Type Here to Get Search Results !

আলাউদ্দিন খলজি দ্বিতীয় পর্ব [ Alauddin khalji 2nd part MCQ]



 আলাউদ্দিন  খলজি  দ্বিতীয় পর্ব

set by- Manas Adhikary


আলাউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব Alauddin Khalji 1st Part.

আলাউদ্দিন  খলজি|মালিক কাফুর|আমির খসরু। রানী পদ্মাবতী। আলাউদ্দিনের সংস্কারসমূহ| Alauddin Khilji। Sultan Alauddin| Alauddin Khilji And PadmavatiAbout Alauddin KhiljiAlauddin Khilji UPSC। King Khilji। Amir Khusro and Alauddin Khilji.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো আলাউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব।   এর আগে এই টপিকের উপর সংক্ষিপ্তরূপ প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল। এই পর্বে থাকছে আলাউদ্দিন খলজি সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  আমি এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

আলাউদ্দিন  খলজি দ্বিতীয়  পর্ব Alauddin Khalji 2nd Part.



প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

) আলাউদ্দীন খলজী জালালউদ্দীন খলজীর সাথে কিভাবে সম্পর্কযুক্ত?

- জালালউদ্দীন খলজীর ভাইপাে জামাতা ছিলেন আলাউদ্দীন খলজী

) সিংহাসনে বসার আগে আলাউদ্দীন খলজী কোথাকর শাসক ছিলেন?

- অযােধ্যা প্রদেশের

) আলাউদ্দীন খলজী কিভাবে সিংহাসনে বসেন?

- খলজী বংশে প্রতিষ্ঠাতা জালাল উদ্দীন খলজীকে হত্যা করে (প্রসঙ্গত উল্লেখ্য যে আলাউদ্দীন খলজী মালব দেবগিরি লুণ্ঠন করলে, স্নেহান্ধ জালাল উদ্দীন ভাইপাে জামাতার এই সাফল্যের অভিনন্দন জানাতে এলে আলাউদ্দিন নিজ কাকা শ্বশুর জালালউদ্দীন খলজীকে হত্যা করে সিংহাসনে বসেন৷)

) আলাউদ্দীন খলজীর আসল নাম কী?

- আলি ঘুরশাম্প

) অযােধ্যার পূর্ব নাম কী ছিল?

- কারা-মানিকপুর (আলাউদ্দীন খলজী দিল্লীর সিংহাসনে বসার আগে এখানকার শাসনকর্তা ছিলেন)

) আলাউদ্দীন খলজী কিসের জন্য গুজরাট আক্রমন করেন?

- গুজরাট বন্দরের মাধ্যমে পশ্চিম এশিয়ার ভালাে জাতের যুদ্ধ ঘােড়া এদেশে আমদানী করা হত, যা সেনাদের জন্য খুবই দরকার ছিল (এছাড়াও গুজরাটের বন্দরগুলি হতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বর্হিবানিজ্য চলত আলাউদ্দীন এই বানিজ্যকে দিল্লী সুলতানির নিয়ন্ত্রনে আনতে চেয়েছিলেন)

) আলাউদ্দীন খলজী যখন গুজরাট আক্রমন করেন তখন গুজরাটের শাসনকর্তা কে ছিলেন?

-বাঘেলা বংশীয় রাজা করনদেব বা কর্নদেব

) কর্নদেব এর পত্নীর নাম কী?

- কমলাদেবী (পরে এই কমলাদেবীকে আলাউদ্দীন খলজী বিবাহ করেন)

) আলাউদ্দীন খলজী সর্বপ্রথম কোন রাজ্য দখল করেন?

- গুজরাট

১০) কর্নদেব এর কন্যার নাম কী?

- দেবলাদেবী

১১) কর্নদেবের যুদ্ধ বিশারদ ক্রীতদাসের নাম কী?

- মালিক কাফুর (পরে ইনি আলাউদ্দীন খলজী- বিশ্বস্ত সেনাপতি হন)

১২) আলাউদ্দীন খলজী তাঁর বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরকে কোথা থেকে পান?

- গুজরাট


 

১৩) মালিক কাফুর কোন লিঙ্গের ছিলেন

- হিজড়া বা কিন্নর

১৪) মালিক কাফুরের সাথে আলাউদ্দীন খলজীর কোন স্ত্রীর বিবাহ হয়েছিল?

- ঝটপল্লি

১৫) আলাউদ্দীন খলজী রণথম্বাের দূর্গ কাকে পরাজিত করে দখল করেন?

- চৌহান রাজা হাম্বীরদেবকে বা হামিরদেবকে

১৬) আলাউদ্দীন খলজীর কোন সেনাপতি রনথম্বাের দুর্গ দখল করতে গিয়ে নিহত হন?

- নসরৎ

১৭) কার রূপে মুগ্ধ হয়ে আলাউদ্দীন খলজী চিতাের দূর্গ আক্রমন করেন?

- চিতােরের রানী পদ্মিনী

১৮) রানী পদ্মিনীর স্বামীর নাম কী?

- মেবারের রানা রতন সিংহ

১৯) রানী পদ্মিনীর পরিনতি সম্পর্কে লেখ।

- মেবারের রানা রতন সিং সহ বিভিন্ন রাজপতু বীরগন যুদ্ধক্ষেত্রে প্রান দিলে, অসংখ্য সহচরীসহ রানী পদ্মিনী জহরব্রত (অর্থাৎ জ্বলন্ত চিতায় প্রান বিসর্জন দেওয়া) পালন করে প্রান বিসর্জন দেন।

২০) আলাউদ্দীন খলজী দক্ষিন ভারত বিজয়ের সময় তার প্রধান সেনাপতি কে ছিলেন?

- মালিক কাফুর

২১) আলাউদ্দীন খলজীর সেনাপতি যখন দেবগিরি আক্রমন করেন তখন দেবগিরির রাজা কে ছিলেন?

- যাদবরাজ রামচন্দ্র (পরবর্তীকালে এই রামচন্দ্রদেব দক্ষিনাত্য অভিযানে আলাউদ্দিনকে সাহায্য করেছিলেন)

২২) মালিক কাফুর কোন কাকতীয়রাজকে পরাজিত করেন?

- প্রতাপরুদ্রদেবকে

২৩) মালিক কাফুর দোরসমুদ্রের কোন নরপতিকে পরাজিত করেন?

- হােয়সালরাজ তৃতীয় বীরবল্লালকে

২৪) আলাউদ্দীন খলজী যেসব বিদ্রোগুলি দমন করেন তাদের নাম কর?

- নব-মুসলমান বিদ্রোহ, ভাইপাে আকাত খাঁর বিদ্রোহ, ভাগ্নে উমর মঙ্গু খাঁর বিদ্রোহ, ওমরাহ হাজী বিদ্রোহ

২৫) আলাউদ্দীন খলজী কাকে অন্ধ করে দেন?

 - জালাল উদ্দীন খলজীর পুত্র রুকন উদ্দীনকে

২৬) দিল্লীর কোন সুলতান রাজ্যে সুরাপান একদম বন্ধ করে দেন?

- আলাউদ্দীন খলজী (পরে অবশ্য এই ব্যবস্থার কিছুটা পরিবতড়ন* করে ওমরাহদের নিজেদের বাড়িতে সুরাপনের অনুমতি দেওয়া হয়)

২৭) আলাউদ্দীন খলজী কর্তৃক নিযুক্ত গুপ্তচর সংস্থাগুলির নাম কী?

- মুনহী বারিদ (বারিদ সুলতানী আমলে গুপ্তচরদেরকে বলা হত)

২৮) কোন দোকানদার ওজন কম দিলে তার প্রতি কী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আলাউদ্দীন খলজী?

- ওজনে কম দিলে দোকানদারের শরীর থেকে সমপরিমান মাংস কেটে নেওয়া হত

২৯) বাজার দর কে নিয়ন্ত্রন করেন?

- আলাউদ্দীন খলজী

৩০) বাজারদর নিয়ন্ত্রন করার জন্য আলাউদ্দীন খলজী কোন দুটি রাজকর্মচারী পদের সৃষ্টি করেন?

- দেওয়ান--রিয়াসাৎ শাহনা--মন্ডী

৩১) রেশন ব্যবস্থা প্রথম কে প্রচলন করেন?

- আলাউদ্দীন খলজী

৩২) আলাউদ্দীন খলজীর সময় যারা সারাদেশে খাদ্য সরবরাহ করত তাদের কী বলা হত?

-ক্যারাভ্যান বা কারওয়ানিয়ান

৩৩) কে রাজ্যশাসনের ব্যাপারে শরিয়তকে কোন গুরুত্ব দিতেন না?

- আলাউদ্দীন খলজী ( তিনি মনে করতেন রাজ্য শাসনের ব্যাপারে শরিয়তের নির্দেশ অপেক্ষা ঐহিক নীতিই অধিকতরপ্রযােজ্য এই প্রসঙ্গে তিনি কাজী মুঘিমুদ্দিনকে বলেন, “ কোনও ব্যবস্থা আইনসম্মত কিংবা বে-আইনী (অর্থাৎ শরিয়তের বিধিসম্মত কিনা) তা জানি না, রাষ্ট্রের যা কিছু মঙ্গলকর অথবা জরুরী অবস্থার পক্ষে যা উপযােগী মনে করি, তেমনই নির্দেশ আমি দিয়ে থাকি)

৩৪) আলাউদ্দীন খলজী সেনাদের জায়গীর দান বন্ধ করে নগদ বেতন চালু করেন এই নগদ বেতনের পরিমান কত ছিল?

- ২৩৪ টাকা

৩৫) আলাউদ্দীন খলজী দিল্লীর কাছে একটি নতুন নগর স্থাপন করেন এর নাম কী?

- সিরি

৩৬) দিল্লীর বিখ্যাত আলাই দরওয়াজা (কুতুব মিনারের প্রবেশদ্বার) কে নির্মান করেন?

-আলাউদ্দীন খলজী

৩৭) আলাই দুর্গের নির্মাতা কে?

- আলাউদ্দীন খলজী

৩৮) আলাউদ্দীন খলজীর সভাকবির নাম কী?

- আমীর খসরু

৩৯) আলাউদ্দীন খলজী কোন ঐতিহাসিকের পৃষ্টপােষক ছিলেন?

- জিয়াউদ্দীন বরনী

৪০) আলাউদ্দীন খলজী কোন মুসলিম সাধুকে বিশেষ শ্রদ্ধা করতেন?

- নিজামউদ্দীন আউলিয়া (প্রসঙ্গত উল্লেখ্য যে, নিজাম উদ্দীন আউলিয়ার সাথে বিরূপ সম্পর্ক ছিল গিয়াস উদ্দীন তুঘলকের) ৪১) আলাউদ্দীন খলজী প্রথম কবে দেবগিরি আক্রমন করেন?

- ১২৯৪ সালে

৪২) আলাউদ্দীন খলজী গাজী মালিককে কোথাকার গভর্নর নিযুক্ত করেন?

- দেপালপুর

৪৩) দিল্লীর কোন শাসক ইকতা প্রথার বিলােপ ঘটান?

- আলাউদ্দীন খলজী (প্রসঙ্গত ইকতা প্রথার প্রচলন করেন ইলতুতমিশ)

৪৪) কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার (সিকান্দার--সানি) বলে অভিহিত করেন?

-আলাউদ্দিন খলজী

৪৫) আলাউদ্দীন খলজী যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহন করেছিলেন তা আমরা কোথা থেকে জানতে পারি?

- তাঁর মুদ্রা থেকে

৪৬) জামাইতখানা মসজিদ কে নির্মান করেন?

- আলাউদ্দীন খলজী

৪৭) “ভারত আরব নয়, একে দারুল ইসলামে রূপান্তর করা সম্ভব নয়”- উক্তিটি কার?

-আলাউদ্দীন খলজী


৪৯) গাজী মালিক কি নামে পরবর্তিতে পরিচিতি লাভ করেন?

- গিয়াস উদ্দীন তুঘলক (পরবর্তী তুঘলক বংশের প্রতিষ্ঠাতা)

৫০) দিল্লীর কোন শাসক সর্বপ্রথম জমি জরিপের কাজ শুরু করেন?

- আলাউদ্দীন খলজী

৫১) দাগ হুলিয়া প্রথা প্রথম কে চালু করেন?

- আলাউদ্দীন খলজী

৫২) দাগ কী?

- অশ্ব চিহ্নিতকরন

৫৩) হুলিয়া বা চেহরা কী?

- সৈন্য চিহ্নিতকরন

৫৪) দিওয়ান--ওয়াকফ পদটি কে সৃষ্টি করেন?

- জালাল উদ্দীন খলজী

৫৫) দেওয়ান--খালসা বিভাগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

- আলাউদ্দীন খলজী

৫৬) আলাউদ্দীন খলজী সৃষ্ট পদ দেওয়ান--মুস্তাখরাজ এর কাজ কি ছিল?

- বাজার দর নিয়ন্ত্রন করা

৫৭) কোন সুলতান সিকান্দার--সানি (দ্বিতীয় আলেকজান্ডার) উপাধি গ্রহন করেন?

- আলাউদ্দীন খলজী

৫৮) সবথেকে বেশীবার মঙ্গোল আক্রমন হয় কার আমলে?

- আলাউদ্দীন খলজী

৫৯) ‘রাজার কোন আত্মীয় নেই’- উক্তিটি কার?

- আলাউদ্দীন খলজী

৬০) প্রথম কোন মুসলিম শাসক দাক্ষিনাত্য জয় করেন?

- আলাউদ্দীন খলজী

৬১) প্রথম কোন মুসলিম সেনাপতি দাক্ষিনাত্য জয় করেন?

- মালিক কাফুর

৬২) দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্বজয় করতে চেয়েছিলেন?

- আলাউদ্দীন খলজী

৬৩) আলাউদ্দীন খলজীকে কে পৃথিবীর মালিক বলেছেন?

- আমীর খসরু

৬৪) আমীর খসরু কার শিষ্য ছিলেন?

- নিজাম আউলিয়া

৬৫) আমীর খসরু কোন লােকভাষার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা নেন?

- মৈথিলি

৬৬) আমীর খসরু মােট কতজন সুলতানের রাজসভা অলঙ্কৃত করেন?

 - আট জন (গিয়াসউদ্দীন বলবন থেকে গিয়াসউদ্দীন তুঘলক মতান্তরে জন)

৬৭) মধ্যযুগের রবীন্দ্রনাথ কাকে বলা হয়?

- আমীর খসরু

৬৮) কাকে হিন্দুস্থানের তােতাপখি (বুলবুল--হিন্দ) বলা হয়?

- আমীর খসরু

৬৯) তুঘলক নামা গ্রন্থের রচয়িতার নাম কী?

- আমির খসরু

৭০) সিতারের জনক কাকে বলা হয়?

- আমির খসরু

৭১) ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতেখেয়াল’ এর উদ্ভাবক কে?

- আমীর খসরু

৭২) ‘তারিখ--আলা’ -এর রচয়িতা কে?

- আমীর খসরু

৭৩) খাজাইল ফুতু এর রচয়িতা কে?

- আমীর খসরু

৭৪) মসনবী গ্রন্থের রচয়িতা কে?

- আমীর খসরু

৭৫) আশিকী গ্রন্থের রচয়িতা কে?

- আমীর খসরু এর প্রসঙ্গ ছিল দেবদেবী খিজির খাঁ এর প্রেম কাহিনী ( এই খিজির খাঁ ছিলেন আলাউদ্দীন খলজীর পুত্র এর সাথে সৈয়দ বংশের নরপতি খিজির খাঁ এর কোন যােগসুত্র নেই)

৭৬) কার রাজত্ব ব্যবস্থা সম্পর্কে আমীর খসরু বলেছেন রাজমুকুটের প্রতিটা মুক্তা দরিদ্র কৃষকের অপুর্ন চক্ষু থেকে ক্ষরিত রক্ত বিন্দু মাত্র

- আলাউদ্দীন খলজী

৭৭) কে প্রথম উর্দুকে কবিতার ভাষা হিসাবে ব্যবহার করেন?

- আমির খসরু

৭৮) অসিবান গ্রন্থ কে রচনা করেন?

- আমীর খসরু

৭৯) আমীর খসরু কোন দুর্গকে হিন্দুদের স্বর্গ বলেন?

- চিতাের

৮০) আমীর খসরু সংস্কৃত ভাষায় একজন পন্ডিত ছিলেন এটি তাঁর কোন গ্রন্থ থেকে জানা যায়?

- নূর-সিপ্যহর

৮১) আমীর খসরু কোন কোন অভিযানে আলাউদ্দীন খলজীর সাথে যান?

- রনথম্বাের চিতাের

৮২) মীর হাসান কার রাজসভায় ছিলেন?

- আলাউদ্দিন খলজী

৮৩) দিল্লীর কোন সুলতান ন্যায়ভবন গড়ে তােলেন?

- আলাউদ্দীন খলজী

৮৪) শাহানা--মান্ডি পদে আলাউদ্দিন খলজী কাকে প্রথম নিযুক্ত করেন?

- মালিক কাবুল

৮৫) কোন সুলতানবিশ্ব’ নামক একধরনের পরিমাপ পদ্ধতি প্রচলন করেন?

- আলাউদ্দীন খলজী

৮৬) শাসিতের সদিচ্ছার উপর শাসকের অস্তিত্ব নির্ভরশীল- এটি কে প্রথম বলেন?

- জালাল উদ্দীন খলজী

৮৭) আলাউদ্দীন খলজী মারওয়ারের কোন রাজাকে পরাস্ত করেন?

- শীতলদেব

৮৮) কোন সুলতান মনে করতেন রাজাই হলেন রাষ্ট্রের সকল শক্তির উৎস?

- আলাউদ্দীন খলজী

৮৯) দিল্লীর কোন সুলতানকে সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?

- আলাউদ্দীন খলজী

৯০) দিল্লীর কোন সুলতান নিজেকে ঈশ্বরের সহকারী বলেছেন?

- আলাউদ্দীন খলজী ( প্রসঙ্গত উল্লেখ্য যে, ঈশ্বরের প্রতিনিধি বা নায়েব--খুদাই বলেছেন নিজেকে গিয়াস উদ্দীন বলবন)

৯১) দিল্লীর কোন শাসক শারীরিক পরীক্ষার মাধ্যমে অশ্বারােহী বাহিনীর সেনা নিয়ােগ করতেন?

-আলাউদ্দীন খলজী

৯২) খিজিরাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন?

- আলাউদ্দীন খলজী

৯৩) দিল্লীর সুলতানদের মধ্যে কে প্রথম স্থায়ী সেনাদল গঠন করেন?

- আলাউদ্দীন খলজী

৯৪) ‘আমিই রাষ্ট্র’- কথাটি কে বলেন?

- আলাউদ্দীন খলজী

৯৫) কোন সুলতান ৩০ হাজার নবমুসলমানকে হত্যা করেন?

- আলাউদ্দীন খলজী

৯৬) ‘ইয়াসিন-উল-খিলাফত-নাসিরী-আমির-উলমুমিন’- কার উপাধি?

- কুতুব উদ্দীন মােবারক খলজী

৯৭) দিল্লীর কোন সুলতান সৈন্যবাহিনীতে এক আসপা দো আসপা চালু করেন?

- আলাউদ্দীন খলজী

৯৮) খাজা--ফুতুহ থেকে কোন বিষয় জানা যায়?

- আলাউদ্দীন খলজী সম্পর্কে এবং তাঁর দক্ষিন ভারত অভিযানগুলি সম্পর্কে

৯৯) কোন সুলতান মঙ্গোল আক্রমন সবথেকে বেশীবার সফলভাবে প্রতিরােধ করেন?

-আলাউদ্দীন খলজী

১০০) হাজারি দিনারি কাকে বলা হত?

- মালিক কাফুরকে

১০১) দিল্লীর কোন সুলতান আলাই দরওয়াজকে কুতুবমিনারের সাথে যুক্ত করেন?

- আলাউদ্দীন খলজী

১০২) দিল্লীর সুলতানদের মধ্যে কে সর্বপ্রথম দাক্ষিনাত্য অভিযান করেন?

- আলাউদ্দীন খলজী

১০৩) নব-মুসলমানদের নেতার নাম কী?

- হলাগু

১০৪) আলাউদ্দীন খলজী চিতাের দখল করে তার নাম কী রাখেন?

- খিজিরাবাদ (তাঁর পুত্রের নামানুসারে)

১০৫) হৌজখাস নামক সৌধটি কে নির্মান করেন?

- আলাউদ্দীন খলজী

১০৬) ইয়াসিন-উল-খিলাফত উপাধি কে ধারন করেন?

- আলাউদ্দীন খলজী

১০৭) দিল্লীর কোন সুলতান রামশ্বরের মন্দির ধ্বংস করেন?

- আলাউদ্দীন খলজী

১০৮) দিল্লীর কোন সুলতান উৎপাদনের অর্ধেক ভুমি রাজস্ব হিসাবে ধার্য করেন?

- আলাউদ্দীন খলজী

১০৯) দিল্লীর কোন সুলতান উলেমাদের বিশেষ অধিকার হরন করেন?

- আলাউদ্দীন খলজী

১১০) দিল্লীর কোন সুলতানের আমলে খালিসা জমি বৃদ্ধি পায়?

-আলাউদ্দীন খলজী

১১১) দিল্লীর কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয়?

- আলাউদ্দীন খলজী

১১২) ‘সুলতানে অস্তিত্ব না থাকলে মানুষে মানুষে ভক্ষ-ভক্ষককের সম্পর্কের সম্পর্ক হবে’- এই নীতিবাক্য খােদিত মুদ্রা কে প্রচলন করেন?

- আলাউদ্দীন খলজী

১১৩) কোন সুলতান নিরক্ষর ছিলেন?

- আলাউদ্দীন খলজী

১১৪) আলাউদ্দীন খলজী কোন বিখ্যাত ঐতিহাসিকের পৃষ্ঠপােষকতা করেন নি?

- হাসান নিজামি

১১৫) আলাউদ্দিন খলজীর বাজারদর নিয়ন্ত্রন সম্পর্কে কোন গ্রন্থ থেকে জানা যায়?

- নাসিরুদ্দিন চিরাগের লেখা খােইরুল মজলিস থেকে

 ১১৬) আলাউদ্দিন খলজীকে কে হত্যা করেন?

- মালিক কাফুর

১১৭) মালিক কাফুরকে কে হত্যা করেন?

- মােবারক খলজী

১১৮) কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘােষনা করেন?

- মুবারক শাহ খলজী

১১৯) সিয়ার-উল-মুতাক্ষরীন এর রচয়িতা কে?

- গোলাম হোসেন তবাৎবাই

১২০) খলজী বংশের শেষ সুলতান কে ছিলেন?

- আলাউদ্দীন মােবারক খলজী (আলাউদ্দীন খলজীর পুত্র একে হত্যা করেন নাসিরুদ্দিন খসরু শাহ)

১২১) খলজী তুঘলক বংশের মাঝখানে কোন ধর্মান্তরিত হিন্দু দিল্লীতে রাজত্ব করেন?

-নাসিরুদ্দিন খসরু শাহ ( ইনি খলজী বংশের শেষ সম্রাট কুতুব উদ্দীন মােবারক খলজীকে হত্যা করে সিংহাসনে বসেন)

১২২) খলজী বংশের ধুংসকর্তা নামে কে পরিচিত?

- খসরু শাহ

 

 আলাউদ্দিন খলজি প্রথম পর্ব >>>>

আলাউদ্দিন  খলজি তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad