Type Here to Get Search Results !

বৈদিক সভ্যতা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Vedic civilization MCQ

বৈদিক সভ্যতা দ্বিতীয় পর্ব (প্রশ্নোত্তর)

SET BY - MANAS ADHIKARY

বৈদিক সভ্যতা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Vedic civilization MCQ .

বৈদিক সভ্যতা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| ঋকবৈদিক যুগ|পরবর্তী বৈদিক যুগ| The Vedic Culture MCQ| Early Vedic Civilization MCQ| Rig Vedic Civilization| Later Vedic Civilization| Vedic Period Notes.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রাচীন ভারতের অন্যতম সভ্যতা বৈদিক সভ্যতা  সম্পর্ক এ  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 বৈদিক সভ্যতা mcq । Question Answer on Vedic Civilization.


) বৈদিক সভ্যতার সময়কাল লেখ

- ১৫০০ থেকে ৬০০ খ্ৰীষ্ট্ৰপূর্বাব্দ। বৈদিক সভ্যতাকে দুইভাগে ভাগ করা হয়। যথা-

ঋকবেদের যুগ - ১৫০০ থেকে ১০০০ খ্রীস্টপূর্বাব্দ

বেদ পরবর্তী বৈদিক যুগ - ১০০০ থেকে ৬০০ খ্রীষ্ট্ৰপূর্বাব্দ

) বৈদিক সভ্যতা কোথায় গড়ে ওঠে?

- রাভি নদীর তীরে সিন্ধু বিধৌত অঞ্চলে যার পূর্বনাম ছিল পুরুষানি৷

) কোন অঞ্চলকে সপ্তসিন্ধু অঞ্চল বলা হয়?

- আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে সপ্তসিন্ধু (ঝিলাম, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু সিন্ধু) অঞ্চল বলা হয়

) সংস্কৃতে আর্য শব্দের অর্থ কী ?

- সৎ বংশজাত ব্যক্তি

) বৈদিক আর্যদের প্রধান ভাষা কি ছিল?

- সংস্কৃত

) বৈদিক সভ্যতার প্রকৃতি কেমন ছিল?

- গ্রামকেন্দ্রিক

) কোন সভ্যতার ঠিক পরেই বৈদিক সভ্যতার বিকাশ ঘটে?

- সুমেরীয় সভ্যতার পরেই বৈদিক সভ্যতার বিকাশ ঘটে বৈদিক সভ্যতার উদ্ভব মিশরীয় সভ্যতা এবং রােমান গ্রিক সভ্যতার কয়েক হাজার বছর আগে

) বৈদিক সভ্যতায় আর্যদের বসতবাড়ি কী দিয়ে তৈরী হত?

- কাঠের

) বৈদিক সভ্যতার প্রধান খাদ্যদ্রব্য কি ছিল?

- দুধ এবং দুগ্ধজাত দ্রব্য

১০) বৈদিক যুগে যে স্বর্নমুদ্রার প্রচলনম ছিল তার নাম কী?

- নিস্ক মনা

১১) বৈদিক সভ্যতার বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?

 - গোরু

১২) উত্তর ভারতে বৈদিক যুগ চলাকালীন পশ্চিমবঙ্গে কোন সংস্কৃতি চলছিল?

- তাম্রাশ্মীয় সংস্কৃতি (Chalcolithic Age)

১৩) বৈদিক সভ্যতায় কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত?

- সামবেদ

১৪) আর্যদের মধ্যে প্রাচীন গোষ্ঠী কোনটি?

- Hittites

১৫) প্রাচীন বৈদিক যুগে একটি জনপ্রিয় assembly ছিল যেখানে নারী পুরুষ উভয়েরই সমান অধিকার ছিলো সেটির নাম কী?

- বিধাতা

১৬) পরবর্তী বৈদিক যুগে রাজার পত্নীকে কী বলা হত?

- মহিষী

১৭) আর্যদের চতুরাশ্রমের নাম কর

- ব্রহ্মচর্য্য - - ২৫ বছর বয়স পর্যন্ত

গার্হস্থ্য - ২৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত

বানপ্রস্থ - ৫০ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত

সন্ন্যাস - ৭৫ থেকে ১০০ বছর বয়স পর্যন্ত

১৮) বৈদিক যুগে আর্যদের জীবনে কোনটি বাধ্যতামূলক ছিল না

- তপস্যা করা

২০) বৈদিক সভ্যতার প্রধান খাদ্যদ্রব্য কি ছিল?

 - দুধ এবং দুগ্ধজাত দ্রব্য

২১) বৈদিক যুগে যে স্বর্নমুদ্রার প্রচলনম ছিল তার নাম কী?

 - নিস্ক মনা

২২) বৈদিক সভ্যতার বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?

- গোরু

২৪) আর্য সমাজে কাকে ধনী ব্যক্তি বলা হত?

- যার প্রচুর গবাদিপশু থাকত তাকেই ধনী ব্যক্তি বলা হত

২৫) বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?

- জাতিভেদ প্রথা

২৬) বৈদিক যুগে কাদেরকে ব্রহ্মবাদিনী বলা হত?

- যে সমস্ত নারী ধর্মচর্চা করে জীবন অতিবাহিত করতেন তাদেরকে ব্ৰহ্মবাদিনী বলা হত

২৭) কারা ভারতবর্ষে লৌহযুগের সূচনা করেন?

- আর্যরা

২৮) বৈদিক যুগে অক্ষবাপ কাকে বলা হত?

- নৃত্যক্রীড়ার প্রধানকে

২৯) ঋকবৈদিক যুগে সমাজ অর্থনীতির ভিত্তি কী ছিল?

- কৃষি পশুপালন

৩০) কোন ঋষি দক্ষিন ভারতে আর্য সভ্যতার বিস্তার ঘটান?

- অগস্ত্য

৩১) ঋকবৈদিক যুগে গোপ কাকে বলা হত?

- জনের প্রধানকে

৩২) বৈদিক যুগে রাজার নির্বাচনে কে অংশ নিত?

- সমিতি

৩৩) বৈদিক যুগে যে সম্প্রদায়ের মধ্যে গান্ধর্ব বিবাহ প্রথা বিশেষ প্রচলন ছিল সেই সম্প্রদায়টি কোনটি?

- ক্ষত্রিয়

৩৪) বৈদিক যুগে যে গনরাজ্যের উল্লেখ পাওয়া যায় তার নাম কী?

- দ্বারকা

৩৫) ঋকবেদের কোন স্তোত্রেইতিহাস’ শব্দটি পাওয়া গেছে?

- দানস্তুতিতে

৩৬) ঋকবৈদিক যুগে কোন দেবতার আর্বিভাব হয়নি?

- শিব

৩৭) বৈদিক যুগে কোন দার্শনিক ঈশ্বরের অস্তিত্ব অগ্রাহ্য করেন?

- উদ্ধলক/উদ্যলক

৩৮) মৈত্রী কে ছিলেন?

- দার্শনিক

৩৯) অনুলোম বিবাহ কী?

- উচ্চবর্নের পুরুষ নিম্নবর্নের নারীর বিবাহ

৪০) প্ৰতিলোম বিবাহ কী?

- ব্রাহ্মন কন্যার সহিত শূদ্র পাত্রের বিবাহ

৪১) ঋকবৈদিক যুগে কোন অর্থকারী ফসল সর্বাধিক গুরুত্বপূর্ন ছিল?

- আখ

৪২) আর্য শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়?

 - ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋকবেদ ইরানের প্রাচীন জেন্দ আবেস্তা গ্রন্থে

৪৩) আর্যদের কেন দ্বিজ নামে অভিহিত করা হয়?

- জন্ম উপনয়ন এই দুটির জন্য আর্যদের দ্বিজ নামে অভিহিত করা হয়

৪৪) পূর্ব-ইউরােপের কোন ভাষার সঙ্গে প্রাচীন আর্য ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়?

- লিথুনিয়ান ভাষার

৪৫) ‘বিদেশ থেকে আর্যরা এইদেশে এসেছেন’ - এই উক্তিকে আহম্মকের কথা; মিথ্যা; অন্যায় বলে কে মন্তব্য করেন যে ভারতবর্ষই হল আর্যদের দেশ?

- স্বামী বিবেকানন্দ

৪৬) কিসের উপর ভিত্তি করে বলা যায় যে, আর্য ইরানীয়রা একই গোষ্ঠীভুক্ত ছিল?

- ঋকবেদ জেন্দ আবেস্তার ভাষা এবং দুই গ্রন্থে বর্নিত ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে

৪৭) কার মতে আর্যরা দুটি দলে বা দুবারে ভারতে এসেছিল?

- কেমব্রিজ ইতিহাস গোষ্ঠীর লেখক র‍্যাপসনের মতো

৪৮) আর্যরা কবে প্রথম লিপির ব্যবহার শেখে?

- আনুমানিক ৭০০ খ্রীঃ

৪৯) আর্যরা প্রথম কী ধরনের লিপি সৃষ্টি করেন?

- রৈখিক

৫০) ঋকবৈদিক যুগে সমাজে বর্নভেদ বা জাতিভেদ প্রথার প্রচলন কেমন ছিল?

- বিশেষ ছিল না

৫১) ঋক বৈদিক যুগে আর্য সমাজ মূলত কয়টি শ্রেনীতে বিভক্ত ছিল?

- তিনটি (যোদ্ধা বা রাজন্য, ব্রাহ্মন বা পুরোহিত, এবং বৈশ্য বা সাধারন আর্য)

৫২) বৈদিক যুগের কোথায় চতুবর্ন ব্যবস্থার প্রতিকী উল্লেখ পাওয়া যায়?

- ঋকবেদের দশমমন্ডলের পুরুষসুক্ত নামক স্তোত্রে

৫৩) ঋকবেদের দশম মন্ডলের পুরুষ সুক্ত নামক স্তোত্রে যে চতুবর্ন ব্যবস্থার প্রতীকীর উল্লেখ আছে সেখানে কি বলা হয়েছে?

- বলা আছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মন, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদদ্বয় থেকে শুদ্রের উৎপত্তি

৫৪) ঋকবেদে ক্ষত্রিয় শব্দটির পরিবর্তে কী ব্যবহৃত হয়?

- রাজন্য

৫৫) ঋকবৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি কি ছিল?

- পরিবার

৫৬) ঋকবৈদিক যুগে পরিবারের প্রকৃতি কেমন ছিল?

- যৌথ একান্নবর্তী পিতৃতান্ত্রিক

৫৭) ঋক বৈদিক যুগে পরিবারকে কী বলা হত?

- কুল

৫৮) ঋকবৈদিক যুগে পরিবারের প্রধানকে কী বলা হত?

- গৃহপতি, কুলপা বা কুলপতি

৫৯) ঋকবৈদিক যুগে কয়েকজন যুদ্ধবিশারদ নারীর নাম কর?

- ইন্দ্রসেনা, বিশপলা, মৃদঙ্গলানী

৬০) ঋকবৈদিক যুগে ধর্মীয় সাধনায় সাফল্য লাভ করেন এমন কয়েকজন নারীর নাম লেখ-

-লোমাশা, জুহু, পৌলমী কামায়নী

৬১) ঋকবৈদিক যুগে চতুরাশ্রমের উল্লেখ কোথায় পাওয়া গিয়েছে?

- জবালা উপনিষদে

৬২) ঋকবৈদিক যুগে আর্যদের রাষ্ট্রব্যবস্থা প্রধানত কেমন ছিল?

- উপজাতি কেন্দ্রিক

৬৩) আর্যদের মৃৎপাত্রের রং কেমন ছিল?

- ধূসর।

৬৪) বৈদিক যুগে স্তোত্র রচয়িতা সাধিকা কয়েকজন নারীর নাম করাে।

- লোমশা, পৌলমী, জুহু ও কামায়নী, শ্রদ্ধা

৬৫) প্রাচীন ভারতের কোন মহিলা যুদ্ধক্ষেত্রে শত্রু নিধন করেন?

- রানি বিশপলা

৬৬) প্রাচীন ভারতের কোন মহিলা যুদ্ধক্ষেত্রে স্বামীর রথের সারথি ছিলেন?

- মৃদগালিনী

৬৭) ঋকবৈদিক যুগে বিদথ নামে যে প্রতিষ্ঠানের উল্লেখ আছে তার সদস্য কারা হতে পারতেন?

-রাজা বিশিষ্ট ব্যক্তিরা

৬৮) বৈদিক যুগের কয়েকটি যজ্ঞের নাম লেখ।

- অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞ ইত্যাদি

৬৯) ঋকবৈদিক যুগে সামরিক বাহিনী কয়টি ভাগে বিভক্ত ছিল?

- তিনটি যথা- পদাতিক, অশ্বারোহী রথারোহী

৭০) ঋকবৈদিক যুগে প্রধান যুদ্ধাস্ত্র কী ছিল?

- তীর ধনুক

 

বৈদিক সভ্যতা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| ঋকবৈদিক যুগ|পরবর্তী বৈদিক যুগ| The Vedic Culture MCQ| Early Vedic Civilization MCQ| Rig Vedic Civilization| Later Vedic Civilization| Vedic Period Notes.

৭১) বৈদিক যুগে কর্ষিত ভূমিকে কী বলা হত?

- ক্ষেত্র বা উর্বর বা খিল্য

৭২) বৈদিক যুগের সমাজে প্রধান সম্পদ কী ছিল?

- গবাদি পশু (গোরু ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন)

৭৩) বৈদিক যুগে লাঙলকে কী বলা হত?

- শীর

৭৪) বৈদিক যুগে কর্ষিত জমিতে লাঙলের যে রেখা পড়ত তাকে কী বলা হত?

- সীতা

৭৫) বৈদিক যুগেগোমৎ' কাকে বলা হত?

- ধনীব্যক্তি যারা গোধনের অধিকারী ছিলেন।

৭৬) বৈদিক যুগে কি কি রাজস্ব আদায় করা হত?

- ভাগ, বলি, শুল্ক

৭৭) ঋকবৈদিক যুগে আর্যদের ধর্মবিশ্বাসের মূল ভিত্তি কি ছিল?

- প্রকৃতির উপাসনা

৭৮) ঋকবৈদিক যুগে খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে অপরাধীকে কি জরিমানা দিতে হতো?

- ১০০ টি গোরু জরিমানা দিতে হত

৭৯) ঋকবৈদিক যুগে কী পনপ্রথার ব্যবস্থা ছিল?

- হ্যাঁ (কন্যার পিতা পন পেতেন)

৮০) গুপ্তচর প্রথার প্রথম ব্যবহার হয় কোন যুগে?

- ঋকবৈদিক যুগে

৮১) বৈদিক যুগের কয়েকজন বিদূষী নারীর নাম কর

- অপালা, ঘোষা (ঋকবেদের দশম মন্ডলের ৩৯-৪১ নং সুক্তের দ্রষ্টা এবং ঋষি কক্ষিবানের কন্যা), লোপামুদ্রা, গার্গী, সুলতা, মমতা, মৈত্রেয়ী, ভারতী, কাত্যায়নী

৮২) বৈদিক যুগের মহিলা ঋষি গার্গী, মৈত্রেয়ী, ভারতী, কাত্যায়নী কোথাকার বাসিন্দা ছিলেন ?

-মিথিলা

৮৩) পরবর্তী বৈদিকযুগে উদ্ভূত দুটি নগরের নাম করো

 - হস্তিনাপুর কৌশম্ভী

৮৪) প্রাচীন ভারতের কোন যুগে প্রথম গিন্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে?

- পরবর্তী বৈদিক যুগে

৮৫) প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহৃত হয় কবে?

 - পরবর্তী বৈদিক কালে বা উত্তর বৈদিক কালে

৮৬) পরবর্তী বৈদিক যুগে চিরুনীকে কী বলা হত?

- শলালী

৮৭) পরবর্তী বৈদিক যুগে আয়নাকে কী বলা হত?

- প্রকাশ

৮৮) পরবর্তী বৈদিক যুগে যজ্ঞের সময় পরিধেয় পোশাকের মধ্যে উল্লেখযোগ্য কী ছিল?

- তাপ উষাম

৮৯) বাজসেনিয় সংহিতায় শৈলুষ নামে যে একশ্রেনির শিল্পীর পরিচয় পাওয়া যায়, তাদেরকে কী বলা হত?

- নট বা অভিনেতা

৯০) শতপথ ব্রাহ্মনে কিসের তৈরী পাদুকার ব্যবহারের কথা জানা যায়?

- চামড়ার তৈরির

৯১) পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রীয় সংগঠন শাসন ব্যবস্থা কেমন ছিল?

- গণতান্ত্রিক

৯২) পরবর্তী বৈদিক যুগে রাজারা কি কি উপাধি ধারন করতেন?

- সম্রাট, একরাট, বিরাট, স্বরাট প্রভৃতি।

৯৩) বৈদিক দেবতা বরুনের সাথে পারস্য গ্রীকের কোন দেবতার মিল আছে?

- পারস্যের আলোর দেবতা আহুর মাজদা গ্রিকদেবতা ইউরেনাসের মিল পরিলক্ষিত হয়।

৯৪) পরবর্তী বৈদিক যুগের সর্বাপেক্ষা উন্নত রাজ্য কোনটি ছিল?

- পাঞ্চাল

৯৫) পূর্ব ভারতে আর্যবসতি বিস্তারের এক পথিকৃৎ কে?

- বিদেঘ মাথব।

৯৬) বিদেহ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন?

- বিদেঘ মাথব।

৯৭) জড়বাদী তত্ত্ব কে প্রচার করেন?

- ঋষি উদ্দালক

৯৮) একেশ্বরবাদী ধারনা দৃঢ় হয় কোন সময়ে?

- পরবর্তী বৈদিক যুগে

৯৯) পরবর্তী বৈদিক যুগে কাকে বেদমাতা বলে আখ্যা দেওয়া হয়?

- সরস্বতী

১০০) পরবর্তী বৈদিক যুগে পূর্বদিকের রাজাদের কি নামে অভিহিত করা হত?

- সম্রাট

১০১) পরবর্তী বৈদিক যুগে পশ্চিম দিকের রাজন্যবর্গ কী নামে পরিচিত ছিল?

- সভরৎ

১০২) পরবর্তী বৈদিক যুগে উত্তর দিকে রাজারা কী নামে পরিচিত ছিল?

- বিরাট

১০৩) পরবর্তী বৈদিক যুগে দক্ষিন দিকের রাজন্যবর্গ কী নামে পরিচিত ছিল?

- ভোজ

১০৪) বোঘাজটক কি জন্য গুরুত্বপূর্ন

- এখানে প্রাপ্ত শিলালিপিগুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ আছে

১০৫) বৈদিক সভ্যতায় রাজার অনুগ্রহপুষ্ট আমলারা কি বলে বিবেচিত হত?

- রত্ন

১০৬) বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে কী বলা হত?

-কুলপা বা গৃহপতি

১০৭) বৈদিক যুগে কীসের জন্য ইন্দ্রের উপসনা করা হত?

- পার্থিব সুখ বিজয়ের জন্য

১০৮) বৈদিক যুগে সাধারন মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠন ছিল কোনটী?

- সমিতি

১০৯) বৈদিক যুগে কোন প্রথার ছিল?

- বিধবা বিবাহের প্রচলন ছিল

১১০) বৈদিক যুগে পনি কাদের বলা হত?

- এক শ্রেনীর ব্যবসায়ীদেরকে (এরা অনার্য ছিলেন)

 ১১১) পরবর্তী বৈদিক যুগে ধনী বনিকদের কী বলা হত?

-শ্রেষ্ঠী বা সেটঠি। এরা বৈশ্য সম্প্রদায়ভুক্ত ছিলেন

১১২) বৈদিক সভ্যতা কোন কেন্দ্রিক ছিল?

 - পিতৃকেন্দ্রিক

১১৩) বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হত?

 - ভিষক

১১৪) বৈদিক যুগে দেবতা ইন্দ্রের ওপর নাম কী?

 - পুরন্দর বৃত্রঘ্ন

১১৫) ঋকবৈদিক বৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবী মানুষের নাম কর

-- সুত্রধর, চর্মকার, ছুতাের, তাঁতি, কুমাের

১১৬) বৈদিক সভ্যতার স্রষ্টা কারা ?

- আর্যরা

১১৭) ঋকবৈদিক যুগে সরস্বতী কিসের দেবী ছিলেন?

- নদীর

১১৮) নারিষ্টা কী ?

- বয়স্কদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানকে সভা বলা হত৷ এই সভার অপর নাম নারিষ্টা

১১৯) বিদোভ কী?

- বৈদিক যুগে কল্যানকর কাজের জন্য তৈরী হােয়া সভাকে বিদোভ বলা হয়

১২০) বৈদিক যুগের দুটি জনসভার নাম করাে যারা রাজশক্তিকে নিয়ন্ত্রন করতে পারত?

- সভা সমিতি নামে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রন করতে পারত

১২১) গৃহপতি বলতে কী বোঝ?

- পরবর্তী বৈদিক যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল এদেরকে গৃহপতি বলা হয় এরা সাধারনত বৈশ্য শ্রেনীভুক্ত ছিল

১২২) বৈদিক যুগের ধানের নিদর্শন কোথায় আবিস্কৃত হয়েছে?

- হস্তিনাপুর

১২৩) পরবর্তী বৈদিক যুগে রাজস্ব সংগহকে কী বলা হত?

- ভাগদুখ

২৪) বৈদিক যুগে আমলারা কী নামে পরিচিত ছিল?

- রত্ন।

১২৫) ভারতে লােহার প্রাচীনতম নিদর্শন কোথায় আবিস্কৃত হয়েছে?

- নোহ

২৬) বৈদিক যুগে মন্ত্র বা যজ্ঞের অধিপতিকে কী বলা হত?

- বৃহষ্পতি।

১২৭) ঋকবৈদিক যুগে অর্থনীতির মূল স্তম্ভ কী ছিল?

- পশুপালন

১২৮) কে বলেছেন আর্যদের আদি বাসস্থান হল সুমেরীয় অঞ্চল?

- বাল গঙ্গাধর তিলক

১২৯) কে বলেছেন আর্যদের আদি বাসস্থান ছিল পাজ্ঞাবের সপ্তসিন্ধু অঞ্চল?

-অবিনাশ চন্দ্র দাস

৩০) কে বলেছেন গঙ্গা যমুনার সঙ্গমস্থল হল আর্যদের আদি বাসস্থান?

-গঙ্গানাথ ঝাঁ

১৩১) পরবর্তী বৈদিক যুগে প্রধান বিচারপতিকে কী বলা হত?

- স্থপতি

৩২) ঋকবৈদিক যুগের প্রধান পুরোহিতকে কী বলা হত?

- হোতা

১৩৪) বৈদিক যুগে শাসনতান্ত্রিক স্তরগুলি তাদের প্রধানদের কী বলা হত তা উল্লেখ করো।

স্তর

প্রধান বা নেতা

পরিবার/ কুল (এটি ছিল সর্বনিম্নস্তর)

কুলপা/কুলপতি/ কুলপ

কয়েকটি পরিবারের সমন্বয়ে গঠিত গোষ্ঠী/উপজাতি

 

ঋকবৈদিক যুগে কয়েকটি পরিবার অন্যমতে গােষ্ঠীর সমন্বয়ে তৈরী হয় গ্রাম

গ্রামনী

কয়েকটি গ্রামের সমন্বয়ে গঠিত বিশ

বিশপতি

 

কয়েকটি বিশের সমন্বয়ে গঠিত জন

গোপ (স্বয়ং রাজা)

কয়েকটি জনের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র বা দেশ

 

ঋকবেদে উল্লেখিত গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র

গনপতি জ্যেষ্ঠ

 

১৩৫) বৈদিক যুগের দেবদেবীর নাম

দেবদেবীর নাম

কিসের দেবতা/দেবী

দ্যৌ

আকাশের দেবতা

ইন্দ্র

যুদ্ধের দেবতা

অগ্নি

আগুনের দেবতা

বরুন

জলের দেবতা (ঋকবেদে ৩০ টি স্তোত্র রয়েছে)

সোম

গাছের দেবতা (ঋকবেদের নবম মন্ডলের এই দেবতার নামে ১২০ টি স্তোত্র রয়েছে)

মরুৎ

ঝড়ের দেবতা

বায়ু

বাতাসের দেবতা

মিত্র

সন্ধি, শপথ প্রতিজ্ঞার দেবতা

পর্জন্য

বৃষ্টির দেবতা

রুদ্র

ধ্বংসের দেবতা

সাবিত্রী

সূমন্ডলের অধিষ্ঠাত্রী প্রানদাত্রীদেবী

ঊষা

প্রত্যুষের দেবতা

বৃহস্পতি

প্রার্থনার দেবতা

ইলা

উৎসর্গের দেবতা

পুরমধী

উর্বরতার দেবী

রাত্রি

আলোর দেবী

দিশানা

শাকসজির দেবী

অদিতি

শাশ্বত দেবী

নিতি

মৃত্যুর দেবী

 

১৩৬) বৈদিক সভ্যতায় ব্যবহৃত কিছু শব্দ সমূহ।

শব্দ                    বাংলা অর্থ

কৃষ্টি                    কৃষক/হলকর্ষক কুল

কুল                    পরিবার

কুসীদ                   ঋণ

কুসীদিন                  ঋণদাতা

শ্রেষ্ঠীন/শ্রেষ্ঠী                      ধনী বনিক  

নিগম                                                 বাজার

বিষক বা ভীষক                            চিকিৎসক

বাবাতা                                      রাজার প্রিয়তমা রানী

ঋষিকা                      নারী ঋষি

নবনীত                  মাখন

শতদার                  একশোটি গোরু

শলালী                                                চিরুনী

কুল্যা                    কৃত্রিম জলপ্রনালী

মহিষী                                                 প্রধান রানী

গোধন                                        গোরু

নারিস্তা                                       সভা

শীর                                           লাঙল

ব্রীহি/সালা                                    ধান

রথমুষল                                      অস্ত্রবিশেষ

মৌলি/উষ্ণীষ                                        পাগড়ি

ক্ষেত্র/উর্বরা/খিল্য            কর্ষিত ভুমি

নীবি                       অন্তর্বাস/ কোমর বন্ধনী

দুকুল                       মিহি রেশমবস্ত্র

অপুপ                                         পিঠা

পনি                    পদাতিক সেনা

পত্তি                                           অনার্য বনিক

আয়স                   লােহা

গোঘ্ন                       অতিথি

অঘ্ন                    গরু

এপু                                                     টিন

বাস                    বাইরের পরিধেয় পােশাক

উপনা                   চটি

রজয়িত্রী                 রঙ প্রস্তুতকারক

নৃতা                    নর্তক

নৃতু                    নর্তকী

সমনা                                                  মেলা

কর্নসোভনা                                    দুল

 উদারা                                       শস্য মাপার যন্ত্র

অক্ষ                                           জুয়া

খাদি                                           আংটি

গোমী                                                 বীনা

ভাগদুথ                                       কর আদায়কারী

আঘাতি                                       বাদ্যযন্ত্র

দত্ৰা বা শ্রিনি                                         কাস্তে

গধুমা                                                 গম

গাভিষ্ট                                        যুদ্ধ

সুত                                            রাজকীয় ঘোষক

গোমত্ত/গত                                   গরুর জন্য যুদ্ধ

গোধুলি                                       সময় পরিমাপের একক

গোভতি                                      দূরত্ব পরিমাপের একক

গোচামর্ন                                     দূরত্ব পরিমাপের একক

গৌরি                                                 মহিষ

ইসুকার                                       তীর তৈরিকারী

রজুসার্চ                                       দড়ি প্রস্তুতকারী

বিদানকারী                                  ঝুড়ি প্রস্তুতকারী

সুরাকর                                       মদ্য প্রস্তুতকারী

ধাবর                                                 জেলে

কেয়তগোপাল              গোয়ালা

অভিপাল                                     রাখাল

অজপাল                                      ছাগল চরায় যে

অশ্ব                   ঘোড়ার দেখাশোনা করে যে

হাতিপ                                                হাতি রক্ষনাবেক্ষন করে যে 

১৩৭) বৈদিক যুগে গ্রামে যিনি বিচারকের কাজ করতেন তাকে কী বলা হত?

- গ্রাম্যবাদিন

১৩৮) বৈদিক যুগে পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাঁকে কী বলাহত?

-মধ্যমসি

১৩৯) বৈদিক যুগে পুলিশকে কী বলা হত?

- উগ্র

১৪০) আর্য কটি শ্রেনিতে বিভক্ত ছিলেন?

- দুটি যথা- শ্বেতকায় আর্য এবং কৃষ্ণকায় আর্য

 

 

 বৈদিক সভ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা 

বৈদিক সভ্যতা সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বৈদিক সভ্যতা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| ঋকবৈদিক যুগ|পরবর্তী বৈদিক যুগ| The Vedic Culture MCQ| Early Vedic Civilization MCQ| Rig Vedic Civilization| Later Vedic Civilization| Vedic Period Notes.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad