Type Here to Get Search Results !

শ্রীকৃষ্ণ কীর্তন তৃতীয় পর্ব [Shrikrishno Kirtton]

 


শ্রীকৃষ্ণ কীর্তন তৃতীয় পর্ব

Set by – Manas Adhikary

 শ্রীকৃষ্ণ কীর্তন তৃ তীয়পর্ব। Sri Krishna Kirtton 3rd Part.

বাংলা সাহিত্যের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন MCQ| শ্রীকৃষ্ণ কীর্তন সংক্ষিপ্তরূপ। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ| বড়ু চন্ডীদাস | Sri Krishna Kirtton| Sri Krishna Kirtton Short Question Answer|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  শ্রীকৃষ্ণ কীর্তন তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

শ্রীকৃষ্ণ কীর্তন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Sri Krishna Kirtton Short Question And Answer.

 

৫১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য অণুযায়ী কৃষ্ণের বাঁশীতে কতগুলি ছিদ্র ছিল?

- সাতটি

৫২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গোপিনীর সংখ্যা কত?

- ১৬০০

৫৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন গানের লক্ষন আছে

বা, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সঙ্গে লোকগীতের কোন ধারার নৈকট্য বর্তমান?

 - ঝুমুর

৫৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত হয়েছে এমন তিনটি তালের নাম লেখ।

-  একতালা, যতি, আঠতালা

৫৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ু চন্ডীদাসের ভনিতা কতবার আছে?

- ৪৩ বার

৫৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে অনন্ত চন্ডীদাস ভনিতা কতবার আছে?

- বার

৫৭) এই কাব্যেগাইল বড়ু চন্ডীদাস’ - ভনিতাটি কত বার আছে?

- ২৯৮ বার

৫৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতকগুলি পদের ভনিতা পাওয়া যায় নি?

- ৫৯ টি

৫৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সংস্কৃত শ্লোক কতগুলি?

- ১৬ টি

৬০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট সংস্কৃত শ্লোক ১৬১ টি। এদের মধ্যে পুনরাবৃত্ত শ্লোকের সংখ্যা কতগুলি?

- ২৮টি (পুনরাবৃত শ্লোক বাদ দিয়ে মোট শ্লোকের সংখ্যা ১৩৩ টি)

৬১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কয়টি?

- ৪ ১৮ টি

৬২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত দুটি ব্রজবুলি শব্দ কি কি?

- পুনমী, জানল

৬৩) ‘ছত্র ধর কাহ্নাঞি দিবোঁ সুরতি - কত সংখ্যক পদ?

- ২৩৯

৬৪) ‘দেখিল কোকিল বেল গাছের উপরে। আর তিল কাক তাক ভত্থিতে না পারে' - কোন খন্ডের অংশ এটি?

- দান খন্ড

৬৫) ‘মাকড়ের যোগ্য কভোঁ নহে গজুমতী’ - প্রবচনটি কোথায় ব্যবহৃত হয়েছে?

- দান খন্ডের ১৩০ সংখ্যক পদে

৬৬) ‘কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কুলে’ - কোন খন্ডের উদ্ধৃত অংশ?

-বংশীখন্ড

৬৭) ‘বাসলী চরণে চন্ডীদাস এই গান গাইলেন' - এখানে বাসলী কে?

- বিশালক্ষ্মী দেবী

৬৮) ‘হাঁকি জিঠি আউর উঝট না মানিলোঁ - এখানে জিঠি কথার অর্থ কী?

 - টিকটিকি

৬৯) ‘তোহেরে অন্তরে মোত্র কালিনী হাড়েরি মার্লি' - এখানে 'অন্তরে' শব্দটির অর্থ কী?

- জন্য

৭০) ‘বন পোড়ে আগ বড়ায়ি জগজনে জানী/ মোর মন পোড়ে যেহ কুম্ভারের পনী৷‘- কোন খন্ডে কত সংখ্যক পদে আছে?

- বংশী খন্ড ১৩০ সংখ্যক পদে আছে৷

৭১) ‘ হরিন নিজের মাংসের জন্য নিজেই নিজের শত্রু - কাব্যে এই অর্থবোধক প্রবাদটি কতবার ব্যবহৃত হয়েছে?

- বার

৭২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতগুলি রাগরাগিনী আছে?

- ৩২ টি

৭৩) এই কাব্যে সবচেয়ে বেশী ব্যবহৃত রাগের নাম কী?

·- পাহাড়িয়া

৭৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কটি পদ পাহাড়িয়া রাগে লিখিত হয়েছে?

- ৫৭ টি

৭৫) এই কাব্যে রামগিরী রাগে কতগুলি পদ রচিত হয়েছে?

- ৫৪ টি

৭৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন কয়েকটি রাগের নাম উল্লেখ কর

- অহেরী, গুজ্জরী দেশাগ, ধানুষ্‌ পটমঞ্জুরী, ভাটিয়ালি, কেদার, মল্লার, ভৈরবী বসন্তপাহাড়িয়া প্রভৃতি

৭৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত কয়েকটি তালের উল্লেখ কর

- একতালী, আটতালা, যতি, লঘুশেখর, ক্রীড়া

৮২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মৌলিক খন্ড কোনগুলি?

- দানখন্ড নৌকাখন্ড

৮৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সবথেকে বড়ো খন্ডটির নাম কী?

- দান খন্ড

৮৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ক্ষুদ্রতম খন্ডের নাম কী?

- জন্মখন্ড

৮৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন খন্ডে রাধার জন্মকথা আছে?

- জন্মখন্ড

৮৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন খন্ডে রাধার জন্মকথা আছে?

- জন্মখন্ড

৮৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডে কোন চরিত্রের উক্তি নেই?

- জন্মখন্ড

৮৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের জন্ম খন্ডে সংস্কৃত শ্লোক কয়টি আছে?

- টি

৮৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নৌকা খন্ডে কতগুলি পদ আছে?

- ৩০ টি

৮৯) রাধার প্রেমের অঙ্কুর সঞ্চারিত হয়েছে কোন খন্ডে?

- নৌকাখন্ড

৯০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের অপর নাম বস্ত্রহরন কাব্য?

- যমুনা খন্ড

৯১) কোন খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরন করেছিল?

- যমুনা খন্ড

৮৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের জন্ম খন্ডে সংস্কৃত শ্লোক কয়টি আছে?

- টি

৮৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নৌকা খন্ডে কতগুলি পদ আছে?

- ৩০ টি

৮৯) রাধার প্রেমের অঙ্কুর সঞ্চারিত হয়েছে কোন খন্ডে?

- নৌকাখন্ড

৯০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের অপর নাম বস্ত্রহরন কাব্য?

- যমুনা খন্ড

৯১) কোন খন্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরন করেছিল?

- যমুনা খন্ড

৯২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডের নিজস্ব কোন পদ নেই?

- যমুনাখন্ড

৯৩) যমুনাখন্ডের অন্তর্গত কতগুলি খন্ডের নাম কর?

- কালীয়দমন খন্ড, বস্ত্রহরন খন্ড, হারখন্ড ইত্যাদি

৯৪) ভাগবতের রাস কোন খন্ডকে বলা হয়?

- বৃন্দাবন খন্ড

৯৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন কোন খন্ডে রাধাকৃষ্ণের মিলন সংঘঠিত হয়েছে?

- ৫টি খন্ডে৷ দান, নৌকা, বৃন্দাবন, বাণ রাধা বিরহ

৯৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ভাগবতের প্রভাব আছে কোন খন্ডে?

- বৃন্দাবন খন্ড

৯৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা কৃষ্ণের পারস্পরিক কথোপকথনের সূচনা হয় কোন খন্ড থেকে?

- দান খন্ড থেকে

৯৮) বলরাম কৃষ্ণের পূর্বজন্মের কথা বলেছিলেন কোন খন্ডে ?

- কালীয়দমন খন্ডে

৯৯) বলরাম কৃষ্ণের পূর্বজন্মের কথা বলা হয়েছে কোন খন্ডে ?

- কালীয়দমন খন্ডে

১০০) ‘ললাট লিখিত খন্ডন না জাএ'- কোন খন্ডের অংশ?

- দানখন্ড

শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম পর্ব >>>>>

শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় পর্ব(MCQ)>>>>

শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্থ পর্ব(MCQ)>>>>

চর্যাপদ>>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 

বাংলা সাহিত্যের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন MCQ| শ্রীকৃষ্ণ কীর্তন সংক্ষিপ্তরূপ। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ| বড়ু চন্ডীদাস | Sri Krishna Kirtton| Sri Krishna Kirtton Short Question Answer|

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad