Type Here to Get Search Results !

দূষণ প্রথম পর্ব 190 MCQ [ Pollution MCQ]


 

দূষণ প্রথম পর্ব 

Set By- Manas Adhikary

দূষণ সম্পর্কিত ১৯০ টি  প্রশ্নোত্তর।  190 MCQ on Pollution.

দূষণ।  বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ।  গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। Pollution। Air Pollution। Water Pollution। Smog। Noise Pollution। Types of Pollution। Environmental Pollution। Global Worming। Evidence of Global Worming.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো  দূষণ প্রথম পর্ব   এই পর্বে থাকছে দূষণ সম্পর্কিত 49 টি  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

  দূষণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত  প্রশ্নোত্তর। MCQ on Pollution.

১) নাসার হিসাব অনুসাতে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত?

- 15°C

২) পৃথিবীর তাপমাত্রা স্থির রাখর জন্য কোন গ্যাস-এর ভূমিকা রয়েছে?

- CO2

৩) কোন গ্যাস তাপ শোষন করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে ?

- CO2

৪) UV রশ্মিকে প্রতিহত করে কোন গ্যাস?

- O3

৫) সূর্যালোকের UV রশ্মি উৎপন্ন করে -

- 03

৬) Good Ozone দেখা যায় কোন স্তরে?

- স্ট্রাটোস্ফিয়ার

 ৭) SO2 দূষণের প্রভাব কোথায় দেখা যায়?

-  মেমব্রেন সিস্টেমে

৮) বিশ্বউষ্ণায়নে মিথেন গ্যাসের প্রভাব শতকরা কত?

- 20%

৯) Ozone hole সর্বাপেক্ষা বেশি কোন স্থানে ?

-  আন্টার্কটিকা

১০) ওজোন দিবস কোনটি?

- 16th September

১১) ওজোন বিনষ্টকারী মূল গ্যাস কোনটি?

-  ক্লোরোফ্লুরোকার্বন

১২) ক্লোরোফ্লুরোকার্বন হলো একটি

-  জেনোবায়োটিক পদার্থ

১৩) ওজোন স্তরের ক্ষয়ের জন্য নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড শতকরা কত দায়ী?

- 60 শতাংশ দায়ী

১৪) আবহমণ্ডলের স্ট্রাট্রোস্ফিয়ার কোন অংশে ওজোনস্তর অবস্থান করে?

-  20 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে

১৫) ওজোন স্তরের গভীরতা কমে গেলে ভূ-পৃষ্ঠে বেশি করে পৌঁছায় সূর্যের কোন রশ্মি?

- অতিবেগুনি রশ্মি

 ১৬) ত্বকের ক্যান্সার মিউটেশনের প্রধান কারন হল

- ওজনস্তর ধ্বংস

১৭) বিশ্বউষ্ণায়নের কারন কোনটি?

-  বায়ুদূষণ

১৮)  Green house effect-এর জন্য দায়ী কোন আলোকরশ্মি?

-  ইনফ্রারেড রশ্মি

১৯) কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক?

-  গামা

২০) এসি, ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশে কোনটি যুক্ত হয়?

-  CFC

২১) ডিজেল পেট্রোল থেকে কোনটি পরিবেশে  মেশে?

-  সিসা

২২) SMP কি?

- বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা

২৩) নেবুলা কী দিয়ে গঠিত হয়?

- গ্যাস ধুলোবালি দ্বারা

২৪) ওজন গ্যাসের আবরণ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে?

-স্ট্র্যাটোস্ফিয়ারে

২৫) বায়ুমণ্ডলের কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত?

- ১৫ কিমি

২৬) নীচের কোনটি বায়ুমণ্ডলে প্রাকৃতিকভাবে প্রাপ্ত গ্রীন হাউস গ্যাস নয়?

-  নাইট্রোজেন অক্সাইড

২৭) নীচের কোন জ্বালানি সর্বনিম্ন পরিবেশ দূষণ ঘটায়?

-  হাইড্রোজেন

২৮) কীসের মাধ্যমে বায়ু দূষণ রোধ করা যায়?

- সবুজ গাছ লাগানো, শিল্প ধোঁয়া শোধন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্ৰ স্থাপন

২৯) তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি কোনটি?

- সালফার ডাই-অক্সাইড

৩০) এরোসল হলো বাতাসে ভাসমান অবস্থায় থাকা-

- কঠিন জলীয় পদার্থের সূক্ষ্ম কণিকা

৩১) যানবাহনের ধোঁয়াসৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষণ পদার্থ কোনটি?

-  সিসা

৩২) ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কোনটি?

-  ধান খেত

৩৩) সালফার ডাই-অক্সাইড দূষণ দ্বারা গাছের কোন ক্ষতি সাধিত হয়?

-  ক্লোরোফিল বিনষ্ট

৩৪) সারা পৃথিবীতে বায়ুদূষণের শিকার কত মানুষ?

- 130 কোটি শহরবাসী

৩৫) দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় এবং ভারতে সুনামি তান্ডবলীলা চলেছিল কবে?

- 2004 সালের 26 শে ডিসেম্বর

৩৬) আটল্যান্টিক, ক্যারিবিয়ান এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে?

- হ্যারিকেন

৩৭) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে?

-  টাইফুন

৩৮) বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাসটির নাম কি?

-  নাইট্রোজেন

৩৯) প্রতিবছর মিথেনের বৃদ্ধির হার কত?

-  এক শতাংশ

৪০) নাসার (NASA) হিসেব অনুযায়ী প্রতি বছর বায়ুমন্ডলে ক্লোরোফ্লুরোকার্বন বা CFC গ্যাসগুলো বৃদ্ধির হার কত?

-  5 শতাংশ

৪১) নাসা (NASA) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি

- মহাকাশ গবেষণা কেন্দ্ৰ

৪২) গ্রিন হাউস গ্যাসের প্রভাবে 1850 সালের তাপমাত্রা 0.25 ডিগ্রি সেলসিয়াস, আগামী 2050 সালে  বেড়ে দাঁড়াবে-

-  তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস

৪৩) শুধুমাত্র উত্তর গোলার্ধে তিন থেকে সাড়ে পাঁচ শতাংশের মতো ওজোন স্তরের ক্ষয় হয়েছে

- 1969 থেকে 1988 সালের মধ্যে

৪৪) UV বিকীরণের দ্বারা কোন রোগটি হয়?

-  ত্বকের ক্যানসার হয়

৪৫) কার্বন মনোক্সাইড মানুষের পক্ষে ক্ষতিকারক কেন?

-  ক্যানসার সৃষ্টিকারী

৪৬) Smog-এর উপাদান হলো কি কি?

- 02 PAN

৪৭) ওজোনস্তর আমাদের বসুন্ধরাকে বাঁচায় কিসের থেকে?

-  অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে

৪৮) মহাজাগতিক তেজস্ক্রিয়তা বিকিরিত হয় কথা থেকে?

- মহাকাশ থেকে

৪৯) মানুষের শরীরে তেজস্ক্রিয় মৌলগুলো কি কি?

-  তেজস্ক্রিয় পটাশিয়ামতেজস্ক্রিয় কাৰ্বন কণিকা

 দূষণ দ্বিতীয় পর্ব>>>>

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>> 

প্রাইমারি টেট  মকটেস্ট  >>>>

দূষণ।  বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ।  গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। Pollution। Air Pollution। Water Pollution। Smog। Noise Pollution। Types of Pollution। Environmental Pollution। Global Worming। Evidence of Global Worming.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad