গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম তৃতীয় পর্ব
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর ।Goutam Buddha And Bouddha Dharma MCQ.
গৌতম বুদ্ধ| বৌদ্ধ ধর্ম| Goutam Buddha| Goutam Budha MCQ| Bouddha Dharma MCQ.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর তৃতীয় পর্ব। এর আগে আমি এই টপিক সংক্রান্ত ১০০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই পর্বে গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ১২৯টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর 3rd part। Goutam Buddha and Bouddha Dharma MCQ.
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
- কুশিনগরের রামাভার নামক স্থানে
১০২) গৌতম বুদ্ধ যখন মারা যান বা নির্বান লাভ করেন তখন মগধের রাজা কে ছিল?
- অজাতশত্রু
১০৩) বৌদ্ধদের পবিত্র গ্রন্থের নাম কী?
- ত্রিপিটক
১০৪) ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল?
- পালি ভাষায়
১০৫) গৌতম বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন?
- প্রাকৃত ভাষায়
১০৬) আর্যসত্য,মহ্যিমপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, নির্বান ও পঞ্চশীল কোন ধর্মের সাথে যুক্ত?
- বৌদ্ধধর্ম
১০৭) এশিয়ার আলো কাকে বলা হয়?
- গৌতম বুদ্ধকে
১০৮) চক্রবর্তী ব্রত এর প্রবক্তা কে?
- গৌতম বুদ্ধ
১০৯)গৌতম বুদ্ধ কোন মানবগোষ্ঠীর অন্তভুক্ত ছিলেন?
- মোঙ্গলীয়
১১০) জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ যে পথের সন্ধান দিয়েছেন তার নাম কী?
- নির্বান
১১১) বৌদ্ধ সংঘ কে স্থাপন করেন?
- ভদ্রবাহু
১১২) ললিতবিস্তার গৌতম বুদ্ধ কি নামে বারবার বর্নিত আছেন?
- বাষ্প
১১৩) গৌতম বুদ্ধের প্রথম জীবনীকার কে?
- অশ্বঘোষ (বুদ্ধচরিত)
১১৪) কে গৌতম বুদ্ধকে বিদেশীদের কাছে শ্রেষ্ঠদান বলেছেন?
- ডঃ ধর্মেন্দ্র কোসাম্বি
১১৫) গৌতম বুদ্ধ জন্মস্থানের বর্তমান নাম কী?
- বর্তমানে রুমিনদেই গ্রাম
১১৬) হর্ষবর্ধন যে প্রয়াগ মেলা করতেন সেই প্রয়াগ মেলার শেষ করতেন কার পূজা করে?
- গৌতম বুদ্ধ
১১৭) প্রথমে মহাবীরের শিষ্য ছিলেন পরে গৌতম বুদ্ধএর শিষ্য হন কে?
- উপালি ও অজয়রাজকুমার
১১৮) গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল?
- পদ্ম ও ষাঁড়
১১৯) গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কী ছিল?
- ঘোড়া
১২০) বৌদ্ধ ধর্মের তিনটি ত্রিশরন মন্ত্র কী?
- বৌদ্ধ, ধৰ্ম্ম ও সঙ্ঘ
১২১) নির্বানের প্রতীক কী?
- বোধিগাছ
১২২) ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী ছিল?
- চাকা
১২৩) গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল?
- স্তুপ
১২৪) কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও দয়ার সাগর হিসাবে বর্ননা করা হয়েছে?
- অমরকোষে
১২৫)এশিয়ার আলো কাকে বলা হয়?
- গৌতম বুদ্ধকে
১২৬) কার মানবমূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয়েছিল?
- গৌতম বুদ্ধের
১২৭) প্রথম বৌদ্ধ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
-রাজা অজাতশত্রুর আমলে।
৪৮৩ খ্রী:পূর্বে মগধের রাজগৃহ নগরে সপ্তপর্ণী গুহায় হর্ষবংশীয়
১২৮) প্রথম বৌদ্ধসম্মেলনের সভাপতি কে ছিলেন?
- মহাকাশ্যপ
১২৯) প্রথম বৌদ্ধসম্মেলনে কী হয়েছিল?
- প্রথম বৌদ্ধসম্মেলনে বুদ্ধের বানীগুলিকে নিয়ে তিনটি ভাগে বা পেটিকা বা ঝুড়িতে ভাগ করা হয়েছিল৷ এই তিনটি পেটিকাকে একত্রে বলা হয় ত্রিপিটক৷ পেটিকা কথার অর্থ হল ঝুড়ি। এই পিটক তিনটি হল সুত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক৷
১৩০) সুত্রপিটক কে রচনা করেন?
- গৌতম বুদ্ধের বানীর সংকলন গ্রন্থ সুত্রপিটক রচনা করেন বুদ্ধদেবের শিষ্য উপালি৷
১৩১)বিনয় পিটক কে রচনা করেন?
- বৌদ্ধমঠের নিয়মকানুনের সংকলন গ্রন্থ বিনয়পিটক রচনা করেন বুদ্ধের শিষ্য আনন্দ।
১৩২) অভিধর্ম পিটকে কি আছে?
- অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বের বিশ্লেষন সংকলিত আছে৷
১৩৩) কোন পিটকের মূল্য সবথেকে বেশী?
- সূত্র পিটক
১৩৪) কোন পিটকের মূল্য সবথেকে কম?
- বিনয় পিটক
১৩৫) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় হয়?
-৩৮৩ খ্রীষ্টপূর্বাব্দে বৈশালিতে
১৩৬) কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়?
-শিশুনাগ বংশীয় রাজা কালাশোক বা কাকবর্ন এর আমলে
১৩৭) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে ছিলেন?
- সবাকামি
১৩৮) দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের গুরুত্ব কী?
- দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা থেরবাদী ও মহাসংঘিকা নামে দুটি দলে বিভক্ত হয়ে যায়।
১৩৯) দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে কতজন বৌদ্ধ ভিক্ষু যোগদান করেছিলেন?
- ৭০০ জন
১৪০) দশবতথু কী?
- দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় ৭০০ জন ভিক্ষু যোগ দেন এবং এই সংগীতির সভাপতিত্ব করেন মহাস্থবির যশ। বিক্ষুব্ধ ভিক্ষুরা এই সভায় দশ দফা প্রস্তাব পেশ করেন৷ এই দশদফা প্রস্তাব ‘দশবতথু” নামে পরিচিত।
১৪১) তৃতীয় বৌদ্ধসম্মেলন কবে কোথায় হয়?
- ২৫০খ্রীষ্টপূর্বাব্দে পাটলিপুত্রে
১৪২) কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধসম্মেলন হয়?
- মৌর্য বংশীয় সম্রাট অশোকের আমলে
১৪৩) তৃতীয় বৌদ্ধসম্মেলনের সভাপতি কে ছিলেন?
- উপগুপ্ত
১৪৪) তৃতীয় বৌদ্ধসম্মেলনের গুরুত্ব কী ছিল?
- বৌদ্ধদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য আনার চেষ্টা করা হয় এবং অভিধর্ম পিটক পালি ভাষায় অনুবাদ করা হয়৷
১৪৫) চতুর্থ বৌদ্ধসম্মেলন কবে কোথায় হয়?
-৭২ খ্রীস্টাব্দে পেশোয়ারে (মতান্তরে কাশ্মীরে) কুষান রাজ কনিষ্কের আমলে
১৪৬) চতুর্থ বৌদ্ধসম্মেলনের সভাপতি কে ছিলেন?
- বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্বঘোষ
১৪৭) চতুর্থ বৌদ্ধসম্মেলনের গুরুত্ব কী ছিল?
- বৌদ্ধরা হীনযান এবং মহাযান নামক দুটি পন্থীতে বিভক্ত হয়ে যান এবং মহাযানপন্থাবলম্বীরা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
১৪৮) কে বলেছেন বৌদ্ধধর্ম হিন্দু ধর্মের সংস্করন মাত্র?
- রোমিলা থাপার
১৪৯) কনিষ্ক কোন ধর্মালম্বী ছিলনে?
- মহাযান বৌদ্ধ
১৫০) কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহন করেন?
- কলিঙ্গ
১৫১) বৌদ্ধধর্ম গ্রহনের আগে পর্যন্ত অশোকের প্রিয় খাদ্য কী ছিল?
- ময়ুরের মাংস
১৫২) কে ইন্দো গ্রীক রাজা মিলিন্দকে বৌদ্ধধর্মে দীক্ষিত করেছিলেন?
- নাগসেন
১৫৩) মিলিন্ডাপানো কী?
-মিলিন্দ বা মিনান্দার বৌদ্ধধর্মাচার্য নাগসেনের কাছে বৌদ্ধধর্ম গ্রহন করেন৷ বৌদ্ধধর্ম প্রসঙ্গে নাগসেনের কাছে মিলিন্দের প্রশ্নাবলী ও নাগসেনের উত্তর পালি ভাষার রচিত হয়৷ যাহা মিলিন্ডাপানো বলে পরিচিত।
১৫৪) গৌতম বুদ্ধ কোথায় নির্বান লাভ করে?
- বোধগয়া/ বুদ্ধগয়া (মহাপরিনির্বান – কুশীনগরে)
১৫৫) গৌতম বুদ্ধ কার কাছ থেকে বুদ্ধধর্মের দীক্ষা নেন?_
- আলার কালাম
১৫৬) গৌতম বুদ্ধ কোন নদীর তীরে দিব্যজ্ঞান বা বোধি লাভ করেন?
- নৈরজ্ঞনা নদীর তীরে (ঋজুপালিকা নদীর তীরে মহাবীর)
১৫৭) গৌতম বুদ্ধ কত বছর বয়েসে নির্বান লাভ করেন?
-৩৫ বছর
১৫৮) গৌতম বুদ্ধ কত বছর বয়েসে মহাপরিনির্বান লাভ করেন?
-৮০ বছর বয়েসে
·
১৫৯) গৌতম বুদ্ধ যে পাটিগনিতে দক্ষ ছিলেন এটি কোন গ্রন্থে উল্লেখ আছে?
- ললিতবিস্তারগ্রন্থ
১৬০) কে তিব্বতে বজ্রযান(যাহা মহাযানের একটি অংশ) সম্প্রদায় স্থাপন করেন?
- পদনসম্ভব
১৬১) তিব্বতে কে তান্ত্রিক বৌদ্ধধর্ম প্রচার করেন?
- জেতারি
১৬২) গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল?
- পদ্ম ও ষাঁড়
১৬৩) গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কাকে বলা হয়?
- জাতক
১৬৪) জাতকের সংখ্যা কতগুলি?
- ৫৫০ টি
১৬৫) মহাযানে বোধিসত্ত্ব অর্থাৎ গৌতম বুদ্ধ আর কি নামে পরিচিত ছিল?
- পদ্মপানি
১৬৬) পাবাপুরীতে গৌতম বুদ্ধ কোথায় বসবাস করতেন?
- এক গরীব কর্মকারের বাড়িতে।
১৬৭) পাবাপুরিতে গৌতম বুদ্ধ কি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন?
- মাশরুম এবং শুকরের মাংস খেয়ে
১৬৮) গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন কোন মহাপুরুষ?
- মহাবীর
১৬৯) মহাবীর এবং গৌতমবুদ্ধ তাদের মতবাদ কোন রাজার শাসনকালে প্রচার করেছিলেন?
- বিম্বিসার
১৭০) বুদ্ধ এবং মহাবীর কোন রাজার রাজত্বকালে দেহরক্ষা করেন?
- অজাতশত্রু
১৭১) বুদ্ধের পাঁচটি নৈতিক উপদেশ কি নামে পরিচিত?
- পঞ্চশীল
১৭২) সূত্র পিটকের মূল বিষয় কী?
- বুদ্ধের উপদেশ
১৭৩) বিনয় পিটকের মূল বিষয় কী?
- বৌদ্ধ মঠের নিয়মকানুন
১৭৪) গৌতম বুদ্ধ কোন রাজ্যে ধর্ম প্রচার করতে রাজি হননি?
- অবন্তী রাজ্যে
১৭৫) বৌদ্ধ সংঘে ভর্তি হতে গেলে নুন্যতম বয়স কত লাগত?
- ৮ বছর (মতান্তরে ৪ বছর)
১৭৬) বৌদ্ধধর্মের মূলকথা কী?
- মোহত্যাগ করা
১৭৭) সম্রাট অশোক কোন বৌদ্ধসন্ন্যাসীর দ্বারা সবচেয়ে বেশী প্রভাবিত হয়েছিলেন?
- উপগুপ্ত
১৭৮) কোন রাজা প্রথম বুদ্ধের প্রতিকৃতি মুদ্রার উপর স্থাপন করেছিলেন?
- কনিষ্ক
১৭৯) চীনে বৌদ্ধধর্মের প্রচার প্রথম কে শুরু করেন?
- কাশ্যপ মাতঙ্গী
১৮০) মহাযান ও হীনযান বৌদ্ধদের মধ্যে মূল পার্থক্য কোথায়?
- দেব-দেবীর আরাধনা
১৮১) গান্ধার শিল্পের সূচনা কাদের মধ্যে হয়েছিল?
- মহাযান বৌদ্ধধর্মালম্বীদের মধ্যে
১৮২) মহাযান শিক্ষার বিখ্যাত পাঠস্থান কোথায় ছিল?
- নালন্দা
১৮৩) জেতবন বিহার গৌতম বুদ্ধকে কে দান করেছিল?
- অনাথপিন্ডক নামক এক বনিক এবং তার শিষ্য।
১৮৪) কোন গনিকা গৌতম বুদ্ধের আর্শীবাদ পেয়েছিলেন?
- আম্রপালি
১৮৫) চৈত কী?
- উপাসনা গৃহ
১৮৬) ‘বীজক কী পাহাড়ী’ - কী?
- বৈরাটে অবস্থিত বৌদ্ধ চৈত্য
১৮৭) সাধনমালা কী?
- যে পুস্তকে ধ্যান সম্পর্কিত বিভিন্ন নিয়ম ও তথ্য উল্লেখিত আছে তাকে সাধন মালা বলা হয়৷
১৮৯) একটি সাধনমালায় কতগুলি সাধন মালা রয়েছে?
- ২৫৬ টি
১৯০) সর্বাস্তিবাদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
- রাহুল ভদ্র
১৯১) সৌতান্ত্রিক সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম করুন?
- অশ্বঘোষ ও নাগাজুন
১৯২) মহাসাঘিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
- মহাকাশ্যপ
১৯৩) কাদের আক্রমনে বৌদ্ধ ধর্মের পতন ঘটে?
- আরব ও তুর্কি আক্রমনে
১৯৪) ভিক্ষু ও ভিক্ষুনীরা সমবেত হত প্রতিমাসের কত তারিখে?
- প্রতিমাসের ৮, ১৪, ১৫ তারিখে
১৯৫) বুদ্ধদেবের একজন নাপিত শিষ্যের নাম কর?
- উপালি
১৯৬) বুদ্ধদেবের একজন ক্ষত্রিয় শিষ্যের নাম কর?
- আনন্দ
১৯৭) বুদ্ধদেবের একজন ব্রাহ্মন শিষ্যের নাম কর?
- মহাকাশ্যপ
১৯৮) বুদ্ধদেবের প্রধান দুইজন শিষ্যের নাম কর?
-অভয় রাজকুমার ও রুপালি
১৯৯) বুদ্ধদেবের একজন বনিক শিষ্যের নাম কর?
- শ্রাবস্তীর অনাথ পিন্ডক
২০০) বুদ্ধদেবের একজন গৃহবধু শিষ্যের নাম কর?
- বিশাখা
২০১) মিয়ানমারের প্রাচীন বৌদ্ধ ধর্মের নিদর্শন কী?
- পেইকথানো
২০২) বৌদ্ধ ধর্মের বেদ ও বেদান্তে সত্য প্রচার করেছিলেন কে?
- কুমারিল ভট্ট ও শংকরাচার্য
২০৩) কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও দয়ার সাগর হিসাবে বর্ননা করা হয়েছে?
- অমরকোষে
২০৪) বৌদ্ধধর্মের বিশ্বকোষ অভিধামাকোষ কার লেখা?
- বসুবন্ধু
২০৫) গৌতম বুদ্ধের সময়ে কোন নগরে দূর্ভিক্ষ হয়েছিল?
- শ্রাবন্তী নগরে
২০৬) বৌদ্ধধর্মের জাতকগুলি কোন নিকায় এর অবলম্বনে রচিত হয়েছিল?
- সুত্রপিটকের পঞ্চম নিকায়
২০৭) কোন ঐতিহাসিক গৌতম বুদ্ধকে ব্রহ্মর্ষি গৌতম এবং অঙ্গিরসের বংশধর হিসাবে উল্লেখ করেন?
- এডওয়ার্ড জে থমাস
২০৮) কোন মতবাদ অনুযায়ী- সন্ন্যাসী জীবনযাপন ও ধ্যানের মাধ্যমে সিদ্ধার্থ গৌতম ভোগপরায়নতা এবং স্ব-রিপু দমনে একটি সংযমী পথ আবিস্কার করেছিলেন?
- বৌদ্ধ পরস্পরাগত মতবাদানুযায়ী
২০৯) নন্দিপদ কী?
- ষাঁড়ের ক্ষুর সংবলিত একধরনের প্রাচীন প্রতীক। এই প্রতীকটি বৌদ্ধধর্মালম্বীদের নিকট অত্যন্ত পবিত্ৰ৷
২১০) কোন ঐতিহাসিকের মতে বৌদ্ধ ধর্মের মহাযান শাখার উত্থান দক্ষিন-পূর্ব ভারতের তৎকালীন অন্ধ্র দেশেই ঘটেছিল?
- এ কে ওয়ার্ডা, পন্ডিত অ্যান্টনি বার্বার
২১১) মহাযানশাখার বৌদ্ধধর্মগ্রন্থগুলি কোন বৌদ্ধ ভিক্ষু চৈনিক ভাষায় প্রথম অনুবাদ করেন কে?
- লোকক্ষেমা
২১২) চৈনিক বৌদ্ধরা পাথর খোদাই করে কোন কোন কৃত্রিম গুহা নির্মান করেন?
- ইয়ুগেং ও লংম্যান গুহা
২১৩) বৌদ্ধ তন্ত্রে কী নিয়ে তান্ত্রিক মিথুন সাধনা গড়ে উঠেছে?
- করুনারুপি ভগবান ও প্রজ্ঞারুপিনী দেবী
২১৪) ‘যদি মানব জাতির মধ্যে সবচেয়ে মহৎ ব্যক্তিকে দেখতে চান তাহলে ভিক্ষুকের আবরনে ঐ রাজপুত্রের দিকে তাকান, যার সাধুতাই মানুষের মাঝে অতি মহান'- উক্তিটি কার?
- আব্দুল আতাহিতা
২১৫) ‘যদি কোন ধর্ম আধুনিক বিজ্ঞানের সাথে সমান তালে চলে, তা হচ্ছে একমাত্র বৌদ্ধধর্ম - উক্তিটি কার?
- আলবার্ট আইনস্টাইন
২১৬) বৌদ্ধধর্ম মূলত একটি গনতান্ত্রিক আন্দোলন যাহা ধর্মে গনতন্ত্র, সমাজে গনতন্ত্র ও রাজনীতিতে গনতন্ত্রকে তুলে ধরেছিল' - উক্তিটি কার?
- ড বি আর আম্বেদকর
২১৭) ‘আমি অনেকবার বলেছি এবং আবারও বলতে চাই যে, বৌদ্ধধর্ম ও আধুনিক বিজ্ঞানের মধ্যে পারস্পরিক প্রজ্ঞা ও জ্ঞানের এক গভীর বন্ধন রয়েছে’ - বক্তা কে?
- স্যার এডুইন আরনল্ড
২১৮) অজাতশত্রুদের সাথে যখন লিচ্ছবিদের সংঘর্ষ চলছিল তখন গৌতম বুদ্ধ কোথায় উপস্থিত ছিলেন?
- বৈশালীতে
২১৯) বুদ্ধ মূর্তিতে গৌতমবুদ্ধকে কোন কোন মুদ্রায় দেখতে পাওয়া যায়?
- ধ্যানমুদ্রা, ভূমিস্পর্শ মুদ্রা, ধর্মচক্র প্রবর্তন মুদ্রা অভয় মুদ্রা, বিতর্ক মুদ্রা
২২০) সমুদ্র ও উপগুপ্ত কারা ছিলেন?
- বৌদ্ধ শ্রমন
২২১) গৌতম বুদ্ধ কার প্রজাতন্ত্রে মহাপরিনির্বান অর্জন করেছিলেন?
- মল্ল
২২২) অজন্তা গুহায় কার জীবনী লেখা আছে?
- গৌতম বুদ্ধের
২২৩) বৌদ্ধ ধর্মের ‘শৈশবের লালনক্ষেত্র' কাকে বলা হয়?
- উত্তরপ্রদেশ
২২৪) সিংহল রাজ মেঘবর্মন কোন গুপ্ত সম্রাটের অনুমতিক্রমে গয়ায় একটি বৌদ্ধবিহার তৈরী করেছিলেন?
- সমুদ্রগুপ্ত
২২৫) বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উৎসব ‘লোসার' প্রতি বছর কোথায় পালিত হয়?
- লাদাখ
২২৬) প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বৌদ্ধধর্মের কোন মতবাদ প্রচারিত হত?
- মহাযান
২২৭) বৌদ্ধ সন্ন্যাসী ও পন্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কোন রাজার সমসাময়িক ছিলেন?
- প্রথম মহীপাল
২২৮) কোন ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসী চীনের শ্বেত অশ্ব মঠে ১২ বছর ধরে বৌদ্ধ গ্রন্থদি চীনা ভাষায় অনুবাদ করেন?
-কুমারজীব
২২৯) সম্প্রতিকালে মধ্য এশিয়ার মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ ধর্মের চিহ্নগুলি কে আবিস্কার করেন?
- অ্যারলস্টাইন
গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী ও বৌদ্ধ ধর্ম>>>>
গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here