Type Here to Get Search Results !

গিয়াসউদ্দিন বলবন/Balban

গিয়াস উদ্দিন বলবন প্রথম পর্ব 

Set by - Manas Adhikary

গিয়াস উদ্দিন বলবন প্রথম পর্ব| Giyasuddin Balban 1st Part.

গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| 

 Giasuddin Balban| Tughril khan.

 নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই।  আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো গিয়াস উদ্দিন বলবন প্রথম পর্ব এই পর্বে থাকছে গিয়াস উদ্দিন বলবন সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও ৬০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন। পরবর্তী পর্বে এই টপিক থেকে অবশিষ্ট আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ যোগদান করার জন্য - Click Here


গিয়াস উদ্দিন বলবন সংক্ষিপ্ত আলোচনা ও অতিসংক্ষিপ্ত প্রশ্ন| Information about Giyasuddin Balban and MCQ.

 

ভারতের আদিপর্বের সুলতানদের মধ্যে গিয়াসউদ্দিন বলবন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে আছেন। তাঁর বাল্যনাম ছিল বাহাউদ্দিন। এই বাহাউদ্দিন কৈশােরকালে মােঙ্গলদের হাতে বন্দী হন। মােঙ্গলরা বাহাউদ্দিনকে দাস হিসাবে বশরার খাজা জামালউদ্দিনের কাছে বিক্রী করে দেন। জামাল উদ্দিন তাঁকে নিয়ে দিল্লীতে এসে পুনরায় তৎকালীন দিল্লী অধীশ্বর ইলতুতমিশের নিকট বিক্রি করে দেন। অল্পদিনেই তিনি যুদ্ধ এবং রাজনীতিতে বিশেষভাবে পারদর্শী হয়ে ওঠেন। তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে ইলতুতমিশ তাঁকে বিখ্যাততুর্কান-ই-চাহেলগান’ এর সদস্য মনােনীত করেন এবং নিজকন্যার সাথে বিবাহ দেন। রাজিয়ার আমলে বলবনআমির--শিকার’ পদে উন্নীত হন। প্রথম দিকে বলবন রাজিয়া পক্ষ অবলম্বন করলেও পরবর্তীকালে ইয়াকুৎ নামক এক হাবশি ক্রীতদাসের সাথে রাজিয়ার ঘনিষ্ঠতায় ক্ষুব্ধ হয়ে বলবন রাজিয়ার বিরুদ্ধাচারন করে।তুর্কি আমীরদের পক্ষ অবলম্বন করে বাহরাম শাহকে সুলতান পদে বসানাের ব্যাপারে মুখ্য ভুমিকা গ্রহন করেন। রাজিয়ার পতনের পর বাহরাম শাহ, বলবনের বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে  তাঁকে পাঞ্জাবের অন্তত গুরগাঁ জেলার জায়গির দান করেন

১২৪২ সালে আমিররা বাহরাম শাহকে অপসারিত করে, ইলতুৎমিসের অপর পুত্র আলাউদ্দিন মাসুদ শাহকে সিংহাসনে বসান। এই সময় বলবন প্রধান কজ্ঞােকীর পদে উন্নীত হন। তবে বাহরাম শাহকে অপসারিত করে মাসুদ শাহের সিংহাসনের অধিকার লাভ বলবন সহজভাবে নেননি৷ তিনি ইলতুতমিশের অপর পুত্র নাসিরুদ্দিন মামুদের সাথে ষড়যন্ত্র করে ১২৪৪ সালে মাসুদ শাহকে সিংহাসনচ্যুত করেন এবং নাসির উদ্দীন মামুদকে দিল্লীর সিংহাসনে বসান নাসিরুদ্দিন মাহমুদ ছিলেন শান্তিপ্রিয় এবং ধর্মভীরু তিনি বেশীরভাগ সময় ধর্মচর্চায় অতিবাহিত করতেন ফলে আমিররা তাঁকে সিংহাসনে বসিয়ে রেখে নিজেদের স্বার্থসিদ্ধি করতেন নাসিরুদ্দিন মাহমুদকে সিংহাসনে বসানাের জন্য আমীরদের মধ্যে গিয়াস উদ্দিন বলবন মূল শাসন ক্ষমতায় চলে আসেন নাসিরুদ্দিন মামুদের সময় যতগুলি আভ্যন্তরীন বিদ্রোহ হয়েছে, তার সবগুলিই বলবন সাফল্যের সাথে মােকাবিলা করেন ১২৪৬ সালে মুলতান থেকে মােঙ্গলদের বিতাড়িত করার সময় বলবন বিশেষ কৃতিত্বের পরিচয় দেন এর পুরস্কারস্বরূপ নাসিরুদ্দিন তাঁকে প্রধানমন্ত্রীর পদ দান করেন এবং গিয়াস উদ্দীনের কন্যাকে বিবাহ করেন

সুলতান নাসিরুদ্দিন মাহমুদের মৃত্যুর পর তাঁর প্রধানমন্ত্রী তথা শ্বশুর গিয়াস উদ্দিন বলবন দিল্লীর সিংহাসনে বসেন৷ বলবনের সিংহাসনে আরােহনের সময় দিল্লী সুলতানী বহুমুখী সমস্যায় জর্জরিত ছিল৷ ইলতুতমিশের পরবর্তী সময়ে সিংহাসনে দুর্বল শাসকদের অযােগ্যতার সুযােগে তুর্কি অভিজাতদেরচল্লিশ চক্র’ প্রবল প্রতাপশালী হয়ে ওঠে৷ মেওয়াটি দস্যুদের অত্যাচারে অভ্যন্তরীন শান্তি শৃঙ্খলা বিপর্যস্ত হয়েছিল মােঙ্গলদের আক্রমনের সম্ভাবনা বিঘ্নিত করেছিল সীমান্তের নিরাপত্তা রাজকোষের অর্থাভাব এবং সেনাবাহিনীর দুর্বলতা ইত্যাদিও প্রকট হয়ে সংকট সৃষ্টি করেছিল। সিংহাসনে বসেই বলবন মেওয়াটি দস্যুদের দমন করেন। রােহিলাখন্ড বা কাটিহার, জুদ দোয়াব অঞ্চলে তিনি অরজকতা দমন করেন। রাজ্যের সর্বত্র গুপ্তচর নিয়ােগ করেন। তিনি বে-আইনীভাবে দখলকরা ইত্তাগুলিকে সরকারের হাতে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তিনি জাগীর প্রথা রদ করে কর্মচারী সেনাদের নগদ বেতন দেওয়ার ব্যবস্থা করেন। তিনি ভারতীয় মুসলিমদের নীচু চোখে দেখতেন, সরকারী কর্মচারী নিয়ােগের ক্ষেত্রে তিনি একচেটিয়া তুর্কী বংশীয়দের সুযােগ দিতেন। তার সময়ে বাংলার তুঘ্রিল খান স্বাধীনতা ঘােষনা করলে, পর পর দুবার সৈন্য পাঠিয়ে দমন করতে না পেরে শেষে তিনি নিজে বাংলা অভিযান পরিচালনা করে তুঘ্রিল খানকে পরাজিত নিহত করেন। গিয়াস উদ্দীন বলবনের আমলে সবথেকে গুরুত্বপূর্ন হল মঙ্গোল আক্রমন। মঙ্গোল আক্রমনের গুরুত্ব বুঝে তিনি বিভিন্ন ব্যবস্থা নেন। তার  সেনাপতি শের খা মঙ্গোল বাহিনীকে পর পর কয়েকটি যুদ্ধে পরাস্ত করেন। শের খাঁ এর মৃত্যুর পর তিনি তাঁর দুইপুত্র যুবরাজ মহম্মদ বুখরা কে মঙ্গোল আক্রমন প্রতিহত করার দায়িত্ব দেন। এই সময় মঙ্গোলদের সাথে যুদ্ধে যুবরাজ মহম্মদ এর মৃত্যু হয়

যদিও এরপর মঙ্গোলরা বলবনের সময়কালে আর বেশী উৎপাত করতে সক্ষম হয় নি। তিনি ইলতুতমিস প্রবর্তিতচল্লিশ চক্রের' উচ্ছেদ ঘটান। তিনি তার দরবারে হাসি, তামাসা, চপলতা প্রদর্শন নিষিদ্ধ করেন বলবন বিদ্যানুরাগী ছিলেন প্রসিদ্ধ কবি আমীর খসরু তাঁর পৃষ্ঠপােষকতা লাভ করেন (প্রসঙ্গতঃ আমীর খসরু ছিলেন তার পরবর্তী আলাউদ্দিন খলজীর সভাকবি।)

দাস বংশের রাজত্ব

 - মহম্মদ ঘুরি

- কুতুব উদ্দিন আইবক

- আরাম শাহ

- ইলতুতমিশ

 - রুকনউদ্দিন ফিরােজ শাহ

- রাজিয়া সুলতানা

- বাহরাম শাহ

- আলাউদ্দিন মাসুদ শাহ

- নাসির উদ্দিন মাহমুদ

১০- গিয়াস উদ্দিন বলবন

১১- খুশি

১২- কাইকোবাদ

১৩- শামসউদ্দিন কাইমুরস

১২৯০ সালে দাস বংশের অবসান ঘটে এবং খলজি বংশ প্রতিষ্ঠিত হয়।দিল্লীর সিংহাসনে দাসবংশ প্রায় ৯৭ বছর রাজত্ব করেন।

গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| Giasuddin 

Balban| Tughril khan.

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

) বলবন কবে সিংহাসনে বসেন?

- ১২৬৬ সালে

) বলবন এর আসল নাম কী?

- বাহাউদ্দিন (পরে তিনি উলুগ খান নাম ধারন করেন)

) বলবনের প্রধান সেনাপতির নাম কী ছিল?

- শের খাঁ

) বলবনের দুই পুত্রের নাম কী?

- যুবরাজ মহম্মদ বুখরা খান।

) বলবনের কোন পুত্র মঙ্গোল আক্রমন প্রতিহত করতে গিয়ে প্রান হারান?

- যুবরাজ মহম্মদ খাঁ

) দিল্লীর সুলতানি আমলে কাকেখান--শহীদ’ উপাধি দেওয়া হয়েছিল?

- বলবনের  ছেলে যুবরাজ মুহাম্মদ (মঙ্কলদের বিরুদ্ধে মার্শাল এক্সেলেন্সি আর স্যাক্রিফাইসের জন্য তাকে বলবন এই উপাধি দিয়েছিলেন)

) ইলতুতমিস প্রবর্তিত চল্লিশ চক্র এর উচ্ছেদ কে ঘটান

বা কে চাহেলগামী অভিজাতদের অধিকার খর্ব করেন?

- গিয়াস উদ্দীন বলবন।

) জিল--ইলাহি (জিলিল্লাহ) উপাধি কে গ্রহন করেন?

- গিয়াস উদ্দীন বলবন

) বলবনের আমলে বাদায়ুনের কোন শাসনকর্তা বলবন কর্তৃক শাস্তিপ্রাপ্ত হন?

-বদায়ুনের শাসনকর্তা মালিক বকবক (মালিক বকবক তার এক ক্রীতদাসকে নিষ্ঠুরভাবে হত্যা করেন এই অপরাধে তাঁকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় এছাড়াও অযােধ্যার শাসনকর্তাকে অন্যায় কার্যকলাপের জন্য প্রকাশ্যে বেত্রাঘাত কুড়িহাজার টাকা অর্থদন্ড করেন গিয়াস উদ্দীন বলবন)

১০) বাংলার কোন শাসনকর্তা বলবনের ভয়ে নিজ রাজধানী লক্ষনাবতী পরিত্যাগ করে ঢাকায় পালিয়ে যান?

- তুঘ্রিল খাঁ (শেষ পর্যন্ত ধরা পড়েন এবং নিহত হন শুধু তাই না, লক্ষনাবতীর বাজারের দুধারে সারি সারি ফাসিকাঠ পুঁতে তুঘ্রিলের অনুচরদের নৃশংসভাবে ফাঁসি দেন গিয়াস উদ্দীন বলবন)

১১) গিয়াস উদ্দিন বলবন বাংলার প্রাদেশিক শাসনকর্তা তুঘ্রিল খানকে পরাজিত করতে কোন স্থানীয় শাসকের অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হয়েছিল?

- দেব বংশের শাসক ধনুজা মাধব

১২) তুঘ্রিল খানকে কে আঘাত করেন এবং কে হত্যা করেন?

- আঘাত করেন জনৈক আলী নামক সৈন্য এবং মুন্ডুচ্ছেদ করেন মালিক মুকাদ্দোর

১৩) দিল্লীর কোন সুলতান নৃশংতার সাথে নরহত্যা সংঘটিত করেন?

- বলবন

১৪) বাংলার শাসনকর্তা তুঘ্রিল খাঁ কে নিহত করার পর গিয়াস উদ্দীন বলবন বাংলার শাসনকর্তারূপে কাকে নিযুক্ত করেন?

- নিজ কনিষ্ঠপুত্র বখরা খাঁন কে

১৫) বলবন কাকে বলেছিলেন যেরাজপদ স্বৈরাচারিতার প্রতিমূর্তি (Kingship is  the embodiment of deptoism)"?

- বুগরা খান কে

১৬) বলবন সুমানা দীপালপুরের দায়িত্ব বুখরা খানের আগে কাকে দিয়েছিলেন?

-তমর খাঁন।

১৭) দিল্লীর কোন সুলতানকে হত্যা করে তার মৃতদেহটি বস্তায় ভরে গঙ্গায় ফেলে দেওয়া হয়?

- কোতােয়াল ফকরুদ্দীন কাইকোবাদ

১৮) কোন গ্রন্থ থেকে জানা যায় যে গিয়াস উদ্দিন বলবন, তার জামাতা নাসির উদ্দিন মাহমুদ কে হত্যা করে দিল্লীর সিংহাসন দখল করেন?

- তাবাকাত--নাসিরী।

১৯) ৪০ জন আমিরদের দমন করার জন্য কোন আমিরকে বলবন অযােধ্যার ফটকে ঝুলিয়ে দেন?

- আমিন খাঁ।

২০) সুলতানি আমলে শের খাঁ কে ছিলেন?

- গিয়াস উদ্দিন বলবনের সৎভাই৷ যাকে বলবন বিষপ্রয়ােগের মাধ্যমে হতা করেন।

২১) সুলতানী আমলে বিদ্রোহীর শহর বা বুলগাকপুর কাকে বলা হত?

- বাংলাকে৷ (কারন সুযােগ পেলেই বাংলার শাসকগন কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতেন)

২২) কোন শাসকের দরবারে হাসি, ঠাট্টা, তামাসা চপলতা প্রদর্শন নিষিদ্ধ ছিল?

- গিয়াস উদ্দীন বলবন।

২৩) দিল্লীর কোন সুলতান ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের মত ভগবান প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করত?

- গিয়াস উদ্দীন বলবন

২৪) কোন সুলতান ভারতে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন?

- গিয়াস উদ্দীন বলবন।

২৫) দৈবশক্তি সম্ভুত রাজশক্তি - এই তত্ত্ব কে ঘােষনা করেন?

- গিয়াস উদ্দীন বলবন

২৬) কে নিজেকেনিয়াবদ--খুদায়' (‘নইবই--খুদাই) অর্থাৎ ঈশ্বরের সেবক বলেছিলেন?

- বলবন।

২৭) “যখনই আমি নীচবংশােদ্ভূত মানুষ দেখি তখনই রাগে আমার প্রতিটি শিরা-উপশিরা জ্বলতে শুরু করে, তাকে হত্যা করার জন্য আমি তরবারির দিকে হাত বাড়াই” - উক্তিটি কার?

- গিয়াস উদ্দীন বলবন

২৮) কোন সুলতানখােয়াজা' নামক হিসাব বিভাগের কর্মচারী নিয়ােগ করেছিলেন?

-গিয়াস উদ্দীন বলবন।

২৯)  খোয়াজা পদ কি ?

- ইক্তার হিসাব পরীক্ষক 

৩০) 'দেওয়ান--আর্জ' কে প্রতিষ্ঠা করেন?

- গিয়াস উদ্দীন বলবন

৩১) বলবনের আমলে প্রচলিতদেওয়ান--আর্জ’ কোন বিভাগ ছিল?

- সেনাবাহিনী।

৩২) সুলতানী আমলে যে গুপ্তচর সংস্থা কাজ করত তার নাম বারিদ। এটি কে প্রবর্তন করেন?

- গিয়াস উদ্দীন বলবন (মতান্তরে আলাউদ্দীন খলজী)

৩৩) মেওয়াটি দস্যুদের কে দমন করেন?

- গিয়াস উদ্দীন বলবন

৩৪) লালমহল কে প্রতিষ্ঠা করেন বা দিল্লীর লালপ্রাসাদ কে নির্মান করেন?

- গিয়াস উদ্দীন বলবন (প্রসঙ্গত লাল কেল্লা প্রতিষ্ঠা করেন শাহজাহান) 

৩৫) গিয়াস উদ্দীন বলবন কাকে দিল্লীর প্রশাসনিক দায়িত্ব দিয়ে লখনৌতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন?

- ফকরুদ্দিন।

৩৬) গিয়াস উদ্দীন বলবন নিজেকে কার বংশধর হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন?

- তুর্কিবীর আফ্রাশিয়ারের

৩৭) বলবন তার রাজতান্ত্রিক আদর্শ কার থেকে নেন?

- পারস্যের সাসানীয় রাজবংশ থেকে।

৩৮) বলবন কোন কোন পারসীক প্ৰথা দরবারে প্রচলন করেন?

- সিজদা, পাইবস, জমিনবস, নওরােজ উৎসব।


 

৩৯) সিজদা কথার অর্থ কী?

- সুলতানের সামনে নতজানু হয়ে বসে আনুগত্য প্রদর্শন করা। এটি একটি পারসিক প্রথা।

 ৪০) কোন সুলতান নওরােজ উৎসব পালন করতে?

- গিয়াস উদ্দীন বলবন (এই উৎসব বন্ধ করেন ঔরঙ্গজেব)

৪১) বলবন যেনওরােজ’ উৎসবটি প্রচলিত করনে সেটি কোথাকার উৎসব?

-পারসিক উৎসব।

৪২) দিল্লীর কোন সুলতান একটি নতুন ধর্ম প্রচলন করতে চেয়েছিলেন কিন্তু উলেমাদের আপত্তির জন্য তিনি তা করতে পারেননি?

- বলবন

৪৩) কোন শাসকের সংস্কারের ফলে ইকতা ব্যবস্থা শক্তিশালী হয়েছিল বা ইকতা প্রথার মধ্যে অনেক ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করে তার সংস্কার ঘটান কে?

- গিয়াস উদ্দীন বলবন

৪৪) কিলােঘেরী প্রসাদ কে নির্মান করেন?

- কায়কোবাদ (ইনি গিয়াস উদ্দীন বলবন এর নাতি ছিলেন এবং বলবনের পর সিংহাসনে বসেন)

৪৫) কায়কোবাদ  কতদিন সিংহাসনে বসেছিলেন?

-   ৩ বছর

৪৬) কায়কোবাদের প্রধানমন্ত্রীর নাম কি?

- নিজাম উদ্দিন 

৪৭) কায়কোবাদ  কার পরামর্শে সিংহাসনে বসেছিলেন?

 - ফখর উদ্দিন 

৪৮) কায়কোবাদ কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন?

 - ১৭ বছর 

৪৯) কোন সুলতানের দরবারের আড়ম্বর দেখে লােকে বিসমিল্লাহ বিসমিল্লাহ ধ্বনি করতেন?

- গিয়াস উদ্দীন বলবন

৫০) কোন সুলতান সাধারন মানুষের সাথে বাক্যালাপ করতেন না?

- গিয়াস উদ্দীন বলবন

৫১) গিয়াস উদ্দীন বলবন সিংহাসনে বসার পূর্বে কোন সুলতানের উপর নিজের ক্ষমতা প্রয়ােগ করে?

- আলাউদ্দিন মাসুদ শাহ

৫২) বলবন কোন সুফী সাধকের অনুগামী ছিলেন?

- ফরিদ-উদ্দিন-মাসুদ-গঞ্জী-শেখর (বাবা ফরিদ)

৫৩) কোন সুলতান নিজেকে 'ইয়াবৎ--খুদাই' বলতেন?

- গিয়াস উদ্দীন বলবন

৫৪) কোন সুলতান নিজেকেনইবই--খুদাই’ বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যায়িত করেছিলেন?

- গিয়াস উদ্দিন বলবন

৫৫) "Divine theory of Kingship"- কে প্রতিষ্ঠা করেন?

- গিয়াস উদ্দীন বলবন

৫৬) কোন সুলতান "Scientific frontier of Defence"- নীতির উদগাতা ছিলেন?

- গিয়াস উদ্দীন বলবন

৫৭) আরাম শাহের আমলে চল্লিশ চক্রের প্রধান নেতার নাম কী?

- গিয়াস উদ্দীন বলবন

৫৮) দিল্লীর কোন সুলতান চল্লিশচক্রের নেতা ছিলেন?

- গিয়াস উদ্দিন বলবন

৫৯) দেওয়ান--উজিরত পদের সৃষ্টিকর্তা কে?

- গিয়াস উদ্দীন বলবন

৬০) দাস বংশের শেষ সম্রাটের নাম কী?

- কাইয়ুমাস

৬১) কোন অভিলেখ থেকে জানা যায় বলবন নিজেকে খলিফার সহায়ক বলেছেন?

-গারমুকটেস্বর

৬২) বলবন নিজেকে কী বলতেন?

- মাসাদি আলি

৬৩) 'হুকুম--হাসিল'- কে প্রবর্তন করেন?

- গিয়াস উদ্দীন বলবন

৬৪) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম রাজস্ব সামরিক বিভাগ পৃথক করেন?

-গিয়াস উদ্দীন  বলবন ( বলবন প্রথম রাজস্বের জন্য দেওয়ান--উজিরাৎ সামরিক বিভাগ দেওয়ান--আরজ নামক দুটি পৃথক দপ্তর খােলেন)

৬৫) কোন সুলতান রক্ত লৌহ নীতি গ্রহন করেছিলেন?

- বলবন

৬৬) বলবনের রাজসভায় কোন কোন কবি উপস্থিত ছিলেন?

- আমীর হােসেন আমীর খসরু

৬৭) দাস বংশের শেষ নরপতি কে ছিলেন?

- শামসউদ্দিন কাইমুরস

৬৮) দ্বিতীয় শামসুদ্দিন নাম কে পরিচিত  ছিলেন?

- কায়ূমর্স  

৬৯) নিজের মুদ্রাতে কে নিজেকে ঈশ্বরের ছায়া বলেছেন?

- বলবন

৭০) কোন শাসক নাসিরুদ্দিন উপাধী নিয়ে বাংলার সিংহাসনে বসেন?

- মহম্মদ খাঁ 


গিয়াসউদ্দিন বলবন দ্বিতীয় পর্ব >>>>

গিয়াসউদ্দিন বলবন তৃতীয় পর্ব >>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


গিয়াস উদ্দিন বলবন| Ghiyasuddin Balban| Balban| Balban UPSC| Giasuddin Balban| Tughril khan.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad