Type Here to Get Search Results !

গজনীর সুলতান মামুদ দ্বিতীয় পর্ব | Mamud

 

গজনীর সুলতান মামুদ 

Set by - Manas Adhikary

গজনীর সুলতান মামুদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। Mamud MCQ 2nd part.

গজনীর সুলতান মামুদ| Mamud| Sultan Mahamud| MCQ on Sultan Mahamud.

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গজনীর সুলতান মামুদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

 গজনীর সুলতান মামুদ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। Mamud. 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here

 

 


১) তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কোন কোন এলাকাটি তুর্কি শাসনের অধীনে স্থানান্তরিত হয়?

- দিল্লী, পূর্ব রাজস্থান

২) কোন যুদ্ধে তুর্কি শাসক শাহাবুদ্দিন ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন?

- তরাইনের দ্বিতীয় যুদ্ধ

৩) নিচের কোন রাজ্যে মুহাম্মদ ঘোরি প্রথম আক্রমণ করেছিলেন?

- মুলতান

৪) প্রথম কোন ভারতীয় শাসক যিনি মুহাম্মদ ঘোরির কাছে পরাজিত হন?

- পৃথ্বীরাজ চৌহান

৫) ‘তারিখ-ই-হিন্দ’ বইটি কে লিখেছেন?

- আলবেরুনী

৬) তুর্কি শাসকদের আক্রমণে ভারতে কোন ভাষার প্রচলন হয়েছিল?

- ফার্সি

৭) ভারত আক্রমণকারী প্রথম তুর্কি আক্রমণকারী কে ছিলেন?

- সুবক্তগিন

৮) নিচের কোন চান্দেলা শাসক গজনীর মাহমুদকে চুক্তি করতে বাধ্য করেন?

- বিদ্যাধর  

৯)গজনীর মাহমুদের ভারত আক্রমণের ক্রম নির্দেশ করুন?

- মুলতান>থানেশ্বর>কাশ্মীর>মথুরা>কনৌজ

১০)মহান কবি ফিরদোসীর কার দরবারে উপস্থিত ছিলেন?

- গজনির সুলতান মাহমুদ  

১১) নিচের কাকে ফান্সের হোমার বলা হয়?

- ফিরদৌসি

১২) পাঞ্জাবের হিন্দু রাজা কে ছিলেন যিনি গজনীর মাহমুদের সাথে যুদ্ধে অপমানজনক পরাজয়ের পর আত্মহত্যা করেছিলেন?

- জয়পাল

১৩) মাহমুদ গজনীর সময় সাম্রাজ্য রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল?

- উদয়ভন্ডপুরে

১৪) ভারতে প্রথম মুসলিম আক্রমণকারির নাম কী?  

- মোহাম্মদ বিন কাসিম

১৫)চাচানামা থেকে কোথাকার ইতিহাস সম্পর্কে জানা যায়?

- সিন্ধু

১৬)ফাতাহনামা গ্রন্থের নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত?

- সিন্ধুতে আরব বিজয়

১৭) নিচের কোন ঐতিহাসিক গ্রন্থ থেকে ভারতে মুসলিম শাসনের সূচনা সমন্ধে জানা যায়?

- চাচানামা

১৮) আরবদের সিন্ধু বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম কর্তৃক আরোপিত ভূমি করকে কি বলা হয়?

- খরাজ

১৯) নিচের কোনটি তুর্কি গোত্রের অন্তর্ভুক্ত নয়

- সাসাবণী

২০) নিচের কোন প্রতিহার শাসকের শাসনামলে গজনীর সুলতান মামুদ কনৌজ আক্রমণ করেন?  

- রাজ্যপাল

২১) নিচের কোন শাসক মথুরা থেকে গজনির সুলতান  মাহমুদের অগ্রযাত্রার বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছিলেন?

- কোক্কালা দ্বিতীয়

২২) নিচের কোন শাসক মইজুদ্দিন মামুদ এবং পৃথ্বীরাজ চৌহান উভয়কেই পরাজিত করেন?

- দ্বিতীয় ভীম

২৩)গজনীর সুলতান মামুদের সাথে সংঘর্ষের সময় কাশ্মীরের শাসক কে ছিলেন?

- দিদ্দা

২৪) নিচের কোন শাসক গজনীর আল্পতগিনের বিরুদ্ধে জোট গঠন করেন?

- জয়পাল

২৫) ইসলামের নায়ক কাকে বলা হয়?

- গজনীর সুলতান মামুদ  

২৬) কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে গজনীর সুলতান মামুদ  ছিলেন বিশ্বের প্রথম স্বাধীন শাসক যিনি "সুলতান" উপাধি ধারণ করেছিলেন?

- তারিক ই গুজিন্দা

২৭) গজনীর সুলতান মামুদের সেনাবাহিনীর সাফল্যের বর্ণনা দিতে গিয়ে কোন লেখক গজনীর সেনাবাহিনীকে চুলের টুকরো উপড়ে ফেলা চিরুনির সাথে তুলনা করেছেন?

- অধ্যাপক এস আর শর্মা

28) গজনীর সুলতান মামুদ সাথে যুক্ত উপাধি সম্পর্কে নিচের কোনটি সঠিক?

ইয়ামিন-উদ-দৌলাহ, ইয়ামিন-উল-মিল্লাহ, বুশিকান, গাজী

29) কে তার দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন এবং খলিফা হারুন রশীদ এই লোকদের ধ্বংস করেছেন বলে শোক করতেন?

- গজনীর মামুদ  

৩০) কোন আরব হানাদার প্রথম সিন্ধু আক্রমণ করেছিল?

- ওবায়দুল্লাহ 

 

 

গজনীর সুলতান মামুদ সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম পর্ব>>>>

 

 ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

গজনীর সুলতান মামুদ| Mamud| Sultan Mahamud| MCQ on Sultan Mahamud.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad