বাস্তুতন্ত্র দ্বিতীয় পর্ব
Set By- Manas Adhikary
বাস্তুতন্ত্র অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব ।Ecosystems MCQ 2nd Part.
বাস্তুতন্ত্র MCQ। Ecosystems MCQ। Ecosphere। Types of Ecosystem। Forest Ecosystem। Biomass Pyramid.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বাস্তুতন্ত্র দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ছিল বাস্তুতন্ত্র সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। এই পর্বে থাকছে বাস্তুতন্ত্র সম্পর্কিত ২৪ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাস্তুতন্ত্র MCQ দ্বিতীয় পর্ব । Ecosystems MCQ 2nd Part.
বাস্তুতন্ত্র সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন?
- এ জি ট্রান্সলে
২) ইকোলজি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
- হেকেল
৩) ইকোলজির সংজ্ঞা প্রথম কে দেন?
- আর্নেস্ট হেক্কেল
৪) Oikos শব্দটি কোথা থেকে এসেছে?
- বাস্তুবিদ্যা থেকে
৫) পৃথিবীর উপর অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য গ্যাস নিয়ে গঠিত স্তরকে কী বলা হয়?
- বায়ুমন্ডল বা অ্যাটমোস্ফিয়ার
৬) পৃথিবীর তিনভাগ জল এবং একভাগ স্থল৷ পৃথিবীর এই জলভাগ অংশকে কী বলা হয়?
- জলস্তর বা হাইড্রোস্ফিয়ার
৭) মাটি ও শিলার সমন্বয়ে গঠিত পৃথিবীর স্থলভাগকে কী বলা হয়?
- অশ্মমন্ডল বা লিথোস্ফিয়ার
৮) পৃথিবীর জলে, স্থলে ও অন্তরীক্ষে যেখানে জীব বসবাস করতে পারে তাকে কী বলা হয়?
- জীবমন্ডল বা বয়োস্ফিয়ার
৯) পৃথিবীর বায়োস্ফিয়ারের বিস্তৃতি উল্লেখ করো।
- সমুদ্রগর্ভের ৭ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্টের উপরে ৬ কিলোমিটার, অর্থাৎ মোট ১৩ কিলোমিটার জুড়ে এই বায়োস্ফিয়ার অবস্থিত।
১০) জলমন্ডলের জল, বায়ুমন্ডলের গ্যাস ও অশ্বমন্ডলের বিভিন্ন পদার্থের সাথে জীবের আদান প্রদান ও পারস্পরিক সম্পর্ককে কী বলা হয়?
- ইকোস্ফিয়ার
১১) কোন বিশেষ ভৌগলিক অঞ্চলে নির্দিষ্ট জলবায়ুর পরিপ্রেক্ষিতে বিশেষ বৈশিষ্ট্যের জীবকুল গড়ে উঠলে তাকে কী বলে?
অথবা, পরিবেশ এবং স্থানিক জীবগোষ্ঠীর আন্তরবিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট বাস্তুতান্ত্রিক এককের নাম কী?
অথবা, উদ্ভিদ ও প্রানীজগতে মাটি ও জলবায়ুর সাটহে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যে বাস্তুতান্ত্রিক একক গঠিত হয় তার নাম কী?
- বায়োম
১২) কোন প্রজাতির জীব সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক কারনে জিনগতভাবে পৃথক হলে তাদের কী বলা হয়?
- ইকোটাইপ
১৩) দুটি বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠীর বাসস্থানের অন্তবর্তী স্থানের জীবসম্প্রদায়কে কী বলা হয়?
অথবা, যে জীবগোষ্ঠীর মধ্যে দুটি বাস্তুতন্ত্রের মিলিতরূপ দেখতে পাওয়া যায় তাদেরকে কি বলে?
- ইকোটন
১৪) কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জীবিত উদ্ভিদ ও প্রানীর মোট ওজনকে কি বলা হয়?
-বায়োমাস
১৫) কোন নির্দিষ্ঠ স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে কী বলা হয়?
-ইকোড
১৭) কোন একটি নির্দিষ্ট বসতিতে পরস্পর সম্পর্কযুক্ত সমস্ত উদ্ভিদ ও প্রানীগোষ্ঠিকে একত্রে কি বলা হয়?
-জীবগোষ্ঠি বা জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি
১৮) বাস্তুতন্ত্রের বৃহত্তম এককের নাম কী?
- বায়োস্ফিয়ার
১৯) কোন একটি নির্দিষ্ট জায়গায় একই প্রজাতিভুক্ত জীবের সমষ্টিকে কী বলা হয়?
- পপুলেশন
২০) বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে কোন জীবের অবস্থান ও ভূমিকাকে কে কী বলা হয়?
- ইকোলজিক্যাল নিচ
২১) যে সমস্ত রাসায়নিক উপাদান বা বস্তু জীবকুলের কাছে অপ্রয়োজনীয় এবং প্রকৃতিতে সঞ্চিত থাকে তাদের কী বলা হয়?
- রিজারভার পুল
২২) যে সমস্ত উপাদান জীবদেহ ও প্রকৃতির মধ্যে চক্রাকারে আবর্তিত হয় তাদের কী বলা হয়?
- সাইক্লিক্যাল পুল
২৩) যে সকল সম্পদের মজুত পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমানে বর্তমান এবং একবার নিঃশেষিত হলে তাদের পুনরায় প্রাপ্তি সম্ভব নহে তাদেরকে কী বলা হয়?
- অনবীভবনযোগ্য সম্পদ৷
২৪) কয়েকটি অনবীভবনযোগ্য সম্পদের নাম কর৷
- কয়লা, ধাতু, খনিজ তেল ইত্যাদি
২৫) কোনটি সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র?
- মহাসাগরীয় বাস্তুতন্ত্র
২৬) কোন বাস্তুতন্ত্র পৃথিবীতে সর্বোচ্চ এলাকা জুড়ে আছে?
- মহাসাগরীয় বাস্তুতন্ত্র বা সামুদ্রিক বাস্তুতন্ত্র
২৭) কোন বাস্তুতন্ত্রের শাক্তি পিরামিড সবসময় কেমন প্রকৃতির হয়?
- সোজা
২৮) পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্রের নাম কি?
- বায়োস্ফিয়ার
২৯) একটি বাস্তুতন্ত্রে শক্তি কি অবস্থায় থাকে?
- গতিশীল
৩০) হ্রদে ইউটরিফিকেশান(অতি পৌষ্টিকতা) কিসের জন্য হয়?
- নাইট্রোজেন ও ফসফরাসের উপস্থিতিতে
৩১) একটি হ্রদের দ্বিতীয় পুষ্টি ষ্টার কোনটি?
জুপ্ল্যাঙ্কটন
৩২) কয়েকটি কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম করো.
- ধানক্ষেত, বাঁধের জলাধার , বাগান
৩৩) খাদ্যশৃঙ্খল কি দিয়ে শুরু হয়?
- সালোকসংশ্লেষ
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>
বাস্তুতন্ত্র MCQ। Ecosystems MCQ। Ecosphere। Types of Ecosystem। Forest Ecosystem। Biomass Pyramid.