Type Here to Get Search Results !

আলাউদ্দিন খলজি চতুর্থ পর্ব [Alauddin Khalji 4th Part]

 আলাউদ্দিন  খলজি  চতুর্থ পর্ব

set by- Manas Adhikary


আলাউদ্দিন  খলজি চতুর্থ পর্ব Alauddin Khalji 4th Part.

আলাউদ্দিন  খলজি|মালিক কাফুর|আমির খসরু। রানী পদ্মাবতী। আলাউদ্দিনের সংস্কারসমূহ| Alauddin Khilji। Sultan Alauddin| Alauddin Khilji And PadmavatiAbout Alauddin KhiljiAlauddin Khilji UPSC। King Khilji। Amir Khusro and Alauddin Khilji.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো আলাউদ্দিন  খলজি চতুর্থ পর্ব।   এর আগে এই টপিকের উপর  প্রথম পর্বে সংক্ষিপ্তরূপ এবং দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে মোট ১৫০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছিল। আজ এই পর্বে থাকছে আলাউদ্দিন খলজি সম্পর্কিত আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

আলাউদ্দিন  খলজি চতুর্থ পর্ব Alauddin Khalji 4th Part.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here



 

১৫১) কোন মধ্যযুগীয় শাসক 'পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম' শুরু করেছিলেন?

- আলাউদ্দিন খিলজি

১৫২) দিওয়ান--মুস্তাখরাজ কে প্রতিষ্ঠা করেন?

- আলাউদ্দিন খিলজি

১৫৩) দিওয়ান--মুস্তাখরাজ কার সাথে সম্পর্কিত ছিল?

- ভূমি রাজস্ব

১৫৪) দিওয়ান--মুস্তাখরাজ বিভাগ প্রতিষ্ঠিত হয় কেন?

- বকেয়া কর আদায়ের জন্য

১৫৫) 'দিওয়ান--আরজ' কোন বিভাগ এর সাথে সম্পর্কিত ছিল?

- প্রতিরক্ষা বিভাগ থেকে

১৫৬) আলাউদ্দিন খিলজির দিল্লিতে মদ নিষেধাজ্ঞার প্রধান কারণ কি ছিল...??

-রাজনৈতিক

১৫৭) নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে নগদ বেতনের পরিবর্তে ইকতা বরাদ্দ বন্ধ করেছিলেন?

- আলাউদ্দিন খিলজি

১৫৮) দিল্লি সালতানাতের কোন সুলতান 'বিরোধিতা আইনের কোড' প্রবর্তন করেছিলেন

- আলাউদ্দিন খিলজি

১৫৯) 'যখন তিনি রাজত্ব লাভ করেন, তখন তিনি শরীয়তের বিধি-বিধান থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন' কোন সুলতানের জন্য বারনী এই বক্তব্য দিয়েছিলেন?

- আলাউদ্দিন খলজী

১৬০) সেনাপতিদের সেনাপতি কাকে বলা হয়?

- আলাউদ্দিন খিলজি

১৬১) আলাউদ্দিন খিলজিকে সেনাপতিদের  সেনাপতি বলেছেন কে?

- কে এস লাল

১৬২) আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতিদের মধ্যে কে মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধে মারা যান?

- জাফর খান

১৬৩) নারী সঙ্গীতশিল্পী তূরমতি খাতুন কার দরবারে ছিলেন?

- আলাউদ্দিন খিলজি

১৬৪) আলাউদ্দিন খিলজির সময়ে 1 মন সমান ছিল কত সের??

- 28 (আঠাশ) সের

১৬৫) মুকাদ্দাম কোন ভাষার শব্দ

- আরবি

১৬৬) চৌধুরী শব্দটি কোন ভাষার

- হিন্দি

১৬৭) আলাউদ্দিন খিলজিকে কে মহান রাজনৈতিক অর্থনীতিবিদ বলেছেন?

- লেনপুল

১৬৮) বারানির মতে, কেন্দ্র খালসা ছাড়াও আলাউদ্দিন খিলজির সময়ে কয়টি প্রদেশ ছিল?

- 11

 ১৬৯) দিল্লি সালতানাতের প্রথম সুলতান কে "হাশম--মুরাত্তাব" তৈরি করেছিলেন?

- আলাউদ্দিন খিলজি

১৭০) আলাউদ্দিন খিলজির কৃষি ভূমি রাজস্ব নীতি সফল করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?

- শরফ কাইনি

১৭১) আলাউদ্দিন খিলজির বাজার ব্যবস্থাকে সফল করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?

- মালিক ইয়াকুব

১৭২) আলাউদ্দিন খিলজির বাজার ব্যবস্থায় কয়টি নিয়ম ছিল?

- 7

১৭৩) আলাউদ্দিন খিলজির বাজার ব্যবস্থায় মুসলিম ব্যবসায়ীদের কত শতাংশ কর দিতে হতো?

- 5%

১৭৪) আলাউদ্দিন খিলজির বাজার ব্যবস্থায় হিন্দু ব্যবসায়ীদের কত শতাংশ কর দিতে হতো?

-  10%

১৭৫) 'দৌলত-খানা--জৌলস'   দিল্লি সালতানাতের কোন শাসকের রাজ্যাভিষেক হয়েছিল?

- আলাউদ্দিন খিলজি

১৭৬) বলবনের লাল মহলে কোন কোন সুলতানের রাজ্যাভিষেক হয়েছিল?

- আলাউদ্দিন খিলজি মুহাম্মদ বিন তুঘলক

১৭৭) আলাউদ্দিন খলজির বিখ্যাত সেনাপতিদের মধ্যে কে মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধে মারা যান?

- জাফর খান (রনাথাম্ভর অভিজানে মারা জান নাসরাত খান)

 ১৭৮) আলাউদ্দিন খিলজি মুহম্মদ বিন তুঘলকের শাসনামলে ভূমি রাজস্বের হার কত ছিল?

- ½

 ১৭৯) দিল্লির কোন সুলতান ক্ষুদ্রতম কৃষক থেকে শুরু করে গ্রামীণ মধ্যস্বত্বভোগী সকলের উপর সমান হারে ভূমি কর আরোপ করেছিলেন?

- আলাউদ্দিন খিলজি

১৮০) বলবনের লাল মহলে কার রাজ্যাভিষেক হয়েছিল??

-  আলাউদ্দিন খিলজি মুহাম্মদ বিন তুঘলক

১৮১) আলাউদ্দিন খিলজির বিজয়কে ক্রমানুসারে সাজান?

- গুজরাট > চিত্তরমালওয়াদেবগিরি

১৮২) আলাউদ্দিন খিলজির ছোটবেলার নাম ছিল আলী 'গুরশাম্প' মুঘল আমলে কার ছেলের নাম গুরশাম্প ছিল?

- খসরু মির্জা

১৮৩) আলাউদ্দিন খিলজির সময়ে দিল্লিতে তৈরি রেশম কাপড়কে কী বলা হতো?

- খুজ্জে 

১৮৪) আলাউদ্দিন খিলজি গুজরাট অভিযান থেকে মালিক কাফুরকে পেয়েছিলেন।মালিক কাফুর গুজরাটের কোন স্থানের বাসিন্দা ছিলেন?

- কাম্বে

১৮৫) দক্ষিণের কোন শাসককে আলাউদ্দিন খিলজি "খিলাত" প্রদান করেছিলেন?

- তৃতীয় বীর বল্লাল

১৮৬) কোন সুলতানের আমলে লোকেরা রাজস্ব কেরানির সাথে মেয়েদের বিয়ে দিত না?

- আলাউদ্দিন খিলজি

১৮৭) আলাউদ্দিন খিলজির সেনাপতি জাফর খান কোন মঙ্গোল আক্রমণের সময় মারা যান?

- তৃতীয় মঙ্গোল আক্রমণের সময়

১৮৮) আলাউদ্দিন খিলজির কোন বিজয়ে আমির খসরু বলেছিলেন, 'আজ কাফেরের  দুর্গ ইসলামের আবাসস্থলে পরিণত হয়েছে'?

- রণথম্ভোর

১৮৯) আলাউদ্দিন খিলজির গুজরাট বিজয়ের পর কাকে গুজরাটের গভর্নর করা হয়?

- আলপ খান

১৯০) বিন্ধ্যাচল পর্বত অতিক্রমকারী প্রথম তুর্কি শাসক কে ছিলেন?

- আলাউদ্দিন খিলজি

১৯১) আলাউদ্দিন খিলজির সময়ের তৃতীয় বিদ্রোহের নেতৃত্বে ছিলেন উমর, কোথায় ছিলেন ইকতদার উমর?

- বাদাউন

১৯২) আলাউদ্দিন খিলজির আমলে প্রথম বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?

- 1299

১৯৩) গজনীর জামে মসজিদে কোন শাসকের নামে খুৎবা পাঠ করা হয়?

- আলাউদ্দিন খিলজি

১৯৩) কোন শাসক সর্বপ্রথম ভারতীয় মুসলমানদেরকে প্রশাসনে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করেন?

- আলাউদ্দিন খিলজি

১৯৪) কোন মঙ্গোল নেতা  আলাউদ্দিন খিলজিকে পরাজিত করেন?

- তারগী

১৯৫) আলাউদ্দিন খিলজি কোথায় নিজেকে শাসক ঘোষণা করেন?

- কারা  মানিকপুর

১৯৬) কে বলেছিলেন, ‘মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ইতিহাস শুরু হয় আলাউদ্দিন খিলজি দিয়ে’?

- মোঃ হাবিব  

১৯৭) "আলাউদ্দিন খিলজি ভারতকে সমৃদ্ধ করেছিলেন কিন্তু মুহাম্মদ তুঘলক তা ধ্বংস করেছিলেন।" - কোন ঐতিহাসিকের বক্তব্য এটি?

- আবদুল্লাহ মালিক ইসামী

১৯৮)  'একটি উট এক পয়সায়(ডাং) পাওয়া যায়, কিন্তু কার কাছে টাকা আছে' - বরানী কোন সুলতানের শাসনের অবস্থার কথা বলছেন?

- আলাউদ্দিন খিলজি

১৯৯) কার আমলে সুলতানি আমলের বিবরণ দিতে গিয়ে ঐতিহাসিকরা  বলেছেন যে, -'চৌধুরী, খুত, মুকাদ্দামরা ঘোড়ায় বসতে পারত না, সুন্দর পোশাকও পরতে পারত না'?

- আলাউদ্দিন খিলজি

২০০) 'আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর, তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ে এবং কুতুবুদ্দিন মুবারক খিলজির শাসনামলে দাম দ্রুত বৃদ্ধি পায়।' -  কে মুবারক খিলজির শাসনামলে দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন?

- শেখ মোবারক

২০১) আলাউদ্দিন খিলজির বাজার ব্যবস্থার মূল্যায়ন করে কেবলেছিলেন যে "দিল্লিতে এত শস্য সংগ্রহ করা হয়েছিল যে 1334 খ্রিস্টাব্দে সেখানে এসে ইবন বতুতা আলাউদ্দিনের সঙ্গীত ভাত খেয়েছিলেন"

- এস রায

২০২) আলাউদ্দিন খিলজির দরবারে আসা পারস্য প্রতিনিধিদলের কথা কে উল্লেখ করেছেন?

- ওয়াসাফ

২০৩) কোন শাসকের আমলে দেবগিরির নামকরণ করা হয় খুতবাবাদ?

- মোবারক শাহ খিলজি

২০৪) দিল্লি সালতানাতে দক্ষিণের কিছু অংশকে একীভূত করার উদ্যোগ কে প্রথম করেছিলেন?

- কুতুবুদ্দিন মোবারক শাহ খিলজি

২০৫) কোন শাসক দেবগিরিতে টাকশাল স্থাপন করেন?

- মোবারক শাহ খিলজি

 আলাউদ্দিন খলজি প্রথম পর্ব >>>>

আলাউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব >>>>

আলাউদ্দিন  খলজি তৃতীয় পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আলাউদ্দিন  খলজি|মালিক কাফুর|আমির খসরু। রানী পদ্মাবতী। আলাউদ্দিনের সংস্কারসমূহ| Alauddin Khilji। Sultan Alauddin| Alauddin Khilji And PadmavatiAbout Alauddin KhiljiAlauddin Khilji UPSC। King Khilji। Amir Khusro and Alauddin Khilji.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad