Type Here to Get Search Results !

মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর চতুর্থ পর্ব ।Mahavira And Jain Dharma MCQ 4th part.

 

 মহাবীর ও জৈন ধর্ম  তৃতীয়  পর্ব 

 Set By - Manas Adhikary

মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর চতুর্থ পর্ব ।Mahavira And Jain Dharma MCQ 4th part.

মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। মহাবীরের ও  জৈন ধর্ম সম্পর্কিত দ্বিতীয় এটি। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  মহাবীরের ও  জৈন ধর্ম সম্পর্কিত অবশিষ্ট অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এর আগের পর্বে আমি মহাবীর ও জৈন ধৰ্ম নিয়ে প্রায় ১৭৭ টি MCQ নিয়ে আলোচনা করেছি। আজ চতুর্থ  পর্বে  থাকছে অবশিষ্ট প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ  তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 

 মহাবীর ও জৈন ধৰ্ম অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ পর্ব । MCQ On Mahavira and Jaino Dharma 4th.

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১৭৮)মহাবীরের জন্মের সময় তাঁর পিতা সিদ্ধার্থ কোন কর ছাড় দিয়েছিলেন?

- বলি

১৭৯) কোন স্থানের  উপর মহাবীরের  সর্বাধিক প্রভাব ছিল, যে জন্য  তাঁকে মহাবীরের জননী বলা হয়?

-বৈশালী

১৮০) নিচের কোন জৈন তীর্থঙ্করকে "পুরুষদানিয়া" বলা হত?

-পার্শ্বনাথ

১৮১) কলহনের রাজতরঙ্গিনীর ভিত্তিতে, আধুনিক সময়ে কোন পণ্ডিত মৌর্য সম্রাট অশোককে জৈন তীর্থঙ্কর মহাবীরের অনুসারী বলে মনে করেছিলেন?

-এ থমাস

১৮২) উদয়গিরি গুহায় কার মূর্তি স্থাপিত আছে?

-পার্শ্বনাথ

১৮৩) কে তাঁর উত্তরসূরিরুপে বিশাখাকে বেছে নিয়েছেন?

-ভদ্রবাহু

১৮৪) পুষ্পচূলা কোন জৈন তীর্থঙ্করের শিষ্য/অনুসারী ছিলেন?

-পার্শ্বনাথ

১৮৫)ভারতের কোন অংশে/অঞ্চলে মৌখলি গোশালকে "অবর্ণনীয় দেবতা" বলা হয?

-দক্ষিণ ভারত

১৮৬)মহাবীর গোশাল কোন স্থানে 6 বছর একত্রে ছিলেন?

-কলিঙ্গ

১৮৭) মহাবীরের প্রাথমিক গনধরের সংখ্যা কত ছিল?

-12

১৮৮) তপস্যা করার সহজ পদ্ধতি কি ছিল মহাবীরের মতে?

-উপবাস করা

১৮৯) কোন শাস্ত্রে মহাবীর স্বামীর ইন্দ্রভূতির সাথে কথোপকথনের কথা বলা হয়েছে?

-ভগবতী সূত্র

১৯০) জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি কি?

-অহিংসা

১৯১) কোন গ্রন্থে বৌদ্ধ জৈন ধর্মের অহিংসার কথা আলোচনা করা হয়েছে?

-মহাভারত

১৯২) কুর্চক কোন ধর্মের অনুসারী ছিলেন?

- জৈন

১৯৩) জৈন ধর্মে বা জৈন গ্রন্থে কয়টি পেশাকে ধর্মীয় স্বীকৃতি দেওয়া হয়েছে?

- 6  

১৯৪) স্তূপ জৈন ধর্মেও নির্মিত হয়েছিল, এর প্রমাণ/অবশেষ কোথায় পাওয়া গেছে?

- মথুরা

১৯৫) কোন জৈন সাহিত্য অনুসারে বিম্বিসার জৈন ধর্মের অনুসারী ছিলেন?

- উত্তরাধ্যায়ন সুত্র

১৯৬) নিরিয়াবলিসূত্র কোন ধর্মের সাথে সম্পর্কিত গ্রন্থ?

- জৈন

১৯৭) কোন ধর্মে পুরাণকে "চরিত" বলা হয়েছে?

- জৈন

১৯৮) অশোকের "বাঁচো এবং বাঁচতে দাও" ধারণাটি কোন ধর্ম দ্বারা প্রভাবিত?

- জৈন  

১৯৯) ভদ্রবাহু এবং তাঁর অনুসারীদের মধ্যে পার্থক্যের প্রকৃতি কী ছিল, যার কারণে জৈন ধর্ম দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল, যথা দিগম্বর এবং শ্বেতাম্বর.....

- সন্ন্যাসীদের পোশাক পরা উচিত কি না

২০০) হুন শাসক তোরমান কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন?

-জৈন ধর্ম

২০১) বীর নির্বাণ যুগ কার সাথে সম্পর্কিত?

-জৈনধর্ম  

২০২) কোন লেখকের মতে জৈন ধর্ম প্রধানত শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য ছিল?

-এস স্টিভেনসন

২০৩) নিচের কোন তীর্থঙ্কর নারীদের জৈন ধর্মে প্রবেশের স্বাধীনতা দিয়ে এবং লিঙ্গ বৈষম্যের প্রতি অবিশ্বাস প্রকাশ করে সামাজিক উদারতা দেখিয়েছেন?

- মহাবীর

২০৪) বেঙ্গীর চালুক্য শাসক ছিলেন শিবের ভক্ত, তার রানী কোন ধর্মের অনুসারী ছিলেন?

- জৈন ধর্ম  

২০৫) কোন শিলালিপি অনুসারে, জৈন ধর্মেরমদ্রানামে একজন ব্যক্তি পাঁচটি জৈন তীর্থঙ্করের (আদিনাথ, শান্তিনাথ, নেমিনাথ, পার্শ্বনাথ এবং মহাবীর স্বামী) পাথরের মূর্তি স্থাপন করেছিলেন?

- কহম স্তম্ভ লেখ

২০৬) জৈন ধর্মের মহাসেন কোন সুলতান কর্তৃক সম্মানিত হয়েছিলেন?

-আলাউদ্দিন খিলজি

২০৭) মধ্যযুগের প্রথম দিকে লাট, ভেঙ্গি, বিদর্ভ বনবাসী এলাকায় কোন ধর্মের ব্যাপক বিকাশ হয়েছিল?

-জৈন ধর্ম

২০৮) কোন জৈন তীর্থঙ্করের কন্যার নামে ব্রাহ্মী লিপির নামকরণ করা হয়েছিল?

-ঋষভদেব  

২০৯) কোন প্রাথমিক বৌদ্ধ সাহিত্যে জৈন তীর্থঙ্কর মহাবীরের উল্লেখ পাওয়া যায়?

-নিগ্রন্থ নাটপুত্র

২১০) কোন গ্রন্থটিতে গোশাল মহাবীরের বিরোধের উল্লেখ আছে?

-ভগবতী সূত্র  

২১১) মহাবীরের মৃত্যুর সময় 10 গনধর মারা গিয়েছিল, একমাত্র কোন গনধর জীবিত ছিলেন?

-সুধর্মণ

২১২) মহাবীরের কঠোর তপস্যা নবজীবন সম্পর্কে তথ্য আমরা কোন গ্রন্থ থেকে পাই?

-আচারঙ্গসূত্র

২১৩) যিনি অগ্নি দ্বারা শুদ্ধ স্বর্ণের মতো পাপ অপবিত্রতা থেকে মুক্ত এবং যিনি আসক্তি, দ্বেষ ভয় থেকে মুক্ত, তাকে আমরা ব্রাহ্মণ বলি’- কার উক্তি এটি?

-মহাবীর  

২১৪) মহাবীরের পিতা-মাতা পার্শ্বনাথের অনুসারী ছিলেন তা কোন শাস্ত্রে বর্ণিত আছে?

-আচারঙ্গ সূত্র

২১৫) মহাবীর তাঁর শিষ্য ইন্দ্রভূতির মধ্যে কথোপকথনের বর্ণনা কোথায় পাওয়া যায়?

-ভগবতী সূত্র

২১৬)জৈন ধর্মের কোন তীর্থঙ্কর সম্পূর্ণরূপে বস্ত্র পরিত্যাগের নির্দেশ দিয়েছিলেন?

-মহাবীর

২১৭) মহাবীরের সকল গনধররা কোন জাতিভুক্ত ছিলেন?

-ব্রাহ্মন

২১৮) মহাবীরের ভিক্ষুণী সংঘের প্রধান কে ছিলেন?

-চন্দনা

২১৯) মহাবীর জৈন সংঘ প্রতিষ্ঠা করেন কোথায়?

-পাবা

২২০) মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করেছিলেন?

-প্রাকৃত  

২২১) মহাবীরের  চন্দন মূর্তি কে নির্মাণ করেন?

-উদয়ন

২২২) কোন মহিলার সাথে মহাবীরের তর্ক হয়েছিল??

-জয়ন্তী

২২৩) জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর পার্শ্বনাথের কোন অনুসারীরা জৈন ধর্মের 24 তম তীর্থঙ্কর মহাবীর স্বামীর সাথে বিতর্ক করেছিলেন?

-কালসেসিয়া

২২৪) মহাবীর প্রথম বর্ষাকাল কোথায় কাটালেন

-গুলগন্ধ কুটি বিহার

২২৫) কোন শাস্ত্র অনুসারে মহাবীর স্বামীর পিতামাতা অতীতে পার্শ্বনাথের অনুসারী ছিলেন?

-আচারঙ্গ সূত্র

২২৬) জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কোন গোত্র থেকে এসেছেন?

-জ্ঞাতৃক  উপজাতি

২২৭) কালিকা পুরাণ কোন ধর্মের অনুসারী?

-জৈন

২২৮) "পঞ্চস্তুপ নিকায়" কোন ধর্মের সাথে যুক্ত একটি সম্প্রদায়?

-জৈন  

২২৯) জৈন গৃহস্থের আচরণবিধি, ব্রতের কথা কোথায় উল্লেখ আছে?

-ধর্ম সংগ্রহ টীকা

২৩০) নিচের কোন সাধক জৈন ধর্মের "সপ্তভঙ্গন্যা তত্ত্ব" এর সমালোচনা করেছিলেন?

- শঙ্করাচার্য ও রামানুজাচার্য

২৩১) কোন ধর্মকে ব্রাহ্মণ ধর্মের কন্যা বলে মনে করা হয় ?

-জৈন ধর্ম

২৩২) মেগাস্থিনিস কোন ধর্ম-সম্প্রদায়কে "ব্রাহ্মণ" বলেছেন?

-জৈন

২৩৩) উদয়গিরি সম্পর্কিত কোন গুহা জৈন ধর্মের সাথে সম্পর্কিত?

-  রানি গুম্ফা ও নবগিরি গুম্ফা

২৩৪) জৈন ধর্মের মতে, যা আত্মাকে পৃথিবীতে ভ্রমণ করে তাকে কাশয় বলে এরা চার প্রকারের হয়। সেগুলি কি কি ?

-লোভ,অভিমান,মোহ,রাগ

২৩৫) শৈব ধর্ম গ্রহণের পূর্বে বাসভ কোন ধর্মের অনুসারী ছিলেন?

-জৈন 


২৩৬) জৈন ধর্মের প্রাণীদের শ্রেণিবিন্যাস অনুসারে পিঁপড়ার মধ্যে কয়টি ইন্দ্রিয় আছে?

-3

২৩৭) কোন ধর্মে বলা আছে-  যে পেটুক নয়, যে খাদ্য মজুত করে না, যে গৃহ থেকে মুক্ত, যে অনাসক্ত এবং যে গৃহস্থের কাছে নিজেকে পরিচয় দেয় না তাকে ব্রাহ্মণ বলা হয়?

-জৈন ধর্ম  

২৩৮) জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর পার্শ্বনাথ কোথায় জ্ঞান লাভ করেছিলেন?

-সমেধ পর্বত

২৩৯) চক্রেশ্বরী দেবী সচিয়া দেবী কোন ধর্মের প্রধান দেবতা?

-জৈন ধর্ম  

২৪০) জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর কোন বর্ণের ছিল?

-ক্ষত্রিয় 

 

 

 মহাবীর ও জৈন ধর্ম  প্রথম পর্ব >>>>

 মহাবীর ও জৈন ধর্ম  দ্বিতীয়  পর্ব >>>>

 মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad