চর্যাপদ প্রথম পর্ব
Set by – Manas Adhikary
চর্যাপদ প্রথম পর্ব। Charjapad 1st Part.
বাংলা সাহিত্যের ইতিহাস। চর্যাপদ। চর্যাপদ MCQ| চর্যাপদ সংক্ষিপ্তরূপ। About Charjapad| Charjapad MCQ| Charjapad| Charjapad Short Question Answer|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চর্যাপদ প্রথম পর্ব। এই পর্বে থাকছে চর্যাপদ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও ৫০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
চর্যাপদ সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। About charjapad And Short Question Answer.
চর্যাপদ হল বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলন। ইহা বাংলা সাহিত্যের একমাত্র আদি লিখিত নিদর্শন। মনে করা হয় যে বাংলায় যখন পালরাজারা রাজত্ব করতেন তখন ইহা রচিত হয়। ডঃ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে এই পুঁথিটি আবিস্কার করেন। আবিস্কারকালে এর নাম দেন ‘চর্যাচর্যবিনিশ্চয়'। চর্যাপদের সাথে তিনি আরও তিনটি পুঁথি আবিস্কার করেন। এদের নাম ‘ডাকাবর্ন' এবং ‘দোহাকোষ' (সরপা এর দোহা এবং কৃষ্ণপা এর দোহা)। চর্যাপদগুলি আধুনিক ছন্দের মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছিল। ডঃ হরপ্রসাদ শাস্ত্রী ১৯১৬ সালে সব বইগুলি একসাথে ‘হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান এবং দোহা' নামে প্রকাশ করেন। চর্যাপদের মোট ৫১ টি পদ রয়েছে তবে ডঃ শাহীদুল্লার মতে, চর্যাপদে মোট ৫০ টি পদ রয়েছে। সব পদগুলি উদ্ধার করা সম্ভব হয় নি। কয়েকটি পাতা নষ্ট হয়ে যাবার দরুন সর্বমোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে। ২৩ নং পদটির শেষাংশ পাওয়া যায় নি অর্থাৎ এটি খন্ডিতাকারে পাওয়া গেছে এবং ২৪, ২৫, এবং ৪৮ নং পদগুলি পাওয়া যায় নি। চর্যাপদ রচনা করেন বৌদ্ধসহজিয়াগন। সহজিয়াগন বৌদ্ধ সহজযান পন্থি। তান্ত্রিক বৌদ্ধধর্মের বিভিন্ন পরিবর্তনের ধারায় সহজিয়াদের উৎপত্তি বলে মনে করা হয়। স্বদেহ কেন্দ্রিক সহজ পন্থায় সাধনা করত বলে এদেরকে সহজিয়া বলা হয়। তাদের মতে, সমস্ত সত্য দেহের মধ্যে অবস্থিত, সেই সত্য সহজ। সহজিয়া সম্প্রদায়ের সঙ্গে বাউলদের চিন্তাধারার সাদৃশ্য রয়েছে।
চর্যাপদের মোট পদকর্তার সংখ্যা ২৪ জন। তার মধ্যে ২৩ জনের পদ পাওয়া গেছে। তন্ত্রীপা বা তেনতরীপা নামক একজন কবির পদ (২৫নং) পাওয়া যায় নি। যাদের পদ পাওয়া গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল-
১) লুইপা - এনাকে চর্যাপদের আদিকবি বলা হয়। কারন চর্যাপদের প্রথম পদটি ইনি রচনা করেন।(কিন্তু পরে এটি প্রমানিত হয়েছে যে, চর্যাপদের কবিদের প্রাচীনতম কবি হলেন সরহপা।) লুইপা ১ টি পদ রচনা করেন।
২) কাহ্নপা- ইনি চর্যাপদের সর্বশ্রেষ্ঠ কবি। ইনি মোট ১৩ টি পদ রচনা করেন।
৩) ভুসুকপা – ইনি মোট ৮ টি পদ লেখেন।
৪) কুক্কুরী পা - `ইনি ৩ টি পদ রচনা করেন।
৫) শান্তি পা - ২টি পদ রচনা করেন।
৬) সবর পা - ২ টি পদ রচনা করেন।
তার পর বাকী সবাই একটি করে পদ রচনা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে - অনেকে মনে করেন যে দারিকপা এবং দাড়িম্ব পা আলাদা ব্যক্তি। কিন্তু বর্তমানের গ্রহন যোগ্য মতবাদ হল দুইজনই একই ব্যক্তি। কবিদের নামের শেষে পা শব্দটি যুক্ত থাকত। এই পা শব্দটি এসেছে পদ ‘পাদ’ থেকে। পদ রচনা যিনি করতেন তাদেরকে পদকর্তা বলা হত। যার অর্থ সিদ্ধাচার্য বা সাধক। চর্যাপদের ভাষা ছিল প্রাচীন বাংলা ভাষা। তবে এতে মৈথিলী, অসমিয়া ও উড়িয়া ভাষার অপভ্রংশ ও লক্ষ্য করা যায়। অনেকেই একে সান্ধ্যভাষা বলে অভিহিত করে থাকেন। চর্যাপদের প্রবাদ পুরুষ হরপ্রসাদ শাস্ত্রী একে আলো আঁধারী ভাষা বলেছেন, কারন ইহা কখনো বোঝা যায় আবার কখনো বোঝা যায় না।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) বাংলা সংগীতের আদিমতম লিখিত নিদর্শন কোনটী?
- চর্যাপদ
২) চর্যাপদ কথার অর্থ কী?
- আচরন বা সাধনা
৩) চর্যাপদ কোন আমলে রচিত হয়?
- পাল আমলে
৪) চর্যাপদের প্রকৃতি কেমন?
- কবিতা বা গানের সংকলন
৫) চর্যাপদ যখন আবিস্কৃত হয় তখন তার সাথে আর কী কী আবিস্কৃত হয়েছিল?
- ১) সরহ পা এর দোহা
২) কৃষ্ণাচার্যের দোহা এবং
৩) ডাকাবর্ণ
৬) চর্যাপদ কে আবিস্কার করেন?
- ডঃ হরপ্রসাদ শাস্ত্রী (১৯০৭ সাল)
৭) কার পুঁথি থেকে ডঃ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের খোঁজ পান?
-নেপালের রাজা রাজেন্দ্র লাল মিত্রের পুঁথি থেকে(১৮৮২, দ্য সংস্কৃত বুদ্ধিষ্ট লিটারেচার ইন নেপাল)
৮) চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়?
- নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরী থেকে
৯) হরপ্রসাদ শাস্ত্রীকে পুঁথি সংগ্রহের জন্য কে অর্থ সাহায্য করেন?
- লাগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়
১০) চর্যাপদ নামটি কে দেন?
- হরপ্রসাদ শাস্ত্রী
১১) হরপ্রসাদ শাস্ত্রীর অপর নাম কী?
- শরৎ চন্দ্র ভট্টাচার্য
১২) চর্যাপুঁথির উপর কী লেখা ছিল?
- চর্যাচর্য টীকা
১৩) চর্যাপদের লেখাগুলি কীসে লেখা ছিল?
- তাল পাতা উপর
১৪) চর্যাপদে টীকাসহ মোট শব্দসংখ্যা কত?
- ১৬৬০ টি
১৫) চর্যাপদের বুনিয়াদ ভাষা কী?
- অপভ্রংশ মাগধী বা অর্ধ মাগধী
১৬) চর্যাপদ মূলত কী ছন্দে রচিত হয়েছিল?
- পাদাকুলক
১৭) চর্যাপদ কী ধরনের সংগীত?
- ধর্মীয় সংগীত
১৮) কে সর্বপ্রথম প্রমান করেন যে চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন?
- ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়
১৯) ODBL - এর পুরো নাম কী এবং এটি কে রচনা করেন?
- Origin and Development of Bengali Language (1926). এটি রচনা করেন ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায়
২০) চর্যাপদের নাম “চর্যাশ্চর্যবিনিশ্চয়' পরিকল্পনা কে করেন?
-ডঃ প্রবোধচন্দ্র বাগচী
২১) চর্যার ভাষা যে হিন্দী তা কে দাবি করেন?
- বিজয়চন্দ্র মজুমদার/ ধর্মবীর ভারতী (বিতর্কিত)
২২) চর্যাপদ অবলম্বনে রচিত আধুনিক উপন্যাসটির নাম কী?
- সেলিনা হোসেনের নীল ময়ূরের যৌবন
২৩) চর্যায় সংকলিত ৪টি গ্রন্থের মধ্যে কোনটিতে বাংলার নিদর্শন পাওয়া যায়?
- চর্যাচর্যবিনিশ্চয়
২৪) চর্যাপদের প্রাপ্ত পৃষ্ঠার সংখ্যা কত?
- ৬৪টি (মোট ৬৯ পৃষ্ঠা ছিল)
২৫) চর্যাপদ নিয়ে গবেষনা করেন এমন দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম কর।
- শান্তি ভিক্ষু ও রাহুল সংকৃত্যায়ন
২৬) চর্যাপদের ভূমিকা কে রচনা করেন?
- জাহ্নবী॰কুমার চক্রবর্তী
২৭) চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়?
- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
২৮) নবচর্যাপদ কে সম্পাদনা করেন?
- অসিত কুমার
২৯) নবচর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়?
- কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে
৩০) চাচাগান কী?
- নবচর্যাপদকে চাচাগান বলা হয়
৩১) চর্যাপদের সংস্কৃত টীকার নাম কী?
- নির্মল গীরা টিকা
৩২) চর্যাপদের টীকাকার কে?
- নির্মল গীরা টিকা রচনা করেন মুনি দত্ত
৩২ক) মুনিদত্তের টীকার হিন্দী অনুবাদ কে করেন?
- রাহুল সংকৃত্যায়ণ
৩৩) কে চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করেন?
- কীর্তিচন্দ্র
৩৪) চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?
- প্রবোধচন্দ্র বাগচী
৩৫) চর্যাপদ প্রথম কে বাংলায় লেখেন?
- মনীন্দ্র মোহন বসু
৩৬) চর্যাপদের ফটোকপি প্রথম কে আবিস্কার করেন?
- নীলরতন সেন
৩৭) চর্যাপদের অন্যান্য নামগুলি কী কী?
আশ্চর্যচর্যচয়, চর্যাচর্যবিনিশ্চয়, চর্যাশ্চর্যবিনিশ্চয়, চৰ্যগীতিকোষ এবং চর্যাগীতি,
৩৮) চর্যাপদের সাথে বৌদ্ধধর্ম কেমন ভাবে সম্পর্কিত?
- চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধনতত্ত্ব:
৩৯) চর্যাপদগুলি কারা রচনা করেন?
- বৌদ্ধ সহজিয়াগন
৪০) সহজিয়াদের সাথে কাদের চিন্তাধারায় সাদৃশ্য রয়েছে?
- বাউলদের
৪১) চর্যার কতগুলি পদ পাদাকুলক ছন্দে লেখা?
- ৩৬ টি
৪২) চর্যাপদ যারা রচনা করেছিলেন তাদের কি বলা হয়?
- পা
৪৩) চর্যাপদে মূলত কাদের কথা বলা হয়েছে?
- তৎকালীন সমাজের অন্ত্যজঃ শ্রেনীর নরনারীদের কথা
৪৫) চর্যাপদে নারীদের স্থান লেখ?
- চর্যাপদের যুগের নারীরা খুবই স্বাধীন ছিল। তাদের স্বেচ্ছায় পেশা ও সঙ্গী নির্বাচনের অধিকার ছিল। এছারাও নারীরা গুরুর স্থানেরও অধিকারীনি ছিলেন।
(কুক্করীপা তাঁর ২নং পদে বলেছেন-
‘দিবসহি বহুড়ী কাউহি ডর ভাই। রাতি ভইলে কামরু জাই।' অর্থাৎ দিনের বেলা বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হলেই কামরূপ যায়।
কাহ্নপা তাঁর ১০ নং পদে বলেছেন - এক ডোমিনী, নগরে তাঁত ও চেঙ্গরি বিক্রি করে।
এছাড়া অন্যান্য পদকর্তাদের বিভিন্ন পদ থেকে জানা যায় যে, নারীরা নৌকা চালনা, নৌকার জলসিঞ্চন, লোক পারাপার ইত্যাদি কাজে নিযুক্ত ছিলেন)
৪৫) চর্যাপদের ১ম পদের ২ লাইন লিখুন।
- কাআ তরুবর পাঞ্চ বি ডাল চঞ্চল চীএ পৈঠা কাল৷
৪৬) চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দাও।
- চর্যাপদে উল্লেখিত জনগোষ্ঠীগুলি হল মাঝি (কামলি), বেশ্যা (দারী), শিকারী (অহেরী), নেয়ে (নোবাহী), তাঁত ও চেঙারি বিক্রেতা। এছাড়াও কাপালিক (কাপালি), যোগী (জোই), পন্ডিত আচার্য (পন্ডিতাচার্য), শিষ্য ('সীস) ইত্যাদি জনগোষ্ঠীর নাম উল্লেখ করা আছে।
৪৭) চর্যাপদের পদকর্তা ঢেন্ডনাপা এর সম্পর্কে লেখ।
- পদকর্তা ঢেন্ডনপা পেশায় ছিলেন তাঁতি। তাঁর রচিত পদে তৎকালীন সমাজপদ রচিত হয়েছে। তৎকালীন সমাজে বেদে দলের কথা, ঘাঁটের কথা, মাদল বাজিয়ে বিয়ে করতে যাবার উৎসব, নববধুর নাকের নথ ও কানের দুল চুরি হওয়ার কথা, সর্বোপরি ভাতের অভাবের কথা, রচিত পদ থেকে জানা যায়৷
টালত মোর ঘর নাই পড়বেশী
হাঁড়িতে ভাত নাই, নিতি আবেশী। (আবেশী কথার অর্থ - উপোস)
৪৮) চর্যাপদে বাঙালি কবি কে ছিলেন?
- শবরীপা(গবেষকগণ মনে করেন)
৪৯) ভুসুকপা এর কতগুলি পদ রচনা করেছিলেন?
- পদরচনার দিক থেকে তিন দ্বিতীয়। তিনি মোট ৮টি পদ রচনা করেন।
৫০) ভুসুকপা রচিত বিখ্যাত পদটি উল্লেখ কর।
- অপনা মাংসে হরিনা বৈরী (হরিন নিজেই নিজের শত্রু)
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
বাংলা সাহিত্যের ইতিহাস। চর্যাপদ। চর্যাপদ MCQ| চর্যাপদ সংক্ষিপ্তরূপ। About Charjapad| Charjapad MCQ| Charjapad| Charjapad Short Question Answer|
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here