মহাম্মদ ঘোরি দ্বিতীয় পর্ব
Set By- Manas Adhikary
মহম্মদ ঘোরী সম্পর্কিত প্রশ্নোত্তর। Md Ghuri MCQ.
মহম্মদ ঘোরী| মহম্মদ ঘুরি| Mohammad Ghuri| Mohammad Ghori MCQ| Sultan Shahabuddin Ghori| Shahabuddin Ghori.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহম্মদ ঘোরী সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম পর্বে মহম্মদ ঘোরী সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। অবশিষ্ট আরও কিছু প্রশ্নোত্তর এই পর্বে আলোচিত হল। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মহম্মদ ঘোরী সম্পর্কিত প্রশ্নোত্তর। Md Ghuri MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
১) ফতেহনামা শাস্ত্রটি নিম্নলিখিত
কোনটির সাথে সম্পর্কিত?
- সিন্ধুতে আরব বিজয়
২) কোন আরব হানাদার প্রথম সিন্ধু আক্রমণ করেছিল?
- ওবায়দুল্লাহ
৩) কার দ্বারা ভারতে দ্বিতীয় তুর্কি আক্রমণ সাধিত হয়েছিলো?
- মহাম্মদ ঘোরি
৪) মহম্মদ ঘোরী কোথায় ছিলেন শাসক?
- আফগানিস্তান
৫) মহম্মদ ঘোরি কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন?
- শানসওয়ানি
৬) মুহাম্মদ ঘোরি কবে প্রথম ভারত আক্রমণ করেন?
- 1175
৭) 1175 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘোরি কোন রাজ্যের বিরুদ্ধে ভারতে প্রথম আক্রমণ করেছিলেন?
- মুলতান
৮) ভারতের প্রথম কোন শাসক মহম্মদ ঘোরিকে পরাজিত করেছিলেন?
- মুলরাজ -
II
৯) গুজরাটের রাজা দ্বিতীয় ভীমদেব কোন আক্রমণকারীকে পরাজিত করেছিলেন?
- মুহাম্মদ ঘোরি
১০)হারওয়ালা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
- মহম্মদ ঘোরি বনাম ভীম দ্বিতীয়
১১)তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
- মুহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ তৃতীয়
১২) তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে কে পরাজিত হন?
- মোহাম্মদ ঘোরি
১৩) কোন যুদ্ধের মাধ্যমে মোহাম্মদ ঘোরির দিল্লি শাসন করার পথ প্রশস্ত হয়েছিল?
- তরাইনের দ্বিতীয় যুদ্ধ
১৪) মুহাম্মদ ঘোরি কোন যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন?
- 1192 সালের তরাইনে দ্বিতীয় যুদ্ধ
১৫) প্রথমে কোন ভারতীয় শাসক মুহাম্মদ ঘোরীর কাছে পরাজিত হন?
- পৃথ্বীরাজ চৌহান
১৬) মুহম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে বিবাদের মূলে ছিল
- ভাটিন্ডা
১৭) মুহাম্মদ ঘোরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় আক্রমণ ছিল
- তরাইনের দ্বিতীয় যুদ্ধ
১৮) 1194 সালে মুহম্মদ ঘোরি ও কনৌজের রাজা জয়চাঁদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কি নামে?
- চান্দাওয়ারের যুদ্ধ
১৯) চান্দাওয়ারের যুদ্ধে কে পরাজিত হন?
- জয়চাঁদ
২০)মুহাম্মদ ঘোরীর শেষ অভিযান কার বিরুদ্ধে ছিল?
- পাঞ্জাবের খোখর
২১) মোহাম্মদ ঘোরি তার বিজিত অঞ্চলের প্রশাসনের জন্য কাকে নিযুক্ত করেছিলেন?
- কুতুবুদ্দিন আইবক
২২) কোন সালে মুহাম্মদ ঘোরি আইবককে ভারতীয় অঞ্চলের গভর্নর নিযুক্ত করেন?
- 1192
২৩) মুহাম্মদ ঘোরি ভারতে প্রথম ইকতা কাকে দিয়েছিলেন?
- কুতুবুদ্দিন আইবক
২৪) কোন শিলালিপিতে মুহাম্মদ ঘোরি থেকে বলবন পর্যন্ত সুলতানদের তালিকা দেওয়া আছে?
- পালাম বাওলি শিলালিপি
২৫) কোন মুসলিম শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর মূর্তি রয়েছে?
- মুহাম্মদ ঘুরী
২৬) কোথায় মহম্মদ ঘোরীর মালওয়া বিজয়ের উল্লেখ পাওয়া যায়?
- আদবুল হাব বশসুজাত
২৭) নিচের মধ্যে কে মুহাম্মদ ঘোরীর দাস ছিলেন না?
- শামসুদ্দিন ইলতুৎমিশ
২৮)কার আমলে ফার্সি ভাষায় প্রথম গ্রন্থ রচিত হয়?
- গজনীর সুলতান মামুদ
২৯) মুহাম্মদ ঘোরির কোন সেনাপতি বিহার জয় করেছিলেন (1202-03), বাংলা জয় করেছিলেন (1204-05) এবং আসাম আক্রমণ করেছিলেন (1206)?
- ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি
৩০) ‘তরাইনের দ্বিতীয় যুদ্ধকে একটি নিষ্পত্তিমূলক যুদ্ধ হিসাবে বিবেচনা করা উচিত যা ভারতে মুসলমানদের মৌলিক সাফল্য নিশ্চিত করেছিল, পরবর্তী আক্রমণগুলো তার পরিণতি মাত্র’- এটা কার বক্তব্য?
- ভি.এ. স্মিথ
৩১) মুহাম্মদ ঘোরি উপাধিগুলি কী কী?
- শাহাবুদ্দিন , মুইনুদ্দিন ,মুহাম্মদ বিন সাম
৩২) ভারতে সর্বপ্রথম 'কারভা' নামের অস্ত্রটি কে ব্যবহার করেন?
- মুহাম্মদ ঘুরি
৩৩) দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজের বিজয়ের পর মুহাম্মদ ঘোরি কোথায় কুতুবুদ্দিন আইবককে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন?
- কোহরাম
৩৪) তরাইনের প্রথম যুদ্ধে পরাজয়ের পর ঘুরে প্রদেশে ফিরে এসে মুহাম্মদ ঘোরি এই পরাজয়ের জন্য দোষী ঘোরি, খলজি এবং খুরাসানি অভিজাতদেরকে কঠোর শাস্তি দিয়েছিলেন- এই
তথ্য কার লেখা থেকে পাওয়া যায়?
- ফরিসতা, মিনহাজ উস সিরাজের লেখা থেকে
৩৫)মুহাম্মদ ঘোরি বলেছেন- আমার দাস আমার আশার ভিত্তি এবং আমার গোলাম আমার ছেলে এবং সে আমার পরে উত্তরাধিকারী হবে- ইহা কোন বইতে উল্লেখ আছে?
- তাবাকাত - ই - নাসিরি
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here