বাস্তুতন্ত্র সংক্ষিপ্ত আলোচনা। Brief Discussion of Ecosystems.
বাস্তুতন্ত্র। খাদক। Ecosystems। Ecosystem Meaning। Ecology Meaning। Ecosphere। Types of Ecosystem। Forest Ecosystem। Biomass Pyramid.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বাস্তুতন্ত্র প্রথম পর্ব। এই পর্বে থাকছে বাস্তুতন্ত্র সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী পর্বে এই টপিক থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে. পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাস্তুতন্ত্র প্রথম পর্ব [Brief Discussion of Ecosystems]
কোন একটি নির্দিষ্ট স্থানের বিভিন্ন জীব ও তাদের পারিপার্শ্বিক ভৌত-রাসায়নিক পরিবেশের সাথে রচিত এক নিবিড় সম্পর্ক যেখানে শক্তিপ্রবাহ ও পুষ্টি চক্রের সাহায্যে জীবগোষ্ঠী নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বাস্তুতন্ত্র বলে৷
ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এ জি ট্রান্সলে৷
বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। যথা- জড় উপাদান ও সজীব উপাদান।
১) জড় উপাদান- পরিবেশের অজীব উপাদানগুলিকে মোট তিন ভাগে ভাগ করা হয়৷ যথা- ক) অজৈব পদার্থ, খ) জৈব পদার্থ এবং গ) জলবায়ু
ক) অজৈব পদার্থ – নানা রকম খনিজ লবন, যেমন- ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার এবং অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড প্রভৃতি।
খ) জৈব পদার্থ- মৃত উদ্ভিদ ও প্রানীর দেহাংশের জৈব বস্তুর পচনের ফলে উৎপন্ন বিভিন্ন রকমের পদার্থ।
গ) জলবায়ু - পরিবেশের সূর্যালোক।
২) সজীব উপাদান- প্রত্যেক জীবই সজীব উপাদানের অন্তর্গত। সাধারনভাবে সজীব উপাদানকে চারভাগে ভাগ করা হয়৷ যেমন- ক) উৎপাদক, খ) খাদক, গ) বিয়োজক এবং ঘ) পরিবর্তক বা রূপান্তরক
ক) উৎপাদক- ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ, যারা সূর্যের আলোক-শক্তির সাহায্যে পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড ও জল নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাদের উৎপাদক বলে৷ এই প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়৷ উৎপাদকদেরকে স্বভোজীও বলা হয়ে থাকে। সবুজ উদ্ভিদ ছাড়া সালোকসংশ্লেষকারী ব্যাকটিরিয়া, কেমোসিন্থেটিক জীবানু ইত্যাদিও উৎপাদক হিসাবে কাজ করে৷
খ) খাদক- বাস্তুতন্ত্রে উৎপাদক যে সব খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে যারা বেঁচে থাকে, তাদেরকে খাদক বলা হয়৷ সব প্রানী খাদক শ্রেনীর অন্তর্ভুক্ত। খাদক আবার নিম্নলিখিত প্রাকরের হয়-
a) প্রথম সারির খাদক- বিভিন্ন শ্রেনীর তৃনভোজী এবং শাকাশী প্রানী সরাসরি উদ্ভিদ ও তাদের অংশ বিশেষ খাদ্য হিসাবে গ্রহন করে৷ এদেরকে প্রথম সারির খাদক বলা হয়৷ উদাহরন- গরু, ছাগল, ভেড়া, হরিন, ইঁদুর, পায়রা প্রভৃতি।
b) দ্বিতীয় শ্রেনীর খাদক- প্রথম সারির খাদকদের খেয়ে যারা বেঁচে থাকে তাদের দ্বিতীয় শ্রেনীর খাদক বলা হয়৷ উদা- সাপ, ব্যাঙ ইত্যাদি
c) তৃতীয় শ্রেনীর খাদক- দ্বিতীয় সারির খাদকদের যারা খায়, তাদের তৃতীয় শ্রেনীর খাদক বলা হয়৷ উদাহরন- বাজপাখী, শকুন ইত্যাদি৷
তৃতীয় শ্রেনীর খাদককে শীর্ষশ্রেনীর খাদক বলা হয়৷ প্রানী ছাড়া বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে পরজীবী ও মৃতজীবী জীবও খাদক শ্রেনীর অন্তর্ভুক্ত। পরজীবি উদ্ভিদ ও প্রানী সজীব উদ্ভিদ ও প্রানী থেকে খাদ্য সংগ্রহ করে। আবার মৃতজীবি উদ্ভিদ ও প্রানী দেহাবশেষ থেকে তাদের খাদ্য গ্রহন করে৷
গ) বিয়োজক- কয়েক শ্রেনীর ছত্রাক ও ব্যাকটিরিয়া উৎপাদক ও খাদকের মৃতদেহ থেকে পুষ্টি লাভ করে৷ এর ফলে মৃত জীবদেহের বিশরন ঘটে এবং জটিল জৈব যৌগ, সরল জৈব যৌগে পরিনত হয়৷ এদের বিয়োজক বলে৷
ঘ) পরিবর্তক বা রুপান্তরক - কয়েক শ্রেনির ব্যাকটিরিয়াকে পরিবর্তক বলে৷ এরা বিয়োজক দিয়ে পরিবর্তিত সরল জৈব যৌগকে আরো বিশাল ঘটিয়ে অজৈব যৌগ অথবা মৌলে পরিনত করে৷ বাস্তুতন্ত্রের অজীব উপাদনাগুলিকে উদ্ভিদ ও প্রানী বিভিন্নভাবে ব্যবহার করে।
অজীবজাত পদার্থের অনেকগুলি উদ্ভিদ বা উৎপাদক নানা উপায়ে সংগ্রহ করে৷ দেখা যায় উৎপাদক মাটি থেকে জল, খনিজ লবন মূলরোম দিয়ে শোষন করে জাইলেম কলার সাহায্যে পাতায় পাঠায়৷ বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষন করে এবং আলোকের সহায়তায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বায়ুর নাইট্রোজেন জীব দেহ গঠনের জন্য বিশেষভাবে প্রয়োজন৷ তাছাড়া অজীব উপাদান উৎপাদক ও খাদকের আশ্রয়স্থান বলা হয়৷
প্রথম সারির খাদকরা তৃনভোজী, শস্যভোজী এবং শকাশী প্রানীরা সরাসরি উৎপাদকের তৈরী খাদ্য গ্রহন করে৷ দ্বিতিয় সারির খাদকরা প্রথম শ্রেনীর খাদকদের এবং তৃতীয় সারির খাদকরা দ্বিতীর শ্রেনীর খাদকদের খায়৷ ফলে উদ্ভিদ দ্বারা তৈরী খাদ্য পরোক্ষভাবে তৃতীয় শ্রেনীর খাদকদের দেহে স্থানান্তরিত হয়৷ উৎপাদক ও খাদকদের মৃত্যুর পর মৃতদেহ থেকে বিয়োজকরা (কয়েকপ্রকার ছত্রাক ও শৈবাল) পুষ্টিলাভ করে৷ এরা মৃতদেহের বিশরন ঘটায় এবং জটিল জৈব যৌগকে সরল জৈব যৌগে পরিনত করে৷ এরপর পরিবর্তক (কয়েক শ্রেনির ব্যাকটিরিয়া) বিয়োজক দিয়ে পরিবর্তিত সরল জৈব যৌগের আরও বিশরন ঘটিয়ে তাদের জৈব অজৈব যৌগ অথবা মৌলে পরিবর্তিত করে পরিবেশে ফিরিয়ে দেয়৷ এইভাবে বাস্তুতন্ত্রের উপাদানগুলি অপরিবর্তিত থাকে।
বাস্তুতন্ত্র দ্বিতীয় পর্ব >>>>
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>
বাস্তুতন্ত্র। খাদক। Ecosystems। Ecosystem Meaning। Ecology Meaning। Ecosphere। Types of Ecosystem। Forest Ecosystem। Biomass Pyramid.