বাংলার সুলতানি শাসন প্রথম পর্ব
Set By- Manas Adhikary
বাংলার সুলতানি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম পর্ব। Sultanate Rule of Bengal Short Q&A 1st Part.
বাংলার সুলতানি শাসন। বাংলার প্রথম মুসলিম শাসক। বখতিয়ার খলজী।নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন। গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী।বখতিয়ার খলজীর রাজধানী।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বাংলার সুলতানি শাসন প্রথম পর্ব। এই পর্বে থাকছে বাংলার সুলতানি শাসন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাংলার সুলতানি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Sultanate Rule of Bengal Short Q&A.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) বাংলায় মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন?
অথবা, বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
- ইক্তিয়ার উদ্দীন মহম্মদ বিন বখতিয়ার খলজী
২) বখতিয়ার খলজী কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?
- তুর্কিদের খলজী সম্প্রদায়ভুক্ত
৩) বখতিয়ার খলজী যখন বাংলা, বিহার ও আসাম জয় করেন তখন তিনি কার সেনাপতি ছিলেন?
- মহম্মদ ঘোরীর
৪) বখতিয়ার খলজী বাংলার প্রথম কোনটী জয় করেন?
- নদীয়া
৫) বখতিয়ার খলজী যখন বাংলা আক্রমন করেন তখন বাংলার নবাব কে ছিলেন?
- লক্ষ্মন সেন (বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি)
৬) শতকের গোড়ার দিকে বিহার ও বাংলার সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন কে?
- মহাম্মদ বখতিয়ার খিলজি
৭) নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন?
- মহাম্মদ বখতিয়ার খিলজি
৮) 12 শতকে, 1193 সালে বখতিয়ার খিলজির আক্রমণে, নালন্দার ইমারত ও গ্রন্থাগার পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল এবং সন্ন্যাসীদের হত্যা করা হয়েছিল।- এ কথা কে উল্লেখ করেছেন?
- মিনহাজ এ সিরাজ
৯) নালন্দা ছাড়া বখতিয়ার খিলজি আর কোন কোন বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন? -
- - বিক্রমশীলা ও ওদন্তপুরী
১০) বখতিয়ার খিলজি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন, তখন এর উপাচার্য কে ছিলেন?
- শাক্যশ্রীভদ্র
১১) বখতিয়ার খলজীর রাজধানী কোথায় ছিল?
- লক্ষ্মনাবর্তী বা লখনৌতি বা গৌড়
১২) বখতিয়ার খলজীর কোন অভিযান ব্যর্থ হয়?
- তিব্বত অভিযান ( ১২০৬সালে)
১৩) বখতিয়ার খলজী কোথায় মারা যান?
- দিনাজপুরের দেবকোটে (এইখানে বখতিয়ার খলজী নতুন রাজধানী স্থাপন করেন)
১৪) কে বখতিয়ার খিলজিকে হত্যা করেছিল, যাকে পরবর্তীতে কাইমাজ রুমির প্রচেষ্টায় আইবক বাংলার গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন?
- আলী মর্দান
১৫) বখতিয়ার খলজী কোথায় নতুন রাজধানী স্থাপন করেন?
- দিনাজপুরের দেবকোটে
১৬) বখতিয়ার খলজীর পর কে বাংলার সিংহাসনে বসেন?
- গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী
১৭) গিয়াস উদ্দিন ইওজ খলজীর প্রকৃত নাম কী?
- হুসাম উদ্দিন ইওজ খলজী
১৮) গিয়াস উদ্দিন ইওজ খলজী কোথাকার বাসিন্দা ছিলেন?
- আফগানিস্তানের গরমশির
১৯) গিয়াস উদ্দিন ইওজ খলজীর প্রথম জীবনে কোন পেশায় নিযুক্ত ছিলেন ?
- মালবাহী গাধার চালক হিসাবে দূরবর্তী স্থানে মালামাল পৌঁছে দিতেন।
২০) গিয়াস উদ্দিন ইওজ খলজী কার সাথে ভারতে আসেন?
- বখতিয়ার খলজী
২১) বখতিয়ার খলজীর সহচর হিসাবে গিয়াস উদ্দিন ইওজ খলজী কোন বিহার জয়ে অগ্রনী ভুমিকা গ্রহন করেন?
- উদন্তপুরী
২২) বখতিয়ার খলজী, গিয়াস উদ্দিন ইওজ খলজীকে কোথাকার
জায়গিরদাররূপে নিযুক্ত করেন?
- কাঙ্গোরি
২৩) গিয়াস উদ্দিন ইওজ খলজী বাংলার সিংহাসনে বসলে দিল্লী সালানাতের তদকালীন সুলতান কুতুব উদ্দিন আইবকের নির্দেশে কে বাংলা আক্রমন
করেন?
- কায়োমাজ রুমী ( এই কায়োমাজ রুমীর বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন গিয়াস উদ্দিন ইওজ খলজী)
২৪) কায়োমাজ রুমী কোথাকার গভর্নররূপে নিযুক্ত ছিলেন?
- অযোধ্যার
২৫) গিয়াস উদ্দিন ইওজ খলজী দিল্লী সালতানাতের বশ্যতা স্বীকার করে নেওয়ার পর দিল্লী সালতানাতের তদকালীন সুলতান কুতুব উদ্দীন আইবক কাকে বাংলার শাসকরূপে নিযুক্ত করে পাঠান?
- আলী মর্দান ( এই আলী মর্দান বখতিয়ার খলজীকে হত্যা করেছিলেন)
২৬) আলী মর্দানকে কে হত্যা করেন?
- গিয়াস উদ্দিন ইওজ খলজী
২৭) আলী মর্দান নিহত হওয়ার পর কে বাংলার সিংহাসনে আসীন হন?
- গিয়াস উদ্দিন ইওজ খলজী
২৮) বসনকোট দুর্গ কে নির্মান করেন?
- গিয়াস উদ্দিন ইওজ খলজী
২৯) বাংলার উপর যে কোনো আক্রমন প্রতিহত করার জন্য কে সর্বপ্রথম নৌবাহিনি গঠন করেন?
- গিয়াস উদ্দিন ইওজ খলজী
৩০) গিয়াস উদ্দিন ইওজ খলজী নিজ মুদ্রায় নিজেকে কী হিসাবে ঘোষনা
করেন?
- বিশ্বাসীদের নেতার সাহায্যকারী
৩১) কে দিনাজপুরের দেবকোট থেকে রাজধানীকে পুনরায় লক্ষ্মনাবতীতে স্থানান্তরিত করেন?
- গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী
৩২) গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী যখন বাংলা শাসন করতেন তখন দিল্লীর শাসনকর্তা কে ছিলেন?
- প্রথমদিকে কুতুব উদ্দিন আইবক এবং শেষেরদিকে ইলতুতমিস
৩৩) গিয়াসউদ্দীন ইওয়াজ খলজীকে কে হত্যা করেন?
- ইলতুতমিসের জেষ্ঠ্য পুত্র নাসির উদ্দীন মামুদ
৩৪) গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী মারা যাবার পর বাংলার সিংহাসনে স্বাধীন সুলতানি বংশের প্রতিষ্ঠা কে করেন?
- নাসিরউদ্দীন মাহমুদ শাহ
৩৫) নাসিরউদ্দীন মাহমুদ শাহের আসল নাম কী?
- বুখরা খাঁন
বাংলার সুলতানি শাসন দ্বিতীয় পর্ব >>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বাংলার সুলতানি শাসন। বাংলার প্রথম মুসলিম শাসক। বখতিয়ার খলজী।নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন। গিয়াসউদ্দীন ইওয়াজ খলজী।বখতিয়ার খলজীর রাজধানী।