Type Here to Get Search Results !

শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্থ পর্ব [Srikrishna kirtton]


 

শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্থ পর্ব

Set by – Manas Adhikary

 শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্থ পর্ব। Sri Krishna Kirtton 3rd Part.

বাংলা সাহিত্যের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন MCQ| শ্রীকৃষ্ণ কীর্তন সংক্ষিপ্তরূপ। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ| বড়ু চন্ডীদাস | Sri Krishna Kirtton| Sri Krishna Kirtton Short Question Answer|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্থ পর্ব। এই পর্বে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

শ্রীকৃষ্ণ কীর্তন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Sri Krishna Kirtton Short Question And Answer.

 

 ১০১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবন্যের কথা শোনেন? 

- তাম্বুল খন্ডে
১০২) তোর নাম চন্দ্রাবলী- এই চন্দ্রাবলী নামটি কোন খন্ডে আছে?
- তাম্বুল খন্ডে
১০৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা রাধাসর্বসমক্ষে কৃষ্ণকে ‘পরাণপর্তি' বলে উল্লেখ করেছেন?
- কালীয়দমন খন্ড
১০৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডটি লিরিকের আদলে রচিত?
-বংশীখন্ড
১০৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা সম্পূর্নরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পন করেছেন?
- বংশী খন্ডে
১০৬) বড়ু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ঘটনাবিন্যাস পুরানের ক্রমভঙ্গ করে কোন খন্ডের কাহিনীকে আগে উপস্থাপন করেছেন?
- বৃন্দাবন খন্ড
১০৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে?
- রাধাবিরহ খন্ডে
১০৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে চৈতন্যদেব অভিনয় করেছিলেন?
- বস্ত্রহরনখন্ডে
১০৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের কাহিনী অসম্পূর্ণ?
- ভারখন্ডের
১১০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে শ্রীকৃষ্ণ মজুরের বৃত্তি গ্রহন করেছিল?
- ভারখন্ডে
১১১) দানখন্ডের শেষে সমাপ্তিসূচক কোন মন্তব্য আছে?
- ইতি দানখন্ডঃ সমাপ্ত
১১২) ছত্র খন্ডের কতগুলি পৃষ্ঠা পাওয়া যায় নি?
- সাতটি
১১৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিতে কতোগুলি সমাপ্তি নির্দেশক চিহ্ন ব্যবহৃত হয়েছে?
 - ৩টি
১১৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন খন্ডের সমাপ্তি হিসাবে চিত্র ব্যবহৃত হয়েছে?
- যমুনা খন্ড
১১৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি?
-  তিনটি। রাধা, কৃষ্ণ এবং বড়াই
১১৬) বড়াই সম্পর্কে রাধার কি হয়?
- দিদা (মায়ের পিসি)
১১৭) ‘রাধিকা থাকিলি বসি আপনার ঘরে’ - কার উক্তি?
-  বড়াই
১১৮) বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেমবার্তা নিয়ে গেছে?
- তিনবার
১১৯) শ্রীকৃষ্ণ কার কাছে রাধার পরিচয় শুনে লক্ষ্মীর স্বরূপ চিনতে পেরেছিলেন?
- বড়াই এর কাছে
১২০) তাম্বুল খন্ডে রাধার বয়স কত?
- ১১ বছর
১২১) রাধা কীসের প্রতীক?
- জীবাত্মার
১২২) কৃষ্ণ ও রাধার স্বর্গীয় নাম কী কী?
- বিষ্ণু ও লক্ষ্মী
১২৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথায় দধির পসরা নিয়ে যেত?
- বৃন্দাবন থেকে মথুরা
১২৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পৌরানিক চরিত্র কে কে?
- মহাদেব, সুগ্রীব, গরুড়, পান্ডু, যুধিষ্ঠির
১২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের দুটি অপ্রধান চরিত্রের নাম কর?
- আইহোন ও রাধার শাশুড়ি
১২৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার শ্বশুর ও শাশুড়ির নাম কী?
- জল ও জটিলা
১২৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কী?
- আইহোন/ অভিমন্যু
১২৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার বাবার নাম কী?
- সাগর
১২৯) ‘রাধাবিরহ' অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে?
- বিমানবিহারী মজুমদার
১৩০) কার মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাম হওয়া উচিত ছিল ‘কানা ছেলের নাম পদ্মলোচন?
- বিমানবিহারী মজুমদার
১৩১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে কে রাধাকৃষ্ণের ধামালি বলে অভিহিত করেছিলেন?
- বিমানবিহারী মজুমদার
১৩২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে কে নাট্য গীতিকাব্য বলে অভিহিত করেছেন?
- সুকুমার সেন
১৩৩) বর্তমানে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন সংস্করনটি মুদ্রিত আকারে দেখা যায়?
 - চতুর্থ
১৩৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শুরু হয় কোন ঋতুতে?
- বসন্তঋতুতে
১৩৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সমাপ্তি কোন ঋতুতে হয়?
- শরৎ ঋতুতে
১৩৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন ঋতুর কথা উল্লেখ নেই?
- শীত ও হেমন্ত
১৩৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তাম্বুল খন্ডে কোন কালের কথা উল্লেখ আছে?
- বসন্ত
১৩৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনীর বিস্তৃতি কতদূর পর্যন্ত?
- মধুরা গমন
১৩৯) এই কাব্যের প্রথম পদে কার কথা ব্যক্ত হয়েছে?
- পৃথিবী

১৪০) প্রথম পৃথিবীর কথা বলা আছে কোন কাব্যে?

- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে
১৪১) এই কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে কার নাম ও কত সনের উল্লেখ আছে?
- নাম-পঞ্চানন, সন- ১০৮৯ সন
১৪২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে উল্লেখিত কতগুলি ফুলের নাম করো?
- মালত্, বাসক, করবী, চাঁপা, ছাতিম, পিপলি, বাতকী, শিরীষ
১৪৩) ‘এই গ্রন্থের মূল্য নিরূপন যথাযথভাবে হয়েছে বলে মনে হয় না, না হলে এর আরো অনেক বেশী সমাদর হয় আমাদের দেশে। এ গ্রন্থটি কী কাব্য, কী সংগীত, কী গীতিনাট্য সবদিক থেকেই রীতিমতো গুরুত্বপূর্ন এবং আমাদের প্রাচীন সংগীতকলার অত্যুকৃষ্ট প্রচেষ্টার পরিচায়ক’ —- বক্তা কে?
- রাজেশ্বর মিত্র
১৪৪) কে শ্রীকৃষ্ণকীর্তনকে নাটগীতি পাঞ্চালিকা বলেছেন?
- ডঃ সুকুমার সেন।
১৪৫) ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মধ্যকালীন বাংলা ভাষায় অধিকৃত প্রাচীন রূপটি যে পরিমানে আছে, ততটা আর কোনো পুরানো রচনাই নাই'- মন্তব্যটি কে করেছেন?
- সুকুমার সেন
১৪৬) সুকুমার সেন কেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেকে নাটগীতি পাঞ্চালিকা বলেছেন?
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেটি আসলে গেয়, সংলাপধর্মী,  অভিনয়যোগ্য ও পাঁচালি রীতিতে রচিত। সংলাপের জন্য ‘নাট’, রাগ ও তালের উল্লেখ থেকে ‘গীতি— এবং মধ্যযুগীয় পাঁচালি সুরের জন্য ‘পাঞ্চলিকা' বলে সুকুমার সেন উল্লেখ করেছেন

 

শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম পর্ব >>>>>

শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় পর্ব(MCQ)>>>>

শ্রীকৃষ্ণ কীর্তন তৃতীয় পর্ব(MCQ)>>>>

চর্যাপদ>>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

বাংলা সাহিত্যের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন MCQ| শ্রীকৃষ্ণ কীর্তন সংক্ষিপ্তরূপ। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ| বড়ু চন্ডীদাস | Sri Krishna Kirtton| Sri Krishna Kirtton Short Question Answer|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad