জাহাঙ্গীর থেকে প্রশ্নোত্তর
set by - Manas Adhikary
সম্রাট জাহাঙ্গির দ্বিতীয় পর্ব| Jahangir Part-II
জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট জাহাঙ্গির থেকে প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
জাহাঙ্গির সাম্পকিত প্রশ্নোত্তর। Jahangir MCQ
৬১) জাহাঙ্গীরের কতজন রাজপুত স্ত্রী ছিলেন?
- ৭জন।
৬২) জাহাঙ্গীরের রাজপুত পত্নী মানবাঈ এর বাবার নাম কী ছিল?
- অম্বরের রাজা ভগবান দাসের কন্যা
৬৩) জাহাঙ্গীরের রাজপুত পত্নী জগৎ গােসাই এর বাবার নাম কী ছিল?
- মেরতার রাজা উদয় সিং
৬৪) কোন ডাচ পর্যটক জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন?
- ফ্রান্সিসকো পেলসার্ট এসেছিলেন
৬৫) আহম্মদ নগরের রাজা মালিক অম্বরকে কে পরাজিত করেন?
- জাহাঙ্গীরের তাঁর পুত্র আমলে খুররম। এজন্য তাঁকে জাহাঙ্গীর শাহজাহান উপাধিতে ভূষিত করেন।
৬৬) কোন মুঘল সম্রাট সেকুবাবা নামে পরিচিত?
-- জাহাঙ্গীর।
৬৭) জাহাঙ্গীর চন্দ্রিকার রচয়িতার নাম কী?
- কেশব দাস
৬৮) জাহাঙ্গীর কোন শিখ গুরুকে ১২ বছর বন্দী করে রাখেন?
- গুরু হরগােবিন্দ
৬৯) জাহাঙ্গীরের আমলে দুজন শ্রেষ্ট সঙ্গীত শিল্পীর নাম কী?
- জগন্নাথ ও জনার্দন ভট্ট
৭০) ছবির উপর স্বাক্ষর করা শুরু হয় কোন মুঘল সম্রাটের আমলে?
- জাহাঙ্গীর
৭১) জাহাঙ্গীর এর সমাধি কে নির্মান করেন?
- নুরজাহান
৭২) জাহাঙ্গীর কোন রাজপুতকে ৫ হাজার মসনব পদে নিয়ােগ করেন?
- করন সিং
৭৪) কোন মােগল সুবাদার ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর?
- ইসলাম শাহ
৭৫) ক্যাপ্টেন হকিন্স কোন ভাষায় জাহঙ্গীরের সাথে কথা বলতেন?
- ফার্সী
৭৬) জাহাঙ্গীরের সাথে নুরজাহানের প্রথম কোথায় দেখা হয়?
- মীনাবাজার
৭৭) কোন মুঘল সম্রাট আজমীরের ‘ভাগবত মন্দির’ ধ্বংস করেন?
- জাহাঙ্গীর
৭৮) বাংলা কোন আমলে মুঘলদের হাতছাড়া হয়ে যায়?
- জাহাঙ্গীরের আমলে
৭৯) কোন মুঘল সম্রাটের আমলে প্রাদেশিক রাজধানী রাজমহল থেকে ঢাকাতে স্থানান্তরিত হয়?
- জাহাঙ্গীরের আমলে (এই কাজটি করেন বাংলার নবনিযুক্ত সুবাদার ইসলাম খা)।
৮০) খসরু কে সাহায্য করার অপরাধে কোন শিখ গুরুকে জাহাঙ্গীর কারারুদ্ধ করেন?
- গুরু অজুন।
৮১) আকবরের সমাধি কে প্রতিষ্ঠা করেন?
- জাহাঙ্গীর
৮২) তামাখা কী?
- বানিজ্যিক শুল্ক (জাহাঙ্গীর ইহা রদ করেন। এছাড়াও মীরবহরী নামক শুল্ক ও তিনি রদ করেন)
৮৩) জাহাঙ্গীরের আমলে মুঘল সুবা কটি ভাগে বিভক্ত ছিল?
- ১৭ টি
৮৪) শালিমার বাগ কোথায় অবস্থিত?
- কাশ্মীরে
৮৫) বিবাহের পূর্বে নুরজাহানের নাম কী ছিল?
- মেহেরুন্নেসা
৮৬) দিলখুসা উদ্যান কে নির্মান করেন?
- জাহাঙ্গীর
৮৮) দিলখুসা উদ্যান কোথায় অবস্থিত?
- লাহােরে।
৮৯) জাহাঙ্গীর কবে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন?
- ১৬০০ খ্রীস্টাব্দে
৯০) পাদশহ বেগম কাকে বলা হয়?
- নুরজাহানকে
৯১) নূরজাহান শব্দের অর্থ কী?
- জগতের আলাে
৯২) জাহাঙ্গীরের পুত্র খসরুকে কবে হত্যা করা হয়?
- ১৬২২ খ্রীস্টাব্দে
৯৩) জাহাঙ্গীর কবে প্রথম মেবার আক্রমন করে?
- ১৬০৫ সালে।
৯৪) মেবার কবে প্রথম জাহাঙ্গীরের আনুগত্য মেন নেন?
- ১৬১৫ সালে
৯৫) জাহাঙ্গীর কোন সুফি সন্তকে মক্কায় নির্বাসন দেয়?
- নিজাম থানেস্বরি
৯৬) জাহাঙ্গীর শিখগুরু হরগােবিন্দকে বন্দী করে কোথায় আটকে রাখেন?
- গােয়ালিওর দুর্গে
৯৭) ইকবালনামা-ই-জাহাঙ্গীর গ্রন্থটি কার লেখা?
- মুতামিদ খান মুহাম্মদ শরীফ বিন দোস্ত মুহাম্মদ
৯৮) জাহাঙ্গীর কোন সুফিসন্ত এর পৃষ্টপােষকতা করেন?
- কাদিরী সম্প্রদায়ের মিয়াঁ মীর।
৯৯) নুরজাহানের পিতার নাম কী?
- মির্জাগিয়াস বেগ।
১০০) নূরজাহানের প্রথম স্বামীর নাম কী?
- আলি কুলি খাঁন
১০২) জাহাঙ্গীরের পুরাে নাম কী?
- নুর উদ্দিন মহম্মদ জাহাঙ্গীর
১০৩) জাহাঙ্গীরের কোন পুত্রের সহিত লাডলি বেগম এর বিবাহ হয়?
- শাহরিয়র
১০৪) মুঘল রাজকুমার জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করে নিজ নামে মুদ্রা ও খুতবা পাঠ করেন এবং কোন স্থানে তিনি রাজধানী স্থাপন করেন?
- এলাহবাদ
১০৫) জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজরা প্রথম কোথায় কারখানা স্থাপন করেন?
- আউড়াতে
১০৬) ভারতে সরকারি কাজে ফার্সীভাষা চালু করেন কোন মুঘল সম্রাট?
- জাহাঙ্গীর।
১০৭) জাহাঙ্গীরের আমলে বারােভূঁইয়াদেরকে চুড়ান্তভাবে দমন করেন কে?
- সুবেদার ইসলাম খাঁ
১০৮) সুবেদার ইসলাম খাঁ কাকে বিতড়িত করে ঢাকায় রাজধানী স্থাপন করেন?
- মুসা খান
১০৯) চট্টগ্রাম থেকে পতুগীজদের বিতাড়িত করেন কে?
- সুবেদার ইসলাম খান।
১১০) দোলাইখাল কে খনন করেন?
- সুবেদার ইসলাম খান।
১১১) নৌকা বাইচের প্রচলন কে করেন?
- ইসলাম খান
১১২) কোন মুঘল সম্রাট নিজের নামে মুদ্রার প্রচলন করেন?
- জাহাঙ্গীর
১১৩) জাহাঙ্গীর টোডরমলের পুত্রকে উড়িষ্যার সুবেদার বানান। সেই পুত্রের নাম কী?
- কল্যানমল
১১৪) অমৃতসরের মন্দিরটি কার আমলে নির্মিত হয়?
- আকবরের আমলে ইহার নির্মানকাজ শুরু হয় এবং জাহাঙ্গীরের আমলে ইহার নির্মান কাজ শেষ হয়।
১১৫) মহম্মদ শলি কোন মুঘল সম্রাটের সঙ্গীত শিল্পী ছিলেন?
- জাহাঙ্গীর
১১৬) ইতালির পর্যটক কোন মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন?
- জাহাঙ্গীর
১১৭) জাহঙ্গীরের কোন পুত্র জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেন?
- খসরু
১১৮) খসরু কোথায় জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষনা করেন?
- লাহােরে
১১৯) জাহাঙ্গীর তাঁর কোন পুত্র অংশিক অন্ধ করে দেন?
- খসরু।
১২০) কার হেফাজতে বন্দী অবস্থায় থাকার সময় খসরুকে হত্যা করা হয়?
- খুররম (শাহজাহান)
১২১) জাহাঙ্গীরের সাথে নুরজাহানের যখন বিবাহ হয় তখন নুরজাহানের বয়স কত?
- ৩৫ বছর
১২২) নুরজাহানের প্রথম পক্ষের (আলি কুলি ইস্তাজহি) কন্যার নাম কী?
- লাডলি বেগম।
১২৩) নূরজাহানকে পাদশাহ বেগম বলা হয় কেন
- কারন সরকারি নির্দেশনামায় ও মুদ্রাতে সম্রাটের সাথে তাঁরও স্বাক্ষর থাকত
১২৪) অমৃতসরের পশম গালিচা শাল শিল্প কোন বাদশাহ স্থাপন করেছিলেন?
- জাহাঙ্গীর
১২৫) প্রথম কোন মুঘল সম্রাট মদ্যপান বিরােধি আইন জারি করেন?
- জাহাঙ্গীর
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.