Type Here to Get Search Results !

মহাবীর ও জৈন ধর্ম দ্বিতীয় পর্ব [Mahavira And Jain Dharma MCQ]

 মহাবীর ও জৈন ধর্ম  দ্বিতীয়  পর্ব 

 Set By - Manas Adhikary

মহাবীর ও জৈন ধর্ম প্রশ্নোত্তর পর্ব ।Mahavira And Jain Dharma MCQ.

মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। মহাবীরের ও  জৈন ধর্ম সম্পর্কিত দ্বিতীয় এটি। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহাবীরের ও  জৈন ধর্ম সম্পর্কিত অতিসংক্ষিপ্তত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

 মহাবীর ও জৈন ধৰ্মঅতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। MCQ On Mahavira and Jaino Dharma.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) জৈন ধর্মের প্রধান বৈশিষ্ঠ্য কী?

- অহিংসা

) জৈনধর্মে ধর্মগুরুদেরকে কী বলা হয়?

- তীর্থাঙ্কর।

) তীর্থাঙ্কর শব্দের অর্থ কী?

-সংসার দুখ পারাপার ঘাট বা তীর্থ নির্মানকারী।

) জৈন ধর্মে মোট কতজন তীর্থাঙ্কর আছেন?

 - ২৪ জন।

) জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্করের নাম কী?

 - ঋষভ দেব বা আদিনাথ

) ঋষভদেবের প্রতীক কী ছিল?

 - ষাড়

 ) জৈন ধর্মের ২৩ তম তীর্থাঙ্করের নাম কী?

- পার্শ্বনাথ বা পরেশনাথ

) পার্শ্বনাথ বা পরেশনাথের প্রতীক কী ছিল?

- ফনা তলা সাপ

) জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থাঙ্করের নাম কী?

- ১৯ তম তীর্থঙ্কর মালিনাথ

১০) জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর কে ছিলেন?

- বর্ধমান মহাবীর

১১) কোন তীর্থাঙ্করের সময়কালে রামায়ন রচিত হয়েছিল?

- ২০ তম তীর্থাঙ্কর মুনি সুব্রত

১২) কোন বেদে দ্বিতীয় তীর্থাঙ্কর অজিত নাথের নাম উল্লেখ আছে?

 - যজুঃবেদ

 ১৩) কোন তীর্থাঙ্করের জন্মের সময় পৃথিবীতে কল্পতরু অবস্থা  ছিল?

- ঋষভদেব

১৪) অরিহন্তদের কয়ভাগে ভাগ করা হয়?

- দুইভাগে। যথা- সামান্য তীর্থাঙ্কর।

১৫) কোন কোন তীর্থাঙ্কর কায়েমমার্গ অবস্থায় মৃত্যু বরন করেন?

- নেমিনাথ মহাবীর

১৬) মহাবীরের প্রতীক কী ছিল?

- সিংহ

১৭) জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন?

- বর্ধমান মহাবীর

১৮) মহাবীরের বাবার নাম কী?

- সিদ্ধার্থ (বুদ্ধের বাবার নাম - শুদ্ধোধন)

১৯) মহাবীরের মায়ের নাম কী?

- ত্রিশলা (বুদ্ধের মায়ের নাম-মায়াদেবী)

২০) মহাবীরের মা কোন বংশের রাজকন্যা ছিলেন?

- বৈশালীর লিচ্ছবি বংশের রাজা চেতকের ভগিনী

২১) মহাবীরের স্ত্রীর নাম কী?

- যশোদা (বুদ্ধের স্ত্রীর নামযশোধরা বা গোপা)

২২) মহাবীরের মেয়ের নাম কী?

- প্রিয়দর্শনা (বুদ্ধের পুত্রের নাম - রাহুল )

২৩) মহাবীর কোন উপজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন?

বা মহাবীর কোন বংশের জন্মগ্রহন করে?

- জ্ঞাতৃক (বুদ্ধদেবের বংশ ছিল - শাক্য রাজবংশ)

২৪) মহাবীর কত মাস কঠোর তপস্যা করে নির্গ্রন্থ হন?

 - ১৩ মাস

২৫) নির্গ্রন্থ শব্দের অর্থ কী?

- বন্ধন মুক্ত হওয়া।

২৬) মহাবীর কবে কোথায় জন্মগ্রহন করেন?

- আনুমানিক ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে বৈশালীর কুন্দপুর গ্রামে

২৭) কৈবল্য শব্দের অর্থ কী?

- জ্ঞান

২৮) জিন শব্দের অর্থ কী?

- জিতেন্দ্রিয়

২৯) মহাবীর কত বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেন?

- ৪২ বছর বয়সে (বুদ্ধদেব - ৩৫ বছর)

৩০) মহাবীর কোন গাছের তলায় দিব্যজ্ঞান লাভ করেন?

- শাল গাছ।

৩০) মহাবীর কোন গাছের তলায় দিব্যজ্ঞান লাভ করেন?

- শাল গাছ

৩১) মহাবীরের প্রথম সন্ন্যাস গুরু কে ছিলেন?

- গোসল

৩২) মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন?

- জৈমেলী (জামাতা)

৩৩) মহাবীর কবে কোথায় দেহত্যাগ করেন?

- ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগীরের পাবাপুরীতে

৩৪) মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন?

- ৭২ বছর বয়সে (বুদ্ধদেব -৮০ বছর বয়সে)

৩৫) জৈনদের মতে জৈনধর্মের প্রবর্তক কে ছিলেন?

- ঋষভদেব বা ঋষভনাথ

৩৬) জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়?

- মহাবীর

৩৭) অঙ্গ, উপাঙ্গ, মূল সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্র বিভক্ত?

- জৈনধর্ম

৩৮) বেদ ছাড়া আর কোন গ্রন্থে ঋষভদের নাম পাওয়া যায়?

- গীতা

৩৯) জৈন ধর্মগ্রন্থের নাম কী?

- আগাম

৪০) জৈন ধর্মের প্রধান নীতিগুলি কী কী?

- ত্রিরত্ন, চতুর্যাম, পঞ্চমহাব্রত

৪১) জৈন ধর্মে চতুর্যাম কে প্রবর্তন করেন?

- পার্শ্বনাথ বা পরেশনাথ

৪২) চতুর্যামের চারটি নীতি কী কী?

- SAIL

S- Stealing(চৌর্য) - অচৌর্য্য

A- Acquire Property (পরিগ্রহ) – অপরিগ্রহ

I-Injury (হিংসা) - অহিংসা

L- Lying(মিথ্যা) - সত্যবাদীতা

৪৩) জৈনধর্মে পঞ্চ মহাব্রত কে প্রচলন করেন?

- ২৪তম তীর্থঙ্কর মহাবীর

৪৪) জৈনধর্মে পঞ্চ মহাব্রতগুলি কী কী?

- SAIL S- Stealing (চৌর্য্য) - অচৌর্য্য

A- Acquire Property (পরিগ্রহ) - অপরিগ্রহ

I-Injury (হিংসা) - অহিংসা

L- Lying (মিথ্যা) - সত্যবাদীতা

এবং ব্রম্ভচর্য

৪৫) জৈন ধর্মে ত্রিরত্ন কী?

- KFC

K- Knolwledge (জ্ঞান) - সত্যজ্ঞান

F - Faith (বিশ্বাস) - সত্য বিশ্বাস

C- Conduct (আচরন) - সত্য আচরন

৪৬) জৈন ধর্মালম্বীরা কোন কোন শাখায় বিভক্ত?

- শ্বেতাম্বর দিগম্বর

৪৭) কোন সম্রাটের আমলে জৈন ধর্মালম্বীরা শ্বেতাম্বর দিগম্বর নাম দুটি শাখায় বিভক্ত হন?

 - চন্দ্রগুপ্ত মৌর্য

৪৮) শ্বেতাম্বর কাদের বলা হয়?

- যে সকল জৈন ধর্মাবলম্বী স্থুলভদ্রের নেতৃত্বে শ্বেতবস্ত্র পরিধান করে উত্তর ভারতে মহাবীরের ধর্মীয় বানী প্রচার করেন, তাদেরকে শ্বেতাম্বর বলা হয়।

৪৯) দিগম্বর কাদের বলা হয়?

- যে সকল জৈন ধর্মাবলম্বী ভদ্রবাহুর নেতৃত্বে নিজেদের বস্ত্র পরিত্যাগ করে দক্ষিন ভারতে মহাবীরের ধর্মীয় বানী প্রচার করেন, তাদেরকে শ্বেতাম্বর বলা হয়।

(মনে রাখার কৌশল-

শ্বেতাম্বর - শ্বেতবস্ত্র দিগম্বর - আকাশ অর্থাৎ আকাশের মত খোলামেলা।

ভদ্রবাহু কিন্তু ভদ্র না। কারন ইনি কাপড় পরিধান করতেন না)  

মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

 

৫০) জৈনদের প্রথম লিখিত গ্রন্থের নাম কী?

- কল্পসুত্র

৫১) কল্পসুত্র গ্রন্থটি কে রচনা করেন?

- ভদ্রবাহু।

৫২) কল্পসুত্র গ্রন্থের বিষয়বস্তু কি?

- মহাবীরের জীবনী

৫৩) কয়েকটি জৈনধর্মগ্রন্থের নাম কর

- কল্পসুত্র, ভগবতী সুত্র, পরিশিষ্ট পার্বন, জৈন সিদ্ধান্ত

৫৪) জৈন প্রধান ধর্মগ্রন্থের নাম কী?

- দ্বাদশ অঙ্গ (বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থ - ত্রিপিটক)

৫৫) দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত হয়েছিল?

- প্রাকৃত ভাষায়। (ত্রিপিটকের ভাষা - পালি)

৫৬) প্রথম জৈন সম্মেলন (গীতি) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

- ৩০০ খ্রীঃপূঃ পাটলিপুত্রে

৫৭) প্রথম জৈন সম্মেলনের সভাপতি কে ছিলেন?

- স্থুলভদ্র 

৫৮) দ্বিতীয় জৈন সম্মেলন (সংগীতি) কবে কোথায় হয়?

- ৫১২ খ্রিঃ বৈশালীতে

৫৯) দ্বিতীয় জৈন সম্মেলনে সভাপতি কে ছিলেন?

- দ্বিবেদী ক্ষমারামানা।

৬০) দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত কোন জৈন সম্মেলনে লেখা হয়?

- প্রথম সম্মেলনে।

৬১) বল্লভী সম্মেলন কোন ধর্মের সাথে সংযুক্ত?

- জৈনধর্ম।

৬২) জৈনরা কোন সম্মেলনে দুটি ভাগে ভাগ হয়ে যায়?

- দ্বিতীয় সম্মেলনে৷ এই সম্মেলনে জৈনরা শ্বেতাম্বর বা পীতাম্বর নামক দুটি ভাগে ভাগ হয়ে যায়।

৬৩) জৈন সিদ্ধান্ত বা আগাম কবে লেখা হয়?

- দ্বিতীয় জৈন সম্মেলনে।

৬৪) জৈন ধর্মে প্রথম সম্মেলনটি 322 খ্রীস্টপূর্বাব্দ থেকে শুরু হয়, এটি শেষ হতে কত সময় নিয়েছিল?

- ২৪ বছর

৬৫) কোন বছর জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছিল?

- ৫১২ খ্রীস্টাব্দে

৬৬) উত্তর ভারতে কার নেতৃত্বে জৈন ধর্ম প্রচারিত হয়?

- স্থুলভদ্র

৬৭) দক্ষিন ভারতে কার নেতৃত্বে জৈন ধর্ম প্রচারিত হয়?

- ভদ্রবাহ

৬৮) মহাবীর কোন ভাষায় ধর্ম প্রচার করতেন?

- অর্ধ মাগধী বা প্রাকৃত (বুদ্ধ পালি ভাষায় ধর্মপ্রচার করতেন)

৬৯) মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন?

- ঋজুপালিকা (বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করে নৈরঞ্জনা নদীর তীরে)

৭০) মহাবীর প্রথমে কোন ভাষায় লিখেছিলেন?

- পালি ভাষায়

৭১) মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহন করেছিলেন?

- গোসল

৭২) মহাবীর কোন বংশের ছিলেন?

- জ্ঞাতৃক

৭৩) মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন?

- ৩০ বছর।

৭৪) মহাবীর কত বছর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান?

- ১২ বছর।

৭৫) মহাবীর কত বছর ধ্যানে মগ্ন ছিলেন?

- ১২ বছর।

৭৬) মহাবীর প্রথম উপদেশ কোথায় দিয়েছিল?

- রাজগীরে (বুদ্ধ - সারনাথের মৃগদাবে)

৭৭) বাঁচো এবং বাঁচতে দাও -এই কথাটি সর্বপ্ৰথম কে বলেন?

- মহাবীর

৭৮) জৈনধর্ম অনুসারে সিদ্ধশিলা যুক্ত করেন কে?

- ঋষভদেব

৭৯) কোন রাজা প্রথম জৈনধর্ম প্রচার করেন?

- বিম্বিসার

৮০) জৈনধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা?

- অর্ধমগধী বা প্রাকৃত

৮১) কোন রাজা শেষজীবনে জৈনধর্ম গ্রহন করেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য।

৮২) চন্দ্রগুপ্ত মৌর্য কোন জৈনরীতি অনুযায়ী দেহত্যাগ করেন?

- জৈন রীতি সালেখানা

৮৩) মহাবীর প্রথম কোন বৃক্ষের তলায় বসে ধ্যানে মগ্ন হন?

- অশোক

৮৪) মহাবীর যে জৈন সংঘ প্রতিষ্ঠা করেন তার নাম কী?

- বাস্তুলি।

৮৫) মহাবীর জৈন সংঘ বাস্তুলি কোথায় প্রতিষ্ঠা করেন?

- পাবাপুরীতে

৮৬) মহাবীর কত বছর বয়সে ঋজুপালিকা নদীর তীরে তপস্যায় ব্রত হন?

 - ৪২ বছর

৮৭) মহাবীরের মৃত্যুর পর কারা দীপাবলী উৎসব করেন?

- মল্ল লিচ্ছবি।

৮৮) মহাবীর তীর্থঙ্কররূপে জন্মবার আগে কয়টি জন্মের কথা জানা যায়?

- ২৬ টি

৮৯) মহাবীর যেখানে মোক্ষলাভ করেন বর্তমানে সেখানে কী আছে?

- জলমন্দির নাম জৈন মন্দির

৯০) কোন পিটকে মহাবীর বুদ্ধকে সমসাময়িক বলা হয়েছে?

- বিনয়পিটক

৯১) মহাবীর কার ঘরে চিরসমাধি লাভ করেন?

- পাবাপুরীতে হস্তিপালের গৃহে

৯২) জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

- মহাবীর

৯৩) মহাবীর সন্ন্যাস ধর্ম গ্রহন করার পর কততম বর্ষে গোসলের সাথে দেখা হয়?

- তৃতীয় বর্ষে

৯৪) মহাবীর কত বছর বয়সে প্রব্রজ্যা গ্রহন করেন?

- ৩০ বছর

৯৫) প্রব্রজ্যা কথার অর্থ কী?

 - মধ্যযুগে ব্রাহ্মন্য শিক্ষা সম্পূর্ন হওয়াকে প্রব্রজ্যা বলা হয়।

৯৬) মহাবীরের ধর্মনীতি কী নামে পরিচিত?

- আগাম

৯৭) মহাবীর পরবর্তী ১১ জন শিষ্যকে একত্রে কি বলা হয়?

 - গনধর

৯৮) মহাবীর কোন উপজাতির নেতা ছিলেন?

- জ্ঞাতৃক।

৯৯) মহাবীর কোন নগরীতে দীক্ষা নেন?

- বৈশালী।

১০০) কৈবল্য লাভের পর মহাবীর যে নামগুলি পান সেগুলি লেখ।

 - কেবলিন জিতেন্দ্রিয়, জীন

১০১) মহাবীর যেখানে মারা যান সেই স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত?

- বিহারের পাটনা জেলার পাবাপুরীতে

 

 

 মহাবীর ও জৈন ধর্ম  প্রথম পর্ব >>>>

 মহাবীর ও জৈন ধর্ম  তৃতীয়  পর্ব >>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মহাবীর MCQ| জৈন ধর্ম MCQ| Mahavira MCQ| Mahavir| Lord Mahavira| About Mahavira| Jain Dharm| Jain Dharma| Jaina Dharma.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad