Type Here to Get Search Results !

বাস্তুতন্ত্র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব [Ecosystems MCQ 3rd Part]

 

বাস্তুতন্ত্র তৃতীয় পর্ব 

Set By- Manas Adhikary

 বাস্তুতন্ত্র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব ।Ecosystems MCQ 3rd Part.

বাস্তুতন্ত্র MCQ।  Ecosystems MCQ।  Ecosphere। Synecology| Autecology and Synecology| Synecology Is the Study of| Types of Ecosystem। Forest Ecosystem। Flora| Fona| Benthos.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বাস্তুতন্ত্র তৃতীয় পর্ব বাস্তুতন্ত্র সম্পর্কিত দ্বিতীয় পর্বে ছিল ২৪ টি   অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই পর্বে থাকছে বাস্তুতন্ত্র সম্পর্কিত ২৬ টি  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

বাস্তুতন্ত্র MCQ তৃতীয় পর্ব। Ecosystems MCQ 3rd Part.


২৫) একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রানী প্রজাতির ইকোলজি বা বাস্তুতন্ত্র আলোচনাকে কী বলা হয়?

- অটইকোলজি

২৬) একটি নির্দিস্ট অঞ্চলের জীবগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করাকে কী বলা হয়?

- সিনইকোলজি

২৭) কোনো একটি স্থানের অন্তর্গত একটি বিশেষ প্রজাতির চিংড়ি বা কাঁকড়া বা শামুকের ইকোলজি সম্পর্কিত আলোচনা হল উক্ত প্রানীর

- সিনইকোলজি

২৮) ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ, যারা সূর্যের আলোক শক্তির সাহায্যে পরিবশ থেকে কার্বন-ডাই-অক্সাইড, মূলের সাহায্যে জল নিয়ে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে, তাদেরকে কি বলে?

- উৎপাদক

২৯) উৎপাদকের উদাহরন কী?

- সালোকসংশ্লেষকারী ব্যাকটিরিয়া কেমো সিন্থেটিক জীবানু

৩০) সৌরশক্তির কত শতাংশ সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের জন্য কাজে লাগায়?

- 0.2%

৩১) যে সব জীব পরিবেশের উপাদান কাজে লাগিয়ে খাদ্য সংশ্লেষ করতে পারে না, বাস্তুতন্ত্রে উৎপাদক যে সব খাদ্য সংশ্লেষ করে, সেই খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে কি বলে?

- খাদক

৩২) খাদক সাধারনত কারা হয়?

- প্রাণিরা (যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরী করতে পারে না৷ এরা সধারনত পরভোজী হয়)

৩৩) কয়েকটি প্রাথমিক খাদকের নাম করো?

- গোরু, হরিন, গঙ্গাফড়িং

৩৪) কয়েকটি গৌন খাদকের নাম করো।

- বাঘ,সিংহ, বাজপাখী

৩৫) জলে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র উদ্ভিদ এবং প্রানীকে কী বলা হয়?

- প্ল্যাঙ্কটন

৩৬) যে সব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের কী বলা হয়?

- বেনথস (শামুক, ঝিনুক, স্পজ্ঞ ইত্যাদি)

৩৭) বাস্তুতন্ত্রের আন্তর্গত কোন স্থানের উদ্ভিদগোষ্ঠীকে কী বলা হয়?

-ফ্লোরা

৩৮) বাস্তুতন্ত্রের আন্তর্গত কোন স্থানের প্রানিগোষ্ঠীকে কী বলা হয়?

-ফনা

৩৯) জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষনিক জীবদেরকে কি বলা হয়?

-প্ল্যাংকটন

৪০) জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষনিক উদ্ভিদদেরকে কি বলা হয়?

অথবা জলে এক ধরনের আনুবীক্ষনিক উদ্ভিদ জন্মায় যারা জলের স্রোতে এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়ায় এদেরকে কী বলা হয়?

- ফাইটোপ্লাংকটন

৪১) জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষনিক প্রানীদেরকে কি বলা হয়?

- জুপ্লাংকটন

৪২) কয়েকটি ফাইটোপ্লাংকটনের নাম করোও

- ক্ল্যামাইডোমানস, ইউলোথ্রিক্স ডায়াটম ইত্যাদি

৪৩) কয়েকটি জুপ্লাংকটনের নাম করো

- সাইক্লপস, ড্যাফনিয়া, কবচীশ্রেনীর প্রানীদের লার্ভা ইত্যাদি

৪৪) যে সব প্রানী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে কী বলা হয়?

- নেকটন

৪৫) কয়েকটি নেকটনের নাম করুন

- চিড়িং, মাছ, তিমি ইত্যাদি

৪৬) যে সব জীব জলাশয়ের নীচের তলে বসবাস করে তাদেরকে কি বলা হয়?

- বেনথস

৪৭) কয়েকটি বেনথসের নাম করুন?

- শামুক, ঝিনুক, প্রবাল, সাগরকুসুম, স্পঞ্জ ইত্যাদি

৪৮) সামুদ্রিক উপকুলের জল পরিশুদ্ধ করতে পারে কে?

- ঝিনুক

৪৯) যে সব প্রানী জলে সাঁতার কেটে বেড়ানোর সময় শরীরের কিছু অংশ জলের উপরে এবং কিছু অংশ জলের নিচে রেখে সাঁতার কেটে বেড়ায় তাদের কী বলে?

- নিউসটন (মাকড়সা, জলজ পতঙ্গ, জলজ বিটল)

৫০) জলাশয়ের উপরিস্তরে বসবাসকারী প্রানীকে কি বলা হয়?

- পেল্যাজিক

বাস্তুতন্ত্র প্রথম পর্ব >>>>

বাস্তুতন্ত্র দ্বিতীয় পর্ব >>>> 

বাস্তুতন্ত্র চতুর্থ পর্ব >>>> 

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>> 

প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

 

বাস্তুতন্ত্র MCQ।  Ecosystems MCQ।  Ecosphere। Synecology| Autecology and Synecology| Synecology Is the Study of| Types of Ecosystem। Forest Ecosystem। Flora| Fona| Benthos.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad