Type Here to Get Search Results !

বর্জ্য পদার্থ দ্বিতীয় পর্ব [Waste 2nd Part]

 


বর্জ্য পদার্থ দ্বিতীয় পর্ব 

Set by- Manas Adhikary 


বর্জ্য পদার্থ দ্বিতীয় পর্ব। Waste 2nd Part.

বর্জ্য কাকে বলে। বর্জ্য পদার্থের শ্রেণিবিভাগ। তেজস্ক্রিয় বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনা। Waste Management। বর্জ্যের পুনর্নবীকরণ। কম্পোস্টিং। Composting। স্ক্রাবার। Scrubber। ভরাটকরণ। ল্যান্ডফিলিং। ফ্লাই অ্যাশ। স্বচ্ছ ভারত অভিযান।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  বর্জ্য পদার্থ দ্বিতীয় পর্ব আজ এই পর্বে থাকছে বর্জ্য  সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।  পরবর্তী পর্বেও এই টপিকের উপর আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বর্জ্য পদার্থ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। Waste short type Q & Ans 2nd Part.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ১) ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?

-  ৫০০ গ্রাম / জন

২) ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় ?

-  ৩০০ গ্রাম / জন

৩) বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে ?

-  Biodigradable বা জৈব ভঙ্গুর বর্জ্য

৪) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও? 

   - প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রবার বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, কাচ  

৫) একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহ্রন দাও?

      -  ধানের তুষ, পুরোনো ফুল, শাকসবজি , খাবারের অবশিষ্টাংশ    

৬) একটি বিষহীন বর্জ্য  পদার্থের উদাহরণ দাও?

       -  বাজারের বর্জ্য পদার্থ    

৭) একটি কৃষিজাত বর্জ্যের নাম লিখুন?

       - খড়     

৮)  একটি পৌর আবর্জনার উদাহরণ দাও?

      -  অ্যালুমিনিয়াম টুকরো     

৯) একটি পরিবেশমিত্র বা পরিবেশবান্ধব বর্জ্যের নাম লিখুন?

      - পাটের চট   

১০) পেস্টিসাইড কি?

      -  কৃষি বর্জ্য     

১১)  ইউট্রোফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে হয?

       - কৃষিজ বর্জ্য

১২) বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে কি বলা হয়?

- E – waste

১৩)  অকেজো কম্পিউটার কোন ধরনের বর্জ্যের উদাহরন?

       -  -বর্জ্য 

১৪) ভাঙা মগ কী প্রকার বর্জ্য?

-  জৈব ভঙ্গুর

১৫) Hazardous waste ‘ কাকে বলা হয়?

- বিষাক্ত বর্জ্য পদার্থকে

১৬) দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো

- সিসা , পারদ

১৭) খবরের কাগজ কোন ধরনের বর্জ্য পদার্থ?

- জৈব ভঙ্গুর

১৮) কাগজ শিল্প থেকে কী বর্জ্য নির্গত হয় ?

- সেলুলোজ

১৯) দুটি লৌহইস্পাত শিল্পের এর নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয়  

- ব্লাস্ট ফার্নেসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে

২০) গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ দাও

-  সাবান কাচা জল , তরকারির জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছৃষ্ট , অংশ

২১) রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো

-  রং , অ্যাসিড , তেল

 

২২) তরল বর্জ্যের একটি উদাহরণ দাও?

       - ফেনল, কীটনাশক মিশ্রিত জল 

   

২৩) মানব শরীরে দূষিত জল থেকে কোন রোগ সৃষ্টি হয়?   

     -  আমাশয়    

 

২৪) একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ দাও?

-  জীবাশ্ম জ্বালানি

 

২৫) কোন প্রকার বর্জ্য দ্রুত প্রকৃতিতে মিশে যায়?

    - গ্যাসীয় বর্জ্য

 

২৬)  গ্রামীণ শক্তির চাহিদা অনেকটা মেটায কিসের মাধ্যমে?

    - গোবর গ্যাস   

 

২৭) গ্যাসীয় বর্জ্য থেকে যে ধরনের রোগের সংক্রমণ হতে পারে, তার মধ্যে প্রধান রোগ  কোনটি?

-  ফুসফুসের রোগ    

 

২৮)  বায়ুদূষণ হয় কিসের থেকে?

       - গাড়ি কারখানা থেকে    

 

২৯)  গ্যাসীয় শিল্প বর্জ্যটির নাম কি?

      -  CFC      

 

৩০)  জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায়, তার নাম কি?

      - বায়োগ্যাস   

 

৩১)  বায়োগ্যাস -এর প্রধান উপাদান কোনটি?

-  মিথেন

 

 ৩২) হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ কোন ধরনের  বর্জ্য?

-  কঠিন বর্জ্য

 

৩৩)  'কঠিন বর্জ্য ব্যবস্থাপনা' আইন (Solid Waste Disposal) কত সালে শুরু হয় ?

      - ১৯৬৫ সালে     

 

৩৪) সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়?    

-  ল্যান্ডফিল  

 

৩৫)  ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসের নাম করো?

       -  আয়মনিয়া, মিথেন  

৩৬) কঠিন বর্জ্য থেকে কোন গ্যাস পাওয়া যায় ?

-  মিথেন

 

৩৭)  ভারতের গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য কোন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়?

      -  ম্যানিওর পিট তৈরি করা

 

৩৮)  পরিবেশে যাবতীয় বর্জ্যের মধ্যে সর্বাধিক পরিমাণে দেখা যায় কোন বর্জ্য?

-  গৃহস্থালির বর্জ্য     

 

৩৯) একটি বিষাক্ত বর্জ্যের নাম কর?    

      -  সিসা 

 

৪০)  বর্জ্য সিসা দূষণে কোন রোগ সৃষ্টি হয়? 

-  ডিসলেক্সিয়া  

 

৪১) কোন বর্জ্য পুনর্ব্যবহার সম্ভব নয়?

       -  ধাতব বর্জ্য     

 

৪২) কৃষিজ বর্জ্যের একটি উৎসের নাম করো।

     - হর্টিকালচার, পেস্টিসাইড ; কীটনাশক দ্রব্য

৪৩) DDT কী প্রকার বর্জ্যের উদাহরণ ?

-  কৃষিজ

৪৪)  ভাগিরথী-হুগলি নদীর দূষণের প্রধান কারণ কোন বর্জ্য?

      - শিল্পজাত বর্জ্য    

 

৪৫) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরন দাও?

     - ইনজেকশন সিরিঞ্জ, ক্যাথিটার

 

৪৬)  বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় কোন বর্জ্যের মাধ্যমে?

      -  চিকিৎসা সংক্রান্ত বর্জ্য    

 

৪৭) সর্বাধিক বিষাক্ত বর্জ্য কোথা থেকে উৎপন্ন হয?

-  তেজস্ক্রিয় বর্জ্য থেকে      

 

৪৮) তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কোনটি?

      -  পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

৪৯) দুটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও

-  রেডিয়াম -২২৬ এবং কার্বন -১৪

৫০) চিনি শিল্পে ব্যবহারের পর অবশিষ্ট আখের ছিবড়ে অন্যান্য  বর্জ্যকে বলে?

-ব্যাগাসে

 

বর্জ্য পদার্থ প্রথম পর্ব >>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রিলিমিনারির পরীক্ষার (PT) বিভিন্ন টপিকের উপর মকটেস্ট >>>> 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 বর্জ্য কাকে বলে। বর্জ্য পদার্থের শ্রেণিবিভাগ। তেজস্ক্রিয় বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনা। Waste Management। বর্জ্যের পুনর্নবীকরণ। কম্পোস্টিং। Composting। স্ক্রাবার। Scrubber। ভরাটকরণ। ল্যান্ডফিলিং। ফ্লাই অ্যাশ। স্বচ্ছ ভারত অভিযান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad