ইতিহাস রচনার উপাদান MCQ(দ্বিতিয় পর্ব)
set By- Manas Adhikary
ইতিহাস রচনার উপাদান MCQ| Source of Indian History MCQ.
ইতিহাস রচনার উপাদান| Source of Indian History MCQ| Source of Ancient India History| Historical Sources of Ancient India| Sources of Indian History UPSC| Sources of Medieval India Class 7.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান দ্বিতিয় পর্ব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ইতিহাস রচনার উপাদানা প্রশ্নোত্তর। MCQ on Sources of Indian History.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) ইতিহাসের জনক কাকে বলা হয়?
-হেরোডোটাস
২) ইতিহাস শব্দটির অর্থ কী?
-মানব সভ্যতার বিবর্তনের কাহিনী
৩) প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরুপনের চেষ্টা করেন কে?
-গ্রিকরা
৪) ইতিহাস রচনার মূল ভিত্তি কোনটি?
-লিখিত
৫) ‘ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান- তার কিছুমাত্র বেশি বা কম নহে’- উক্তিটি কার?
-বিউঁরির
৬) প্রায় ইতিহাস হলো এমন একটি পর্ব যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে অঙ্কুরোদ্গম হয়েছে- এই উক্তিটি কার?
-টিমোথি টেলর
৭) ‘পুরান’ শব্দটির সঠিক অর্থ কী?
-প্রাচীন
৮) পুরানের লক্ষনগুলি কী কী?
-স্বৰ্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ
৯) জনশ্রুতি অনুসারে ভারতীয় পুরানগুলি কারা রচনা করেন?
-ঋষিরা
১০) পুরানগুলি কোন যুগে সম্পাদনা করা হয়েছিল?
-গুপ্ত
১১) ভারতের পুরান সংখ্যা কয়টি?
-১৮ টি
১২) স্বর্গ প্রতিস্বর্গ বংশ মন্বন্তর আর বংশানুচরিতের সংকেত কোন গ্রন্থ থেকে পাওয়া যায়?
-পুরান
১৩) পুরান ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থটির নাম কী?
-রাজতরঙ্গিনী
১৪) খ্রিষ্টীয় কোন শতকে ইতিহাস ও পুরান শব্দ দুটি ব্যজ্ঞনাধর্মী হয়ে ওঠে?
-সপ্তম
১৫) ভাগবত ধর্মের সাথে সম্পর্কিত প্রাচীন অভিলেখের নাম কী?
- হেলিওডোরাসএর বেস্নগর অভিলেখ।
১৬) সংস্কৃত কবি এবং নাট্যকার কালিদাসের উল্লেখ কোথায় পাওয়া যায়?
- দ্বিতীয় পুলকেশির আইহোল প্রশস্তিতে
১৭) কোন অভিলেখ থেকে পুষ্যমিত্রের দুটি অশ্বন্ধে যজ্ঞের কথা জানা যায়?
- ধনদেবের অযোধ্যা অভিলেখ
১৮) ‘ভারতের প্রত্যেক প্রদেশের ইতিহাস লেখার জন্য ঐতিহাসিক নিযুক্ত করা হত’- উক্তিটি কার?
- হিউয়েন সাঙ
১৯) কোন পর্যটকের রচনায় আমরা তাঁর পূর্ববর্তী ৫৬ জন বৌদ্ধ পর্যটকের কথা জানতে পারি?
- ইৎসিঙ
২০) কোন পর্যটক মিহির ভোজকে ইসলামের ঘোর শত্রু বলে উল্লেখ করেন?
- সুলেমান
২১) কাদের অভিলেখ থেকে জলকরের প্রমান পাওয়া যায়?
- গহড়বাল রাজাদের
২২) কোন বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা বিভিন্ন প্রাচীন ভারতীয় লিপির কথা জানতে পারি?
-ললিতবিস্তার
২৩) আমরা জানি যে, জাতিভেদ প্রথার তীব্র আলোচনা বজ্রসূচী গ্রন্থে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো এই বজ্রসূচী গ্রন্থের লেখক কে?
-অশ্বঘোষ
২৪) মিলিন্দোপানহো গ্রন্থটি কোন ভাষায় রচিত?
-পালি
২৫) মহাভারতের তেলুগু অনুবাদ কে করেন?
-নন্নয়া
২৬) কোন প্রাচীন শাসকের মুদ্রাতে মন্দিরের প্রতিকৃতি অঙ্কিত ছিল?
- অন্দুবর এবং পাঞ্চাল
২৭) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি?
-গিলগামেশ
২৮) পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি?
-মহাভারত
২৯) সবচেয়ে পুরানো জীবাশ্মটি কোথায় আবিস্কৃত হয়েছে?
-আফ্রিকায়
৩০) খ্রিস্টের জন্মের কতবছর আগে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল?
-৫০০০
৩১) সংস্কৃতায়ন কী?
-এম এন শ্রীনিবাস কর্তৃক সমাজ সংস্কৃতির বিভাজন তত্ত্ব
৩২) বাদাউনি রচিত ‘মুন্তাখাব-উল-তওয়ারিখ’ গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত?
-তিনটি
৩৩) প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রথম সাহিত্যিক উপাদান কোনটি?
-বেদ
৩৪) কবি জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় রচিত হয়েছে?
-সংস্কৃত
৩৫) কম্ব রামায়ন কোন ভাষায় রচিত?
-তামিল
৩৬) জাতকের গল্পগুলি কোন ভাষায় রচিত?
-পালি
৩৭) জাতক কোন গ্রন্থের অন্তর্গত?
-ত্রিপিটক
৩৮) শ্রীকৃষ বিজয় কাব্য এর রচয়িতা কে?
-মালাধর বসু
৩৯) নীচের কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ রয়েছে?
-ধম্মপদ
৪০) মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্ৰ নগরের পৌর শাসন সম্পর্কে জানার সর্বাপেক্ষা মূল্যবান উৎস কোনটি?
-ইন্দিকা
৪১) ঋতুসংহার গ্রন্থটির রচয়িতা কে?
-কালিদাস
৪২)বুদ্ধচরিতের রচয়িতা কে ?
-অশ্বঘোষ
৪৩) কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই - এর নাম কী?
-রাজতরঙ্গিনী
৪৪) ‘কাকে বলে ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
-ই এইচ কার
৪৫) রাসমালা গ্রন্থটির রচয়িতা কে?
-সোমেশ্বর
৪৬)প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?
-চারটি ভাগ
৪৭) সবচেয়ে প্রাচীন শিলালিপিটি কোথায় পাওয়া গেছে?
-ইরানের বেহিস্তানে
৪৮) বিশ্বের প্রাচীনতম লিপিটির বয়স কত?
-৫ হাজার বছর
৪৯) সিন্ধু উপত্যাকায় যে লিপি ব্যবহৃত হয়েছিল তার বয়স কত?
-৪৫০০ বছর
৫০) কিউনিফর্ম লিপির অপর নাম কী?
-কোণাক্ষর লিপি
ইতিহাস রচনার উপাদান| Source of Indian History MCQ| Source of Ancient India History| Historical Sources of Ancient India| Sources of Indian History UPSC| Sources of Medieval India Class 7.
৫১)কিউনিফর্ম লিপি কারা ব্যবহার করতেন?
-সুমেরীয়রা
৫২) হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল?
-মিশরের
৫৩) হায়ারোগ্লিফিক লিপিতে ব্যবহৃত মোট চিত্রলিপির সংখ্যা কত?
-৭৫০
৫৪)মৌর্য যুগের শাসকরা তাদের লেখ প্রচারে কোন ভাষা ব্যবহার করতেন?
-ব্রাম্ভী ও খরোষ্ঠী।
৫৫)সম্রাট অশোকের লেখ - এ কোন লিপির ব্যবহার দেখতে পাওয়া যায়?
-ব্রাম্ভী ও খরোষ্ঠী লিপির ব্যবহার আছে।
৫৬)খরোষ্ঠী লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো?
-ডানদিক থেকে বাঁদিকে লেখা হতো।
৫৭) ব্রাহ্মী লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো।
-বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো।
৫৮) ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে সেটি নীচের মধ্যে কোনটি?
-ব্রাহ্মী লিপি
৫৯) অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে?
- জেমস প্রিন্সেপ
৬০) হরপ্পার লেখমালার পাঠোদ্ধারের চেষ্ট কে করেন?
-ফাদার হেরাস
৬১) ইংরাজীতে ‘প্রি-হিস্ট্রি’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
-ড্যানিয়েল উইলসন
৬২) ফরাসি ভাষায় প্রাক-ইতিহাস শব্দটি ১৮৩০ খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন কে?
-পল তুর্নাল
৬৩) ইতিহাস হলো ঈশ্বরের কার্যাবলির বিবরন- উক্তিটি কার?
-আগাস্টিনের
৬৪) নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে যুক্ত একজন ঐতিহাসিকের নাম করো
-রনজিৎ গুহ
৬৫) একজন যুক্তিবাদী ঐতিহাসিকের নাম কর।
-ভলতেয়ার
৬৬) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়?
-র্যাঙ্কে
৬৬) র্যাঙ্কে ইতিহাসের কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন?
-যুক্তিবাদী
৬৭) ইতিহাসে মার্কসবাদী ব্যাখ্যার প্রবক্তা কার্লমাকর্স কোন দেশের দার্শনিক ছিলেন?
-জার্মান
৬৮) ইতিহাসের বিজ্ঞান সম্মত ব্যাখ্যার জনক কে?
-খুকিডিডিস
৬৯) ইতিহাসের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গীতে বিশ্বাসী ছিলেন কোন ঐতিহাসিক?
-জেমস মিল
৭০) ‘অন্ধকার যুগ’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
-পেত্রার্ক
৭১) প্রাক-ইতিহাসের সময়কাল নির্দেশ কর।
-২০০০০০০-৩০০০ খ্রিস্টপূর্বাব্দ
৭২) ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রানীর আবির্ভাব ঘটেছিল কোন যুগে?
-গ্রাগৈতিহাসিক যুগে
৭৩) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কোনটি?
-জীবাশ্ম
৭৪) কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল কোনযুগে?
-নব্য প্রস্তর যুগে
৭৫) প্রাক-ঐতিহাসিক যুগের হাতিয়ার কী দিয়ে তৈরী হত?
-পাথর
৭৬) প্রাক-ইতিহাস কথাটির অর্থ কী?
-যেসময় মানুষ লিখন পদ্ধতি জানত না
৭৭) ‘প্রাক-ইতিহাস’ শব্দটিকে একটি ভ্রান্ত শব্দ বলে কে মন্তব্য করেছেন?
-এম সি বাকিট
৭৮) প্রাক ইতিহাসের ব্যাখ্যা প্রথম কে দেন?
-জন লুবক
৭৯) প্রাক-ইতিহাস বোঝাতে গিয়ে Anti-Historic কথাটি কে ব্যবহার করেছেন?
-পলটার নেল
৮০) নীচের কোন যুগের ইতিহাসকে প্রাক-ইতিহাস বলা হয়?
-প্রস্তর যুগের
৮১) প্রাচীন সভ্যতার কাল নির্নয়ের কাজে ব্যবহৃত রেডিও কার্বন পদ্ধতিটি কবে আবিস্কৃত হয়?
-১৯৪৯ খ্রিস্টাব্দে
৮২) ভারতে প্রায় ইতিহাস যুগের সূচনা হয় কখন থেকে?
-পাথরের ব্যবহারে সময়কাল থেকে (৫ হাজার বছর আগে)
৮৩) প্রাক-ঐতিহাসিক যুগের পরের যুগ কোনটি?
-প্রায়-ঐতিহাসিক যুগ
৮৪) হরপ্পা কোন যুগের সভ্যতা?
-প্রায়-ঐতিহাসিক যুগের
৮৫) দক্ষিন ভারতে প্রস্তর যুগের পর কোন যুগ এসেছিল?
-লৌহ যুগ
৮৬)পৃথক ব্রোজ্ঞ যুগের অস্তিত্ব ছিল কোথায়?
-ইউরোপে
৮৭)মধ্যযুগে ইতিহাস চর্চার অণ্যতম প্রধান ভাষা ছিল কোনটি? --ফরাসি
৮৮)ভারতের ইতিহাসে কোন যুগের অস্তিত্ব দেখা গেলেও তা ইউরোপের যুগবিভাগে ছিল না?
-আদি মধ্য
৮৯) প্রাচীন ভারতে প্রচলিত সময় সংক্রান্ত ধারনা কোনটি?
-রৈখিক কাল
৯০) কারা কালচক্র ধারনার প্রবক্তা ছিলেন?
-ভারতীয়রা
৯১) কালের প্রতিটি আবর্তন কী হিসাবে চিহ্নিত করা হয়?
-যুগ
৯২)ভারতে যুগ বিভাজনের চতুর্থ পর্যায় কোনটি?
-কলি
৯৩)সময়কে বিনাশহীন বলা হয়েছে কোথায়?
-ভগবদগীতাতে
৯৪) অ্যাজটেক সভ্যতার নিদর্শন কোথায় মিলেছে?
-মেক্সিকোয়
৯৫) ইনকা সভ্যতার নিদর্শন কোথায় মিলেছে?
-পেরুতে
৯৬) কোথায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে?
-আমেরিকায়
৯৭) রোজেটা ফলক কোন দেশে পাওয়া গিয়েছে?
-মিশর
৯৮) নীচের কোন কাজটির সাথে প্রাচীন মিশরীয়রা যুক্ত ছিলেন? -প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল
৯৯) ‘বুক ড্যানিয়েল’ গ্রন্থে কার রাজত্ব বা সময়কালের উল্লেখ রয়েছে?
-স্বাধীন ব্যাবিলনরাজ নেবুচানেজারের
ইতিহাস রচনার উপাদান প্রথম পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Hereইতিহাস রচনার উপাদান| Source of Indian History MCQ| Source of Ancient India History| Historical Sources of Ancient India| Sources of Indian History UPSC| Sources of Medieval India Class 7.