বর্জ্য পদার্থ তৃতীয় পর্ব
Set by- Manas Adhikary
বর্জ্য পদার্থ তৃতীয় পর্ব। Waste 3rd Part.
বর্জ্য কাকে বলে। বর্জ্য পদার্থের শ্রেণিবিভাগ। তেজস্ক্রিয় বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনা। Waste Management। বর্জ্যের পুনর্নবীকরণ। কম্পোস্টিং। Composting। স্ক্রাবার। Scrubber। ভরাটকরণ। ল্যান্ডফিলিং। ফ্লাই অ্যাশ। স্বচ্ছ ভারত অভিযান।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বর্জ্য পদার্থ তৃতীয় পর্ব। আজ এই পর্বে থাকছে বর্জ্য সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বর্জ্য পদার্থ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব। Waste short type Q & Ans 3rd Part.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
৫১) NPK - র পুরো নাম কী ?
- NPK- র পুরো নাম নাইট্রোজেন , ফসফেট , পটাশিয়াম ।
৫২) NPK কী হিসাবে কাজ করে ?
- এগুলি উদ্ভিদের পুষ্টিমৌল এবং উদ্ভিদের বৃদ্ধির সহায়ক উপাদান ।
৫৩) NPK –র অভাবে কি হয়?
-উদ্ভিদের পাতায় ক্লোরোসিস রোগ হয়, অর্থাৎ গাছের পাতা হলুদ হয়ে যায়
৫৪) বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কটি স্তর দেখা যায় ?
- ৩ টি
৫৫) বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি গুলি কি কি?
- বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস
৫৬) বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে কি বলে?
- পুনর্ব্যবহার
৫৭) ব্যবহারের অনুপযুক্ত বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করলে তাকে কি বলে?
- পুনর্নবীকরণ
৫৮) ক্ষতিকর বর্জ্য পদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে কি বলা হয়?
- লিচেট
৫৯) জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলা হয়?
or জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কি বলে?
- কম্পোস্টিং
৬০) কম্পোস্টিং পদ্ধতিতে কি নির্মিত হয়?
- জৈব সার বা বায়োফার্টিলাইজার
৬১) জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কী বলে ?
- জৈবসার বা বায়োফার্টিলাইজার ।
৬২) বর্জ্য ব্যবস্থাপনার কোন পদ্ধতির মাধ্যমে পুষ্টি মৌলের আবর্তনঘটে?
- কম্পোস্টিং এর মাধ্যমে
৬৩) ভার্মিকম্পোস্ট কি?
- কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতিকে ভার্মিকম্পোস্ট বলা হয়.
৬৪) কেঁচোর সাহায্যে মিশ্রসার তৈরির পদ্ধতিকে কি বলা হয?
- ভার্মি কম্পোস্টিং
৬৫) ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কে?
- কেঁচো
৬৬) ধোঁয়া-ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম কি?
- স্ক্রাবার
৬৭) শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে ?
- শুষ্ক স্ক্রাবার
৬৮) কলকারখানায় স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় কিসের জন্য?
- বায়ুদূষণ নিয়ন্ত্রণে
৬৯) তরল বর্জ্য শোধনের উপযুক্ত পদ্ধতি কোনটি?
- নিষ্কাশন
৭০) বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে কটি স্তরে ভাগ করা যায়?
- ৩ টি স্তরে
৭১) বর্জ্যপদার্থের ব্যবস্থাপনায় একটি আন্তর্জাতিক চুক্তির নাম করো।
- বাসেল
৭২) উত্তপ্ত সন্ধান প্রক্রিয়ার অপর নাম কি?
- যান্ত্রিক পদ্ধতি
৭৩) পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কি বলে?
- জমি ভরাটকরণ |(ল্যান্ডফিল )
৭৪) বর্জ্য ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উপায় কোনটি?
- ল্যান্ডফিল
৭৫) ভরাটকরণ প্রক্রিয়াটি কোন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত ?
- কঠিন
৭৬) ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে কত সময় লাগে?
- ৪-৬ মাস
৭৭) ভরাটকরণ করতে কোন বর্জ্যগুলি বেশি ব্যবহার করা হয?
- জৈব ভঙ্গুর বর্জ্য
৭৮) গৃহস্থালি বা শিল্পজাত বিষাক্ত বর্জ্যের নিয়ন্ত্রণের অধুনা কৌশল কোনটি?
- সবুজ রসায়ন
৭৯) উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম কি?
- ইনসিনেরেটর
৮০) কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কী বলে ?
- ফ্লাই অ্যাশ ।
৮১) ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন হয়?
- তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
৮২) ফ্লাই অ্যাশ কোথায় ব্যবহার করা হয?
- ইট তৈরিতে
৮৩) ইট ছাড়া ফ্লাই অ্যাশ আর কোন কাজে ব্যবহার করা হয়?
- রাস্তা তৈরিতে
৮৪) একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্যের নাম লিখুন?
- ফ্লাই অ্যাশ
৮৫) কিভাবে ফ্লাই অ্যাশ উৎপন্ন হয়?
- কয়লার দহনের ফলে
৮৬) তৈলশোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কী বলে ?
- পেট্রোকোক ।
৮৭) 'গঙ্গা অ্যাকশন প্ল্যান' পরিকল্পনাটি গৃহীত হয় কত সালে?
- ১৯৮৬ সালে
৮৮) 'নমামি গঙ্গে (Namami Gange) পরিকল্পনা কীসের সাথে যুক্ত?
- গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা
৮৯) স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় কত সালের ২রা অক্টোবর?
- ২০১৪ সালে
৯০) কোন দিনটিকে পরিবেশ দিবস হিসাবে মান্যতা দেওয়া হয়েছে?
- ৫ ই জুন
৯১) গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গৃহীত হয়েছে?
- ১৯৮৫ সালে
৯২) 'Clean City' পরিকল্পনাটি ভারতের কোন শহরে?
- কলকাতা শহরে
৯৩) SPM এর পুরো কথাটি লেখ।
- সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার
৯৪) ভারতের নীল শহর কাকে বলা হয়?
-যোধপুর
৯৫) 3R কি?
- পরিবেশে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যের পরিমান কমিয়ে ফেলার পদ্ধতিকে বলা হয় 3R (Reduce, Reuse এবং Renew)
৯৬) Reduce কি?
- বর্জ্যের পরিমান কমিয়ে ফেলাকে বলা হয় Reduce
৯৭) Reuse কি?
- বর্জ্যকে পুনরায়ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় Reuse
৯৮) Renew কি?
- বর্জ্যকে নতুন করে পুনরায় ব্যবহারযোগ্য করার পদ্ধতিকে বলা হয় Renew
৯৯) দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা—এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে?
- Refuse (Recycle, Reuse, Reduce, Refuse)
১০০) নারকেল ছোবড়া কোন প্রক্রিয়ায় বিশ্লিষ্ট হয়?
-জৈবিক প্রক্রিয়ায়
বর্জ্য পদার্থ চতুর্থ পর্ব >>>>
বর্জ্য পদার্থ দ্বিতীয় পর্ব>>>>
বর্জ্য পদার্থ প্রথম পর্ব >>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রিলিমিনারির পরীক্ষার (PT) বিভিন্ন টপিকের উপর মকটেস্ট
>>>>
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বর্জ্য কাকে বলে। বর্জ্য পদার্থের শ্রেণিবিভাগ। তেজস্ক্রিয় বর্জ্য। বর্জ্য ব্যবস্থাপনা। Waste Management। বর্জ্যের পুনর্নবীকরণ। কম্পোস্টিং। Composting। স্ক্রাবার। Scrubber। ভরাটকরণ। ল্যান্ডফিলিং। ফ্লাই অ্যাশ। স্বচ্ছ ভারত অভিযান।