Type Here to Get Search Results !

আলাউদ্দিন খলজি তৃতীয় পর্ব [Alauddin khalji 3rd part MCQ]

 



 আলাউদ্দিন  খলজি  তৃতীয় পর্ব

set by- Manas Adhikary


আলাউদ্দিন  খলজি তৃতীয় পর্ব Alauddin Khalji 3rd Part.

আলাউদ্দিন  খলজি|মালিক কাফুর|আমির খসরু। রানী পদ্মাবতী। আলাউদ্দিনের সংস্কারসমূহ| Alauddin Khilji। Sultan Alauddin| Alauddin Khilji And PadmavatiAbout Alauddin KhiljiAlauddin Khilji UPSC। King Khilji। Amir Khusro and Alauddin Khilji.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো আলাউদ্দিন  খলজি তৃতীয় পর্ব।   এর আগে এই টপিকের উপর  প্রথম পর্বে সংক্ষিপ্তরূপ এবং দ্বিতীয় পর্বে ১২২ টি আলোচনা করা হয়েছিল। এই পর্বে থাকছে আলাউদ্দিন খলজি সম্পর্কিত আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে  আমি এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে  আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

আলাউদ্দিন  খলজি তৃতীয়  পর্ব Alauddin Khalji 3rd Part.


প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া  গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here



১২৩) দিল্লির প্রথম সুলতান কে ছিলেন যিনি দক্ষিণ ভারত জয়ের চেষ্টা করেছিলেন?

- আলাউদ্দিন খলজী

১২৪) দক্ষিণ ভারতের একমাত্র কোন রাজ্য আলাউদ্দিন খিলজির  সর্বভৌমিকতা স্বীকার করেননি?

-পাণ্ডুয়া

১২৫) কোন সুলতান সৈন্যদের ভূমি অনুদানের পরিবর্তে  নগদ বেতন দেওয়ার প্রথা চালু করেন?

- আলাউদ্দিন খলজী

১২৬) দিল্লি সালতানাতের কোন সুলতান প্রথম পতিতাবৃত্তি নিষিদ্ধ করেন?

- আলাউদ্দিন খিলজি

১২৭) কোনটি  জয় করার পর আলাউদ্দিন খলজি তার পুত্র খিজির খানকে তার উত্তরাধিকারী ঘোষণা করেন?

- চিতোর বিজয়

১২৮) আলাউদ্দিন খিলজি কোন অভিযানে একজন মহিলার নেতৃত্বে সেনাবাহিনী পাঠান?

- জালোর

১২৯) ফেরিস্তার মতে, জালোরে আলাউদ্দিন খিলজির দ্বিতীয় আক্রমণ কত সালে হয়েছিল?

- 1308

১৩০) আলাউদ্দিন খিলজির রণথম্ভোর অভিযানের নেতৃত্ব দেন কে?

- নসরত খান, উলুগ খান

১৩১) দিল্লি সালতানাতের "সমুদ্র গুপ্ত" হিসেবে কাকে বিবেচনা করা হয়?

- আলাউদ্দিন খিলজি

১৩২) আলাউদ্দিন খিলজি কবে আওধের কর্তৃত্ব লাভ করেন?

- 1292

১৩৩) আলাউদ্দিন খলজীর সময়ে মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারত অভিযান (১৩০৭ খ্রিঃ-১৩১২ খ্রিঃ) সম্পাদিত হয়। এই অভিযানে আলাউদ্দিন খলজীর পরাজিত রাজ্যের ক্রম উল্লেখ কর

-  দেবগিরি, ওয়ারাঙ্গল, হোয়সালা, মাদুরাই

১৩৪) দক্ষিণী অভিযানের সময় মালিক কাফুরকে বিশ্ব বিখ্যাত কোহিনুর হীরা কে উপহার দিয়েছিলেন, যেটিকে মালিক কাফুর পরবর্তীকালে সুলতান আলাউদ্দিন খলজিকে উপহার দিয়েছিলেন?

- প্রতাপ রুদ্রদেব

১৩৫) আলাউদ্দিন খলজির নিম্নলিখিত সেনাপ্রধানদের মধ্যে কে তুঘলক রাজবংশের প্রথম সুলতান হন?

-  গাজী মালিক

১৩৬) আলাউদ্দিন খলজি কার পরামর্শে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বিশ্বজয়ের পরিকল্পনা পরিত্যাগ করেছিলেন?

- আলাউল মুলক

১৩৭) দিল্লিতে সিরি ফোর্ট, হাজার সাতুন রাজমহল (হাজার স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ) নির্মাণের কৃতিত্ব কাকে দেওয়া হয়?

- আলাউদ্দিন খলজী

১৩৮) কোন সুলতান একটি নতুন ধর্ম চালু করতে চেয়েছিলেন কিন্তু উলেমাদের এর বিরোধিতা করেছিলেন?

- আলাউদ্দিন খলজী

১৩৯) আলাউদ্দিন খলজি কোথাকার শাসককে  তিনি তার রাজধানী দিল্লীতে মাস রেখেছিলেন, এবং তাকে 'রায় রায়ান' (রাজাদের রাজা) উপাধি দিয়েছিলেন এবং গুজরাটের নবসারি জেলাকে তাঁর রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন?

- রামচন্দ্র, দেবগিরির অধিপতি

১৪০) কোন সুলতান একটি নতুন মন্ত্রণালয় 'দিওয়ান--রিয়াসত' (বাণিজ্য মন্ত্রণালয়) প্রতিষ্ঠা করেন?

-  আলাউদ্দিন খলজী

 ১৪১) কোন সুলতান 'ফোর অর্ডিন্যান্স' (গোয়েন্দা ব্যবস্থা গঠন বাজেয়াপ্ত, দিল্লিতে মদ নিষিদ্ধ, ধনীদের বৈঠকে নিষেধাজ্ঞা) জারি করেছিলেন?

- আলাউদ্দিন খলজী

১৪৩) আলাউদ্দিন খিলজি রণথম্ভোর আক্রমণ করেছিলেন কারণ কি ছিল?

- রণথম্ভোরের শাসক বিদ্রোহীদের আশ্রয় দিয়েছিলেন

১৪৪) আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল?

- শক্তিশালী সেনাবাহিনীরক্ষনাবেক্ষন করা 

১৪৫) নিচের কোন বিভাগটি আলাউদ্দিন খিলজির বিপণন নিয়ন্ত্রণ ব্যবসার নিয়ন্ত্রণে ছিল?

- দিওয়ান রিয়াসাত

১৪৬) খামস নামক কর রাজ্যের / ভাগ (20%) ছিল, কিন্তু কোন সুলতান 4/5 ভাগ (80%) খামস কর  সংগ্রহ করেছিলেন?

- আলাউদ্দিন খিলজি মুহাম্মদ বিন তুঘলক

১৪৭) আমীর খসরুর কোন রচনায় দাবা খেলার বর্ণনা আছে, যেখানে আলাউদ্দিন খলজিকে বিশ্বের সুলতান বলা হয়েছে?

- খাজাইন-উল-ফুতুহ

১৪৮) কোন সুলতান রাষ্ট্রীয় সম্পর্কে উলেমাদের হস্তক্ষেপের বিরোধিতা করেন?

- আলাউদ্দিন খলজী

১৪৯) আলাউদ্দিন খিলজির আক্রমণের সময় দেবগিরির শাসক কে ছিলেন?

- রামচন্দ্র দেব

১৫০) দিল্লি সালতানাতের প্রথম কোন  সুলতান  একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন?

- আলাউদ্দিন খলজী

 আলাউদ্দিন খলজি প্রথম পর্ব >>>>

আলাউদ্দিন  খলজি দ্বিতীয় পর্ব >>>>

আলাউদ্দিন  খলজি চতুর্থ পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

আলাউদ্দিন  খলজি|মালিক কাফুর|আমির খসরু। রানী পদ্মাবতী। আলাউদ্দিনের সংস্কারসমূহ| Alauddin Khilji। Sultan Alauddin| Alauddin Khilji And PadmavatiAbout Alauddin KhiljiAlauddin Khilji UPSC। King Khilji। Amir Khusro and Alauddin Khilji.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad