Type Here to Get Search Results !

দূষণ 190 MCQ চতুর্থ পর্ব [ Pollution 190 MCQ 4th Part]

 

দূষণ চতুর্থ পর্ব 

Set By- Manas Adhikary

দূষণ সম্পর্কিত ১৯০ টি  প্রশ্নোত্তর চতুর্থ পর্ব ।  190 MCQ on Pollution 4th Part.

দূষণ।  বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ।  গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। Pollution।Bhopal gas accident।  Types of Pollution। Environmental Pollution। Global Worming। Montreal Protocol। বসুন্ধরা সম্মেলন।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  দূষণ চতুর্থ পর্ব   এর আগে এই টপিকের তিনটি পর্বে ১৫১ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা   করেছি।  এটি দূষণ সম্পর্কিত শেষ পর্ব। এই পর্বে থাকছে দূষণ সম্পর্কিত আরো কিছু  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

দূষণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত  প্রশ্নোত্তর চতুর্থ পর্ব । MCQ on Pollution 4th Part.

 

 

১৫১) দ্রুত গতিতে উদ্ভিদের পুষ্টি যোগান দেয় -

- অজৈবসার

১৫২) অতিরিক্ত জলসেচ মাটির কৈশিক ক্রিয়া মাটিতে কী বৃদ্ধি করে ?

- লবনতা

১৫৩) কোন সার ধীরগতিতে উদ্ভিদের পুষ্টি যোগান দেয় ?

- জৈবসার

১৫৪) যে খাদ্য যোগান দেয়”- তাকে গ্রিক ভাষায় কী বলা হয়?

-  ট্ৰফ

১৫৫) নগ্ন জিন কাকে বলা হয়?

- নিউক্লিক অ্যাসিডকে

১৫৬) প্রোটিনের গঠনমূলক একক কী?

- অ্যামাইনো অ্যাসিড

১৫৭) স্থলজ জলজ দশা দেখা যায় কোন চক্রে?

- ফসফরাস চক্রে

১৫৯) বায়ুমণ্ডলে অক্সিজেনের (O2) পরিমাণ কত?

- ২০.৬০ ভাগ

১৬০) শিলামণ্ডলের উপরিভাগ প্রধানত কী দিয়ে গঠিত?

- সিলিকা অ্যালুমিনিয়াম

১৬১) উত্তপ্ত তরল স্যুপ মতবাদটি কে প্রদান করেন?

- বিজ্ঞানী হ্যালডেন

১৬২) জীবদেহের কোন অনুগুলি আত্মপ্রতিলিপি গঠনে সক্ষম?

- DNA RNA

১৬৩) দুটি ব্যাকটেরিয়ার নাম লেখ যারা প্রোটিন ভেঙে প্রকৃতিতে সালফার মুক্ত করে?

- ইশ্চেরিশিয়া এবং প্রোটিয়াস

১৬৪) FAO-এর পুরো নাম কী

- Food and Agricultural Organization.

১৬৫) নীচের কোনটি -জৈববিয়োজ্য?

- নাইলন

১৬৬) জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি কোনটি?

- নর্দমার জল

১৬৭) সালফার ডাইঅক্সাইডের প্রধান প্রাকৃতিক উৎস কোনটি?

-  আগ্নেয়গিরির উদগীরণ

১৬৮) একজন স্বাভাবিক ভারতীয় প্রতিদিন গার্হস্থ্য বা বাণিজ্যিক বর্জ্য উৎপাদন করে কত পরিমাণ?

- এক কিলোগ্রাম পরিমাণ

১৬৯) ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে?

- 1984

১৭০)  ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত বিষাক্ত গ্যাসটি  কি ছিল?

- Methyl Isocyanate

১৭১) চেরনোবিল দুর্ঘটনার স্থান সময় লেখ?

-  ইউক্রেন 1986

 ১৭২)  প্রথম বসুন্ধরা সম্মেলন কবে সংগঠিত হয়?

-1992

১৭৩) 1987 সালের 16 সেপ্টেম্বর বিশ্বের 11 টি দেশ পরিবেশ সংক্রান্ত যে চুক্তিতে আবদ্ধ হয়েছে সেটির নাম কী?

- মন্ট্রিল চুক্তি

১৭৪) Montreal Protocol কত সালে স্বাক্ষর হয়?

- 1987

১৭৫) Montreal Protocol কত সালে কার্যকরী হয়?

- 1989

১৭৬) Montreal protocol চুক্তি কোন দেশে গৃহীত হয়?

- কানাডা

১৭৭) মন্ট্রিল প্রটোকলের উদ্দেশ্য কোন গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ করা?

-  CFC

১৭৮) মন্ট্রিল চুক্তির প্রধান উদ্দেশ্য কী?

-  ওজোন স্তরের ক্ষয়রোধ

১৭৯)  ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস' কত সালে গৃহীত হয়?

- 2000

১৮০)  2030 সালের জন্য সাস্টেনেবল উন্নয়নের কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে?

- 17

১৮১) কিয়োটো চুক্তির প্রধান উদ্দেশ্য কী?

-  গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানো

১৮২) Kyoto Protocol চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোকে কোন গ্যাস নির্গমন হ্রাসের জন্য চুক্তি করে?

-  গ্রিনহাউস

১৮৩) Kyoto Protocol চুক্তি কত সালে গৃহীত হয়?

- 1997

১৮৪) Kyoto Protocol কত সালে কার্যকরী হয়?

-  2005

১৮৫) বর্তমানে Kyoto Protocol চুক্তিতে দায়বদ্ধ দেশের সংখ্যা কত?

- 192

১৮৬) কত সালে ভারত সরকার বিপজ্জনক বর্জ্য পদার্থের ব্যবহার, জমা করা এবং অপসারণ করার ব্যাপারে বিশেষ আইন প্রণয়ন করে?

- 1989 সালে

১৮৭) “Fundamentals of ecology” বইটির লেখক কে?

-  ওডাম

১৮৮) জীবাশ্মপাঠের বিজ্ঞানকে কি বলে?

- প্যালিওনটলজি

১৮৯) বায়োজিওগ্রাফিক্যাল প্রসেসেস বইটি কার লেখা?

- বিজ্ঞানী সিমন্স ১৯৮২ সালে বইটি লেখেন

১৯০) জিওগ্রাফি অ্যান্ড ম্যাস এনভার্নমেন্ট বইটি কার লেখা?

- বিজ্ঞানী স্ট্র্যালার অ্যান্ড স্ট্র্যালার ১৯৭৬ সালে বইটি লেখেন

১৯১) ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিস বইটি কার লেখা?

- বিজ্ঞানী জিমারম্যান ১৯৫১ সালে বইটি লেখেন। 

দূষণ প্রথম পর্ব>>>>  

দূষণ  দ্বিতীয় পর্ব >>>>

দূষণ  তৃতীয় পর্ব >>>>

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>

প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

 দূষণ।  বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ।  গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। Pollution।Bhopal gas accident।  Types of Pollution। Environmental Pollution। Global Worming। Montreal Protocol। বসুন্ধরা সম্মেলন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad