Type Here to Get Search Results !

দূষণ 190 MCQ দ্বিতীয় পর্ব [ Pollution 190 MCQ 2nd Part]


 

দূষণ দ্বিতীয় পর্ব 

Set By- Manas Adhikary

দূষণ সম্পর্কিত ১৯০ টি  প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব ।  190 MCQ on Pollution 2nd Part.

দূষণ।  বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ।  গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। Pollution। Air Pollution। Water Pollution। Smog। Noise Pollution। Types of Pollution। Environmental Pollution। Global Worming। Evidence of Global Worming.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  দূষণ দ্বিতীয় পর্ব   এর আগে এটপিকের প্রথম পর্বে ৫১ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা   করেছি।   এই পর্বে থাকছে দূষণ সম্পর্কিত আরো ৫০টি  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

  দূষণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত  প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব । MCQ on Pollution 2nd Part.

 

৫০) সাগর মহাসাগরে জল আছে পৃথিবীর কত শতাংশ?

-  97 শতাংশ জল

৫১) কোন প্রাকৃতিক চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না ?

-  জলচক্র

৫২) ভূপৃষ্ঠের কত শতাংশ এলাকা জলভাগ?

- 71%

৫৩) প্রশম পানীয় জলের pH কত?

- 7

৫৪) জলের পি.এইচ 7-এর কম হলে জলের প্রকৃতি কি হবে?

-  অম্ল প্রকৃতির হবে

৫৫) সাধারণভাবে পরিস্কার বৃষ্টির জলে পি.এইচ কত?

- 5.6 ph

৫৬) অম্লবৃষ্টির pH-এর মাত্রা কত?

-  7 এর কম

৫৭) অম্লবৃষ্টির কারণ  কী?

-  SO2, SO3

৫৮) Acid বৃষ্টির ফলে আমাদের দেশের বিখ্যাত যেসব সৌধ ক্ষতিগ্রস্ত হয়েছে এর একটি হলো -

- তাজমহল

৫৯) London smog এর জন্য কোন  গ্যাসটি দায়ী?  

- SO2

৬০) প্রাকৃতিক দূষক হলো কোনটি?

-  আগ্নেয়গিরি

৬১) Stone cancer এর কারণ কি?

-  অ্যাসিড বৃষ্টি

৬২)  সবচেয়ে দূষিতজলে BOD মাত্রা (mg/l) কত?

- 20

৬৩)জলদূষণের জৈবনির্দেশক নয় কোনটি?

-  Stone files

৬৪) লেড কোন ধরণের দূষক?

- মৃত্তিকা দূষক

৬৫) মাটির সর্বনিম্ন জলস্তরে পৌঁছায় কোন গাছের মূল?

-  Prospis

৬৬) ল্যাটেরাইট মৃত্তিকায় অধিক পরিমানে কোনটি থাকে?

-  Fe

৬৭) জলদ্বারা বাহিত মাটিকে কী বলা হয় ?

-  অ্যালুভিয়াল

৬৮) পেডলজি কী?

- মৃত্তিকাবিষয়ক চৰ্চা

৬৯) "Heat Island” সৃষ্টির কারণ কী?

- বায়ুদূষণ

৭০) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভার সৃষ্টি হয়?

-  আয়নস্ফিয়ার

৭১) বায়ুমন্ডলের কোন স্তর পর্যন্ত বেতার তরঙ্গ প্রবেশ করিতে পারে?

- ট্রপোস্ফিয়ার

৭২) কোনটি জলাশয়ের দূষণে অবদান রাখে?

- ভারী ধাতু/মাইক্রোপ্লাস্টিক/কীটনাশক

৭৩) ভারতের যে রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল তার নাম কি?

-  কেরল

৭৪) ফ্লুরোসিস রোগে মানুষের কিসের ক্ষতি হয়?

-  দাঁত হাড়

৭৫) প্রথম অর্গানোক্লোরিন কীটনাশক হলো কোনটি?

-   টি.এন.টি.

৭৬) 1952 সাল থেকে 1985 সালের মধ্যে সারা বিশ্বে রাসায়নিক সারের ব্যবহার 140 লক্ষ টন থেকে বেড়ে কত হয়েছে?

-  1250 লক্ষ টনে গিয়ে দাঁড়িয়েছে

৭৭) বেশি মাত্রায় অজৈব সার ব্যবহারের ফলে কি হয়?

- কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে

৭৮) অতিরিক্ত জলসেচ ব্যবস্থার ফলে মাটির কি হয়?

-  লবণতা বৃদ্ধি পায়

৭৯) পশ্চিমবঙ্গের 6 টি জেলার পানীয় জলে বা নলকূপের জলে স্বাভাবিকের চেয়ে আর্সেনিক বর্তমান প্রায়

-  200 গুণ বেশি

৮০) আর্সেনিক সহনশীল ফসল কোনটি?

-   টমাটো

৮১) মাটির অম্লতা বৃদ্ধি পায় যে ধরনের গাছের বর্জ্যের উপস্থিতিতে সেটি কি?

- সরু পাতার গাছ

৮২)  WHO নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্যমাত্রা কত?

-  65 ডিসিবেল

৮৩) শব্দের প্রাবল্যমাত্রা কিসের দ্বারা প্রকাশ করা হয় ?

- ডিসিবেল

৮৪) সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা হলো কত?

-  0-60dB

৮৫) মানুষের বমিভাব এবং অঙ্গপ্রত্যঙ্গ নিয়ন্ত্রণের অসুবিধা দেখা যায়

-  100 ডেসিবেল শক্তিসম্পন্ন আওয়াজে

৮৬) যে ডিসিবেলীয় শব্দে স্থায়ী বধিরতা সৃস্টি হয় তা হলো -

- 150dB

৮৮) এক ডিসিবেল কত বেলের সমান?

- 0.1

৮৯) শব্দদূষণ পরিমাপক একক হলো

- ডেসিবেল

৯০) মেলানোমা নামক রোগটি কোথায় হয়?

-  চামড়ার ক্যান্সার

৯১) সিলিকোসিস রোগের কারণ কি?

-  সিলিকা

৯২) তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে DNA-এর গঠনগত পরিবর্তনকে কি বলে?

-মিউটেশন

৯৩)  DDT প্রয়োগের ফলে দূষিত হয় -

- জল/বায়ু/মাটি

৯৪) ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় ?

- ইটাই ইটাই

৯৫) Causative pollutant কোনটি?

- Detergent

৯৬) "Green muffler” কোনটির সাথে সম্পর্কযুক্ত?

-  শব্দ

৯৭) CO প্রভাবে মৃত্যু হতে পারে কারণ দেহের কোনটিকে ধ্বংস করে ?

-  হিমোগ্লোবিন

৯৮) কোনটি সর্বাপেক্ষা বিষাক্ত ?

-  CO

৯৯) জন্ডিস রোগের কারণ কি?

-  জলদূষন

১০০) জলদূষণের ফলাফল হলো -

- BOD/MPN/অস্বচ্ছতা O2 হ্রাস

দূষণ প্রথম পর্ব>>>> 

দূষণ  তৃতীয় পর্ব >>>>

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>> 

 প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

দূষণ।  বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ।  গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। Pollution। Air Pollution। Water Pollution। Smog। Noise Pollution। Types of Pollution। Environmental Pollution। Global Worming। Evidence of Global Worming.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad