শাহজাহান
Set by- Manas Adhikary
সম্রাট শাহজাহান প্রথম পর্ব। Shahajahan Part –I
শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান-ই-খাস। সিয়াহি কালাম। নাহার-ই-ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা-ই-জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট শাহজাহান। এই পর্বে থাকছে শাহজাহান সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
সম্রাট শাহজাহান অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Shahajahan MCQ
১) শাহজাহান কথার অর্থ কী?
- জগতের অধিপতি
২) শাহজাহান তাঁর কোন পুত্রের হাতে বন্দী হন এবং বাদশাহ পদ থেকে অপসারিত হন?
- আরওজেব
৩) শাহজাহানের সম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল?
- ২২টি
৪) দ্বিতীয় শাহজাহান নামে কে পরিচিত?
- রফি উদ দৌল্লা
৫) শাহজাহানের সভাকবির নাম কী?
- আবু তালিম আমুলী।
৬) শাহজাহানের আমলে শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে ছিলেন?
- নাদির সমরকান্দি
৭) শাহজাহান কোথায় রাজধানী স্থাপন করেন?
- দিল্লী
৮) নানহা কে ছিলেন?
- শাহজাহানের আমলে একজন চিত্রশিল্পী
৯) শাহজাহানের কন্যাদের নাম কী?
- জাহানারা ও রশােনারা
১০) শাহজাহানের আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
- প্রথমে জাহাঙ্গীরমহল অর্থাৎ ঢাকা পরে পুনরায় রাজমহল এ স্থানান্তরিত হয় (জাহাঙ্গীরের আমলে রাজধানী রাজমহল থেকে ঢাকাতে স্থানান্তরিত হয়)।
১১) শাহজাহান কোথায় মােতি মসজিদ নির্মান করেন?
- আগ্রা ফোর্টে (আকবর মােতি মসজিদ নির্মান করেন দিল্লীতে)।
১২) শাহজাহান তাঁর নির্মিত কোন স্থাপত্যকে মর্তের স্বর্গ বলে অভিহিত করেন?
- দেওয়ান-ই-খাস
১৩) শাহজাহান কাকে তাঁর সিংহাসনের উত্তরাধিকারী রূপে মনােনীত করেন?
- দারাকে
১৪) শাহজাহান কাকে মহাকবিরায় উপাধি দেন?
- জগন্নাথ পন্ডিতকে (মহাকবিরায় উপাধি দেন গােয়ালিয়র বাসী কবি সুন্দরকে)
১৫) শাহজাহান কান্দাহার দখল করার জন্য কতবার অভিযান প্রেরন করেন?
- ৭বার (আরওজেব ২বার এবং দারা ৫ বার)
১৬) শাহজাহান মধ্য এশিয়ার কোন দুটি রাজ্য দখল করেছিলেন?
- বাদাখশান ও বলখ
১৭) শাহজাহান কাকে ‘বুলন্দ ইকবাল’ উপাধি দেন?
- দারাকে
১৮) শাহজাহান অভিষেক ক্রিয়া সম্পন্ন করে কি উপাধি গ্রহন করেন?
- আবুল মুজফফর শিহাবুদ্দিন মহম্মদ শাহজাহান বাদশাহ গাজী
১৯) শাহজাহান কার স্মৃতির উদ্দেশ্যে মােতি মসজিদ নির্মান করেন?
- কন্যা জাহানারার
20) শাহজাহান কার বিরুদ্ধে কর্তারপুর যুদ্ধ করেন?
- শিখদের বিরুদ্ধে
২১) ‘শাহজাহাননামা’ কার লেখা?
- এনায়েত আলি খাঁন।
22) শাহজাহানের আমলে হিন্দু মনসবদারের সংখ্যা কত ছিল?
- ১৬ শতাংশ
২৩) পিয়েত্রা দুরা অলংকরন পদ্ধতি কার সময়ে জনপ্রিয় হয়েছিল?
- শাহজাহান
২৪) কোন সাফল্যের পরিপ্রেক্ষিতে শাহজাহান খুররম উপাধিটি পান?
- আহম্মদ নগরের প্রধানমন্ত্রী মালিক অন্বরকে পরাজিত করে সন্ধি করতে বাধ্য করার জন্য
২৫) কোন মুঘল সম্রাট সর্বপ্রথম নিজের মুদ্রায় ৪ জন খলিফার নামাঙ্কন করেন?
- শাহজাহান
২৬) কাব্যরচয়িতা জগন্নাথ পন্ডিত ও সংগীতজ্ঞ সুখসেন কার রাজসভা অলংকৃত করেন?
- শাহজাহান
২৭) শিবাজীর উত্থানকালে কোন মুঘল সম্রাট সিংহাসনে আসীন ছিলেন?
- শাহজাহান
২৮) হুগলীতে পতুগীজদের চার্চ ভেঙে দেন কোন মােঘল সম্রাট?
- শাহজাহান
২৮খ)‘সিয়াহি কালাম’ চিত্রকলা কোন মুঘল সম্রাটের সময় গড়ে ওঠে?
- শাহজাহান
২৯) কোন মুঘল সম্রাট আগ্রা থেকে রাজধানী দিল্লীতে স্থানান্তরিত করেন?
- শাহজাহান
৩০) কোন মুঘল সম্রাট ‘নাহার-ই-ফৌজি’ তৈরী করেন?
- শাহজাহান।
৩১) “অগর ফিরদৌস বর রুই জদিমন অস্ত, হমিন অস্ত, উ হমিন অস্ত”- এই কথাটি শাহজাহান কোন সৌধে খােদাই করেন?
- দেওয়ান-ই-খাস ।
৩২) তাজমহলের গায়ে ‘কোরান’ এর বানী কে খােদাই করেন?
- আমানত খা মিরাজী
৩৩) ঝঝুর সিং কোন মুঘল সম্রাটের আমলে বিদ্রোহ করেন?
- শাহজাহান।
৩৪) চার তসলিম প্রথা কে প্রবর্তন করেন?
- শাহজাহান
৩৫) শাহজাহান কত সালে মুঘল সিংহাসনে আরােহন করেন?
- ১৬২৮ খ্রীস্টাব্দে
৩৬) “সাহেবই-কিরন”- উপাধিটি কার ছিল?
- শাহজাহান
৩৭) শাহজাহান এর মৃত্যু হয় কবে?
- ১৬৬৬ খ্রীস্টাব্দে ৩
৮) শাহজাহানের অপর নাম খুররম৷ এই খুররম কথার অর্থ কী?
- পূর্নচন্দ্র
৩৯) শাহজাহান কবে তাজমহল নির্মান করেন?
- ১৬৩২ এ নির্মান কাজ শুরু হয় এবং শেষ হয় ১৬৫১ সালে।
৪০) শাহজাহন কার কাছ থেকে শাহজাহান উপাধিটি পান?
- জাহাঙ্গীর।
৪১) শাহজাহানকে শেষজীবনে তাঁর তৈরী কোন স্থাপত্যে বন্দী থাকতে হয়?
- আগ্রা দূর্গে
৪২) শাহজাহানের আমলে গুজরাটের শাসনকর্তা হিসাবে কোন পুত্রকে নিয়ােগ করেছিলেন?
- মুরাদ
৪৩) শাহজাহানের শাসনকালে দারা কোথাকার শাসনকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন?
- পাঞ্জাব ও উত্তরপ্রদেশ
৪৪) শাহজাহানের শাসনকালে সুজা কোথাকার শাসনকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন?
- বাংলার
৪৫) শাহজাহান দাক্ষিনাত্যে কোন রাজ্য দুটি জয় করেছিলেন?
- খান্দেশ ও আহম্মদনগর
৪৬) শাহজাহানের সভাগায়ক কে ছিলেন?
- লাল খান
৪৭) কোন কোন মুঘল সম্রাটের মা রাজপুত ছিলেন?
- জাহাঙ্গীর ও শাহজাহান
৪৮) শাহজাহান তাঁর পত্নী মমতাজকে কি উপাধি দেন?
- মল্লিকা-ই-জামানী
৪৯) লাহােরের শালিমার বাগ কে নির্মান করেন?
- শাহজাহান (প্রসঙ্গত উল্লেখ্য যে দিল্লীর শালিমার বাগ নির্মান করেন হুমায়ুন এবং শ্রীনগরে শালিমারবাগ নির্মান করেন জাহাঙ্গীর)
৫০) কোন মুঘল সম্রাট সিজদা এবং পাইবস প্রথা রদ করেন?
- শাহজাহান
৫১) শাহজাহানের আমলে মনসবদারের সংখ্যা কত ছিলে?
- ৭০০০
৫২) আব্দুল হামিদ লাহােরী কার রাজসভায় ছিলেন?
- শাহজাহান
৫৩) আব্দুল হামিদ লাহােরী রচিত গ্রন্থের নাম কী?
-পাদশাহ-নামা
৫৪) সাহিবা গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
- জাহানারা ।
৫৫) দিল্লীর কোন মুঘল সম্রাটের আমলে কোষাগার অর্থ শূন্য হতে থাকে?
- শাহজাহান (স্থাপত্য কার্যের জন্য)।
৫৬) লালকেল্লা কার আমলে নির্মিত হয়?
- শাহজাহান
৫৭) বহর-ই-বেহস্তে অর্থাৎ স্বর্গীয় খাল কে খনন করেন?
- শাহজাহান
৫৮) কোন মােগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য ‘বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল?
- শাহজাহান।
৫৯) শাহজাহান কান্দাহার জয় করেন কবে?
- ১৬৩৮ খ্রীস্টাব্দে
৬০) শাহজাহনের বাল্য নাম কী ছিল?
- খুররম
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
শাহজাহান। মমতাজ। তাজমহল। শাহজাহানের সভাকবি। নাদির সমরকান্দি। মোতি মসজিদ। দেওয়ান-ই-খাস। সিয়াহি কালাম। নাহার-ই-ফৌজি। চার তসলিম। সাহেবই-কিরন। মল্লিকা-ই-জামানী। শালিমার বাগ। সিজদা এবং পাইবস প্রথা রদ। ময়ূরসিংহাসন। The Prince of Builders। মমতাজ-উল- জামানি।