Type Here to Get Search Results !

শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় পর্ব [Sri Krishna Kirtton]



শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় পর্ব

Set by – Manas Adhikary

 শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয়পর্ব। Sri Krishna Kirtton 2nd Part.

বাংলা সাহিত্যের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন MCQ| শ্রীকৃষ্ণ কীর্তন সংক্ষিপ্তরূপ। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ| বড়ু চন্ডীদাস | Sri Krishna Kirtton| Sri Krishna Kirtton Short Question Answer|

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

শ্রীকৃষ্ণ কীর্তন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Sri Krishna Kirtton Short Question And Answer.

 

) মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?

- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

) বাংলা ভাষায় রচিত প্রথম কাব্য কোনটি?

- বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন

) বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি?

- শ্রীকৃষ্ণকীর্তন

) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বাংলা সাহিত্যের কততম কাব্য?

- দ্বিতীয়

) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কিসের উপর লেখা হয়েছিল?

- তুলোট কাগজের উপর

) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?

-বড়ু চন্ডীদাস

) মধ্যযুগের আদিকবি কাকে বলা হয়?

বড়ু চন্ডীদাসকে

) বড়ু চন্ডীদাসের বাড়ী কোথায় ছিল?

- বীরভুম জেলার নানুর গ্রামে (মতান্তরে বাঁকুড়ার ছাতনাতলায়

) বড়ু চন্ডীদাস কোন দেবতার ভক্ত বা সেবক ছিলেন?

-বাসলি দেবতার

১০) বড়ু চন্ডীদাসের সাধনসঙ্গিনী কে ছিলেন?

- রামী নামক রজককন্যা

১১) মোট চারজন চন্ডীদাসের নাম জানা যায়। এই চারজনের নাম কী?

- শ্রীকৃষ্ণকীর্তনের বড়ু চন্ডীদাস,

দীন চন্ডীদাস,

পদাবলির চন্ডীদাস

রজকিনী চন্ডীদাস

১২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

- ১৯০৯ খ্রীস্টাব্দে

১৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিস্কার করেন?

- বসন্ত রঞ্জন রায়

১৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নামটি কার দেওয়া?

- বসন্তরজ্ঞন রায়

১৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার গৃহ থেকে পাওয়া যায়?

- কাকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে

১৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন শতাব্দীতে রচিত হয়েছিল?

- পঞ্চদশ শতকে

১৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কি?

- ভূভার হরনের জন্য বিষ্ণুর কৃষ্ণরূপে এবং লক্ষ্মীর রাধারূপে জন্মগ্রহন এবং তাদের প্রেম লীলার কথাই এই কাব্যের প্রধান কাহিনী৷

১৮) কার মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল অষ্টাদশ শতাব্দীর শেষভাগ?

- সুকুমার সেন

১৯) কে কোন গ্রন্থে প্রথম প্রমান করেন যে, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন?

- সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি ODBL গ্রন্থে ইহা উল্লেখ করেন

২০) প্রাচীন কোন গ্রন্থে শ্রীকৃষ্ণকীর্তনের উল্লেখ আছে?

- বৈষ্ণবতোষিনী

২২) ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণসন্দর্ভ’- একথাটি প্রথম কে বলেন?

- নলিনীনাথ দাশগুপ্ত

২৩) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান কাহিনী কোথা থেকে নেওয়া?

- ভাগবত থেকে এবং জয়দেবের গীতগোবিন্দ

২৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভূমিকা বা মুখবন্ধ কে লিখেছিলেন?

- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী

২৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের লিপিকার কে?

- রাখালদাস বন্দোপাধ্যায়

২৬) আধুনিক কালের সবচেয়ে বড়ো লিপিবিশারদ কে?

- রাখালদাস বন্দোপাধ্যায়

২৭) রাখালদাসের মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিতে কয় ধরনের হস্তাক্ষর আছে?

- তিন ধরনের

২৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি কত বছরের প্রাচীন?

- ৪০০ বছরের

৩০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কবে কোথা থেকে প্রকাশিত হয়?

- ১৯১৬ খ্রীস্টাব্দে বসন্তরঞ্জন রায়ের বঙ্গীয় পরিষদ থেকে

৩২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদনা করেন কে?

- বসন্ত রঞ্জন রায়

৩৩) বসন্তরঞ্জন রায় মহাশয়বিদ্বল্লভ এই উপাধি কোথা থেকে পান?

- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

৩৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রকাশের পর সম্পাদক এক খন্ড বই কাকে উপহার দিয়েছিলেন এবং বইয়ের প্রথম পৃষ্ঠায় স্বহস্তে কী লিখেছিলেন?

- রবীন্দ্রনাথ ঠাকুরকে৷ প্রথম পৃষ্ঠায় লিখেছিলেন- ‘কবিকুল রবি শ্রীযুক্ত স্যার রবীন্দ্রনাথ ঠাকুরকে টি.ডি.এন আই টি মহাশয়ের শ্রীকরকলমে - শ্রী বসন্ত রঞ্জন রায়

৩৫) বসন্তরঞ্জনের জীবৎকালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি সংস্করন মুদ্রিত হয়?

- চারটি

৩৬) বসন্তরঞ্জন রায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ সংস্করন কত সালে প্রকাশিত হয়?

  - ১৩৫৬ সালে

৩৭) আজ পর্যন্ত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কতবার সম্পাদিত হয়েছে?

- ছয়বার

৩৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি কোথায় রক্ষিত ছিল?

- বনবিষ্ণুপুরের রাজ গ্রন্থগারের

৩৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভাষা কোন যুগের?

- আদি মধ্যযুগের ভাষা

৪০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন উপভাষার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?

- ঝাড়খন্ডী

৪১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনীকাল কত সময়ের?

- আড়াই বছর

৪২) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উৎস রূপে কোন গ্রন্থগুলিকে নির্দেশ করা হয়?

- ভাগবত, বিষ্ণুপুরান, হরিবংশ, ব্রহ্মবৈবর্তপুরাণ, এবং জয়দেবের গীতগোবিন্দ

৪৪) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিশেষত্ব কোথায়?

- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান বিশেষত্ব হল- আখ্যান ধর্ম, নাটকীয়তা, গীতিরস, চারিত্রিক দন্দ্ব

৪৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নাট্যগুনের প্রামন কী?

- সংলাপ

৪৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ছন্দ মুলত কোনধরনের?

- মিশ্রবৃত্ত

৪৭) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কীর্তন এর রচনা কোন ছন্দে হয়েছিল?

- পয়ার ত্রিপদী ছন্দে

৪৮) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কত প্রকার পয়ার আছে?

- ৭ প্রকার

৪৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কোন রসের প্রভার দেখা যায়?

- শৃঙ্গার রস মধুর রস

৫০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেশ্রীকৃষ্ণের’ নামকরন করেন কে?

- মহামুনি গর্গ

শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম পর্ব >>>>>

শ্রীকৃষ্ণ কীর্তন তৃতীয় পর্ব(MCQ)>>>>

চর্যাপদ>>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 

বাংলা সাহিত্যের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন MCQ| শ্রীকৃষ্ণ কীর্তন সংক্ষিপ্তরূপ। বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ| বড়ু চন্ডীদাস | Sri Krishna Kirtton| Sri Krishna Kirtton Short Question Answer|

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad