Type Here to Get Search Results !

বৈদিক সভ্যতা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব | Vedic civilization MCQ 3rd part

 

বৈদিক সভ্যতা তৃতীয় পর্ব (প্রশ্নোত্তর)

SET BY - MANAS ADHIKARY

বৈদিক সভ্যতা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব | Vedic civilization MCQ 3rd part .

বৈদিক সভ্যতা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| ঋকবৈদিক যুগ|পরবর্তী বৈদিক যুগ| The Vedic Culture MCQ| Early Vedic Civilization MCQ| Rig Vedic Civilization| Later Vedic Civilization| Vedic Period Notes.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রাচীন ভারতের অন্যতম সভ্যতা বৈদিক সভ্যতা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 বৈদিক সভ্যতা mcq । Question Answer on Vedic Civilization.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 


 

 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব

১) পরবর্তি বৈদিক যুগে পাশা খেলায় রাজার সহকারী কি নামে পরিচিত ছিলেন?

- অক্ষবাপ

২)বৈদিক যুগে চেনাব নদী কী নামে পরিচিত ছিল?

-অক্ষিনি 

৩) বৈদিক আর্যদের প্রধান খাদ্য কি ছিল

- দুধ এবং দুগ্ধজাত পণ্য 

৪)  বৈদিক সভ্যতার প্রতিষ্ঠাতা কারা ছিলেন?

- আর্যরা

৫) পাণিনির অষ্টাধ্যায়ী সর্বোত্তম রচনা। অষ্টাধ্যায়ী বেদত্তর সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম রচনাগুলির মধ্যে একটি। কিন্তু কোন ব্যাকরণটি পাণিনির আগেও বৈদিক যুগে প্রচলিত ছিল?

- অন্ধ্র ব্যাকরণ

৬) ঋগ্বেদিক যুগে নিয়মিত ভূমি কর  না থাকার কারণ কি?

- রাজাকে জমির মালিক হিসেবে বিবেচনা করা হত না

৭) পরবর্তী বৈদিক যুগে পালাগল বলতে কাদের বোঝাত?

- বার্তাবাহক

৮) খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর একটি শিলালিপি পাওয়া গেছে যেখানে বৈদিক দেবতার বর্ণনা পাওয়া গেছে। ঐ শিলালিপির নাম কি?

- বোগাজকোই

৯) বৈদিক যুগের মানুষদের  প্রথম ব্যবহৃত ধাতু কোনটি?

- তামা

১০) কোন বোধিসত্ত্বকে বৈদিক দেবতা "বিষ্ণু" এর সাথে তুলনা করা হয়েছে?

- অবলোকিতেশ্বর

১১) বৈদিক যুগে মন্ত্র সৃষ্টিকারী নারীদের বলা হত?

- ঋষি

১২) কোন পণ্ডিত বৈদিক সংস্কৃতি থেকে মেগালিথিক সংস্কৃতির উৎপত্তি নির্ধারণ করেছেন?

- আসকো পারপোলা

১৩) প্রাক-বৈদিক যুগে মোট ঋত্বিকের সংখ্যা কত?

- 8

১৪) নারীদের কাজের কথা পরবর্তীকালের বৈদিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে, সেখানে "বায়ত্রী" বা "শিরি" কাদের বলা হত?

- মহিলা তাঁতি 

১৫) পরবর্তী বৈদিক যুগে অথর্ববেদ অনুসারে রাজা আয়ের কত ভাগ পেতেন?

- 1/6 

১৬)বৈদিক-উত্তর যুগে কোন দুটি উপজাতীয় রাজনৈতিক ইউনিটের একীভূত হওয়ার ফলে একটি মহান শক্তিশালী রাজনৈতিক ইউনিট "কুরুও" জন্মগ্রহণ করে?

- পুরু ও ভরত

১৭) কোন যুগের সাহিত্যে প্রথম ভূমি দানের উল্লেখ পাওয়া যায়?

- পরবর্তী বৈদিক যুগ

১৮) বৈদিক যুগের আর্যদের আরেকটি নাম কি?

- মানুষী প্রজা 

১৯) পরবর্তী বৈদিক শব্দ 'স্বরাজ্য' ও 'বৈরাজ্য'-এর অর্থ কী?

- স্বৈরাচারী শাসন 

২০) এশিয়া মাইনরের বোগাজকোই শিলালিপিতে নিচের কোন বৈদিক দেবতার উল্লেখ আছে?

- ইন্দ্র মিত্র বরুণ ও নাস্ত্য 

২১) বৈদিক শিক্ষা ব্যবস্থার আশ্রমে ছাত্রাবাস থাকত, তাকে কি বলা হত?

- আবসত

২২) ভারতীয় রাজ্যের বিশেষত্ব হল এটি বংশগত। কোন যুগে রাজত্ব বংশানুক্রমিক হয়েছে?

- বৈদিক যুগ 

২৩) নিচের কোনটি বৈদিক আর্যদের প্রাচীনতম সংগঠন ছিল?

- বিদথ 

২৪) গোত্র নামক প্রতিষ্ঠানটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছে?

- পরবর্তী বৈদিক যুগ 

২৫) বৈদিক যুগে কি বহুবিবাহের প্রথা ছিল?

- শুধুমাত্র রাজবংশের মধ্যে 

২৬) পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা কাকে বিবেচনা করা হয়?

-প্রজাপতি

২৭) ঋগ্বেদিক যুগে বিয়ের বয়স কত ছিল?

- 16-17 বছর 

২৮) ঋগ্বেদে কোন মণ্ডলে বর্ণ পদ্ধতির উল্লেখ আছে?

- 10

২৯) ঋগ্বেদের কোন মণ্ডলে সোমরস সম্পর্কে তথ্য পাওয়া যায়?

- 9

৩০) কোন আশ্রমকে সারা জীবনের মেরুদণ্ড বলে মনে করা হয়?

- গার্হস্থ

৩১) ঋগ্বেদীয় যুগে কাকে সম্পদ হিসাবে বিবেচনা করা হত?

- গাভী

৩২) ঋগ্বেদিক যুগের সবচেয়ে বড় একক ছিল

- জন

৩৩) ঋগ্বেদিক যুগের ক্ষুদ্রতম একক কি ছিল?

- পরিবার

৩৪) ঋগ্বেদ যুগে কোন শাসক মহাপুরীর অধিপতি ছিলেন?

- সম্বর

৩৫) ঋগ্বেদিক ধর্ম ছিল

- বহুদেববাদি

৩৬) ঋগ্বেদিক যুগে স্বয়ম্বর মেলার আয়োজন করা হতো, একে কি বলা হতো?

- সমন

৩৭) কোন ঋগ্বেদিক দেবীকে "ঋতবরী" এবং "অমৃতস্যকেতু" হিসাবে উল্লেখ করা হয়েছে?

- উষা

৩৮) কোন ঋগ্বেদিক দেবতার বজ্রের নাম "শ্রীক" এবং শিরস্থানের নাম "বিলমি"?

- রুদ্র

৩৯) ঋগ্বেদিক যুগে "দধিকরা" শব্দটি কি নির্দেশ করে?

- ঐশ্বরিক ঘোড়া 

৪০) আমরা কোথা থেকে তথ্য পাই যে ঋগ্বেদিক যুগে 10 থেকে 12টি গরু দিয়ে লাঙ্গল টানা হত?

- অর্থববেদ

৪১) ঋগ্বেদিক যুগে ‘গোহন শব্দটি কার জন্য ব্যবহৃত হয়েছে?

- অতিথি

৪২) নিচ থেকে উপরে পর্যন্ত ঋগ্বেদিক যুগের প্রশাসনিক স্তরগুলি সাজান।

- কুল<গ্রাম<বিশ<জন 

৪৩) গোত্র নামক প্রতিষ্ঠানটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছে?

- পরবর্তী বৈদিক যুগ 

৪৪) ঋগ্বেদিক যুগে গরু ছাড়াও কোন পশু ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত হত?

- ঘোড়া

 

 বৈদিক সভ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা 

 বৈদিক সভ্যতা দ্বিতীয় পর্ব (প্রশ্নোত্তর)>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বৈদিক সভ্যতা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| ঋকবৈদিক যুগ|পরবর্তী বৈদিক যুগ| The Vedic Culture MCQ| Early Vedic Civilization MCQ| Rig Vedic Civilization| Later Vedic Civilization| Vedic Period Notes.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad