Type Here to Get Search Results !

জাহাঙ্গির তৃতীয় পর্ব [Jahanagir]

 

জাহাঙ্গীর

set by - Manas Adhikary 


সম্রাট  জাহাঙ্গির তৃতীয় পর্ব| Jahangir Part-III

জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  জাহাঙ্গির থেকে প্রশ্নোত্তর। এই পর্বে থাকছে জাহাঙ্গির সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।


জাহাঙ্গির সাম্পকিত প্রশ্নোত্তর। Jahangir MCQ

 

 

১২৬) আকবর ক্যাম্বে, লাহোর, আগ্রা এবং হুগলিতে গির্জা নির্মাণের অনুমতি দিয়েছিলেন, এই গির্জাগুলির মধ্যে কোনটির নির্মাণে যুবরাজ সেলিম উদারভাবে সমর্থন করেছিলেন এবং উক্ত নির্মানটি আকবর বাদশাহের গির্জা হিসাবে বিখ্যাত হয়েছিল?

- আগ্রা

১২৭) কার নেতৃত্বে  অমর সিং- এর রাজত্বকালে মেবারে প্রথম মুঘল আক্রমণ হয়েছিল?

- যুবরাজ সেলিম

১২৮) আকবর তার ছেলে সেলিমকে কোন মনোরোগ বিশেষজ্ঞকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন?

- রাজা শালিবাহন

১২৯) মুঘল আমলে 'সালিমি এলাহী' কি ছিল?

- জাহাজ

১৩০) মুঘল আমলে 'লাজ রত্ন' এবং 'দিলশঙ্কর' কার নাম ছিল?

- হাতির নাম

১৩১) প্রথম কোন মুঘল শাসক তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন?

- জাহাঙ্গীর

১৩২) আকবরের সময় সেলিম কবে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন?

- 1599

১৩৩) সেলিম বিদ্রোহের পর আকবর সেলিমের (পিতা- পুত্র) মধ্যে মধ্যস্থতা করেন কে?

- সালিমা বেগম

১৩৪) আকবরের আমলে জাহাঙ্গীর কবে আবার বিদ্রোহ করেন?

- 1601

১৩৫) আকবর জাহাঙ্গীরকে কত মনসব দিয়েছিলেন?

- 10000

১৩৬) ভারতীয় ইতিহাসে 'প্রতিভাবান মদিরাসেবী' হিসেবে কে বিখ্যাত?

- জাহাঙ্গীর

১৩৭) কোন মুঘল সম্রাটের আমলে  মদের মধ্যে ব্যবহৃত তাজা বরফকে বিশেষভাবে কঠোর প্রহরায় মাধ্যমে কাশ্মীর থেকে আনা হত?

- জাহাঙ্গীর

১৩৮) কোন মুঘল সম্রাটের উপাধি ছিল 'বিশ্ব বিজয়ী'?

- জাহাঙ্গীর

১৩৯) জাহাঙ্গীর কাকে 'কলম তরবারির ওস্তাদ' উপাধি দিয়েছিলেন?

- শেখ ফরিদ বুখারী

১৪০) আবদুর রহমান কার পুত্র ছিলেন যাকে জাহাঙ্গীর  2000  মনসব দিয়েছিলেন?

- আবুল ফজল

১৪১) কোন মুঘল শাসকের আদেশে গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?

- জাহাঙ্গীর

(1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের নির্দেশে গুরু অর্জুন দেবকে মৃত্যুদন্ড দেওয়া হয়।)

১৪২) কার পরামর্শে ১৬০৫ সালে জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেন?

- চান্দুশাহ

১৪৩) জাহাঙ্গীরের সময় বাংলার রাজধানী কোনটি ছিল?

- রাজ মহল

১৪৪) কার মতানুসারে 'মারাঠারা অত্যন্ত কঠোর প্রকৃতির এবং এরাই ছিল দেশের বিরোধিতার প্রধানকেন্দ্র'?

- জাহাঙ্গীর

(জাহাঙ্গীর তার আত্মজীবনীতে একথা তুলে ধরেছিলেন)

১৪৫) কার শাসকের মধ্যস্থতার  ফলে 1617 সালে জাহাঙ্গীর মালিক আম্বরের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

- বিজাপুর

(বিজাপুরের সুলতান আলী আদিলশাহের মধ্যস্থতায়)

১৪৬) জাহাঙ্গীর কাকে 'ফরজান্দ' উপাধি দিয়েছিলেন?

- আলী আদিলশাহ

( ফরজন্দ কথার অর্থ পুত্র। আদিলশাহ বিজাপুরের শাসক ছিলেন)

১৪৭) গোয়ালিয়রের মানসিংহের প্রাসাদ 'মান মন্দির' আদলে নীচের কোন প্রাসাদটি নির্মান করা হয়েছে?

- জাহাঙ্গীর মহল

১৪৮) মুঘল রাজদরবারের জন্য  নিয়মাচার এবং শিষ্টাচার নির্ধারণ করেন কে?

- নুরজাহান

১৪৯) শিবাজীর পিতা শাহজি কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন?

- জাহাঙ্গীর

১৫০) কার সমাধিতে খোদাই করা আছে যে -'গরীবের সমাধিতে কোন প্রদীপ জ্বলে না, গোলাপ ফোটে না, এবং বুলবুল গান গায় না'?

- নূরজাহান

১৫১) ‘আমি যদি আমার প্রিয়তমের মুখটি আর একবার দেখতে পেতাম, তাহলে পৃথিবীর শেষ অবধি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। - কোন মুঘল সম্রাট তার প্রিয়জনের জন্য একথা বলেছিলেন?

- জাহাঙ্গীর

(জাহাঙ্গীর 16 থেকে 15 খ্রিস্টাব্দে লাহোরে তার প্রিয় আনারকলির জন্য একটি সুন্দর সমাধি তৈরি করেছিলেন এবং এতে এই প্রেমময় শিলালিপি লেখা ছিল।)

১৫২) জাহাঙ্গীরের শাসনামলে নূরজাহান উপদলের আধিপত্য ছিল।নূরজাহানের দলভুক্ত এমন কয়েকজনের নাম লিখুন?

-আতমাউদ্দৌলাহ, আসমত বেগম, আসফ খান, শাহ জাহান

১৫৩) কে মুঘল আমলে শ্রীনগরের শাহী মসজিদ নির্মাণ করেন?

- নুরজাহান

১৫৪) জাহাঙ্গীর নূরজাহানের সম্মানে কোন ধাতুর মুদ্রা জারি করেছিলেন?

- রূপা

১৫৫) আকবরকে 'আরশ- - আশিয়ানী' উপাধি দেন কে?

- জাহাঙ্গীর

১৫৬) কোন মুঘল শাসক 'দস্তুর উল আমাল' এর সাথে যুক্ত?

- জাহাঙ্গীর

১৫৭) 'রাজার কোন আত্মীয় নেই'- এটা কার বক্তব্য?

- জাহাঙ্গীর ও ইব্রাহিম লোদী

১৫৮) কোন বিজয়ের পর জাহাঙ্গীর খুররমকে গুজরাটের গভর্নর পদ দিয়েছিলেন?

- আহমেদনগর

১৫৯) জাহাঙ্গীরের কোন অভিযানকে তার কলঙ্ক হিসেবে বিবেচনা করা হয়?

- কাংড়া

১৬০) জাহাঙ্গীরের কোন অভিযানকে জিহাদ নাম দেওয়া হয়েছিল?

- কাংড়া

  

 

জাহাঙ্গির দ্বিতীয় পর্ব >>>>

জাহাঙ্গির চতুর্থ পর্ব >>>> 


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad