Type Here to Get Search Results !

 সংরক্ষণ প্রথম পর্ব [ Conservation First Part]

  সংরক্ষণ প্রথম পর্ব 

Set By- Manas Adhikary

 বন্যপ্রাণী ও বন সংরক্ষণ MCQ| Conservation of Wildlife and Forests.

 সংরক্ষণ প্রথম পর্ব MCQ। অভয়ারণ্য। জাতীয় পার্ক। বন্যপ্রাণী সংরক্ষণ। Conservation।  Wildlife Conservation। Forest Conservation। Conservation Biology। Conservation of Plants and Animals। National Park। Sanctuary।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  সংরক্ষণ প্রথম পর্ব   এই পর্বে থাকছে বাস্তুতন্ত্র সম্পর্কিত 51 টি  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বন ও বন্যপ্রাণী সংরক্ষণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।


) কবে বন্যপ্রানী সংরক্ষন আইনটি কার্যকরী হয়?

- ১৯৫৯ সালে

) বন সংরক্ষন আইন কবে প্রনয়ন হয়?

- ১৯৮০ সালে

) Rio+20 কবে সংগঠিত হয়?

- ২০১২ সালে

) ১৯৭৫ সালে আন্তর্জাতিক রামসার কনভেনশান অনুষ্ঠিত হয় কী জন্য?

- জলাভুমি সংরক্ষনে গুরুত্ব দেওয়ার জন্য

) ‘প্রজেক্ট টাইগারসর্বপ্রথম শুরু হয় কবে?

- ১৯৭৩ সালে

) জলাভুমি সংক্রান্ত রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

 - ইরান

) বর্তমানে ভারতবর্ষে অভয়ারন্যের সংখ্যা কতগুলি?

- ৪৪১ টি (১৯৯৮ সালের পরিসংখ্যান)

) রামসার ক্ষেত্র বলতে কী বোঝ?

- জলাভুমি

) ১৯৯৮ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কতগুলি?

- ৮৪ টি

১০) পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান আছে?

- ১৬ টি

১১) পশ্চিমবঙ্গে কতগুলি অভয়ারন্য আছে?

- টি

১২) ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের?

- গামা বৈচিত্র্য

১৩) বাস্তুতন্ত্রের সংরক্ষন করা যায় কোনটি করে?

- জীবমন্ডল সংরক্ষন বা বায়োস্ফিয়ার রিজার্ভ

১৪) ভারতের প্রথম জীবমন্ডল সংরক্ষনাগার কোনটি?

- নীলগিরি বায়োস্ফিয়াররিজার্ভ (১৯৮৬ সালে)

১৫) ১৯৮৬ সালে বায়োস্ফিয়ার রিজার্ভের প্রবক্তা কে?

- HAB - Programme of UNESCO

১৬) MAB এর পুরো কথাটি কী?

- Man and Biosphere

১৭) কোন উদ্ভিদটিকে ভারতে Endemic প্রজাতি হিসাবে গন্য করা হয়?

- Gingo

১৮) ভারতের এন্ডেমিক প্রকৃতির উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

- ৪৫০ টি

১৯) বন্যসম্পদ সংরক্ষিত হয় কোন পদ্ধতিতে?

- একস-সিটু সংরক্ষন এবং ইনসিটু সংরক্ষন পদ্ধতিতে

২০) জীবের বাসস্থানের বাইরে সংরক্ষন করাকে কী বলাহয়?

- এক্স-সিটু সংরক্ষন

২১) হট-স্পটের বৈশিষ্ট্য কী?

- সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য

২২) ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত?

- টি

২৩) ভারতবর্ষের একটি হটস্পটের নাম কর

- ওয়েস্টার্ন হিমালয়

২৪) কোন সংস্থা বায়োস্ফিয়ার রিজার্ভ -এর জন্য প্রচুর অর্থ বৈজ্ঞানিক পরামর্শ দেন?

- WWF WCU

25) World Consrvation Union (WCU) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

- সুইজারল্যান্ডে

২৬) WWF- এর পুরো নাম কী?

- World Wildlife Fund

২৭) ভারতে মোট কতগুলি জৈব ভৌগলিক অঞ্চল অছে?

- ১০ টি

২৮) ভারতের সর্ববৃহৎ জীব ভৌগলিক অঞ্চল কোনটি?

- Decan Peninsula

২৯) করবেট পার্কটি কীসের জন্য বিখ্যাত?

- বাঘ

৩০) ভারতে একশৃঙ্গ গন্ডারের নতুন বাসভূমি রূপরেখা তৈরি হয়েছে কোনটি?

- দুধহা

৩১) মানস সাংচুয়ারী কোথায় অবস্থিত?

- আসামে

৩২) ভারত থেকে বিলুপ্ত হয়ে হয়ে গেছে এমন একটি প্রানীর নাম কর।

- তুষারচিতা

৩৩) একটি বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখ?

- Nepenthes

৩৪) বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষন করা হয় কোন মাধ্যমে?

- Gene Bank

৩৫) কোন প্রানী সংরক্ষনের জন্য WWD-N - এর লোগো ব্যবহার করা হয়?

- লালপান্ডা

৩৬) কানহা ন্যাশানাল পার্ক কোনটির জন্য বিখ্যাত?

- বাঘ

৩৭) কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

- মধ্যপ্রদেশ

৩৮) সামুদ্রিক প্রজাতির কোনটি?

- মান্নার উপসাগর

৩৯) কোন হ্রদটি একটি পাখিরালয় নামে পরিচিত? পুলিকট হ্রদ

৪০) পশ্চিমবঙ্গের দুটি অভয়ারন্যের নাম করো

- জলদাপাড়া গরুমারা

৪১) পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত অরন্য অবস্থিত?

- সজনেখালিতে

৪২) পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখ?

- সুন্দরবন

৪৩) করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত?

- উত্তরাখন্ড

৪৪) বন্দীপুর জাতীয় পার্ক কোথায় অবস্থিত?

- কর্নাটকে

৪৫) ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারন্য কোথায় অবস্থিত?

- ঘানা (রাজস্থানের ভরতপুরে)

৪৬) ভারতের কোথায় সিংহ দেখতে পাওয়া যায়?

- গুজরাটের গির অভয়ারন্যে

৪৭) আসামের কাজিরাঙা কোন প্রানীর অভয়ারন্য ?

- একশৃঙ্গ গন্ডার

৪৮) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখি ভারতের কোন রাজ্যে দেখা যায়?

- গুজরাটে

৪৯) ভারতের অবলুপ্তপ্রায় উদ্ভিদের নাম যে বইতে লিপিবদ্ধ করা আছে তার নাম কী?

- রেড ডাটা বুক

৫০) রেড ডাটা বুক- জীবের অবলুপ্তির প্রবনতানুসারে জীবপ্রজাতিকে কয়ভাগে ভাগ করা হয়?

-

৫১) কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে ধরা হবে?

- ৫০ বছর

 

 সংরক্ষণ দ্বিতীয় পর্ব>>>>

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>> 

প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

 সংরক্ষণ প্রথম পর্ব MCQ। অভয়ারণ্য। জাতীয় পার্ক। বন্যপ্রাণী সংরক্ষণ। Conservation।  Wildlife Conservation। Forest Conservation। Conservation Biology। Conservation of Plants and Animals। National Park। Sanctuary।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad