গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয় পর্ব
set by- Manas Adhikary
গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয় পর্ব ।Giyusuddin Tughlok 2nd Part.
গিয়াসউদ্দিন তুগলক|গিয়াসউদ্দিন তুঘলক| Giyusuddin Tughlok MCQ
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয় পর্ব। এর আগে এই টপিকের উপর প্রথম পর্বে সংক্ষিপ্তরূপ এবং 26 টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছিল। আজ এই পর্বে থাকছে গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কিত আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয় পর্ব MCQ ।Giyusuddin Tughlok 2nd Part MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
২৭) কে 'রসম-ই-মিয়ান' (মধ্যপথ) এবং 'তারিক-ই-এলদাল' (সুলতানের পথ) নামে রাজস্ব সংস্কারের একটি বাস্তব নীতি গ্রহণ করেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
২৮) দিল্লির কোন সুলতান প্রথম খাল খনন করেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
২৯) বরাঙ্গলকে গিয়াসউদ্দিন তুঘলক দিল্লি সালতানাতের সাথে যুক্ত করেছিলেন এবং বরাঙ্গলের নাম পরিবর্তন করে কি রাখেন?
- সুলতানপুর
৩০) সমগ্র মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে সর্বসম্মতিক্রমে সুলতান হয়েছিলেন কোন শাসক?
- গিয়াসউদ্দিন তুঘলক
৩১) তুঘলক আমলে কোন স্থানের নাম পরিবর্তন করে "সুলতানপুর" রাখা হয়েছিল?
- বরাঙ্গল
৩২) ‘গিয়াসউদ্দিন তুঘলকের সময়ে, ভিক্ষুকরাও ব্যবসায় নিয়োজিত ছিল’।– বক্তা কে?
- বারুনি
৩২) প্রথম কোন সুলতান সেচের জন্য খাল নির্মাণ করেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
৩৩) গিয়াসউদ্দিন তুঘলক কোন খিলজি সুলতানকে পরাজিত করেন এবং 1320 খ্রিস্টাব্দে তুঘলক রাজবংশ প্রতিষ্ঠা করেন?
- নাসিরুদ্দিন খসরু শাহ
৩৪) কাকে উদ্দেশ্য করে নিজামুদ্দিন আউলিয়া বলেছেন "হুনুজ, দিল্লী অনেক দূর" ?..
- গিয়াসউদ্দিন তুঘলক
৩৫) দিল্লির কোন সুলতান এই নিয়ম করেছিলেন যে – প্রতি বছরে স্থির ভূমি রাজস্ব হারের খুব সামান্য বৃদ্ধি হতে হবে, এই বৃদ্ধির হার হবে নির্দিষ্ট রাজস্বের 1/10ম বা 1/11ম অংশ?
- গিয়াসউদ্দিন তুঘলক
৩৬) দিল্লীর কোন সুলতান আলাই আমিরদের "খাজা তাশ" বা সহ-দাস
হিসাবে মেনে নিয়েছিলেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
৩৭) দিল্লির কোন সুলতান সঙ্গীত শিল্পের বিরোধী ছিলেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
৩৮) গিয়াসউদ্দিন তুঘলকের খাল খনন সম্পর্কে তথ্য কোন গ্রন্থ থেকে পাওয়া যায়?
- তারিখ ই ফিরোজশাহী
৩৯) গিয়াসউদ্দিন তুঘলক শাসক হওয়ার পর প্রথম কোন প্রাসাদে প্রবেশ করেন?
- হাজার সিতুন মহল
৪০) বারানির মতে, কোন শাসক জনগণের কল্যাণের জন্য উদ্বিগ্ন ছিলেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
৪১) ‘সুলতান প্রতিটি কাজে তার বুদ্ধিমত্তাকে প্রকাশ করতেন যেন তার মুকুটের নীচে বিশ্বের সমস্ত গুণাবলী বর্তমান’। - উপরোক্ত বক্তব্যের আমির খসরু কোন সুলতানের গুনাবলি উল্লেখ করেছেন?
- গিয়াসউদ্দিন তুঘলক
৪২) আবুল হাসান ইয়ামিন-উদ-দিন খুসরু ওরফে আমির খুসরু কবে জন্মগ্রহণ করেন?
- ১২৫৩ খ্রিস্টাব্দে
৪৩) আবুল হাসান ইয়ামিন-উদ-দিন খুসরু ওরফে আমির খুসরু কবে মৃত্যুবরণ করেন?
- ১৩২৫ খ্রিস্টাব্দে
৪৪) আমির খুসরু কত জন সুলতানের রাজত্বকালে ছিলেন?
- আট সুলতানের (বলবন, কায়কুবাদ, কায়ুমার্স, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি, মোবারক খিলজি, খুসরু শাহ, গিয়াসউদ্দিন তুঘলক)
৪৫) বারুনী কত জন সুলতানের রাজত্বকালে ছিলেন?
- ছয়জন সুলতানের শাসন দেখেছিলেন।
গিয়াসউদ্দিন তুঘলক প্রথম পর্ব>>>>
গিয়াসউদ্দিন তুগলক তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
গিয়াসউদ্দিন তুগলক|গিয়াসউদ্দিন তুঘলক| Giyusuddin Tughlok MCQ