বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তৃতীয় পর্ব
SET BY - MANAS ADHIKARY
বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তৃতীয় পর্ব । Some Questions from Vedas
বেদ। vedas। rigveda। atharva veda। vedas and upanishads। the rig veda। vedas in bengali। Vedas MCQ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো বেদ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। এর আগে আমি বেদ সম্পর্কিত ১৫৯ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই ব্লগে দিয়ে দিয়েছি। আজ তৃতীয় পর্বে বাকি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বেদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব। Short Question and Answer on Vedas
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১৬০)আর্যদের প্রাচীন পূজনীয় পাঠ কোনটি?
- বেদ
১৬১)আর্যদের প্রথম প্রাচীন বেদ কোনটি?
-ঋগ্বেদ
১৬২)কোন গ্রন্থের সংকলন ঋগ্বেদের উপর ভিত্তি করে?
-সামবেদ
১৬৩) কয়টি বেদ আছে?
-চার-ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ
১৬৪) ঋগ্বেদের সূক্তগুলি কোন অঞ্চলে রচিত হয়েছিল?
-পাঞ্জাব অঞ্চল
১৬৫) ঋগ্বেদে কয়টি সূক্ত আছে?
-1017টি সূক্ত (10টি মণ্ডল নিয়ে গঠিত)
১৬৬) বেদ থেকে আমরা কী তথ্য পাই?
-ঋগ্বেদ প্রাক-বৈদিক যুগের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে। সামবেদ গানে প্রাধান্য পায়। যজুর্বেদ ত্যাগের আচার ও আচার-অনুষ্ঠান এবং অথর্ববেদ তন্ত্র ও জাদু নিয়ে কাজ করে
১৬৭) মন্ডুক্য সূক্তের কোন বিভাগে বেদ পাঠকারী ব্রাহ্মণদের বর্ষাকালে ব্যাঙের সাথে তুলনা করা হয়েছে?
-সপ্তম বিভাগ
১৬৮) কিসের মতে, রাজা তার মন্ত্রিসভার ওপর যেমন নির্ভরশীল পশুরা বৃষ্টির ওপর, ব্রাহ্মণরা নির্ভর করে বেদের ওপর, আর নারীরা তাদের স্বামীর ওপর নির্ভরশীল?
-মহাভারত
১৬৯) কোন বেদে বলা হয়েছে -শত হাতে সংগ্রহ কর এবং হাজার হাতে বিতরণ কর?
-অথর্ববেদ
১৭০) কোন বেদে -বিধবাকে দশ বার পর্যন্ত পুনর্বিবাহ করার কথা বলা হয়েছে?
-অথর্ববেদ
১৭১) কোন বেদে ‘অঙ্গ মহাজনপদ’ এর নাম প্রথম উল্লেখিত হয়েছে?
-অথর্ববেদ
১৭২) বৈদিক সাহিত্যের কালানুক্রম
- বেদ -> ব্রাহ্মণ গ্রন্থ -> আরণ্যক
১৭৩) বেদ সংকলনের কৃতিত্ব কাকে দেওয়া হয়?
-কৃষ্ণ দৈপায়ন
১৭৪) কোন বেদে মেয়েদের জন্মের নিন্দা করা হয়েছে?
-অথর্ববেদ
১৭৫) কোন বৈদিক সাহিত্যে ১৬টি সংস্কারের উল্লেখ আছে?
-সুত্র সাহিত্য
১৭৬) শতপথ ব্রাহ্মণ কোন বেদের সাথে সম্পর্কিত?
-যজুর্বেদ
১৭৭) উদ্দালক আরুণি ও তাঁর পুত্র শ্বেতকেতুর মধ্যে কথোপকথনের বর্ণনা কোন উপনিষদে পাওয়া যায়?
-ছান্দোগ্য উপনিষদ
১৭৮) যজুর্বেদের উপবেদ কি?
-ধনুর্বেদ
১৭৯) ঋগ্বেদের উপবেদ?
-আয়ুর্বেদ
১৮০) কোনটি সামবেদের উপবেদ?
-গন্ধর্ববেদ
১৮১) কে বলেছে- "জগৎহল বেদ আর সৃষ্টি হল কোরান।"
-সন্ত রজব
১৮২) কাকে ভীষক বেদও বলা হয়?
-অথর্ববেদ
১৮৩) কোন বেদে দাতার নাম "বুবু" উল্লেখ করা হয়?
-ঋগ্বেদ
১৮৪) শতপথ ব্রাহ্মণে "রেবা" নামে কোন নদীর উল্লেখ আছে?
-নর্মদা
১৮৫) কোন ব্রাহ্মণ গ্রন্থকে লঘু বেদ বলা হয়?
-শতপথ ব্রাহ্মণ
১৮৬) যে ব্রাহ্মণ গ্রন্থে নারীকে শ্রী বলা হয়েছে?
-তৈত্তিরীয় ব্রাহ্মণ
১৮৭) সামবেদের শাখা কতগুলি?
-3
১৮৮) কোন উপনিষদে অহিংসার কথা বলা হয়েছে?
-ছান্দোগ্য উপনিষদ
১৮৯) চরৈবেতি চরৈবেতি বাক্য উল্লেখ আছে কোন ব্রাহ্মণ পাঠে?
-ঐতরেয় ব্রাহ্মণ২
১৯০) শতর্চিন: কোন বিভাগের ঋষিদের বলা হয়?
-প্রথম
১৯১) কোন ঋষি ঋগ্বেদের ষষ্ঠ মন্ডল রচনা করেন?
-ভরদ্বাজ
১৯২) ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশের উল্লেখ আছে কোন উপনিষদে?
-মৈত্রায়ণী উপনিষদ
১৯৩) শাহজাহানের আমলে ইবনে হরকোরান নামে কোন হিন্দু গ্রন্থের অনুবাদ করা হয়েছিল?
-রামায়ণ
১৯৪) কোন বেদে ভূমিকে মাতারূপে সম্বোধন করা হয়েছে?
-অথর্ব বেদ
১৯৫) বেদ কে সংকলিত করেন?
- মহামুনি বেদব্যাস
১৯৬) নিম্নলিখিতদের মধ্যে কোন ব্রহ্মবাদিনী কিছু বেদমন্ত্র রচনা করেছিলেন?
- লোপামুদ্রা
১৯৭) ঋকবৈদিক যুগের ধর্মের প্রকৃতি কি ছিল?
- বহুদেববাদী
১৯৮) সর্বপ্রথম কোন বেদে "পুরান" শব্দটি উল্লেখিত হয়েছিল?
- অথর্ববেদ
১৯৯) বেদে কোন কোন জৈন তীর্থাঙ্করের নাম উল্লেখ আছে?
- ঋষভদেব, অজিতনাথ ও অ্যারিষ্টানেমি
২০০) কৃষ্ণ শব্দের প্রথম উল্লেখ কোথায় পাওয়া গিয়েছে?
- ঋগ্বেদে (অসুরের নাম হিসাবে)
বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম পর্ব>>>>
বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here