বাংলার সুলতানি শাসন দ্বিতীয় পর্ব
Set By- Manas Adhikary
বাংলার সুলতানি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। Sultanate Rule of Bengal Short Q&A 1st Part.
বাংলার সুলতানি শাসন। বাংলার প্রথম মুসলিম শাসক। সিকান্দার শাহ। গিয়াস উদ্দিন আজম শাহ। আদিনা মসজিদ কে নির্মান করেন।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বাংলার সুলতানি শাসন দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে বাংলার সুলতানি শাসন সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাংলার সুলতানি শাসন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Sultanate Rule of Bengal Short Q&A.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৩৫) নাসিরউদ্দীন মাহমুদ শাহের আসল নাম কী?
- বুখরা খাঁন
৩৬) নাসিরউদ্দীন মাহমুদ শাহ বাংলাদেশকে কয়টি ভাগে বিভক্ত করেন?
- চারটি
৩৭) মহম্মদ বিন তুঘলকের আমলে বাংলা কয়ভাগে বিভক্ত ছিল?
- দুই। যথা-
ক) পূর্ববাংলা বা সোঁনার গাঁও এর শাসকছিলেন ফকরুদ্দীন মুবারক শাহ
খ) পশ্চিমবাংলা বা লখনৌতি এর শাসক ছিলেন আলাউদ্দিন আলি শাহ (প্রসঙ্গত উল্লেখ্য যে এরা দুজনেই মহম্মদ বিন তুঘলকের আমলে স্বাধীনতা ঘোষনা করেন)
৩৮) কার শাসনকালে দুই বাংলা একত্রিত হয়?
- শামসুদ্দিন ইলিয়াস শাহ ( ইনি আলাউদ্দিন আলি শাহের ভ্রাতা ছিলেন)
৩৯) ডঃ নুরুলের মতে বাংলার সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
- শামসুদ্দিন ইলিয়াস শাহ
৪০) দিল্লীর সুলতান ফিরোজ শাহ তুঘলক, ইলিয়াস শাহের বিরুদ্ধে অভিযান চালালে ইলিয়াস শাহ কোথায় পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন?
- মহানন্দা নদের একটি দুর্ভেদ্য দ্বীপের একডালা দূর্গে
৪১) বাংলার কোন সুলতান কামরূপ অভিযান করেন?
- ইলিয়াস শাহ
৪২) ফিরোজ শাহ তুঘলক যখন দ্বিতীয়বার বাংলা আক্রমন করেন তখন বাংলার শাসক কে ছিলেন?
- সিকান্দার শাহ (ইনি ইলিয়াস শাহের পুত্র ছিলেন। ইনিও পিতার মত একডালা দূর্গে আশ্রয় গ্রহন করে আত্মরক্ষা করেন)
৪৩) ফিরোজ শাহ তুঘলক বাংলার কোন শাসকের সাথে সন্ধি স্থাপন করেন?
- সিকান্দার শাহ
৪৪) সিকান্দার শাহ কখন ফিরোজ শাহ তুঘলকের হাতে বন্দি হয়েছিলেন?
- ফিরোজ শাহ তুঘলকের প্রথমবার বাংলা আক্রমণের সময়। (পরবর্তীকালে ফিরোজ শাহ তুঘলক ও ইলিয়াস শাহের মধ্যে সন্ধি চুক্তি স্থাপিত হলে তিনি মুক্তি পান)
৪৫) সিকান্দার শাহ যখন ফিরোজ শাহ তুঘলকের হাতে বন্দি হয়েছিলেন তখন তিনি কোথাকার শাসক ছিলেন?
- পাণ্ডুয়ার
৪৬) সিকান্দার শাহ, ফিরোজ শাহ তুঘলকের কাছ থেকে মুক্তিলাভ করে কোথাকার শাসকরূপে নিযুক্ত হন?
- সোনারগাঁ
৪৭) সিকান্দার শাহ সিংহাসনে বসেই দিল্লীর সাথে ভাল সম্পর্ক বজায় রাখার জন্য কতবার দিল্লীর দরবারে দুত প্রেরন করেন?
- দুবার (প্রথমবার রাজদুত ছিলেন- আলম খান; দ্বিতীয়বার রাজদুত ছিলেন- মালিক সাইফুদ্দিন)
৪৮) আদিনা মসজিদ কে নির্মান করেন?
- সিকান্দার শাহ
৪৯) আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
- পান্ডুয়াতে
৫০) আদিনা মসজিদ কার অনুকরনে তৈরী করা হয়?
- দামাস্কাসের মসজিদের অনুকরনে
৫১) আদিনা মসজিদ তৈরী করতে কত সময় লেগেছিল?
- ২০ বছর
৫২) বিখ্যাত কোতোয়ালি দরওয়াজা কে নির্মান করেন?
-সিকান্দার শাহ
৫৩) গাঙ্গারামপুরের (দিনাজপুর) ভূগর্ভস্থ কামরা কে নির্মাণ করেন?
- সিকান্দার শাহ
৫৪) গাঙ্গারামপুরের মোল্লা আতার মসজিদ কে নির্মাণ করেন?
- - সিকান্দার শাহ
৫৫) পাণ্ডুয়ার বিখ্যাত পীর শেখ আলাউল হক কার সমসাময়িক ছিলেন?
- সিকান্দার শাহ
৫৬) সিকান্দার শাহ কোন যুদ্ধে মারা যান?
- তার বিদ্রোহী পুত্র গিয়াস উদ্দিনের সাথে পাণ্ডুয়ার নিকটবর্তী গোয়ালপাড়ার যুদ্ধে তিনি নিহত হন।
৫৭) সিকান্দার শাহের পর কে সিংহাসনে বসেন?
- পর্যায়ক্রমে গিয়াসউদ্দিন আজম শাহ, সৈফুদ্দিন হামজা শাহ, শিহাবুদ্দিন বায়াজিদ শাহ
৫৮) পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের সখ্যতা ছিল?
- গিয়াস উদ্দিন আজম শাহ
৫৯) গিয়াস উদ্দিন আজম শাহ কার সাথে বসে কবিতার পাদপূরন করতেন?
- হাফিজের সাথে
৬০) গিয়াস উদ্দিন আজম শাহের একমাত্র বিখ্যাত অভিযান কোনটি ছিল?
- কামতার হিন্দুরাজ্য আক্রমণ (এই অভিযানটি ব্যর্থ হয়েছিল)
৬১) গিয়াস উদ্দিন আজম শাহ কোন চিনা সম্রাটের কাছে দুত পাঠিয়েছিলেন?
- সম্রাট ইয়োলুং
৬২) কোন চীনা দুত গিয়াস উদ্দিন আজম শাহের সাথে বাংলাদেশে এসে দেখা করেন?
- মাহুয়ান
৬৩) গিয়াস উদ্দিন আজম শাহ কোন পারস্য কবিকে বাংলায় আসার জন্য নিমন্ত্রন করেন?
- কবি হাফিজ
৬৪) কার মৃত্যুর পর ইলিয়াস শাহী বংশের সাময়িক পতন ঘটে?
-শিহাবুদ্দিন বায়াজিদ শাহ
৬৫) কার দ্বারা বাংলার ইলিয়াস শাহী বংশের সাময়িক পতন ঘটে?
- রাজা গনেশ
বাংলার সুলতানি শাসন প্রথম পর্ব >>>>>
বাংলার সুলতানি শাসন তৃতীয় পর্ব >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বাংলার সুলতানি শাসন। বাংলার প্রথম মুসলিম শাসক। সিকান্দার শাহ। গিয়াস উদ্দিন আজম শাহ। আদিনা মসজিদ কে নির্মান করেন।