লোদীবংশ তৃতীয় পর্ব (ইব্রাহিম লোদী )
Set By- Manas Adhikary
লোদীবংশ তৃতীয় পর্ব (সিকান্দার লোদী)|Lodhi Dynasty 3rd Part (Ibrahim lodhi).
লোদীবংশ| ইব্রাহিম লোদী| Lodhi Dynasty Rulers| Lodhi Dynasty of Delhi Sultanate। Ibrahim Lodhi.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো লোদীবংশ তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে লোদিবংশের শাসক ইব্রাহিম লোদী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ইব্রাহিম লোদী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Sikandar Lodi Short Q&A ( Lodi Dynasty).
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) ইব্রাহিম লোদী সিংহাসনে বসেই কার শিরচ্ছেদ করেন?
- তাঁর নিজ ভ্রাতা জালাল খানের (জালাল খান আমীরদের সহযোগীতায় সিংহাসন লাভের চেষ্টায় বিদ্রোহ ঘোষনা করলে এই পদক্ষেপ নেন। সাথে সাহায্যকারী আরো কয়েকজন আমীরকে মৃত্যুদন্ড দেন)
২) ‘সুলতান দরবারে ঢুকলে অভিজাতদের জোড়হাতে দাঁড়াতে হবে -কোন সুলতান এই নীতি চালু করেন?
- ইব্রাহিম লোদী (অভিজাতদের দমন করতে এই প্রথা চালু করেন)
৩) ইব্রাহিম লোদীর শাসনকালে আফগান বা পাঠানদের জাত্যাভিমানে আঘাত লাগার কারন কী?
- ইব্রাহিম লোদী দরবারে কুর্নিশ প্রথা প্রবর্তন করায়। ( এই কুনির্শ প্রথা অভিজাতদের সম্মান হানি কর্রেছি)
৪) ইব্রাহিম লোদীর সমসাময়িক গুজরাটের শাসনকর্তা কে ছিলেন?
- আলম খাঁ লোদী
৫) কোন সুলতানের আমলে জিনিসপত্রের দাম সবথেকে সস্তা ছিল?
- ইব্রাহিম লোদী
৬) দিল্লী সুলতানির শেষ শাসকের নাম কী?
- ইব্রাহিম লোদী
৭) দিল্লির একমাত্র কোন সুলতান যুদ্ধক্ষেত্রে প্রানত্যাগ করেন?
- ইব্রাহিম লোদী (পানিপথের প্রথম যুদ্ধে)
৮) বাবর কাকে ১৫২৬ সালে পরাজিত করে?
- পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে
৯) বাবরকে ইব্রাহিম লোদীকে আক্রমনের জন্য আমন্ত্রন জানান কে কে?
- পাঞ্জাবের আফগান শাসক দৌলত খাঁ লোদী এবং ইব্রাহিম লোদীর কাকা আলম খাঁ লোদী এবং রানা সংগ্রাম সিং
১০) কিজন্য দৌলত খাঁ লোদী ও আলম খাঁ লোদী বাবরকে দিল্লীর আক্রমনের জন্য আমন্ত্রন জানান?
- ইব্রাহিম লোদীর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে।
১১) দৌলত খাঁ লোদী কোথাকার শাসক ছিলেন?
- পাঞ্জাব
১২) দৌলত খাঁ লোদী যে বাবরকে ভারত আক্রমনে আমন্ত্রন জানান তা কার মাধ্যমে জানিয়েছিলেন?
- আলম খাঁ
১৩) বাবর কাকে অকৃতজ্ঞ ও কৃপণ বলেছেন?
- ইব্রাহিম লোদী
১৪) বাবরকে মারার জন্য কে খাবারে বিষ মেশান?
- ইব্রাহিম লোদী
১৫) পানিপথের প্রথম যুদ্ধে যুদ্ধক্ষেত্রে কে কে নিহত হন?
- ইব্রাহিম লোদী, ও রাজা বিক্রমজিৎ
১৬) পানিপথের প্রথম যুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদীর সাথে তার বন্ধু রাজা বিক্রমজিৎও নিহত হন। রাজা বিক্রমজিৎ কোথাকার শাসক ছিলেন?
- গোয়ালিয়রের
১৭) বাবরের সেনাবাহিনী যখন ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করেছিল, তখন সেনাবাহিনীতে কামান বাহিনিকে সহায়তা করার জন্য বাবর একটি অগ্রিম নিরাপত্তা লাইন তৈরি করেছিলেন, তখন কোন দুই ব্যক্তি এটির নেতৃত্ব দিয়েছিলেন?
- মোহাম্মদ আলী ও খসরু
১৮) ইব্রাহিম লোদী করে মারা যান?
- ১৫২৬ সালে
১৯) যুদ্ধের ময়দানে মারা যাওয়া দিল্লী সালতানাতের প্রথম সুলতান ইব্রাহিম লোধী। ইহা কোন গ্রন্থে আছে?
- তারিখ-ই-জাহানি
২০) আহমেদাবাদ শহরের ২৫ মাইল দুরে মুহাম্মদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন?
- মুহম্মদ বেগবহা
২১) হুমায়ুন, মামুদ লোদিকে কোন যুদ্ধে পরাজিত করেন?
- দউরা বা দাত্রা যুদ্ধ (১৫৩২ সালে)
২২) শাহজাহানের শাসনের শুরুতে দাক্ষিনাত্যের কোন রাজা বিদ্রোহ করেন?
- খান জাহান লোদী
২৩) লোদী বংশের সুলতানদের সম্পর্কে জানার একমাত্র গ্রন্থের নাম কী?
- তারিখ-ই-সালাতিন-হ- আফগান (লেখক- আহমেদ ইয়াদগার)
২৪) খাটাউলির যুদ্ধ কাদের মধ্যে হয়?
- রানা সঙ্গ ও ইব্রাহিম লোদী
২৫) খাতালের যুদ্ধ কবে হয়?
- ১৫১৭ সালে (মেবারের রানা ও ইব্রাহিম লোদীর মধ্যে)
২৬) লোদি দূর্গ কে নির্মান করেন?
- বাবর
২৭) কার আক্রমনে দিল্লীর সুলতানি বংশের পতন ঘটে?
- বাবর
২৮) শিখদের প্রথম গুরু, গুরু নানক কার দরবারে কাজ করতেন?
- দৌলত খাঁ লোদী
২৯) ভারতে বাবর, ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে কামান ব্যবহার করেন, এই যুদ্ধে মোস্তফা খানের ভূমিকা কী ছিলেন?
- কামান বিশেষজ্ঞ
৩০) কোন সূত্র থেকে এমন বর্ণনা পাওয়া যায় যে রানা সঙ্গও ইব্রাহিম লোদীকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে বাবরের কাছে দূত পাঠিয়েছিলেন??- বাবর নামা
৩১) কার মতে ইব্রাহিম লোদীর মায়ের দেওয়া বিষের কারণে বাবরের মৃত্যু হয়?
- গুলবদন বেগম
৩২) "রাজার কোন আত্মীয় নেই" -এটা কার বক্তব্য?
- ইব্রাহিম লোদী
৩৩)মধ্যযুগীয় শাসকদের মধ্যে কে উচ্চ শিক্ষিত ছিলেন?
- ইব্রাহিম লোদী
৩৪) কোন সুফি ভাবধারার হিন্দি কবি ইব্রাহিম লোদী পৃষ্ঠপোষকতা করতেন?
-আবদুল কুদ্দুস
৩৫) ‘ইব্রাহিম লোদীর সামরিক শিবির চলন্ত শহরের মত’-উক্তিটি কার?
- যদুনাথ সরকার
৩৬) বাবর কার সম্পর্কে লিখেছেন যে "তিনি ছিলেন একজন অনভিজ্ঞ যুবক, তার চলাফেরাতে উদাসীন ছিল, যে বিনা প্রস্তুতিতেই অগ্রসর হয়েছিল, কারণ ছাড়াই থেমে গিয়েছিল বা ফিরে গিয়েছিল এবং দূরদর্শিতা ছাড়াই যুদ্ধ করেছিল"?
- ইব্রাহিম লোদী
৩৭) কোন কোন শাসকের দুইবার রাজ্যাভিষেক হয়েছিল?
-ফিরোজ শাহ তুঘলক
বহলোল লোদী
ইব্রাহিম লোদি
শের শাহ সুরি
আওরঙ্গজেব
৩৮) লুধিয়ানা শহরটি কোন বংশ ১৪৮০ সালে প্রতিষ্ঠা করেন?
- লোদী বংশ
৩৯) কোন বংশের শাসনকালে ইক্তা প্রথা বাতিল হয়ে যায়?
- লোদীবংশ
৪০) কোন সুলতানের সময় ইক্তা পুরোপুরী বন্ধ হয়ে যায়?
- বহলুল লোদী
৪১) সুলতানি যুগে কোন বংশের শাসনকালে ইক্তার পরিবর্তে সরকার শব্দটি ব্যবহৃত হয়?
- লোদী বংশ
৪২) লোধি যুগের স্থাপত্যের সেরা নমুনা কোনটি?
- মঠ-কা-মসজিদ
৪২) কোন ঐতিহাসিক লোধি শাসনকে একটি ইউনিয়ন রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছিলেন?
- আরপি ত্রিপাঠী
৪৩) ইতিহাসবিদ পার্সি ব্রাউন কোন সময়কে প্রতিযোগিতার সময় বলে উল্লেখ করেছেন?
- সৈয়দ ও লোদি বংশের রাজত্বকালকে
৪৪) জৌনপুরে আটালা মসজিদ কোন রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল?
-শার্কি রাজবংশ
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
লোদীবংশ| ইব্রাহিম লোদী| Lodhi Dynasty Rulers| Lodhi Dynasty of Delhi Sultanate। Ibrahim Lodhi|