গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম দ্বিতীয় পর্ব
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর ।Goutam Buddha And Bouddha Dharma MCQ.
গৌতম বুদ্ধ| বৌদ্ধ ধর্ম| Goutam Buddha| Goutam Budha MCQ| Bouddha Dharma MCQ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। এই পর্বে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ১০০টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। অবশিষ্ট ১২০ টি পরবর্তী পর্বে আলোচিত হবে। পরবর্তী পোস্টে আমি এই টপিক থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর। Goutam Buddha and Bouddha Dharma MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উত্থানের কারন কী?
- সাধারন মানুষের প্রতি ব্রাহ্মনদের দমনমুলক মনোভাব, অস্পৃশ্যতা এবং শ্রেনী বৈষম্যের প্রকাশ ও যথেচ্ছ গো-হত্যা
২) কোন ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ঘটেছিল?
- বৈদিক ব্রাহ্মন্য ধর্মের বিরুদ্ধে
৩) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কতগুলি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে?
- প্রায় ৬৩ টি
৪) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কয়েকটি প্রতিবাদী ধর্মের নাম লেখ?
- বৌদ্ধ, জৈন, ও আজীবিক
৫) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে কয়টি প্রতিবাদী সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল তাদের মধ্যে সবথেকে প্রাচীন কোনটি?
- আজীবিক সম্প্রদায়
৬) আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- গোসল
৭) কোন কোন গ্রন্থ থেকে গৌতম বুদ্ধ ও বৌদ্ধধর্ম সম্পর্কে জানা যায়?
- বুদ্ধচরিত ইত্যাদি
৮) গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কী ছিল?
- ঘোড়া
১৩) গৌতম বুদ্ধ কবে কোথায় জন্মগ্রহন
করেন?
-৫৬৬ খ্রী:পূর্বাব্দে বৈশাখী পূর্নিমা তিথিতে নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে৷
১৪) গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহন করেন?
- শাক্য রাজবংশে
১৫) গৌতম বুদ্ধের পিতার নাম কী?
- শুদ্ধোধন
১৬) গৌতম বুদ্ধের মায়ের নাম কী?
- মায়াদেবী
১৭) গৌতমবুদ্ধের মাতা মায়াদেবীর অপর পরিচয় কী?
- তিনি কোশল রাজ্যের রাজকন্যা ছিলেন।
১৮) গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী?
- যশোধরা বা গোপা
১৯) গৌতম বুদ্ধের ছেলের নাম কী ?
-রাহুল
২০) গৌতম বুদ্ধ রাহুলের শিক্ষার ভার কার উপর ন্যস্ত করেছিলেন?
- সারিপুত্ত
২১) গৌতম বুদ্ধ কত বছর বয়েসে বিয়ে করেন?
· ১৬ বছর
২২) গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলে?
- মহাভিনিস্ক্রমন
২৩) বুদ্ধ শব্দের অর্থ কী?
- জ্ঞানী বা আলোক
২৪) গৌতম বুদ্ধের আসল নাম কী?
- সিদ্ধার্থ
২৫) তথাগত কার নাম?
- গৌতম বুদ্ধের আরেক নাম তথাগত
২৬) গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন?
- সারনাথের মৃগদাবে
২৭) বুদ্ধ সবথেকে বেশী বানী কোথায় প্রচার করেন?
- শ্রাবস্তিতে
২৮) গৌতম বুদ্ধ কোথায় সবথেকে বেশীবার শিক্ষা দান করেন?
- কোশল রাজ্য
২৯) ভারতের বাইরে কোথায় সর্বপ্রথম বৌদ্ধধর্ম প্রচারিত হয়?
- শ্রীলঙ্কায়
৩০) গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়?
- ধর্মচক্র প্রবর্তন
৩১) গৌতম বুদ্ধ নিজের প্রথম ধর্মোপদেশ অর্থাৎ ‘ধর্মচক্র প্রবর্তন' কোথায় প্রস্তুত করেছিলেন?
- সারনাথে
৩২) বুদ্ধের প্রথম পাঁচ শিষ্যের নাম কর?
- কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাস্প ও মহানাম
৩৩) বুদ্ধের কয়েকজন বিখ্যাত শিষ্যের নাম কর।
- মগধরাজ বিম্বিসার ও অজাতশত্রু, কোশলরাজ প্রসেনজিত ও তার স্ত্রী মল্লিকা, কনিষ্ক, হর্ষবর্ধন, অশোক
৩৪) কোন হুন নেতা প্রথম বৌদ্ধধর্ম গ্রহন করেন?
- মিহিরগুল
৩৫) গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী?
- কুন্তক
৩৬) গৌতম বুদ্ধের সারথির নাম কী?
- চেল্লা/চেনা/ছন্না
৩৭) গৌতম বুদ্ধ কবে ও কোথায় দেহত্যাগ করেন?
- ৪৮৬ খ্রীষ্টপূর্বাব্দে বৈশাখী তিথিতে মল্ল মহাজনপদের কুশীনগরে
৩৮) গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘঠনাকে কি বলা হয়?
- মহাপরিনির্বান
৩৯) গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কী বলা হয়?
- মহাভিনিস্ক্রমন
৪০) কোন গ্রন্থে গৌতম বুদ্ধ স্বয়ং নিজের গৃহ ত্যাগের ঘটনা বর্ননা করেছিলেন?
- অপরিয়েসন সুত্তে
৪১) বৌদ্ধদের পবিত্র গ্রন্থের নাম কী?
- ত্রিপিটক
৪২) ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল?
- পালি ভাষায়
৪৩) গৌতম বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন?
- প্রাকৃত ভাষায়
৪৪) আর্যসত্য, মহ্যিমপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, নির্বান ও পঞ্চশীল কোন ধর্মের সাথে যুক্ত?
- বৌদ্ধধর্ম
৪৫) বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ন অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়?
- বৈশাখী পূর্নিমার দিন
৪৬) গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন?
- ঋষিপত্তনে যার বর্তমান নাম সারনাথ
৪৭) গৌতম বুদ্ধ ধর্মপ্রচারের সময় কোথায় বসবাস করতেন?
- কোশলের জেতবন নামক একটি উদ্যোনে বসবাস করতেন। পরে এর নাম হয় জেতবন বিহার।
৪৮) কে গৌতম বুদ্ধের ভবিষ্যৎবানী করেন?
- কৌডিন্য
৪৯) গৌতম বুদ্ধের সময়ে কোন নগরে দূর্ভিক্ষ হয়েছিল?
- শ্রাবস্তি নগরে
৫০) গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলে?
- মহাভিনিস্ক্রমন
৫১) গৌতম বুদ্ধ সত্যের সন্ধানে ঘুরতে ঘুরতে প্রথম কোথায় এসেছিলেন?
- বৈশালী
৫২) গৌতম বুদ্ধ কার কাছে যোগশিক্ষা গ্রহন করেন?
- আলাল কালাম
৫৩) উরুবিলবে গৌতম বুদ্ধ কত বছর সাধনা করেন?
- ৬ বছর
৫৪) গৌতম বুদ্ধ কত বছর বয়েসে নির্বান লাভ করেন?
-৩৫ বছর
৫৫) যে গাছের নীচে বসে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন তার বর্তমান নাম কী?
- বোধিবৃক্ষ
৫৬) গৌতম বুদ্ধ কোন নদীর তীরে দিব্যজ্ঞান বা বোধি লাভ করেন?
-নৈরজ্ঞনা নদীর তীরে (ঋজুপালিকা নদীর তীরে মাহাবির)
৭১) বুদ্ধের কয়েকজন বিখ্যাত শিষ্যের নাম কর।–
মগধরাজ বিম্বিসার ও অজাতশত্রু, কোশলরাজ প্রসেনজিত ও তার স্ত্রী মল্লিকা, কনিষ্ক, হর্ষবর্ধন, অশোক
৭২) কার অনুরোধে গৌতম বুদ্ধ মহিলাদের সংঘে প্রবেশাধিকার দেন?
- পালিত মা গৌতমীর অনুরোধে
৭৩) কোন হুন নেতা প্রথম বৌদ্ধধর্ম গ্রহন করেন?
- মিহিরগুল
৭৪) গৌতম বুদ্ধ যে পাটিগনিতে দক্ষ ছিলেন এটি কোন গ্রন্থে উল্লেখ আছে?
- ললিতবিস্তারগ্রন্থ
৭৫) কে তিব্বতে বজ্রযান(যাহা মহাযানের একটি অংশ) সম্প্রদায় স্থাপন করেন?
-পদনসম্ভব
৭৬) কোন বৌদ্ধধর্মগ্রন্থ থেকে গৌতম বুদ্ধ সম্পর্কে কম জানা যায়?
- পরিশিষ্ঠ পার্বন
৭৭) আম্রপালি কে ছিলেন?
- গৌতম বুদ্ধের সমসাময়িক এক বিখ্যাত নর্তকী
৭৮) গৌতম বুদ্ধ ছাড়া আর কে শাক্যমুনি নামে পরিচিত?
- হিউয়েন সাঙ
৭৯) গৌতম বুদ্ধের প্রথম গৃহী শিষ্য কে ছিলেন?
- মহাস্থবির যশ
৮০) গৌতম বুদ্ধ কোথায় একবারও বর্ষাযাপন করেন নি?
-চম্পা
৮১) গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেন?
- ৪৫ বছর
৮২) গৌতম বুদ্ধ কোন নদী পার করে মল্লদেশের শালবনে পৌঁছেছিলেন?
- হিরন্যবতী নদী
৮৩) হিন্দু মতানুসারে গৌতম বুদ্ধ বিষ্ণুর কততম অবতার?
- নবম
৮৪) গৌতম বুদ্ধ বছরের কতমাস ধরে ধর্মপ্রচার করতেন?
- ৮ মাস
৮৫) কোন সম্প্রদায়ের মতে- গৌতম বুদ্ধ মানবজাতির ত্রানকর্তা?
- মহাযান
৮৬) কে বলেছেন- গৌতম বুদ্ধ একজন ভালো সেনাপতি হতে পারতেন, যদি না তিনি সন্ন্যাসী হতেন?
- চার্লস ইলিয়ট
৮৭) গৌতম বুদ্ধ ষোড়শ মহাযান পদের কোনটির সংবিধান রচনা করেন?
-বৃজি
৮৮) ষোড়শ মহাজনপদের কোনটিকে গৌতম বুদ্ধ রাষ্ট্র পরিচালনার জন্য পরামর্শ দেন?
- বৃজি
৮৯) কোন সমকালীন দর্শনের প্রতি গৌতম বুদ্ধ তার বিশ্বাস ব্যক্ত করেন?
- কর্মবাদ
৯০) আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন?
- গৌতম বুদ্ধ
৯১) গৌতম বুদ্ধ শেষ কোথায় বর্ষা যাপন করেছিলেন?
- বৈশালী
৯২) কার গৃহে গৌতম বুদ্ধ মারা যান?
- চুন্দ
৯৩) গৌতম বুদ্ধ কবে ও কোথায় দেহত্যাগ করেন?
-৪৮৬ খ্রীষ্টপূর্বাব্দে বৈশাখী তিথিতে মল্ল মহাজনপদের কুশীনগরে
৯৪) গৌতম বুদ্ধ কোন রোগে মারা যান?
- আমাশয়
৯৫) গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘঠনাকে কি বলা হয়?
- মহাপরিনির্বান
৯৬) গৌতম বুদ্ধ কোথায় নির্বান লাভ করে?
- বোধগয়া (মহাপরিনির্বান - কুশীনগরে)
৯৭) গৌতম বুদ্ধ কত বছর বয়েসে মহাপরিনির্বান লাভ করেন?
-৮০ বছর বয়েসে
৯৮) কোন মহান ব্যক্তির জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্নিমায়?
- গৌতম বুদ্ধ
৯৯) গৌতম বুদ্ধ শেষ উপদেশ কাকে দিয়েছিলেন?
- আনন্দকে (মতান্তরে সুভদ্রাকে)
১০০) গৌতম বুদ্ধের শেষ উপদেশ কী ছিল?
- পৃথিবীর সমস্ত জিনিসই ক্ষয় হবে, অধ্যাবসায়ী হওয়ার চেষ্টা কর।
গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী ও বৌদ্ধ ধর্ম>>>>
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here