Type Here to Get Search Results !

ষােড়শ মহাজনপদ তৃতীয় পর্ব [16 Mahajanapad MCQ 3rd part]


ষােড়শ মহাজনপদ তৃতীয় পর্ব

SET BY - MANAS ADHIKARY

ষােড়শ মহাজনপদ তৃতীয় পর্ব। 16 Mahajanapad MCQ 3rd Part.

 ষােড়শ মহাজনপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Mahajanapad 1st part| 16 Mahajanapad MCQ| 16 Mahajanapad.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রাচীন ভারতের ষােড়শ মহাজনপদ তৃতীয় পর্ব। এই টপিক সংক্রান্ত আগের  দুটি পর্বে এই টপিক থেকে  সংক্ষিপ্তরূপ ও ৮৮ টি MCQ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে থাকছে এই টপিক থেকে অবশিষ্ট ৪৬ টি MCQ প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 ষোড়শ মাহাজনপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব । Short Question and Answer on Sixteenth Mahajanpada 3rd part.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here



 

১) কোন মহাজনপদ তার এবড়ো-খেবড়ো রাস্তা, অনৈতিক কার্যকলাপের কারণে বিখ্যাত ছিল?

-শূরসেন

২) মহাজনপদ কোন রাজ্যের রাজা কান্যকুব্জ শহরের ভিত্তি স্থাপন করেছিলেন?

-পাঞ্চাল

৩) কোন মহাজনপদ লোহার খনির জন্য বিখ্যাত ছিল?

- মগধ ও অবন্তী

৪) মহাভারত অনুসারে কোন মহাজনপদের লোকেরা সত্যবাদী সদাচারী ছিলেন?

- মৎস্য

৫) নিচের কোন মহাজনপদের রাজধানী "উত্তর ভারত" এবং "দাক্ষিণাত্যের পশ্চিম সমুদ্র বন্দর" সংযোগকারী বাণিজ্য রুটে অবস্থিত ছিল...??

- অবন্তী

৬) কোন মহাজনপদে বৌদ্ধ তপস্বীদের জন্য বাদামী পোশাক তৈরি করা হয়েছিল?

- কাশী

৭) "উপলব্য" কোন মহাজনপদের একটি বিখ্যাত শহর ছিল?

- মৎস্য

৮) বুদ্ধঘোষের রচনা সুমঙ্গলবিলাসিনী অনুসারে কোন মহাজনপদে ৮টি আদালত ছিল?

- বৃজি

৯) উপচার কোন মহাজনপদের শাসক  ছিলেন?

- চেদি

১০) কোন মহাজনপদকে "অবিমুক্ত ক্ষেত্র অভিধান" বলা হয়?

- কাশী

১১) গৌতম বুদ্ধের সময় কোশল মহাজনপদ এর রাজধানী ছিল..?

- শ্রাবস্তী

১২) অর্থশাস্ত্রে কোন মহাজনপদকে রাজশব্দোপজীবিন বলে উল্লেখ করা হয়েছে?

- কুরু

১৩) নিচের কোন মহাজনপদ কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত ছিল?

- অবন্তী

১৪) কোন বেদে অঙ্গ বা মগধ "মহাজনপদ" এর প্রথম উল্লেখ আছে?

- অথর্ববেদ

১৫) 16 মহাজনপদ যুগের প্রজাতন্ত্র ব্যবস্থার অধীনে কতটি আদালতে অপরাধীদের বিচার করা হয়েছিল?

- 8

১৬) বুদ্ধঘোষের রচনা সুমঙ্গল বিলাসানিতে কোন মহাজনপদ সম্পর্কে বিচার ব্যবস্থার তথ্য পাওয়া যায়?

- বৃজি

১৭) কোন ঐতিহাসিক তার "হিন্দু পলিটি" গ্রন্থে মহাজনপদ যুগকে "জাতীয় রাষ্ট্রের সময়কাল" বলেছেন?

- কে পি জয়সওয়াল

১৮) বৌদ্ধ ভিক্ষু "সোনাদত্ত অভয় কুমার" কোন মহাজনপদের বাসিন্দা ছিলেন?

- অবন্তী

১৯) কোন পুরাণ অনুসারে, জনমেজয়ার প্রপৌত্র নিচক্ষু কৌশাম্বীকে বৎস মহাজনপদের রাজধানী করেছিলেন?

- বিষ্ণু পুরাণ

২০) 16 মহাজনপদ যুগে "কোটিপতি বণিকদের" শহর কাকে বলা হত?

- কৌশাম্বী

২১) "অশ্বপুর ভদ্রিকা" কোন মহাজনপদের শহর ছিল?

- অঙ্গ

২২) নিচের কোন রাজ্যে প্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা ছিল না?

- মগধ

২৩) খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে নিচের কোনটি ভারতের সবচেয়ে শক্তিশালী শহর-রাজ্য ছিল?

- মগধ

২৪) কাশী লিচ্ছবি কে মগধ সাম্রাজ্যে একীভূত করেন কোন শাসক?

- অজাতশত্রু

২৫) কোন মগধ সম্রাট অঙ্গকে তার রাজ্যে একীভূত করেন?

- বিম্বিসার

২৬) কোন শাসক অবন্তীকে মগধের অংশ করেছিলেন?

- শিশুনাগ

২৭) ভারতে প্রথম মুদ্রা প্রচলিত হয় কবে?

- 600 খ্রিস্টপূর্বাব্দে

২৮) মগধের রাজা অজাতশত্রুর সাথে কোন প্রজাতন্ত্রের যুদ্ধ হয়েছিল?

- বৃজি (বৈশালী)

২৯) মহাভারতের আমলে চেদী মহাজনপদের শাসক কে ছিলেন?

- শিশুপাল

৩০) কোন মহাজনপদের রাজা  তার দূতকে বিম্বিসারের দরবারে পাঠান?

- গান্ধার

৩১) পাঞ্চাল মহাজনপদের বর্তমান নাম কি?

- রোহিলখণ্ড

৩২) কোন নদী বৃজি মগধ মহাজনপদ দুটির মধ্যে সীমানাতে অবস্থিত?

- গঙ্গা

৩৩) "উপলব্য" কোন মহাজনপদের বিখ্যাত শহর ছিল?

-  মৎস্য 

৩৪) সঙ্গম যুগের কোন গ্রন্থে উত্তর ভারতের তিনটি মহাজনপদ বর্ণনা করা হয়েছে?

- শিল্পাদিকরাম

৩৫) মহাভারতের সময় পাণ্ডবরা কোন মহাজনপদ-এর রাজধানী 'বিরাটনগর'- তাদের নির্বাসন কাটিয়েছিলেন?

- মৎস্য

৩৬) কোন মহাজনপদের আভিধানিক অর্থ  হল পশু পালনকারী সম্প্রদায়?

- বৃজি

৩৭) 1903 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গনরাজ্য সনাক্ত করেন কে ?

 

- রিজডেভিডস  

৩৮) মহাজনপদ যুগ অন্য কি নামে পরিচিত?

- দ্বিতীয় নগরায়ন

৩৯) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে কোন ধাতু ব্যবহার করে জনপদগুলি মহাজনপদে রূপান্তরিত হয়েছিল?

- লোহা

৪০) রাজগৃহে প্রথম বৌদ্ধ সাম্মেলন অনুষ্ঠিত হয়এই রাজগৃহ কোন মহাজনপদের রাজধানী ছিল?

- মগধ

৪১) কোন মহাজনপদ সেরা ঘোড়ার জন্য বিখ্যাত ছিল?

- কম্বোজ

৪২) কোন মহাজনপদ সুতি সিল্কের কাপড়ের জন্য বিখ্যাত ছিল?

- কাশী

৪৩) অশমাক/অসমক মহাজনপদ কোন নদীর তীরে অবস্থিত ছিল?

- গোদাবরী

৪৪) মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত ছিল?

- জয়পুর

৪৫) মহামুতসোম জাতকের মতে কোন মহাজনপদে 300টি সংঘ ছিল?

- কুরু

৪৬) নিচের কোন মহাজনপদ থেকে গ্রীকদের বিরুদ্ধে যুদ্ধরত পারস্য বাহিনীকে লোক উপকরণ সরবরাহ করা হয়েছিল?

- গান্ধার

 

 

ষােড়শ মহাজনপদ প্রথম পর্ব >>>> 

 ষােড়শ মহাজনপদ দ্বিতিয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ষােড়শ মহাজনপদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Mahajanapad 1st part| 16 Mahajanapad MCQ| 16 Mahajanapad. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad