Type Here to Get Search Results !

উপনিষদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [Upanisadh MCQ]

উপনিষদ 

Set by- Manas Adhikary 

 উপনিষদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Upanisadh MCQ.

উপনিষদ | Upanisad MCQ| Chandogya Upanisad| Taittiriya Upanisad| Upanisad.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো উপনিষদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 

উপনিষদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর| Short Questions and Answers on Upanishads.

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 


 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) সবথেকে বড়ো উপনিষদের নাম কী?

- বৃহৎ আরন্যক

২) সবথেকে ছোট উপনিষদের নাম কী?

- মান্ডুক্য

৩) "সদা সত্য কথা বলো" - কোন উপনিষদে বলা হয়েছে? 

-তৈত্তিরীয় উপনিষদ

৪) কোন উপনিষদে যজ্ঞকে ভাঙ্গা নৌকা হিসাবে বর্ণনা করা হয়েছে?

- মুণ্ডকোপনিষদ

৫) কোন উপনিষদে দেবকীর পুত্র কৃষ্ণকে ঘোরা আঙ্গারিদের শিষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে?

- ছান্দোগ্য উপনিষদ

( উল্লেখ্য যে কৃষ্ণ শব্দের প্রথম উল্লেখ ঋগ্বেদে আছে, যেখানে এটি একটি অসুরের নাম।)

৬)  কোন উপনিষদ থেকে 'সদা সত্য কথা বল'  বাক্যটি নেওয়া হয়েছে - - ??

- তৈত্তিরীয় উপনিষদ 

৭) কোন উপনিষদে বলা হয়েছে যে 'আত্মা জন্ম নেয় না, মরে না, সে অমর'

- কেঠো উপনিষদ 

৮) কোন উপনিষদে কুরু জেলা সম্পর্কে বলা হয়েছে যে "এখানে শিলাবৃষ্টি বা দুর্ভিক্ষ নেই"

- ছান্দোগ্য উপনিষদ

৯) কোন উপনিষদে সর্বপ্রথম মৃত্যুর বিষয়টি আলোচিত হয়েছে?

-  কেঠোপনিষদ 

১০)  কোন উপনিষদে বর্ণিত আছে যে স্বয়ং ভগবানরাও ব্রহ্মকে বুঝতে পারেননি, সেই লোকেরা অজ্ঞ যারা বিশ্বাস করে যে তারা ব্রহ্মকে বোঝে??

- কেন উপনিষদ

১১) কোন উপনিষদে 'ত্রিমূর্তি'র উল্লেখ সর্বপ্রথম এবং এই উপনিষদে হতাশাবাদের উপাদানগুলি প্রথম দেখা যায়?

- মৈত্রায়ণী উপনিষদ 

১২)  কোন উপনিষদে সর্বপ্রথম ৬টি বেদাঙ্গের নাম ও ক্রম উল্লেখ করা হয়েছে?

-  মুন্ডক উপনিষদ

১৩) কোন উপনিষদে অজাতশত্রুকে কাশীর রাজা বলা হয়েছে?

- বৃহদারণ্যক 

১৪)  কোন উপনিষদে মহিলাদের অতিরিক্ত কথা বলা নিষিদ্ধ করার কথা বলা আছে?

- বৃহদারণ্যক উপনিষদ

১৫) 'উমা-হেমবন্তী আখ্যান' কোন উপনিষদে রচিত হয়েছে?

- কেন উপনিষদ

১৬)  নিচের কোন উপনিষদে 'সর্বখলবিদম ব্রহ্ম' অর্থাৎ ব্রহ্মাই সবকিছু  বলে অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত হয়েছে?

- ছান্দোগ্য উপনিষদ 

১৭) যজ্ঞবল্ক্য-গার্গী সংলাপ - কোথায় উল্লেখিত হয়েছে?

 -  বৃহদারণ্যক উপনিষদ

১৮) আত্মার পুনর্জন্মের তত্ত্ব - কোথায় উলে্লখ করা হয়েছে?

- বৃহদারণ্যক উপনিষদ

১৯) বন্যার গল্প - কোথায় পাওয়া গিয়েছে?

- শতপথ ব্রাহ্মণ

২০)  সুদগ্রহীতাদেরকে বোঝানোর জন্য 'কুসিদিন' শব্দটি ব্যবহৃত হয়েছে? 

- শতপথ ব্রাহ্মন

২১) "খাদ্য ব্রহ্মা।" কথাটি কোথায় প্রথম পাওয়া গেছে?

 - তৈত্তরীয় উপনিষদ

২২) কোন উপনিষদে নবধা ভক্তির উল্লেখ আছে যেখানে ঈশ্বরকে রুদ্র এবং জগৎকে মায়া বলা হয়েছে?

- শ্বেতাশ্বর উপনিষদ 

 ২৩)  ছান্দোগ্য উপনিষদ অনুসারে কে দাবি করেছিলেন যে 'আমার রাজ্যে কোন চোর নেই, মাতাল নেই, অশিক্ষিত নেই এবং ব্যভিচারী নেই'?

- কৈকেয় রাজা অশ্বপতি

২৪)  24টি বলদ দিয়ে লাঙ্গল টানার কথা আছে???

- কঠক সংহিতা 

২৫) নিচের কোনটিতে 'চার আশ্রম ব্যবস্থা'র উল্লেখ প্রথম পাওয়া যায়?

 - জাবালো উপনিষদ

( উল্লেখ্য যে তিনটি আশ্রমের প্রথম উল্লেখ পাওয়া যায় ছান্দোগ্য উপনিষদে।)

২৬)  "জ্ঞানী ব্যক্তি সন্তান চান না" --উক্তিটি  কোন শাস্ত্রের সাথে সম্পর্কিত  "

- বৃহদারণ্যক

২৭) পুনর্জন্মের নীতিটি সর্বপ্রথম পাওয়া গেছে -  শতপথ ব্রাহ্মণ ( ছান্দোগ্য উপনিষদ) 

 ২৮) কার বক্তব্য -'গীতা, উপনিষদের সারাংশ, ভারতীয় জ্ঞানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি’? 

- আলবেরুনী 

২৯) কে উপনিষদকে ‘সমগ্র মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ বর’ বলেছেন?

- ম্যাক্সমুলার  

৩০) আদি শঙ্করাচার্য কয়টি উপনিষদে তাঁর টীকা লিখেছেন?

- 10  

৩১) উপনিষদ সৃষ্টিতে কোন শ্রেণীর বিশেষ অবদান রয়েছে?

- ক্ষত্রিয় 

৩২) কোন উপনিষদ গদ্য এবং পদ্য উভয় শৈলীতে রচিত?

-  কেনোপনিষদ, প্রশ্নোপনিষদ  

 ৩৩) নিচের কোনটিতে মোট 108টি উপনিষদের উল্লেখ আছে?

- মান্ডুকোপনিষদ 

৩৪) উপনিষদের সংখ্যা কত?

- 108  

৩৫) নিচের কোনটি বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত নয়

- স্মৃতি

৩৬) কোন গ্রন্থে অবতারের কথা আলোচনা করা হয়ে্ছে?

- ভগবত গীতা 

৩৭) ‘তমসো মা জ্যোতির্গময়(অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া) এটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে এসেছে? 

- বৃহদারণ্যক  

৩৮) নিচের কোন বৈদিক গ্রন্থে প্রথম পুনর্জন্মের মতবাদের পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে?

- ছান্দোগ্য উপনিষদ  

৩৯) সত্যকাম জবালার গল্পে কুমার চৌহান একজন বিবাহিত মা হওয়ার কলঙ্ককে চ্যালেঞ্জ করেন কোন উপনিষদে

- ছান্দোগ্য উপনিষদ  

৪০) আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে নচিকেতা ও যমের কথোপকথন কোন উপনিষদে পাওয়া যায়?

- কঠোপনিষদ 

৪১) নিচের কোনটিতে যজ্ঞোপবীতের প্রথম উল্লেখ আছে?

- তৈত্তিরীয় আরণ্যক 

৪২) কোন উপনিষদে সর্বপ্রথম ৬টি বেদাঙ্গের নাম ও ক্রম বর্ণনা পাওয়া যায়?

- মুণ্ডক উপনিষদ  

৪৩) কোন উপনিষদে এমন একটি ধর্মীয় কাজের উল্লেখ আছে যার উদ্দেশ ছিল বুদ্ধিমান এবং বিদূষী কন্যা লাভ করা?

- বৃহদারণ্যক উপনিষদ 

৪৪) কোন ধর্মীয় গ্রন্থে নারীর প্রতি পুরুষ সহিংসতার প্রথম উদাহরণ পাওয়া যায়?

- বৃহদারণ্যক উপনিষদ  

৪৫) কে উপনিষদকে "মানুষের চেতনার সর্বোচ্চ ফল" বলে বর্ণনা করেছেন?

- ডঃ অ্যানি বেসান্ত

৪৬) কোন উপনিষদে এমন একটি ধর্মীয় কাজের কথা বলা হয়েছে যার উদ্দেশ্য ছিল একটি বিদুষী কন্যা লাভ করা? 

- বৃহদারণ্যক উপনিষদ 

৪৭) "আদিত্য জয়তে বৃষ্টি" কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

 - ঋগ্বেদ 

৪৮) উপনিষদের সময়ে সেই বিদ্বান মহিলা কে ছিলেন, যিনি দার্শনিকদের সমাবেশে উচ্চতর জ্ঞানের বিষয়ে কথা বলতে পারতেন?

- গার্গী 

৪৯) পরবর্তীকালের বৈদিক গ্রন্থগুলির মধ্যে কোনটিতে, অধ্যয়ন সম্পর্কিত বিষয়গুলির তালিকা রয়েছে?

- ছান্দোগ্য উপনিষদ  

 ৫০) উপনিষদ কি বলা হয়?

- হিন্দু দর্শনের উৎস  

৫১) নিচের কোন গ্রন্থে বিদেহের সাথে কাশীর নাম পাওয়া যায়?

- কৌশিতকি উপনিষদ  

৫২) ছান্দোগ্য উপনিষদে তিনটি আশ্রমের উল্লেখ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ কোনটি?

- গার্হস্থ্য 

৫৩) আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে নচিকেতা ও যমের কথোপকথন কোন উপনিষদে পাওয়া যায়?

- কঠোপনিষদ

৫৪) কোন শাস্ত্র অনুসারে ব্রহ্ম লোকে সকলে সমান এবং চন্ডালদের ও যজ্ঞের অবশিষ্টাংশ পাওয়ার অধিকার আছে?

 - বৃহদারণ্যক উপনিষদ  ও ছান্দোগ্য উপনিষদ

৫৫) উপনিষদ শব্দে "নি" এর অর্থ কি??

- শ্রদ্ধা 

৫৬)  কোথায় সোমকে "দেবতার খাদ্য" বলা হয়েছে?

- ছান্দোগ্য উপনিষদ  

৫৭) "আমি সৌহার্দ্য ও ভদ্রতায় তোমার মনকে উজ্জীবিত করি। সকল মানুষ একে অপরকে ভালবাসুক, যেমন গরু তার বাছুর পালন করে। পুত্র যেন পিতাকে অনুসরণ করে, মা স্নেহশীল হয়, স্ত্রী যেন তার স্বামীর সাথে মিষ্টি ব্যবহার করে।" বিবৃতি কোথায় পাওয়া গিয়েছে? 

- অথর্ববেদ 

৫৮)  "মানুষ শুধুমাত্র সন্তান উৎপাদন করেই পিতার ঋণ থেকে মুক্ত হয় না, তবে এর জন্য তাকে তার পুত্রদের যথাযথ শিক্ষার ব্যবস্থা করতে হয়েছিল। যে পিতামাতা তাদের সন্তানদের শিক্ষা দেন না তারা তাদের সবচেয়ে বড় শত্রু।" বৈদিক শিক্ষা সম্পর্কিত বর্ণনা কোথায় পাওয়া গিয়েছে? 

- বৃহদারণ্যক উপনিষদ  

৫৯) কোন গ্রন্থে ইতিহাস-পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে?

- ছান্দোগ্য উপনিষদ  

৬০)  ‘বৈশ্য অন্যস্য বালিকৃতে’  কোথায় বলা হয়েছে? 

- শতপথ ব্রাহ্মণ 

৬১) বৈশ্য শব্দের প্রথম ব্যবহার পাওয়া যায়

- বাজসেনিয় সংহিতা   

৬২) কোথায় সর্বপ্রথম মন্দিরের কথা উল্লেখ আছে? 

-শতপথ ব্রাহ্মন

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

উপনিষদ | Upanisad MCQ| Chandogya Upanisad| Taittiriya Upanisad| Upanisad.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad