Type Here to Get Search Results !

মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর তৃতীয় পর্ব ।Mahavira And Jain Dharma MCQ 3rd part.

 মহাবীর ও জৈন ধর্ম  তৃতীয়  পর্ব 

 Set By - Manas Adhikary



মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর তৃতীয় পর্ব । Mahavira And Jain Dharma MCQ 3rd part.

মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। মহাবীরের ও  জৈন ধর্ম সম্পর্কিত দ্বিতীয় এটি। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  মহাবীরের ও  জৈন ধর্ম সম্পর্কিত অবশিষ্ট অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এর আগের পর্বে আমি মহাবীর ও জৈন ধৰ্ম নিয়ে প্রায় ১০০ টি MCQ নিয়ে আলোচনা করেছি। আজ তৃতীয় পর্বে  থাকছে অবশিষ্ট প্রশ্নউত্তর। পশ্চিমবঙ্গ  তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 মহাবীর ও জৈন ধৰ্ম অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। MCQ On Mahavira and Jaino Dharma.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


১০১) মহাবীর কবে কোথায় দিব্যজ্ঞান লাভ করেন?

- ৪৯৮ খৃঃপূঃ জম্বিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নীচে

১০২) নন্দীবর্ধনের সাথে মহাবীরের সম্পর্ক কী?

- ভাই

১০৩) মহাবীর কোথায় ধর্মপ্রচার করতে গেলে সেখানকার লোকজন তাঁর পিছনে কুকুর লেলিয়ে দেন?

- বাংলার রাঢ় অঞ্চলে

 ১০৪) মহাবীর কোথায় প্রথম ধৰ্মৰ্মত প্রচার করেন?

- পূর্বভারতের অঙ্গ, বিদেহ, কোশল রাজ্যে

১০৫) মহাবীর কুন্দগ্রামে জন্মগ্রহন করেন, এই কুন্দগ্রামের বর্তমান নাম কী?

- মজঃফর জেলার বসার গ্রাম

১০৬) মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কোন অবন্তীরাজ?

- প্রদুত বা মহাসেন

১০৭) সংসার পরিত্যাগ করার কত বছর পর তপস্যা করে মহাবীর দিব্যজ্ঞান লাভ করেন?

- ১২ বছর

১০৮) নিগ্রন্থ নটপুত্র (নাথপুত্র) নামে কে পরিচিত?

- মহাবীর

১০৯) মহাবীরের গুরুর নাম কী?

- মাস্করি পুত্র গোসাল (মতান্তরে দেবচন্দ্র)

১১০) কোন দুইজন তীর্থঙ্করের নাম ঋকবেদে বর্নিত আছে?

- ঋষভদেব আরিষ্টানেমীনাথ

১১১) অনজ্জা বা প্রিয়দর্শন কে ছিলেন?

- মহাবীরের কন্যা

১১২) নিগ্রন্থ নামে কে পরিচিত?

- মহাবীর

১১৩) জ্ঞাতপুত্র নামে কে পরিচিত?

- মহাবীর (জ্ঞাতৃক বংশের জন্মগ্রহন করেন বলে)

১১৪) মথুরার প্রাচীন ভাস্কর্যে মহাবীরের কোন জন্মবৃতান্ত বর্নিত আছে?

- মহাবীর, ব্রাহ্মন ঋষভের পত্নী দেবনন্দার গর্ভ থেকে ইন্দুদেবের নির্দেশে হরিমেসি তাঁকে ত্রিশলার গর্ভে স্থানান্তরিত করেন৷ তাই মহাবীরের দুজন বাবা-মা এর কথা বলা হয়েছে

১১৫) সাণ্মতি নামে কে পরিচিত?

- মহাবীর

১১৬) প্রাচীনকালে কোন ধর্মপ্রচারক পশ্চিমবঙ্গে আসেন?

- মহাবীর

১১৭) জৈন শ্রমনসংঘের প্রতিষ্ঠাতা কে?

- মহাবীর

১১৮) কার সময়ে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহন করেন?

- ভদ্রবাহু

১১৯) মহাবীরের ধর্মনীতিগুলি কী নামে পরিচিত?

- পঞ্চমহাব্রত

১২০) মহাবীর কত মাস একই স্থানে বর্ষা যাপন করতেন?

- মাস

১২১) মহাবীর তাঁর প্রচারক জীবনের প্রথম বর্ষাকালীন সময়ে কোথায় প্রথম অবস্থান করেছিলেন?

- অস্তিকগ্রামে

১২২) মহাবীর তাঁর প্রথম শিষ্যদের কোথায় ধর্মশিক্ষা দেন?

- বিথলাফল পাহাড়ে

১২৩) জৈন সম্প্রদায়ের প্রাচীন নাম কী?

- নিগ্রন্থ

১২৪) জৈন সাহিত্য আগাম কোন ভাষায় লিখিত হয়েছে?

- অর্ধমাগধী

১২৫) মহাবীর শ্বেতাম্বর ছিলেন না দিগম্বর ছিলেন?

- দিগম্বর

১২৬) পার্শ্বনাথ শ্বেতাম্বর ছিলেন না দিগম্বর ছিলেন?

- শ্বেতাম্বর

১২৭) মহাবীরের অনুশাসন মেনে চলা জৈন ধর্মটি কি নামে পরিচিত?

- দিগম্বর

১২৮) চন্দ্রগুপ্ত মৌর্য কোন মতবাদে দীক্ষিত ছিলেন?

- দিগম্বর

১২৯) জৈন ধর্মগ্রন্থে কাকেআদিব্রহ্মা’ বলা হয়েছে?

- ঋষভনাথ

১৩০) পার্শ্বনাথের অনুশাসন মেনে চলা জৈন ধর্মমতটি কি নামে পরিচিত?

- শ্বেতাম্বর

১৩১) জৈন ভগবত সুত্র গ্রন্থের রচয়িতা কে?

- ভদ্রবাহু

১৩২) আগাম কয়টি ভাগে বিভক্ত?

- চারটি (অঙ্গ, উপাঙ্গ, মূল সুত্র)

১৩৩) ভদ্রবাহু রচিত কল্পসুত্র কয়টি খন্ডে বিভক্ত ছিল?

- ১৪টি খন্ডে

১৩৪) মহাবীরের ধর্মোপদেশ সম্বলিত জৈনদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কী?

- পূর্ব

১৩৫) কোন জৈন রচনায় ১৮ টি পাপের বর্ননা দেওয়া হয়েছে?

- আবশ্যক সূত্র

 ১৩৬) দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্নিত আছে?

- মহাবীরের

১৩৭) প্রথম জৈনগ্রন্থের নাম কী?

- কল্পসূত্র

১৩৮) কল্পসূত্র কে রচনা করেন?

- ভদ্রবাহ

১৩৯) জৈন সাহিত্যে কতগুলি অঙ্গ রয়েছে?

- ১২টি

১৪০) জৈন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা?

- প্রাকৃত

১৪১) কৃষকরা জৈন ধর্ম গ্রহন করেনি কেন?

- জৈন ধর্মে প্রানী হত্যা নিষিদ্ধ ছিল চাষ করার সময় লাঙ্গল এর আঘাতে অনেক পােকা মারা যেত তাই কৃষকরা জৈন ধর্ম গ্রহন করে নি৷ বনিকেরা জৈনধর্ম গ্রহন করে

১৪২) প্রাচীন যুগে মোট কতগুলি প্রতিবাদী ধর্মমতের উৎপত্তি হয়?

- ৬৩ টি  

১৪৩) সর্বপ্রথম কোন প্রতিবাদী ধর্মের উৎপত্তি হয়?

- আজীবিক

১৪৪) আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

- মাস্করি পুত্র গোসল

১৪৫) গোসাল কোন শাসকের পৃষ্ঠপোষকতা লাভ করেন?

- বিন্দুসারের

১৪৬) মহাবীরে জন্মের কতবছর আগে পার্শ্বনাথের জন্ম হয়েছিল?

- ২৫০ বছর আগে

১৪৭) কৈবল্য কোন ধর্মের সাথে জড়িত?

- জৈন ধর্ম

১৪৮) ‘গণধারা’ কোন ধর্মের প্রেরিত?

- জৈন ধর্ম

১৪৯) বৌদ্ধ এবং জৈন ধর্মে কোন মতবাদটি একই ছিল না?

- আত্মমর্যাদাবোধ

১৫০) জৈনরা চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে মাইসুরে প্রবেশ করে কে তাদের নেতৃত্ব দিয়েছিলেন?

- ভদ্রবাহু

১৫১) প্রবন্ধ চিন্তামনি কে রচনা করেছিলেন?

- মেরুতুঙ্গা

১৫২) জৈন গুহার জন্য কোন স্থান বিখ্যাত?

- খন্ডগিরি

১৫৩) কোন শহরে প্রথম জৈন সম্মেলন আহত হয়?

- পাটলীপুত্রে

১৫৪) কোনটি জৈন মন্দিরের শহর বলে বিবেচিত হয়?

- গিরনার

১৫৫) জৈন ধর্মে দীক্ষিত রাজন্যবর্গের নাম করো

-উত্তরভারত- বিম্বিসার, অজাতশত্রু, উদয়িন (হর্ষ); চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার (মৌর্য); প্রাদয়েতা (অবন্তী); খরবেল (কলিঙ্গ)

দক্ষিনভারত- গঙ্গবংশ, কাদম্ববংশ, অমােঘবর্ষ (রাষ্ট্রকুট), জয়সিংহ (চালুক্য), কুমারপাল (সোলাঙ্কি)

১৫৬) সমাধি মরণ কোন দর্শনের সাথে যুক্ত?

- জৈন দর্শন (সমাধি মরণ বা সাল্লেখানা হল বৃদ্ধ বয়স দুরারোগ্য ব্যাধি, মারাত্মক দুর্ভিক্ষ ইত্যাদির কারনে স্বেচ্ছায় মৃত্যুবরন করা, যখন গৃহকর্তা এবং সাধক উভয়েই জীবনের অবসানকে খুব কাছে এগিয়ে আসতে আগে থেকেই দেখতে পান তখন বিধি কার্যকর করা হয় এটি একটি সম্পূরক বড়ত যা জৈনধর্ম পালনের নৈতিক সংকেত এর অন্তর্গত এটি খাদ্যগ্রহনের মাত্রাকে কমিয়ে এনে, অনাহারে স্বেচ্ছায় মৃত্যুবরন করার একটি প্রথা)

১৫৭) সোনাগিরি কাদের তীর্থস্থান?

- জৈন

১৫৮) জৈন কীর্তি স্তম্ভ (চিতোরগড়) কোন জৈন তীর্থাঙ্করকে উৎসর্গীকৃত?

- আদিনাথ ( জৈন কীর্তি স্তম্ভ এবং বিজয় স্তম্ভ দুটিই রাজস্থানের চিতোরগড়ে অবস্থিত জৈন কীর্তি স্তম্ভ উচ্চতা ২২ মিটার এবং এটিতে টি তলা রয়েছে দ্বাদশ শতাব্দীতে ভাগেরওয়াল জৈন ব্যাপারি জিজাজি কাথোদ ইহা নির্মান করেছিলেন)

১৫৯) ভারতের ধার্মিক রীতির নিরিখে স্থনকবাসী কোন ধর্মের বিভাগ?

- জৈনধর্ম (এটি শ্বেতাম্বর জৈনধর্মের একটি বিভাগ লাবাজী নামক এক ব্যবসায়ী ১৬৫৩ খ্রীস্টাব্দে এটির প্রতিষ্ঠা করেন স্বনকবাসীরা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না)

১৬০) কোথায় মার্বেলে খোদাই করা দিলওয়ারা জৈন মন্দির রয়েছে যেখানে বিভিন্ন জৈন তীর্থাঙ্করদের স্থাপন করা হয়েছে?

-মাউন্ট আবু

১৬১) কোন কাজকে জৈনরা পুন্য কাজ বলে মনে করত?

- পুঁথি নকল করা

১৬২) বায়োহরন কী?

- একধরনের ঝাঁটা

১৬৩) সাময়িকা কী?

- জৈনরা বিভিন্নধরনের ধ্যানে অভ্যস্ত ছিলেন তাদের মধ্যে একধরনের ধ্যান হল সাময়িকা

১৬৪) কোন সুলতান জৈন সন্ন্যাসীদের জন্য আশ্রম নির্মান এবং একটি গো-মঠ নির্মানের জন্য সরকারি অর্থ ব্যয় করেন?

 - মহম্মদ বিন তুঘলক

১৬৫) পাল যুগে কোথায় জৈন মন্দির পাওয়া গেছে?

- পাহাড়পুরে

১৬৬) বাংলার প্রাচীনতম জৈন মূর্তি কোথায় পাওয়া গিয়েছে?

- চন্দ্রকেতুগড়ে

১৬৭) কোন পাহাড়ে খারবেল জৈন সন্ন্যাসীদের বসবাসের জন্য কয়েকটি গুহা খনন করেন?

- উদয়গিরি খন্ডগিরি  

১৬৮) জৈন তীর্থাঙ্করদের মূর্তি খোদিত আছে কোন পর্বত গাত্রে?

- আরাবল্লী পর্বতের গাত্রে

১৬৯) মহারাজাধিরাজ রামগুপ্ত এর নামাঙ্কিত তিনটি জৈন মুর্তি লেখ কোথায় আবিস্কৃত হয়েছে?

- বিদিশাতে

১৭০) জৈন পন্ডিত রাজশেখর জিন প্রভা সুরি কোন দিল্লী সুলতান এর রাজ সভা অলংকৃত করেছিলেন?

- মহম্মদ বিন তুঘলক

 ১৭১) কোলাপুরের জৈন মন্দির কে পুড়িয়ে দিয়েছিলেন?

- রাজাধিরাজ

 ১৭২) মগধের কোন সম্রাট কলিঙ্গ থেকে একটি জৈন মূর্তি নিয়ে গিয়েছিলেন?

- মহাপদ্মনন্দ

১৭৩) জৈন গ্রন্থে কাকে শুদ্র রাজা বলা হয়?

- মহাপদ্মনন্দ

১৭৪) জৈন মহাভারত কোন গ্রন্থ কে বলা হয়?

- হরিবংশ পুরান

১৭৫) কোন সম্রাটের আমলে মহাবীর গৌতমবুদ্ধ লোকান্তরিত হন?

- অজাতশত্রু

১৭৬) মহাবীর চরিত কার লেখা?

- ভবভূতি

১৭৭) সংখ্যালঘুদের মধ্যে কোন সম্প্রদায়ে শিক্ষিতের হার সবথেকে বেশী?

- জৈন


 মহাবীর ও জৈন ধর্ম  প্রথম পর্ব >>>>

 মহাবীর ও জৈন ধর্ম  দ্বিতীয়  পর্ব >>>>

মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর চতুর্থ পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad