুদ্রা|মৌর্য সাম্রাজ্যের কর| সীতাধ্যক্ষ.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মৌর্য সাম্রাজ্যের সামাজিক,প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা আজ এই পর্বে থাকছে মৌর্য সাম্রাজ্যের সামাজিক,প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কিত  আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


মৌর্য সাম্রাজ্যের সামাজিক,প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা|Social, Administrative and Economic system of the Maurya empire.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

১) মৌর্য শাসক দশরথ কোন গুহা  নির্মাণ করেন?

- গোপিকা গুহা, ভাদঘিক গুহা, লোমশর্ষি গুহা

২) মৌর্য আমলে জমি পরিমাপের উপর কোন কর নেওয়া হত?

- রজ্জুসর্প

৩) মৌর্য আমলে, রাজকীয় জমিতে পশুদের দ্বারা সৃষ্ট ক্ষতির জন্য কী কর দিতে হত?

- পরিহিনক

৪) মৌর্য আমলেপ্ন’ নামক জনপ্রিয় মুদ্রার ওজন কত ছিল?

- 56 গ্রেন

৫) কার মতে মৌর্য আমলে কারিগরদের উপর কোন কর আরোপ করা হয়নি, কারন তারা ছিল রাষ্ট্রীয় কর্মচারী?

- স্ট্রাবো

৬) মৌর্যকালীন কতকগুলি শিক্ষাকেন্দ্রের নাম করুন?

-তক্ষশীলা, কাশী, উজ্জয়িনী

৭) উরুমুন্ড পর্বত’ কার আবাসস্থল ছিল?

- উপগুপ্ত

৮) মৌর্য যুগে গ্রাম থেকে  পথিকর’ কারা সংগ্রহ করত?

- সমাহর্তা

৯) মৌর্য সময়কালে জুয়া খেলার উপর রাষ্ট্র রাজ্য কর হিসাবে জিতে উপার্জিত অর্থের উপর কত শতাংশ অর্থ  ধার্য করত?

- 5%

১০) মৌর্য আমলে করমুক্ত গ্রামকে কী বলা হত?

- পরিহারিক

১১) কার  মতে মৌর্য আমলে ব্রাহ্মণদের কাছ থেকে ভূমি কর আদায় করা হতো না?

- স্ট্রাবো

১২) মৌর্য আমলে আদমশুমারির জন্য কোন শব্দ ব্যবহৃত হয়?

- মরদুমাশুমারি

১৩) মৌর্য আমলে গরুর চারণভূমির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হত?

- ব্রজভূমি মহামাত্র

১৪) মৌর্য নগর প্রশাসনের বিস্তারিত বিবরণ কে দিয়েছেন?

- মেগাস্থিনিস

১৫) মৌর্য আমলে কোন আমলা লেখপাল হিসেবে কাজ করতেন?

- গোপ

১৬) মৌর্য আমলে  10টি গ্রামের সমষ্টি কি বলা হত?

- সংগ্রহক

১৭) মৌর্য আমলে  400 গ্রামের সমষ্টি কি বলা হত?

-দ্রোণমুখ

১৮) মৌর্য আমলে  800টি গ্রামের সমষ্টি কি বলা হত?

-স্থানীয়

১৯) মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক একক মন্ডল- এর প্রধান কে ছিলেন?

- প্রাদেশিক 

২০) মৌর্য সাম্রাজ্যের কোন প্রশাসনিক কেন্দ্রে "আর্যপুত্র" নামে একজন আধিকারিক নিযুক্ত করা হত, যিনি সিংহাসনের ভবিষ্যত উত্তরাধিকারী ছিলেন?

- সুবর্ণগিরি

২১) মৌর্য আমলে হিসাবরক্ষককে কি বলা হত?

- অক্ষপটালাধ্যক্ষ

২২) মৌর্য প্রশাসনে রাজকীয় আদেশ  লিপিবদ্ধকারিকে কি বলা হত?

- প্রশস্তা

২৩) মৌর্য প্রশাসনে কে বার্ষিক বাজেট প্রণয়ন করতেন?

- সমাহর্তা

২৪) কোন বিদেশী লেখক মৌর্য শাসকদের "পারসিক" বলে বর্ণনা করেছেন?

- স্পুনার

২৫) মৌর্য প্রশাসনে রাজ্যের কৃষির তত্ত্বাবধায়ককে কি বলা হত?

- সীতাধ্যক্ষ

২৬) মৌর্য প্রশাসনে রাজ্যের গনিকাদের গতিবিধির  তত্ত্বাবধায়ককে কি বলা হত?

- গণিকাধ্যক্ষ

২৭) মৌর্য প্রশাসনে রাজ্যের টাকশালের সভাপতি কি বলা হত?

- লক্ষণাধ্যক্ষ

২৮) মৌর্য আমলে কোন অঞ্চল সোনা মূল্যবান পাথরের জন্য বিখ্যাত ছিল?

- দক্ষিণ ভারত

২৯) মৌর্য সাম্রাজ্যে প্রচলিত মুদ্রার নাম?

- পণ

৩০) মৌর্য আমলে গুপ্তচরদের কি বলা হত?

- গুঢ়পুরুষ  

৩১) মৌর্য যুগের ওজন পরিমাপের দায়িত্বে থাকা আধিকারিককে কি বলা হত?

- পৌতাভাধ্যক্ষ

৩২) মৌর্য আমলে "পশ্চিম প্রদেশের" রাজধানী কি ছিল?

- উজ্জয়িনী

৩৩) মৌর্য সম্রাট বৃহদ্রথের রাজকীয় সেনাবাহিনীতে পুষ্যমিত্র শুঙ্গ কোন পদে অধিষ্ঠিত ছিলেন?

- সেনাপতি

৩৪) 185 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে কে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন?

- পুষ্যমিত্র

৩৫) মৌর্য আমলে বিক্রয় কর ফাঁকির জন্য কোন কমিটি মৃত্যুদণ্ডের বিধান সুপারিশ করতে পারত?

- ষষ্ঠ কমিটি

৩৬) মৌর্য আমলে চরক, মৃদং, মাশ, কালয়, দরক কি ছিল?

- ডাল (দানাশস্য)এর বিভিন্ন প্রকারভেদ

৩৭) মৌর্য আমলে স্বাধীন পতিতাবৃত্তিতে অংশগ্রহণকারী নারীদের কী বলা হতো?

- রূপজীবা

৩৮) ‘স্বয়ম্ভু’ কোন যুগের জৈন লেখক ছিলেন?

- মৌর্য যুগ

৩৯) মৌর্য আমলে সতীদাহ প্রথার কথা কোন বিদেশী লেখক উল্লেখ করেছেন?

- স্ট্রাবো

৪০) মৌর্য যুগে রাজ্য থেকে শিক্ষকরা যে বেতন পেতেন তাকে কী বলা হত?

- পূজা বেতন

৪১) মৌর্য আমলে একজন সেনা সেনাপতির বেতনের অনুপাত কত ছিল?

- 1/96

৪২) মৌর্য অর্থনীতির প্রেক্ষাপটে কোন গ্রীক লেখক কৃষকদের দ্বারা রাজাকে প্রদত্ত করকে "মিসথাউস" বলে বর্ণনা করেছেন?

- ডিওডোরাস ও স্ট্র্যাবো

৪৩) মৌর্য যুগে আর্তনি কি ছিল?

- বৃষ্টির পরিমাপক

৪৪) নিচের কোন গ্রন্থে মৌর্য রাজবংশকে অসুর নাম দেওয়া হয়েছে?

- মার্কন্ডেয় পুরাণ

৪৫) মৌর্য আমলে কি বিক্রয় কর কত ছিল?

- 1/10 অংশ

৪৬) মৌর্য যুগে হাতির দাঁত শিল্পের প্রধান কেন্দ্র কোথায় ছিল?

- কাশী

৪৭) মৌর্য আমলে জেলের দেখাশোনা করতেন কোন কর্মচারী?

- প্রশস্তি 

৪৮) কে বলেছেন- মৌর্য শিল্প ছিল প্রধানত দরবারী শিল্প এবং ধর্ম ছিল এর প্রধান বিষয়?

- নীহার রঞ্জন রায়

৪৯) ডি আর ভান্ডারকর কোন স্থানে মৌর্য যুগের সেচ ব্যবস্থা আবিস্কার করেছিলেন?  

- বিদিশা

৫০) মৌর্য আমলে ব্যাবহারিক কাকে বলা হত?

- প্রধান বিচারপতি

৫১) মৌর্য আমলের প্রধান মুদ্রা কি ছিল?

- রুপি

৫২) মৌর্য আমলে শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?

- তক্ষশীলা

৫৩) মৌর্য যুগে ভাগ কি ছিল?

- ভূমি কর

৫৪) মৌর্য যুগে 'সীতা' বলতে কি বোঝাত?

- রাষ্ট্রীয় জমি থেকে আয়

৫৫) মৌর্য আমলে রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি কর।এটি কোন কর্মকর্তা সংগ্রহ করেছিলেন?

- সীতাধ্যক্ষ

৫৬) একমাত্র কোন  শিলালিপি থেকে মৌর্য কর ব্যবস্থা সম্পর্কে তথ্য  পাওয়া যায়?

- রুমানদেই  

৫৭) মৌর্য যুগে 'বিষ্টি' কাকে বলা হত?

- বিনামূল্যে শ্রম

৫৮) মৌর্য আমলে মুদ্রা তৈরি জন্য  কোন পদার্থ ব্যবহার করা হত?

- তামা এবং ব্রোঞ্জ

৫৯) মৌর্য আমলে মুদ্রার বিশুদ্ধতা পরীক্ষাকারী কি বলা হত?

- রূপদর্শক

৬০) মৌর্য যুগে ভাগ কি ছিল?

- ভূমি কর

৬১) মৌর্য যুগে 'সীতা' বলতে কি বোঝাত?

- রাষ্ট্রীয় জমি থেকে আয়

৬২) মৌর্য প্রশাসনের বার্তাবাহকদের কি বলা হত?

- প্রতিবেদক

৬৩) মৌর্য আমলের জনগণনা কর্মকর্তা কি বলা হত?

- নাগরক

৬৪) শ্রীলঙ্কার কোন শাসক মৌর্য সম্রাট অশোকের আদর্শ অনুসারে নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলেন?

- তিশ্য

৬৫) ভারতের ইতিহাসে প্রথমবার কোন যুগে মানুষের জন্ম-মৃত্যু নিবন্ধিত হয়?

- মৌর্য যুগ

৬৬) সাতবাহনরা কার অধীনে স্থানীয় আধিকারিক(স্থানীক) হিসেবে কাজ করতেন?

- মৌর্যদের অধীনে

৬৭) মৌর্য সমাজকে ৭টি শ্রেণীতে বিভক্ত করার কথা নিচের কোনটিতে উল্লেখ করা হয়েছে?

- মেগাস্থিনিসের ইন্ডিকা

৬৮) সঙ্গম সাহিত্যপরনারথেকে মৌর্য যুগের তথ্য পাওয়া যায়, এর স্রষ্টা কে?

- কপিলার

৬৯) "A Passage of India" বইটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে?

- মৌর্য আমলের গুহা

৭০) মৌর্য আমলে চামড়ার জন্য বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?

 -   হিমাচল প্রদেশ

৭১) মৌর্য-পরবর্তী সময়ে নির্মিত দেব নিমোরি স্তূপ কোথা থেকে পাওয়া যায়?

-গুজরাট

৭২) আমলাতান্ত্রিক ব্যবস্থা’ এবংজাতীয়তার অভাবমৌর্যদের পতনের কারণ

- কার উক্তি এটি?

- রোমিলা থাপার

৭৩) মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কোন পণ্ডিতঅর্থনৈতিক সংকট’ প্রধান কারন হিসাবে তুলে ধরেছেন?

- D. D. কৌশাম্বী

 

৫০) মৌর্য আমলে ব্যাবহারিক কাকে বলা হত?

- প্রধান বিচারপতি

৫১) মৌর্য আমলের প্রধান মুদ্রা কি ছিল?

- রুপি

৫২) মৌর্য আমলে শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?

- তক্ষশীলা

৫৩) মৌর্য যুগে ভাগ কি ছিল?

- ভূমি কর

৫৪) মৌর্য যুগে 'সীতা' বলতে কি বোঝাত?

- রাষ্ট্রীয় জমি থেকে আয়

৫৫) মৌর্য আমলে রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি কর।এটি কোন কর্মকর্তা সংগ্রহ করেছিলেন?

- সীতাধ্যক্ষ

৫৬) একমাত্র কোন  শিলালিপি থেকে মৌর্য কর ব্যবস্থা সম্পর্কে তথ্য  পাওয়া যায়?

- রুমানদেই  

৫৭) মৌর্য যুগে 'বিষ্টি' কাকে বলা হত?

- বিনামূল্যে শ্রম

৫৮) মৌর্য আমলে মুদ্রা তৈরি জন্য  কোন পদার্থ ব্যবহার করা হত?

- তামা এবং ব্রোঞ্জ

৫৯) মৌর্য আমলে মুদ্রার বিশুদ্ধতা পরীক্ষাকারী কি বলা হত?

- রূপদর্শক

৬০) মৌর্য যুগে ভাগ কি ছিল?

- ভূমি কর

৬১) মৌর্য যুগে 'সীতা' বলতে কি বোঝাত?

- রাষ্ট্রীয় জমি থেকে আয়

৬২) মৌর্য প্রশাসনের বার্তাবাহকদের কি বলা হত?

- প্রতিবেদক

৬৩) মৌর্য আমলের জনগণনা কর্মকর্তা কি বলা হত?

- নাগরক

৬৪) শ্রীলঙ্কার কোন শাসক মৌর্য সম্রাট অশোকের আদর্শ অনুসারে নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলেন?

- তিশ্য

৬৫) ভারতের ইতিহাসে প্রথমবার কোন যুগে মানুষের জন্ম-মৃত্যু নিবন্ধিত হয়?

- মৌর্য যুগ

৬৬) সাতবাহনরা কার অধীনে স্থানীয় আধিকারিক(স্থানীক) হিসেবে কাজ করতেন?

- মৌর্যদের অধীনে

৬৭) মৌর্য সমাজকে ৭টি শ্রেণীতে বিভক্ত করার কথা নিচের কোনটিতে উল্লেখ করা হয়েছে?

- মেগাস্থিনিসের ইন্ডিকা

৬৮) সঙ্গম সাহিত্যপরনারথেকে মৌর্য যুগের তথ্য পাওয়া যায়, এর স্রষ্টা কে?

- কপিলার

৬৯) "A Passage of India" বইটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে?

- মৌর্য আমলের গুহা

৭০) মৌর্য আমলে চামড়ার জন্য বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?

 -   হিমাচল প্রদেশ

৭১) মৌর্য-পরবর্তী সময়ে নির্মিত দেব নিমোরি স্তূপ কোথা থেকে পাওয়া যায়?

-গুজরাট

৭২) আমলাতান্ত্রিক ব্যবস্থা’ এবংজাতীয়তার অভাবমৌর্যদের পতনের কারণ

- কার উক্তি এটি?

- রোমিলা থাপার

৭৩) মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কোন পণ্ডিতঅর্থনৈতিক সংকট’ প্রধান কারন হিসাবে তুলে ধরেছেন?

- D. D. কৌশাম্বী

 ৫০) মৌর্য আমলে ব্যাবহারিক কাকে বলা হত?

- প্রধান বিচারপতি

৫১) মৌর্য আমলের প্রধান মুদ্রা কি ছিল?

- রুপি

৫২) মৌর্য আমলে শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?

- তক্ষশীলা

৫৩) মৌর্য যুগে ভাগ কি ছিল?

- ভূমি কর

৫৪) মৌর্য যুগে 'সীতা' বলতে কি বোঝাত?

- রাষ্ট্রীয় জমি থেকে আয়

৫৫) মৌর্য আমলে রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি কর।এটি কোন কর্মকর্তা সংগ্রহ করেছিলেন?

- সীতাধ্যক্ষ

৫৬) একমাত্র কোন  শিলালিপি থেকে মৌর্য কর ব্যবস্থা সম্পর্কে তথ্য  পাওয়া যায়?

- রুমানদেই  

৫৭) মৌর্য যুগে 'বিষ্টি' কাকে বলা হত?

- বিনামূল্যে শ্রম

৫৮) মৌর্য আমলে মুদ্রা তৈরি জন্য  কোন পদার্থ ব্যবহার করা হত?

- তামা এবং ব্রোঞ্জ

৫৯) মৌর্য আমলে মুদ্রার বিশুদ্ধতা পরীক্ষাকারী কি বলা হত?

- রূপদর্শক

৬০) মৌর্য যুগে ভাগ কি ছিল?

- ভূমি কর

৬১) মৌর্য যুগে 'সীতা' বলতে কি বোঝাত?

- রাষ্ট্রীয় জমি থেকে আয়

৬২) মৌর্য প্রশাসনের বার্তাবাহকদের কি বলা হত?

- প্রতিবেদক

৬৩) মৌর্য আমলের জনগণনা কর্মকর্তা কি বলা হত?

- নাগরক

৬৪) শ্রীলঙ্কার কোন শাসক মৌর্য সম্রাট অশোকের আদর্শ অনুসারে নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলেন?

- তিশ্য

৬৫) ভারতের ইতিহাসে প্রথমবার কোন যুগে মানুষের জন্ম-মৃত্যু নিবন্ধিত হয়?

- মৌর্য যুগ

৬৬) সাতবাহনরা কার অধীনে স্থানীয় আধিকারিক(স্থানীক) হিসেবে কাজ করতেন?

- মৌর্যদের অধীনে

৬৭) মৌর্য সমাজকে ৭টি শ্রেণীতে বিভক্ত করার কথা নিচের কোনটিতে উল্লেখ করা হয়েছে?

- মেগাস্থিনিসের ইন্ডিকা

৬৮) সঙ্গম সাহিত্যপরনারথেকে মৌর্য যুগের তথ্য পাওয়া যায়, এর স্রষ্টা কে?

- কপিলার

৬৯) "A Passage of India" বইটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে?

- মৌর্য আমলের গুহা

৭০) মৌর্য আমলে চামড়ার জন্য বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?

 -   হিমাচল প্রদেশ

৭১) মৌর্য-পরবর্তী সময়ে নির্মিত দেব নিমোরি স্তূপ কোথা থেকে পাওয়া যায়?

-গুজরাট

৭২) আমলাতান্ত্রিক ব্যবস্থা’ এবংজাতীয়তার অভাবমৌর্যদের পতনের কারণ

- কার উক্তি এটি?

- রোমিলা থাপার

৭৩) মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কোন পণ্ডিতঅর্থনৈতিক সংকট’ প্রধান কারন হিসাবে তুলে ধরেছেন?

- D. D. কৌশাম্বী

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে- Click Here

 

 মৌর্য বংশ। মৌর্য সাম্রাজ্যের মুদ্রা|মৌর্য সাম্রাজ্যের কর| সীতাধ্যক্ষ.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad