দূষণ তৃতীয় পর্ব
Set By- Manas Adhikary
দূষণ সম্পর্কিত ১৯০ টি প্রশ্নোত্তর তৃতীয় পর্ব । 190 MCQ on Pollution 3rd Part.
দূষণ। বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ। গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। দূষণঘটিত বিভিন্ন রোগ। Pollution। Air Pollution। Water Pollution। Smog। Noise Pollution। Various Diseases Caused by Pollution|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো দূষণ তৃতীয় পর্ব । এর আগে এই টপিকের প্রথম দুটি পর্বে ১০০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই পর্বে থাকছে দূষণ সম্পর্কিত আরো ৫০টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে এই টপিক থেকে আরো কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: SSC, PSC, School Service, SLST etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
দূষণ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব । MCQ on Pollution 3rd Part.
১০১) হাতপায়ে কালোদাগের সৃষ্টি হয় যে দূষকের কারণে সেটী কি?
- আর্সেনিক
১০২) কোনটি প্যাথোজেনিক পরজীবী?
-. Salmonella
১০৩) এক জীব থেকে অন্য জীবে রোগের সংক্রামন যে জীব মাধ্যম হিসাবে কাজ করে তাঁকে কি বলে?
-ভেক্টর
১০৪) ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন-এর উৎস কি?
- সিঙ্কনা
১০৫) মাড়ির অসুখ সারাতে ওষুধের উৎস কোনটি?
- নিম
১০৬) সর্দিকাশি সারাতে ওষুধের উৎস কোনটি?
- তুলসী
১০৭) লিউকেমিয়া এর ওষুধ “ভিনক্রিস্টিন”এর উৎস কি?
- নয়নতারা
১০৮) রেসারপিন' এর উৎস কি ?
- সপগান্ধা
১০৯) হাইড্রা ও জুকলরেল্লার সহাবস্থান হলো -
-সিমবায়সিস
১১০) সালফার-ডাই অক্সাইড দূষণের জৈবিক সূচক হিসাবে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?
- লাইকেন
১১১) Tetiba grandis কোন গাছের বিজ্ঞানসম্মত নাম?
- সেগুন
১১২) হ্যাবিট্যাটস বলতে কি বোঝায়?
- প্রাকৃতিক বাসভূমির ক্ষতি
১১৩) Ficus religious কোন গাছের বিজ্ঞানসম্মত নাম ?
- অশ্বত্থ
১১৪) মেলানোসিস রোগটি কোন কারণে হয়?
- আর্সেনিক দূষণ
১১৫) পোলিও কি ঘটিত রোগ?
- ভাইরাসঘটিত রোগ
১১৬) বিষাক্তধাতু হলো কোনটি?
- ক্যাডমিয়াম
১১৭) মিনিমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি কী?
- পারদ
১১৮) মানুষের দেহে তেজস্ক্রিয়তার প্রভাবে কি ঘটে?
- জিনের গুণগত পরিবর্তন হয়
১১৯) জলবাহিত এককোষী প্রোটোজোয়া ঘটিত রোগটি কোনটি?
- জিয়ার্ডিয়াসিস
১২০) ছবি আঁকার রং এ, পেনের রিফিলে সাধারণত যে ধাতুর আধিক্য থাকে তা হলো—
- লেড
১২১) কোনবছর বিশ্বে জনসংখ্যা 6 হাজার কোটি হয়েছে
- 1999
১২২) 5th June হল
- World Environment Day
১২৩) বিশ্ব জল দিবস কবে পালিত হয়?
- 22nd March
১২৪) "Environment Protection Act” প্রবর্তিত হয় কত সালে?
- 1986
১২৫) MAB-এর পুরো নাম কী?
- Man and biosphere
১২৬) BOD কী?
- Biological Oxygen Demand
১২৭) "Bio-degradable pollutant" কী?
- ময়লাজল
১২৮) Non Biodegradable pollutant কোনটি?
- DDT
১২৯) জীবাশ্ম জ্বালানি প্রধানত কোন দূষকের উৎস ?
- সালফার ডাইঅক্সাইড
১৩০) বায়ুমন্ডলের শীতলতম স্থান কোনটি?
- মেসোপজ
১৩১) বায়ুতে CO2 এর পরিমাণ -
- 0.034%
১৩২) সালফারের প্রধান উৎস হলো -
- পাহাড়
১৩৩) ‘পোলেন’ কী?
- পরাগরেণু
১৩৪) PAN এর পুরো সম্পূর্ণরূপ কী?
- পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট
১৩৫) কোনটি সাধারণ দূষক নয়?
- হাইড্রোকার্বন
১৩৬) বায়ুর গতি পরিমাপক যন্ত্রের নাম কী?
- অ্যানিমোমিটার
১৩৭) পরিবেশের সঙ্গে কোনো জীবের সম্পর্ককে বলে -
- বায়নমিক্স
১৩৮) .উষ্ণতার সর্বাধিক তারতম্য কোথায় দেখা যায়?
- মরুভূমিতে
১৩৯) কমিউনিটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
- লিঙ্গঅনুপাত
১৪০) অরণ্য ধ্বংসের ফলে কোনটি হ্রাস পায়?
- বৃষ্টিপাত
১৪১) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীর বিচরণক্ষেত্রকে কী বলে ?
- হোমরেঞ্জ
১৪২) বালুময় অঞ্চলে প্লান্টস সাকসেশনকে কী বলে?
- স্যামসেরি
১৪৩) রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে?
- IUCN
১৪৪) রেড ডাটা বুক-এ জীবের অবলুপ্তির প্রবণতা অনুসারে জীবপ্রজাতিকে কয় ভাগে ভাগ করা হয়?
- 9
১৪৫) কোন সালে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়েছে?
- 1983.
১৪৬) কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি কি?
- আন্তর্জাতিক চুক্তি
১৪৭) Whittaker এর নাম কোন সূচকের সাথে জড়িত?
- সুখ
১৪৮) নিম্নলিখিত কোন সময়ে জীববৈচিত্র্যের বিলুপ্তি মাপ হয় না?
- বর্তমান সময়
১৪৯) সনিকবুম (Sonic boom) -এর উৎস কি?
- দ্রুতগামী বিমান
১৫০) উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল হলো -
- নাইট্ৰজেন
পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক >>>>
দূষণ। বায়ু দূষণ । জল দূষণ । মাটি দূষণ। গ্লোবাল ওর্য়ামিং। বিশ্ব উষ্ণায়ন। দূষণঘটিত বিভিন্ন রোগ। Pollution। Air Pollution। Water Pollution। Smog। Noise Pollution। Various Diseases Caused by Pollution|