Type Here to Get Search Results !

আইন- ই- আকবরী ও দীন-ই-ইলাহি [Ain-e-Akbari]

 

আইন-ই-আকবরী
Set By- Manas Adhikary


আইন- ই- আকবরী  ও  দীন-ই-ইলাহি । Ain-e-Akbari and Deen-e-Ilahi

 

আইন- ই- আকবরীদ্বীন- ই- ইলাহীআকবরনামামহসিন ফণীদাবিস্তান-ই মাজাহিব। বীরবল। দীন-ই-ইলাহি.

নমস্কার : অভিনব একাডেমীতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো-মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  আইন- ই- আকবরী ও দীন-ই-ইলাহি এই পর্বে  আপনারা পেয়ে যাবেন আকবর সম্পৰ্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আইন- ই- আকবরী  ও  দীন-ই-ইলাহি সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Ain-e-Akbari and Deen-e-Ilahi MCQ

 

 

১) আইন-ই-আকবরী কোন বিখ্যাত ঐতিহাসিকের কৃতিত্ব?

-আবুল ফজল

২) আকবরনামার কোন অংশটি আইন- ই- আকবরী নামে পরিচিত ?

-তৃতীয় অংশ

৩) আইন- ই- আকবরীর কাজ কত সালে সম্পন্ন হয়?

-1598 খ্রিস্টাব্দে

৪) আইন- ই- আকবরীর কাজ আকবরের রাজত্বের কততম বর্ষে সম্পূর্ণ হয়? 

-চল্লিশতম

৫) 1598 খ্রিস্টাব্দে আকবরের রাজত্বের চল্লিশতম বছরে আবুল ফজল দ্বারা কততম সংশোধনের পর  আইন- ই- আকবরীর কাজ সম্পূর্ন হয়?

-পাঁচ

৬) আইন -ই-আকবরীতে আবুল ফজল কয়টি প্রদেশের বর্ণনা করেছেন?

-12

৭) আইন- ই- আকবরী পাঁচটি ভাগে বিভক্ত, এর মধ্যে সিপাহ আবাদিতে (দ্বিতীয় খণ্ডে) কোনটির বর্ণনা পাওয়া যায়?

-মনসবদার ও প্রশাসনের বিবরণ

৮) মুঘল সম্রাটের অর্থনীতির গবেষণায় পরিসংখ্যানগত তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমসাময়িক উৎস কোনটি?

-আইন- ই- আকবরী 

৯) কে  আকবরের সমসাময়িক হওয়া সত্ত্বেও 'আইন- ই- আকবরী'- এর অন্তর্ভুক্ত ছিলেন না?

-তুলসীদাস

(আইন- ই- আকবরীতে আকবর যেমন তুলসী দাসকে নিয়ে বর্ণনা করেননি, একইভাবে তুলসী দাসও রামচরিতমানসে  আকবরের কোন বর্ণনা দেননি)

১০) ‘আইন- ই- আকবরী ৫টি ভাগে বিভক্ত, এই বইটির অধ্যায়গুলোকে কী বলা হয়?

-দপ্তর

১১) আইন- ই- আকবরীতে কতজন চিত্রশিল্পীর কথা উল্লেখ আছে?

-15

১২) আইন- ই- আকবরীতে কয়জন সঙ্গীতকারের কথা উল্লেখ আছে?

-36

১৩) আইন- ই- আকবরীতে কয়টি সূফী সম্প্রদায়ের কথা উল্লেখ আছে?

-14

১৪) আইন- ই- আকবরীতে কতজন কারিগরের কথা উল্লেখ আছে?

-28

১৫) আইন- ই- আকবরীতে মনসবদারির কতগুলি স্তরের কথা উল্লেখ আছে?

-66

১৬) আইন-ই- আকবরীতে কতজন ব্যক্তির নাম পাওয়া যায়, যারা দ্বীন- ই- ইলাহীকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন?

-18

১৭) কে বলেছেন 'দীন- ই- ইলাহী আকবরের বুদ্ধিমত্তার নহে, মূর্খতার প্রতীক ছিল?'

-ভিনসেন্ট স্মিথ

১৮) আইন আকবরীর কোন অংশে নতুন এলাহী  নিয়ে আলোচিত হয়েছে?

-প্রথম

১৯) আকবরনামায় কতজন কবির উল্লেখ আছে?

-59

২০) আকবরনামায় উল্লেখিত 59 জন সেরা কবিদের মধ্যে কাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে?

-ফাইজি/ফয়েজি

২১) আকবরনামা রচনা করতে কত সময় লেগেছিল?

-7 বছর (মতান্তরে তেরো বছর) 

২২) মুঘল ইতিহাসের কোন গ্রন্থে হিন্দু রীতির বিয়ের সময় বর, ঘোড়ায় চড়ে কনের বাড়িতে যাওয়ার প্রথম উল্লেখ আছে?

-আকবরনামা  (1584 খ্রিস্টাব্দে সেলিম, রাজা ভগবানদাস কাচওয়াহার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই রীতি পালন করে)

২৩) আকবরনামার লেখক আবুল ফজলের জন্ম কোথায়?

 -মুঘল রাজধানী আগ্রায় 

২৪) আবুল ফজল কোন কোন বিষয়ে পারদর্শী ছিলেন?

-আরবি, ফারসি, গ্রীক দর্শন ও সুফিবাদে 

২৫) আকবরনামায় গডকান্তের গোন্ড রাজ্যে কতগুলি গ্রামের কথা বলা হয়েছে?

-70,000

২৬) কে সর্বপ্রথম দ্বীন-ই-ইলাহী এবং এর  ১০টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?

-মহসিন ফণী 

২৭) মহসিন ফণী তার কোন গ্রন্থে দ্বীন-ই-ইলাহী এবং এর  ১০টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন?

 -দাবিস্তান-ই মাজাহিব

২৮) দ্বীন-ই-ইলাহীর 12টি মূলনীতি কে ব্যাখ্যা করেছিলেন?

-আবুলফজল

২৯) আকবরের দীন-ই-ইলাহী কোনটির দ্বারা প্রভাবিত হয়ে রচিত হয়েছিল?

-অশোকের ধম্ম

৩০) একমাত্র হিন্দুব্যাক্তি কে ছিলেন যিনি দ্বীন-ই-ইলাহী গ্রহণ করেছিলেন?

-বীরবল

৩১) কোন ঐতিহাসিক আকবর কর্তৃক প্রচলিত দিন-ই-ইলাহীকে ধর্ম বলে অভিহিত করেছেন?

-আবুল ফজল 

৩২) দ্বীন-ই-ইলাহী কি ছিল?

-আচরণসংহিতা

৩৩) আকবর কবে দ্বীন-ই-ইলাহী চালু করেন?

-1582

৩৪)  ‘রিলিজিয়াস পলিসি অফ দ্য মুঘল এ্যা ম্পেয়ার  এর লেখক কে যিনি আকবরের দীন-ই-ইলাহি ধর্মকে ধর্ম বলে মেনে নেননি? 

-শ্রী রাম শর্মা 

৩৫) দ্বীন-ই-ইলাহীর কয়েকটি মূলনীতি লিখুন? 

-ক) জন্মদিন ও মৃত্যু ভোজ মৃত্যুর আগে দিতে হবে।

খ) অল্পবয়সী মেয়ে এবং বয়স্ক মহিলাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না।

গ) বিধবা পুনর্বিবাহ ও হজ যাত্রায় উৎসাহিত করা যাবে না। হজযাত্রাকে রাষ্ট্রের অর্থের ক্ষতি বলা হয়েছিল। কিন্তু তা নিষিদ্ধ করা হয়নি।

ঘ) রাজার কাছে সিজদা ও জমিবোস করতে হবে।

ঙ) নিরামিষাশী হতে হবে।

চ) নিচু জাতের মানুষের সাথে একসাথে খাবার গ্রহন করা যাবে না।

৩৭) দ্বীন-ই-ইলাহীর কয়েকজন বিশিষ্ট  সদস্যের নাম লিখুন।

ফয়েজী, আবুলফজল, শেখ মোবারক, আব্দুস সামাদ, মির্জা জানিভেগ, বীরবল, সেলিম

৩৮) কে  দ্বীন-ই-ইলাহীকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন?

-মানসিংহ ও  রাজা ভগবানদাস

৩৯) দ্বীন-ই-ইলাহীর সদস্যকে কি বলা হতো ?

-এলাহী

৪০) দ্বীন-ই-ইলাহীর দীক্ষা কি বার দেওয়া হত?

-রবিবার

৪১) দীন-ই-ইলাহী দীক্ষা নিতে হলে প্রথমে কার সাথে দেখা করতে হতো, তিনি তাকে  আকবরের কাছে নিয়ে যেতেন?

-আবুলফজল

৪২) দীন-ই-ইলাহী দীক্ষার প্রতিটি পর্বে কত জনকে অনুসারী করা হত?

-১২

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আইন- ই- আকবরীদ্বীন- ই- ইলাহীআকবরনামামহসিন ফণীদাবিস্তান-ই মাজাহিব। বীরবল। দীন-ই-ইলাহি.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad