বাস্তুতন্ত্র চতুর্থ পর্ব
Set By- Manas Adhikary
বাস্তুতন্ত্র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ পর্ব ।Ecosystems MCQ 4th Part.
বাস্তুতন্ত্র। উৎপাদক। খাদক। খাদ্যশৃঙ্খল। Ecosystems। Ecosystem Meaning। Ecology Meaning। Ecosphere। Types of Ecosystem। Forest Ecosystem। Biomass Pyramid। Ammonifying Bacteria। Nitrification। Nitrifying.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বাস্তুতন্ত্র চতুর্থ পর্ব। বাস্তুতন্ত্র সম্পর্কিত এর আগে তিনটি পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা ও ৫০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই পর্বে থাকছে বাস্তুতন্ত্র সম্পর্কিত অবশিষ্ট অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাস্তুতন্ত্র সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর চতুর্থ পর্ব। Ecosystems MCQ 4th Part.
৫১) বাস্তুতন্ত্রের উপাদান কটি?
- দুটি (জড় উপাদান ও সজীব উপাদান)
৫২) উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন সারির খাদকের মধ্যে যে সুনির্দিষ্ট সম্পর্কে শক্তি তথা খাদ্য প্রবাহিত হয় তাকে কী বলা হয়?
- খাদ্য শৃঙ্খল
৫৩) প্রকৃতিতে কতধরনের খাদ্যশৃঙ্খল দেখা যায়?
- তিনধরনের
৫৪) কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক আন্ত সম্পর্কযুক্ত শৃঙ্খলাকে কী বলা হয়?
- খাদ্যজাল
৫৫) একটি পুকুরের খাদ্যশৃঙ্খলের উদাহরন দাও।
ফাইটোপ্ল্যাঙ্কটন(উৎপাদক) - জুপ্ল্যাঙ্কটন (প্রাথমিক খাদক) - ছোটমাছ (গৌণ খাদক) - বড় মাছ (প্রগৌন খাদক)
৫৬) একটি চারনভূমির খাদ্যশৃঙ্খল উল্লেখ করো
অথবা একটি গ্রেজিং খাদ্যশৃঙ্খলের উদাহরন দাও।
সবুজ উদ্ভিদ/ঘাস/লতাপাতা(উৎপাদক) - হরিন (প্রাথমিক খাদক) - বাঘ (গৌণ খাদক)
৫৭) একটি বনের খাদ্যশৃঙ্খল উল্লেখ করো।
সবুজ উদ্ভিদ বা ঘাস(উৎপাদক) - খরগোস (প্রাথমিক খাদক) - শৃগাল (গৌণ খাদক
৫৮) স্থলভূমির খাদ্যশৃঙ্খল উল্লেখ করো।
সবুজ উদ্ভিদ/ঘাস(উৎপাদক) - ঘাসফড়িং (প্রাথমিক খাদক) - ব্যাঙ (গৌণ খাদক) - সাপ (প্রগৌন খাদক) - ময়ূর বা বাজ পাখী (সর্বোচ্চ খাদক)
৫৯) একটি আবর্জনাভুক প্রানীর নাম করো।
- শকুন
৬০) যেসব প্রানী তৃণভোজীদেরকে খাদ্য হিসাবে গ্রহন করে তারা কোন স্তরের খাদক?
- দ্বিতীয় স্তরের
৬১) গৌণ খাদকেরা কোন প্রানীদেরকে খাদ্য হিসাবে গ্রহন করে?
- তৃণভোজী
৬২) খাদ্যের জন্য প্রানীরা কিসের উপর নির্ভরশীল?
- স্বভোজী উদ্ভিদদের উপর
৬৩) খাদ্যশৃঙ্খলে খাদকের সংখ্যার সীমাবদ্ধতা উল্লেখ করো৷
- ৩-৫ এর মধ্যে
৬৪) কোন খাদ্যশৃঙ্খলে উৎপাদক থাকে না?
- মৃতজীবী ও পরজীবী খাদ্যশৃঙ্খলে
৬৫) বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের শীর্ষে থাকে কে?
- সর্বোচ্চ খাদক বা চূড়ান্ত খাদক
৬৬) গাছপালা ও প্রানীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলিকে কী বলা হয়?
- সিমবায়োসিস
৬৭) একটি বাস্তুতন্ত্রে যদি উৎপাদকের সংখ্যা খাদকের সংখ্যা অপেক্ষা কম হয় তা হলে কি ঘটবে?
- আন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা দেবে ফলে বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বজায় থাকবে না।
৬৮) বাস্তুতন্ত্রে শক্তির উৎস কী?
- সূর্য
৬৯) বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী না উভমুখী?
- একমুখী হয়
৭০) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
- তিনটি
৭১) বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান কোনটি?
- জীবকুল
৭২) উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর কোনটি?
- জৈববস্তু
৭৩) জৈববস্তু সচরাচর কী নামে পরিচিত?
- হিউমাস
৭৪) কোন নির্দিষ্ট ইকোসিস্টেমে খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে গঠিত বিশেষ খাদ্যগোষ্ঠীকে কী বলা হয়?
- খাদ্যস্তর বা ট্রফিক লেবেল
৭৫) কয়েকটি ব্যাকটিরিয়ার নাম করো যারা বায়ু থেকে নাইট্রোজেন গ্রহন করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে।
- অ্যাজোটোব্যাকটর, ক্লসটিডিয়াম
৭৬) কয়েকটি শৈবাল নাম করো যারা বায়ু থেকে নাইট্রোজেন গ্রহন করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে৷
- নীলাভ সবুজ শৈবাল (অ্যানাবিনা, নস্টক ইত্যাদি)
৭৭) কোন মিথোজীবি ব্যাকটিরিয়া বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষন করে মাটিতে সংবন্ধন করে?
- রাইজোবিয়াম
৭৮) রাইজোবিয়াম কোন ধরনের উদ্ভিদের মূলে বসবাস করে?
- শিম্বজাতীয় (ছোলা, মটর ইত্যাদি)
৭৯) কোন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোসমৃদ্ধ সার ব্যবহার করা দরকার নেই?
- শিম্বোজাতীয়
৮০) অ্যামোনিফিকেশান কী?
- উদ্ভিদ ও প্রানীর মৃতদেহ এবং বর্জ্য পদার্থের নাইট্রোজেন যৌগগুলি কয়েকটি ব্যাকটিরিয়ার সাহায্যে অ্যামোনিয়ায় পরিনত হয়৷ একে অ্যামোনিফকেশান বলে৷
৮১) যেসব ব্যাকটিরিয়া অ্যামোনিফিকেশানে সাহায্য করে তাদের কী বলে?
- অ্যামোনিফাইং ব্যাকটিরিয়া
৮২) কয়েকটি অ্যামোনিফাইং ব্যাকটিরিয়ার নাম কর৷
- ব্যাসিলাস, মাইক্রোকক্কাস ইত্যাদি
৮৩) যে প্রক্রিয়ায় অ্যামোনিয়া বিভিন্ন ব্যাকটিরিয়ার সাহায্যে জারিত হয়ে নাইট্রেটে পরিনত হয় তাকে বলে?
- নাইট্রিফিকেশান
৮৪) যে সব ব্যাকটিরিয়া নাইট্রিফিকেশান ঘটায় তাদের কী বলে?
- নাইট্রিফাইং ব্যাকটিরিয়া
৮৫) কয়েকটি নাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম করো?
- নাইট্রোসোমোনাস, নাইট্রোসোকক্কাস ইত্যাদি
৮৬) মাটির নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি করার জন্য ব্যবহৃত কয়েকটি অজৈব সারের নাম কর৷
- ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি
৮৭) যে প্রক্রিয়ায় নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাকে কী বলে?
- ডিনাইট্রিফিকেশান
৮৮) যে সব ব্যাকটিরিয়া ডিনাইট্রিফিকেশান ঘটাতে সাহায্য করে তাদের কী বলে?
- ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়া
৮৯) কয়েকটি ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম কর৷
- সিউডোমোনাস
৯০) খাদ্য পিরামিড কে উদ্ভাবন করেন?
- এলটন
৯১) শক্তি প্রবাহের ১০% সূত্রটি কে উদ্ভাবন করেন?
-লিন্ডেম্যান
৯২) বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে কোন সুত্র প্রযোজ্য হয়?
- তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতিয় সূত্র
৯৩) শক্তিগ্রহন প্রক্রিয়া শেষ হয় কীভাবে?
- জীবের মৃত্যুর মাধ্যমে
৯৪) সব ধরনের খাদ্য শৃঙ্খলে প্রতিটি স্তরে শক্তির কী ঘটে?
- অপচয়
৯৫) বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছানো শক্তি কোনটির দ্বারা পরিবেশে ফিরে যায়?
- বিয়োজক
৯৬) ওলটানো পিরামিড কোথায় লক্ষ্য করা যায়?
- জলজ বাস্তুতন্ত্রে
৯৭) কিলোক্যালরি/বর্গমিটার/বছর - এটি কিসের একক?
- শক্তি পিরামিডের
৯৮) অজৈব পদার্থের উদাহরন দাও।
- মাটি, জল, খনিজ
৯৯) ভৌত উপাদানের উদাহরন দাও।
- সূর্যালোক ও জল
১০০) অজৈব পুষ্টি দ্রব্য মাটির নীচের দিকে যাওয়াকে কী বলা হয়?
- লিচিং
১০১) ‘বাস্তুতন্ত্র হল বাস্তুসংস্থানের একটি প্রাথমিক একক যা জীব ও জড় পরিবেশ নিয়ে গঠিত এবং একে অপরের উপর প্রভাবশীল ও উভয়েই সাম্যাবস্থায়র জন্য অত্যাবশ্যক’—- উক্তিটি কার?
- ওডাম
১০২) ‘জীবমন্ডল একটি সামগ্রিক এলাকা৷ পৃথিবীর জল, মৃত্তিকা, বায়ু যেখানেই প্রানের অস্তিত্ব আছে তা জীবমন্ডলের অন্তর্গত’—- উক্তিটি কার?
- জে টিভি
১০৩) "পচা পাতা -ক্ষুদ্র জলজ প্রাণী- ছোটমাছ - বড় মাছ" - এটি কোন খাদ্যশৃখলার উদাহরণ?
- ডেট্রিটাস
১০৪) যে খাদ্যশৃখলে খাদ্য-খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে শুরু করে পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকে কি বলে?
- পরজীবী
১০৫) যে খাদ্যশৃঙ্খলে উৎপাদক থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় তাকে কোন ধরনের খাদ্যশৃঙ্খল বলে?
- গ্রেজিং১০৬) কেঁচো উইপোকা কোন খাদ্যশৃঙ্খলের উদাহরণ?
- ডেট্রিভোর
বাস্তুতন্ত্র দ্বিতীয় পর্ব >>>>
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>
বাস্তুতন্ত্র। উৎপাদক। খাদক। খাদ্যশৃঙ্খল। Ecosystems। Ecosystem Meaning। Ecology Meaning। Ecosphere। Types of Ecosystem। Forest Ecosystem। Biomass Pyramid। Ammonifying Bacteria। Nitrification। Nitrifying.