Type Here to Get Search Results !

বর্জ্য পদার্থ চতুর্থ পর্ব [Waste 4th Part]


 

বর্জ্য পদার্থ চতুর্থ পর্ব 

Set by- Manas Adhikary 


বর্জ্য পদার্থ চতুর্থ  পর্ব। Waste 4th Part.

বর্জ্য কাকে বলে। বর্জ্য পদার্থের শ্রেণিবিভাগ। তেজস্ক্রিয় বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনা। Waste Management। বর্জ্যের পুনর্নবীকরণ। কম্পোস্টিং। Composting। স্ক্রাবার। Scrubber। ভরাটকরণ। ল্যান্ডফিলিং। ফ্লাই অ্যাশ। স্বচ্ছ ভারত অভিযান।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  বর্জ্য পদার্থ চতুর্থ পর্ব আজ এই পর্বে থাকছে বর্জ্য  সম্পর্কিত  কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।  পরবর্তী পর্বে এই টপিকের উপর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বর্জ্য পদার্থ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ পর্ব। Waste short type Q & Ans 4th Part.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১০১) কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে কোনটির আধিক্য থাকে?

- ক্যাডমিয়াম

১০২) ইউট্রিফিকেশান কথাটি কিসের সাথে যুক্ত?

- জল দূষণ

১০৩) জল দূষণের ফলে অক্সিজেনের অভাবে উদ্ভিদ প্রাণীর মৃত্যু ঘটে. একে কি বলা হয়

- ইউট্রিফিকেশান

১০৪) নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি?

- কলিফর্ম 

১০৫)  আসফল্ট   এর বিকল্প হিসাবে কি ব্যবহার করা হয়?

- ভাঙা কাঁচ

১০৬) ছেঁড়া কাগজ থেকে পুনরায় কাগজ তৈরী করা হল এটি কিসের উদাহরণ?

- পুনর্নবীকরণ 

১০৭) বর্জ্য পদার্থগুলোকে কোনো স্থানে ফেলে জমাট করার পদ্ধতিকে কি বলা হয়?

- ভরাটকরন বা ল্যান্ডফিলিং 

১০৮) নিউক্লিয়ার প্লান্টের একটি বর্জ্যের উদাহরণ দাও.

- GTM-49

১০৯) ওষুধের খালি মোড়ক বিষহীন না বিষাক্ত বর্জ্য পদার্থ?

- বিষহীন বর্জ্য পদার্থ 

১১০) স্লাজ কি?

- কলকারখানার বর্জ্য পদার্থকে স্লাজ বলা হয়.

১১১) ইনসিনেরেটর কি?

- উচ্চ্ তাপমাত্রায় বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলার একটি যন্ত্র

১১২) প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?

- জৈব অভঙ্গুর বর্জ্য 

১১৩) তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কোনটি?

- নিষ্কাশন 

১১৪) গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কোনটি?

- স্ক্যাবারিং 

১১৫) D-Waste কি?

- বাড়ি ভাঙার বর্জ্যকে বলা হয় D-Waste

১১৬) TNT ও  PCB কি ধরনের বর্জ্য?

- বিষাক্ত বর্জ্য 

১১৭) চিকিৎসা বর্জ্য থেকে কোন রোগ ছাড়াতে পারে?

- টাইফয়েড 

১১৮) শহর ও নগরে বর্জ্য মুক্তির জন্য কোনটির প্রয়োজন অত্যাধিক?

- প্লাস্টিকের নিষিদ্ধকরণ 

১১৯) একটি পূর্নচক্রী বর্জ্যের উদাহরণ দাও.

- প্লাস্টিকের বোতল ও কাগজ

১২০) ভারতের গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে?

- ম্যানিওর পিট্ তৈরির মাধ্যমে 

১২১)  ম্যানিওর পিট্ কি?

- গর্তে জমানো বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির পদ্ধতিকে ম্যানিওর পিট্ বলা হয়।

১২২) কাগজ তৈরী করতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প কোনটি?

- আখের ছিবড়ে 

১২৩)  প্লেগ রোগ কোন দূষণ থেকে হয়?

- কৃষিক্ষেত্র দূষণ 

১২৪) ভারতের কোন শহরে বর্জ্যের চাপ সবথেকে বেশি?

- কলকাতা 

১২৫) সর্বাধিক দূষণযুক্ত শহর কোনটি?

- নিউ দিল্লি

 

কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

কঠিন বর্জ্য পোড়ানো উচিত নয় কেন ?

-  কঠিন বর্জ্য পোড়ালে তা থেকে যে গ্যাসগুলি ( যেমনসালফার ডাইঅক্সাইড , হাইড্রোজেন ফ্লুরাইড , কার্বন মনোক্সাইড ) নির্গত হয়, সেগুলির দ্বারা পরিবেশদূষিত হয় তাই কঠিন বর্জ্যকে অবৈজ্ঞানিকভাবে পোড়ানো উচিত নয়   কঠিন বর্জ্য পদার্থকে আবর্জনা পোড়ানোর চুল্লিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে অতি উচ্চচাপে পোড়াবার পদ্ধতিকে ভস্মীভূতকরণ বলা হয় এই ভস্মীভূতকরণের পর (পুড়ে যাবার পরে) যে ছাই , কাচ অন্যান্য ধাতু অদাহ্যবস্তুরুপে পড়ে থাকে তা সংগ্রহ করে পুনর্ব্যবহার করা হয়  

বর্জ্য জলকে কীভাবে জীবাণুমুক্ত করা হয় ?

- বর্জ্য জলকে জীবাণুমুক্ত করা বিভিন্ন প্রকার জীবাণুনাশক পদ্ধতি অবলম্বন করা হয় যেমন- অতিবেগুনি রশ্মির ব্যবহার , জলে ক্লোরিনের ব্যবহার , জল ফুটিয়ে খাওয়া ইত্যাদির মাধ্যমে জল পরিশুদ্ধ করা হয়  

বিষাক্ত বর্জ্য ( Toxic Waste ) বলতে কী বোঝ ?

- যে সব বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন ধরনের বিষক্রিয়তার উদ্ভব হয় এবং যেগুলি একেবারেই পরিবেশবান্ধব নয় , সেগুলিকে বলা হয় বিষাক্ত বর্জ্য পদার্থ যেমনশিল্পজাত নানান প্রকার তেজস্ক্রিয় পদার্থ ( ইউরেনিয়াম , থোরিয়াম প্রভৃতি ) এবং কিছু রাসায়নিক তরল পদার্থ, যা বিষক্রিয়া ঘটায়

বিষহীন বর্জ্য ( Non-toxic Waste ) বলতে কী বোঝ ?

- যেসব বর্জ্য পদার্থগুলির বিষক্রিয়তা নেই, যেগুলি পরিবেশের কোনো প্রকার ক্ষতিসাধন করে না , তাদের বিষহীন বর্জ্য পদার্থ বলে এই বিষহীন বর্জ্য পদার্থগুলি সাধারণত Biodegradable বা জৈবিকভাবে বিয়োজিত হয় যেমন- বাজারের বর্জ্য  পদার্থ , কলকারখানার বর্জ্য প্রভৃতি

জীব বিশ্লেষ্য বর্জ্যা ( Biodegradable Waste ) কী ?

- যে বর্জ্য পদার্থ পরিবেশের কোনো ক্ষতি করে না, ব্যবহারের পরবর্তী বাতিল অংশ, পরিবেশে উপস্থিত বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে পুনরায় পরিবেশে মিশে যায়  তাকে জীব বিশ্লেষ্য বর্জ্য বা Biodegradable waste বলে যেমনসবজি, পাতা, ফল, ফুল ইত্যাদি

জীব অবিশ্লেষ্য বর্জ্যা ( Non-biodegradable Waste) কী ?

- যেসব বর্জ্য পরিবেশে পুনরায় মিশে যেতে পারে না, পরিবেশের ওপর একই অবস্থায় পড়ে থেকে দূষণ সৃষ্টি করে, তাকে বলে Non -biodegradable বা জীব- অবিশ্লেষ্য বর্জ্য যেমন- প্লাস্টিক, পলিথিন, বিভিন্ন শিল্পজাত বর্জ্য ইত্যাদি  

জৈব বর্জ্য ( Biological Waste ) কাকে বলে ?

- উদ্ভিদ প্রাণীদেহের অংশবিশেষ বা দেহাবশেষকে মূলত জৈব বর্জ্য বলা হয় যেমন - মৃত পশু-পাখির দেহ, ফুল-ফল-শাকসবজি ইত্যাদি হল জৈব বর্জ্য এগুলি পচনশীল বলে সহজেই পরিবেশে মিশে যায়

Hazardous Waste কাকে বলে ?

- বিষাক্ত ধাতুজ বর্জ্য , যেমনসিসা , পারদ , ক্যাডমিয়াম , আর্সেনিক , অ্যাসবেস্টস , ডায়ক্সিন জাতীয় দ্রব্য পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করে মানবদেহে রোগ সৃষ্টি করে, একে বলে Hazardous Waste।

BOD কী ?

-  BOD- পুরো কথা হল Biological Oxygen Demand নদী বা জলাশয়ের জলে নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে যা জীবের বৃদ্ধি বিকাশের জন্য আবশ্যক প্রতি একক আয়তনের জৈব জারণের জন্য অণুজীবদের যে পরিমাণ অক্সিজেন দরকার হয়, তাকে বলে BOD .

ইউটিফিকেশন কী ?

-  জলাশয়ের পুষ্টি মৌল বৃদ্ধির প্রক্রিয়াকে বলে ইউট্রিফিকেশন জলাশয়ে জলদূষণের (কাপড় কাচা, ডিটারজেন্ট, রাসায়নিক সার) ফলে জলের নাইট্রেট ফসফেটের পরিমাণ বাড়ে পুষ্টি মৌলের প্রাচুর্যে জলে ভাসমান কচুরিপানা , শৈবাল , অ্যালগি জাতীয় প্রাণীর পরিমাণ বাড়ে ফলে জলের নীচে প্রাণীদের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয়, একে বলে ইউট্রিফিকেশন

Take back policy কাকে বলে

-  যেসব ব্যবহার্য দ্রব্যের পুনর্বিয়োজন সম্ভব নয় অর্থাৎ যেগুলি প্রকৃতিতে মিশে যায় না, সেগুলি ব্যবহার করার প্রবণতা কমানো আবশ্যক তা সত্ত্বেও যেগুলি একান্তই ব্যবহার করতে হচ্ছে (যেমন ইলেকট্রনিকস দ্রব্য, কম্পিউটার, সেলফোন প্রভৃতি) সেগুলি ব্যবহারের পর অকেজো হলে পুনরায় প্রস্তুতকারক কোম্পানিকে তা ফিরিয়ে নিতে হবে এই পদ্ধতির নাম Take Back Policy 

 

 বর্জ্য পদার্থ তৃতীয়  পর্ব>>>>

র্জ্য পদার্থ দ্বিতীয়  পর্ব>>>>

বর্জ্য পদার্থ প্রথম পর্ব >>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রিলিমিনারির পরীক্ষার (PT) বিভিন্ন টপিকের উপর মকটেস্ট >>>>

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 বর্জ্য কাকে বলে। বর্জ্য পদার্থের শ্রেণিবিভাগ। তেজস্ক্রিয় বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনা। Waste Management। বর্জ্যের পুনর্নবীকরণ। কম্পোস্টিং। Composting। স্ক্রাবার। Scrubber। ভরাটকরণ। ল্যান্ডফিলিং। ফ্লাই অ্যাশ। স্বচ্ছ ভারত অভিযান।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad