নামদেব,রামানন্দ, কবীর, নানক
set by - Manas Adhikary
ভক্তিবাদী আন্দোলন প্রথম পর্ব (নামদেব,রামানন্দ, কবীর, নানক)| Bhakti Movement Part-1 (Namdev, Ramananda, Kabir, Nanak)
ভক্তিবাদী আন্দোলন প্রথম পর্ব (নামদেব,রামানন্দ, কবীর, নানক)| Bhakti Movement।Namdev। Ramananda।Kabir। Nanak। Kabir ke Dohe|Saint Kabir| Saint Ramananda|
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতের ভক্তিবাদী আন্দোলনের বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
নামদেব,রামানন্দ, কবীর, নানক সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Short Q&A on Namdev, Ramananda, Kabir, Nanak.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
নামদেব
১) মহারাষ্ট্রে কে সর্বপ্রথম ভক্তিবাদী ধর্মমত প্রচার করেন? প্রথম পর্ব
- নামদেব
২) নামদেব কে ছিলেন?
- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা
৩) নামদেব কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন?
- মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন
৪) নামদেবের পিতা কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
- দর্জি রামানন্দ
৫) রামানন্দ কে ছিলেন?
- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন।
৬) রামানন্দের প্রধান ও তন্তুবায়বংশীয় বা জোলাে-বংশীয় শিষ্যের নাম কী?
- কবীর
৭) রামানন্দের কোন শিষ্য চর্মকার-বংশীয় ছিলেন?
- রবিদাস (বা রুইদাস)
৮) রামানন্দের কোন শিষ্য রাজপুত-বংশীয় ছিলেন?
- পীপা।
৯) রামানন্দের কোন শিষ্য জাঠ-বংশীয় ছিলেন?
- ধনা
১০) রামানন্দের কোন শিষ্য নাপিত-বংশীয় ছিলেন?
- সৈন
কবীর
১১) কবীর কে ছিলেন?
-মুসলিম তাঁতির ঘরে জন্ম এক বিখ্যাত ভক্তিবাদী সাধক (কথিত আছে যে কবীর কাশীর এক ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেন, তবে জন্মের পর তাঁর মা তাঁকে একটি পুকুরের ধারে ফেলে চলে যান। পরে নীরু নামক এক জোলা মুসলিম তাঁতি তাঁকে নিজের ঘরে নিয়ে গিয়ে মানুষ করেন)।
১২) কবীরের পেশা কী ছিল?
- তাঁতি
১৩) নিগুন সংস্কারক হিসাবে কে পরিচিত?
- কবীর
১৪) ভক্ত কবীর কোন সুলতানের সমসাময়িক ছিলেন?
- সিকান্দার লােদী
১৫) ‘রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো'- উক্তিটি কার?
- কবীর ১
১৬) ‘আমি হিন্দু না আমি মুসলিম না। আমি ঈশ্বরের সাধকমাত্র’ - উক্তিটি কার?
- কবীর
১৭) বীজক কার লেখা?
- কবীর।
১৮) ‘ভগবান প্রত্যেকের শ্বাসপ্রশ্বাসে আছে- উক্তিটি কার ?
- কবীর
১৯) রামচন্দ্র নারায়ণজি ত্রিবেদী ইতিহাসে কী নামে পরিচিত?
- কবীর
২০) কবীর যার গৃহে লালিত পালিত হয় তাঁর নাম কী?
- নিরু।
২১) দোহা এর রচয়িতা কে?
- কবীর (প্রসঙ্গত উল্লেখ্য যে দোহাওয়ালী রচনা করেন- তুলসীদাস)।
২২) দোহা কী?
- ভক্তিধর্মের অন্যতম প্রচারক কবীর ছােট ছােট দুলাইনের কবিতার মাধ্যমে তাঁর ধর্মবানী আর চিন্তা ধারা প্রচার করেন, এটাই দোহা নামে পরিচিত।
২৩) ‘হিন্দু-মুসলিম একই মাটিতে গড়া’ -উক্তিটি কার?
- কবীর
২৪) গৌতমবুদ্ধ ছাড়া মৃত্যুর পর কার দেহ নিয়ে বিবাদ দেখা দেয়?
- কবীর
২৫) কবীরের শিষ্যরা কী নামে পরিচিতি লাভ করত?
- কবীরপন্থী।
২৬) সমগ্ৰভারতের ভক্তিবাদের ভক্তি কবি কে?
- কবীর।
২৭) কবীরকে কোন সুলতান মারার কৌশল করেন?
- সিকান্দার লােধী
ভক্তিবাদী আন্দোলন প্রথম পর্ব (নামদেব,রামানন্দ, কবীর, নানক)| Bhakti Movement।Namdev। Ramananda।Kabir। Nanak। Kabir ke Dohe|Saint Kabir| Saint Ramananda|
নানক ও বিভিন্ন শিখগুরু
২৮) নানক তাঁর মৃত্যুর পর কোন শিষ্যকে উত্তরাধিকারী মনােনীত করে যান?
- অঙ্গদ
২৯) গুরু নানকের রচনার নাম কী?
- গ্রন্থসাহেব
৩০) গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন?
- পাঞ্জবের নানকানা জেলার তালবন্দী গ্রামে (যেটি বর্তমানে পাকিস্থানের লাহােরে অবস্থিত)
৩১) গুরু নানক যে ধর্ম প্রবর্তন করেন তার নাম কী?
- শিখ
৩২) শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
- গ্রন্থসাহেব। ৩
৩৩) গ্রন্থসাহেব প্রথম কে সংকলন করেন?
- গুরু অর্জুন।
৩৪) শিখদের খালসা বাহিনী কোন পদবী ব্যবহার করেন?
- সিং
৩৫) শিখদের মধ্যে খালসা কে প্রবর্তন করেন?
- গুরু গােবিন্দ সিং
৩৬) অমৃতসরের স্বর্নমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়?
- রামাদাস।
৩৭) দশজন শিখগুরুর নাম পরপর
ক) গুরু নানক
খ) গুরু অঙ্গদ
গ) গুরু অমর দাস
গুরু রামদাস
ঙ) গুরু অর্জুন দেব
চ) গুরু হরগােবিন্দ সিং
ছ) গুরু হর রহি
জ) গুরু হর কিষান
ঝ) গুরু তেগ বাহাদুর
ঞ) গুরু গােবিন্দ সি
৩৮) লঙ্গর ব্যবস্থার প্রবর্তন কে করেন?
- গুরু নানক (প্রসঙ্গত গুরু কা লাঙ্গর চালু করেন - গুরুঅঙ্গদ)।
৩৯) সঙ্গত কী?
- নিজ বানী ও আদর্শ প্রচার করার জন্য গুরু নানক যে আঞ্চলিক কেন্দ্রগুলি গড়ে তুলে ছিলেন সেগুলিকে সঙ্গত বলা হয়।
৪০) মঞ্জি কী?
- গুরু অমর দাস তার প্রভাবিত অঞ্চলকে বাইশটি অংশে বিভক্ত করেন। এই অংশগুলিকে বলা হত মঞ্জি।
৪১) নানাকোশী মুদ্রা কে প্রচলন করেন?
- গুরু নানক
৪২) রনজিৎ সিংহের মুদ্রার নাম কী?
- নানক শাহী
৪৩) পানিপথের প্রথম যুদ্ধের প্রতক্ষ্যদর্শী কে ছিলেন?
- গুরু নানক
৪৪) কবীর কাকে সন্ত কা সন্ত বলে অভিহিত করেন?
- গুরু নানককে
৪৫) অমৃতসরের প্রতিষ্ঠাতা কে?
- গুরু রামদাস
৪৬) জনমসখি কার জীবনকথা?
- গুরু নানকের
৪৭) কে প্রথম সুফি আদর্শ গ্রহন করে পরে তা ত্যাগ করেন?
- গুরু নানক
৪৮) গুরু অঙ্গদের প্রকৃত নাম কী?
- লেহান।
৪৯) কে মূর্তিপূজার ঘাের বিরােধি ছিলেন?
- গুরু নানক।
৫০) শিখদের শারীরিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য কে মাল আখড়া তৈরী করেন?
- গুরু অঙ্গদ
৫১) কোন শিখগুরু সতীদাহপ্রথা ও পর্দাপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেন?
- গুরু অমরদাস
৫২) কোন শিখগুরু বিধবা বিবাহ সমর্থন করেন?
- গুরু অমরদাস
৫৩) আকবরকে অমুসলিমদের উপর থেকে কর তুলে নেওয়ার জন্য কোন শিখ গুরু অনুরােধ করেন?
- গুরু অমরদাস
৫৪) কোন শিখগুরু শিখদের বিবাহরীতি ‘আনন্দ কারাজ’ প্রবর্তন করেন?
- গুরু রামদাস
৫৫) হারমিন্দর সাহিব বানানাের জন্য আকবর কাকে জমি দান করেন?
- গুরু রামদাসকে
৫৬) হারমিন্দর সাহিবের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?
- হাজি মিয়া মীর
৫৭) অমৃতসর শহরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন?
- গুরু রামদাস
৫৮) শিখদের প্রথম শহীদ কে বা শিখদের ‘শাহিদে-দি সরতাজ’ কে?
- গুরু অজুন ( জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার জন্য জাহাঙ্গির এনাকে হত্যা করেন)
৫৯) আদিগ্রন্থ কে সংকলন করেন?
- গুরু অজুন।
৬০) অমৃতসর ও কারাত পুরের নির্মান কাজ কে শেষ করেন?
- গুরু অজুন
৬১) গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেন?
- গুরু অঙ্গদ
৬২) গুরু নানকের রচনাগুলি বিশ্ব ভাষায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা?
- UNESC০
৬৩) নানক প্রথম জীবনে কার অধীনে চাকরী করতেন?
- দৌলত খাঁ লােদী
৬৪) কোন ধর্মসংস্কারক পার্শিয়ান, হিন্দি এবং পাঞ্জাবী ভাষা জানতেন?
- গুরু নানক
৬৫) কোন শিখ গুরু সাচ্চা বাদশা উপাধি ধারন করেন?
- গুরু হরগােবিন্দ
৬৬) মীরাবাই কার সমসাময়িক ছিলেন?
- গুরু নানক
৬৭) কোন শিখ গুরু বাবরের সমসাময়িক ছিলেন?
- গুরু নানক
৬৮) কোন শিখ গুরু ‘হিন্দ-ই-চাদর’ নামে পরিচিত ছিলেন?
- তেগ বাহাদুর
৬৯) বর্তমানে তালবন্দী গ্রাম কী নামে পরিচিত?
- নানকানা সাহেব (পাকিস্থানে অবস্থিত)
৭০) শিখ কথার অর্থ কী?
- শিষ্য
ভক্তিবাদী আন্দোলন দ্বিতীয় পর্ব (শ্রীচৈতন্যদেব,মীরাবাঈ,ভক্তদাদু ) Click Here
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ভক্তিবাদী আন্দোলন প্রথম পর্ব (নামদেব,রামানন্দ, কবীর, নানক)| Bhakti Movement।Namdev। Ramananda।Kabir। Nanak। Kabir ke Dohe|Saint Kabir| Saint Ramananda|