Type Here to Get Search Results !

জাহাঙ্গির প্রথম পর্ব [Jahangir]

জাহাঙ্গীর থেকে প্রশ্নোত্তর

set by - Manas Adhikary 


সম্রাট  জাহাঙ্গির প্রথম পর্ব| Jahangir Part-I

জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো– আপনাদের জন্য নিয়ে এসেছি মােগল সাম্র্জয এর অন্যতম সম্রাট  জাহাঙ্গির থেকে প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।


জাহাঙ্গির সাম্পকিত প্রশ্নোত্তর। Jahangir MCQ

-

 

) কোন মােগল সম্রাটের রাজত্বকালে চিত্রশিল্প উন্নতির চরম শিখরে ওঠে?

- জাহাঙ্গীর

) উইলিয়াম এডওয়ার্ড কোন মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন?

- জাহাঙ্গীর

) প্রথম জেমস কতজন দূতকে জাহাঙ্গীরের রাজসভায় প্রেরন করেন?

- জন

) ন্যায় শৃঙ্খল বা ন্যায় বিচারের ঘন্টা (bell of justice) কে তৈরী করেম?

- জাহাঙ্গীর

) জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন?

- পঞ্চম শিখগুরু অজুন সিং

) মােঘল সম্রাট জাহাঙ্গীর মাতার নাম কী?

- যােধা বাঈ

) জাহাঙ্গীরএর গৃহশিক্ষককের নাম কী?

- শেখ মুবারক (প্রসঙ্গত আকবরের গৃহশিক্ষক ছিলেন আব্দুল লতিফ)

) জাহাঙ্গীরের রাজদরবারে শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে ছিলেন?

- অ্যাকারিজা (এছাড়াও উস্তাদ মুনসুর নামক এক চিত্রশিল্পী জাহাঙ্গীরের রাজদরবারে উপস্থিত ছিলেন যিনি পশুপাখির চিত্রঙ্কনে দক্ষ ছিলেন অ্যাকারিজা ছিলেন মিনিয়েচার চিত্রে দক্ষ চিত্রশিল্পী

) ইস্ট ইনডিয়া কোম্পানী কার রাজত্বকালে ভারতে প্রথম বানিজ্য কুঠি নির্মান করেন?

- জাহাঙ্গীর

১০) জাহাঙ্গীর শব্দের অর্থ কী?

- পৃথিবীর সম্রাট/ জগতের মালিক

১১) কোন ইংরেজকে জাহাঙ্গীরখাঁ’ উপাধিতে সম্মানিত করেছিলেন?

- উইলিয়াম হকিন্স (Enlish Khan)

১২) উইলিয়াম হকিন্স কোন রাজার দূত হিসেবে জাহাঙ্গীর এর দরবারে এসেছিলেন?

- প্রথম জেমস

১৩) জাহাঙ্গীরের ভাইগুলির নাম কী?

- হাসান, হুসেন, দানিয়েল মুরাদ (এদের মধ্যে হাসান হুসেন ছােটবেলায় মারা যান)

১৪) জাহাঙ্গীর প্রদত্ত নূরজাহানের প্রথম উপমাটি কী?

- নূরমহল

১৫) জাহাঙ্গীর কোথায় মারা যান?

- সরাই সাদাবাদ, রজৌরি, কাশ্মীর

১৬) জাহাঙ্গীর, মির্জা গিয়াসবেগকে কি উপাধি প্রদান করেন?

- ইতিমান উদদৌল্লা

১৭) জাহাঙ্গীরের দাক্ষিনাত্য বিজয়ের প্রদান বাধা কে ছিলেন?

- মালিক অম্বর

১৮) জাহাঙ্গীরের আমলে উল্লেখযােগ্য সামরিক কৃতিত্ব কি ছিল?

- দুর্ভেদ্য কাংড়া দূর্গ বিজয়

১৯) জাহাঙ্গীরের সময় আগ্রার ডাচ ফ্যাক্টরির প্রধান কে ছিলেন?

- ফ্রান্সিসকো পেলার্ট

২০) জাহাঙ্গীর নগরের বর্তমান নাম কী?

- ঢাকা

২১) কে দু-আসপা শি-আসসা ব্যবস্থা চালু করেন?

- জাহাঙ্গীর

২২) জাহাঙ্গীরের আমলে কোন বাংলা শাসনকর্তার দ্বারা বাংলায় স্বাধীন ভূঁইয়াদের পত্তন ঘটান?

- ইসলাম খাঁ

২৩) মুঘল শাসকদের মধ্যে কারা অর্ধেক রাজপুত ছিলেন?

- জাহাঙ্গীর শাহজাহান (মায়ের দিক থেকে রাজপুত)

২৪) জাহাঙ্গীরের সময়ে চিত্রকলাগুলিকে কি বলা হয়?

- মিনিয়েচার পেন্টিং

২৫) আবুল ফজলকে হত্যার ষড়যন্ত্র কে করেন?

- জাহাঙ্গীর

২৬) আবুল ফজলকে হত্যা করার দায়িত্ব জাহাঙ্গীর কাকে দিয়েছিলেন?

- বীর সিং বুন্দেলা (১৬০২ সাল)

২৭) জাহাঙ্গীরের মৃতদেহ কোথায় কবর দেওয়া হয়?

- লাহােরে

২৮) কোন মুঘল সম্রাট হিন্দী গান রচনা করেন?

- জাহাঙ্গীর

২৯) কোন মুঘল সম্রাট চিত্রশিল্পের পৃষ্ঠপােষক ছিলেন?

- জাহাঙ্গীর

৩০) তুজুক--জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

- জাহাঙ্গীর

৩১) জাহাঙ্গীর প্রথম কার কাছ থেকে শিক্ষালাভ করে?

- আব্দুর রহিম খান--খানান

৩২) জাহাঙ্গীর মনসূরকে কোন উপাধি দেন?

- নাদির উল আসার

৩৩) জাহাঙ্গীরের সভাকবির নাম কী?

- তালিব আমুলি

৩৪) মেহেরুন্নিসাকে জাহাঙ্গীর প্রথমে কী উপাধি দেন?

- নুরমহল

৩৫) জাহাঙ্গীর প্রবর্তিত মুদ্রার নাম কী?

- নিসার

৩৬) জাহাঙ্গীর কত বছর বয়সে সিংহাসনে বসেন?

- ৩৬ বছর

৩৭) পিয়েত্রা দুরা অলংকরন পদ্ধতি কোন মুঘল সময়ে প্রচলিত হয়?

- জাহাঙ্গীর (প্রসঙ্গত এই পদ্ধতিটি শাহজাহনের আমলে জনপ্রিয় হয়)

 ৩৯) কোন ইংরেজকে জাহাঙ্গীর মনসবদার দেন?

- উইলিয়াম হকিন্স

৪০) জাহাঙ্গীর হকিন্সকে কত মনসবদার দেন?

- ৪০০

৪১) জাহাঙ্গীর কাকে শের আফগান উপাধি দেন?

- আলী কুলি ইস্তাজহি

৪২) জাহাঙ্গীর আলী কুলি ইস্তাজহিকে কোথাকার জায়গীর দিয়েছিলেন?

- বর্ধমান

৪৩) মনশির--জাহাঙ্গীর কে রচনা করেন?

- কামগার খান

৪৪) কোন মুঘল সম্রাট একজন সাহিত্যিক ছিলেন?

- জাহাঙ্গীর

৪৫) জাহাঙ্গীর ফার্সী তুর্কী ভাষা কার কাছ থেকে শেখেন?

- আব্দুর রহিম খান -খানান

) শালিমার উদ্যান কে নির্মান করেন?

- জাহাঙ্গীর

৪৭) জাহাঙ্গীর কাকেনাদির উল আসব’ উপাধি দিয়েছিলেন?

- মনসুর

৪৮) জাহাঙ্গীর, আবদুল হাসান কে কোন উপাধি দেন?

-নাদির -উল জামান

৪৯) জাহাঙ্গীর কোন বারে সিংহাসনে বসেন?

- মঙ্গলবার

৫০) কোন মুঘল সম্রাট প্রথমে ভারতে বানিজ্য করার অনুমতি দেন?

- জাহাঙ্গীর

৫১) কেশবরায়ের মন্দির কার আমলে তৈরী হয়?

- জাহাঙ্গীর

৫২) নিশাত বাগিচা কে নির্মান করেন?

- জাহাঙ্গীর

৫৩) জাহাঙ্গীর কোন স্থানের বিজয়ের স্বরূপ খুররামকে শাহজাহান’ উপাধি দান করেন?

- আহম্মদ নগর

৫৪) জাহাঙ্গীর কোন বানিজ্যশুল্ক বন্ধ করে দেন?

- মীরবহর

৫৫) কোন মুঘল সম্রাটকেকিবলা’ নামে অভিহিত করা হয়েছে?

- জাহাঙ্গীর

৫৬) কোন মুঘল সম্রাটের আমলে পরী চিত্রনের কোন দৃষ্টান্ত পাওয়া যায় না?

- জাহাঙ্গীর

৫৭) দস্তর-উল-আলম- কে জারি করেন?

- জাহাঙ্গীর

৫৮) আনারকলি কে ছিলেন?

- আনারকলি ছিলেন জাহাঙ্গীরের প্রেয়সি এবং আকবরের রাজসভার নর্তকী৷

৫৮) আনারকলি কে ছিলেন?

- আনারকলি ছিলেন জাহাঙ্গীরের প্রেয়সি এবং আকবরের রাজসভার নর্তকী৷

৫৯) আনারকলির প্রকৃত নাম কী?

- নাদিরা বানু বেগম

৬০) জাহাঙ্গীর রবিবার কিজন্য পশুহত্যা নিষিদ্ধ করেন?

- রবিবার ছিল আকবরের জন্মদিন ছিল জাহাঙ্গীরের সিংহাসনে আরােহনের দিন

  

জাহাঙ্গির দ্বিতীয় পর্ব >>>> 


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

জাহাঙ্গীর। ন্যায় শৃঙ্খল। ন্যায় বিচারের ঘন্টা।নূরজাহান। দু-আসপা। শি-আসপা। মেহেরুন্নিসা। নুরমহল। উইলিয়াম হকিন্স। দস্তর-উল-আলম। আনারকলি। তামাখা। মদ্যপান বিরোধি আইন.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad